10/11/2024
চ্যাং উজায়, ব্যাঙ উজায়। খইলসা কয় আমিও একটু উজাই।মাহমুদুর রাহমানের হইছে সেই অবস্থা। আন্দোলনে সবাই তো যে যার মত নম্বর নিয়া ফালাইছে। মাহমুদুর চিন্তা করলো, আরে..., আমি তো কোন নম্বরই পাইলাম না? তাইলে কি করতে হইবো? জামিনের সুযোগ থাকার পরও আজাইরা কারণ দেখাইয়া জেলে ঢুকলো। ৩/৪ দিন পর ঐ একই সুযোগ নিয়া জেল থাইকা বাইর হইলো। নাহ, মানুষ তো কোন সিম্পেথি দেখায় না। তাইলে নম্বর তো এইবারও পাইলাম না। এখন তাইলে কি করন যায়? পিনাকী, ইলিয়াস দান্দাল , কনক, মুশফিক ফজল এর মত ইউটিউবার মার্কা সাংবাদিকরা এত এত নম্বর নিয়া নিল, আর আমি সাংবাদিক নামের এত বড় একজন হাতীর হুল হইয়াও স্বৈরাচার চুন্নি হাছিনার কুলাঙ্গার পুত্রকে হত্যা চেষ্টার ভুয়া মামলা খাইয়া এমনকি জেল খাইটাও কোন নম্বর পাইতাছি না? এইটা ক্যামনে কি? নম্বরের জন্য তাইলে তো রাজপথেই নামতে হয়। রাজপত তো এখন আন্দির পুত, বান্দির পুত সবার জন্যই উন্মুক্ত। ইস্যু কি? পাইছি। ছাত্রলীগরে নিষিদ্ধ ঘোষণা করতে হইবো, তা না হইলে সোমবার থাইকা রাজপথে লাগাতার আন্দোলন। আমি বলি, যে ছাত্রলীগরে নিষিদ্ধ করার অযৌক্তিক আজাইরা দাবী করতাছেন সেই ছাত্রলীগেরই ন্যায় পরায়ণ প্রতিবাদী বিরাট একটা অংশ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম এর মুল কারিগর। যাদের জন্য আপনি আজ খইলসা মাছের মত লাফাইতাছেন। ছাত্রলীগ সংগঠনটার চূড়ান্ত নৈতিক স্খলন ঘটছে, এটা যেমন সত্য তেমনি ছাত্রলীগে এখনো অনেক ভালো পোলাপান আছে। তাই ছাত্রলীগের যে সকল কুলাঙ্গার রা গত ১৬ বছর দুর্নীতি, অন্যায় অপকর্ম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এটাই হচ্ছে সাধারণ ছাত্র জনতার দাবী। আপনি যে দাবী নিয়ে রাজপথে নামতে চাইতেছেন তাঁর সপক্ষে হিরো আলমের সমান সমর্থনও পাবেন না জনাব। চেষ্টা কইরা দেখতে পারেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। আপনার দাবীর সমর্থনে সাধারণ ১০০ লোক পান কি না, দেখেন? নম্বর সব শেষ। আপনার কপালে বোধহয় এ যাত্রায় কিছু জুটবে না। ফাল পাইড়া লাভ নাই। আপনার মত ধান্দাবাজ সুবিধাবাদীদের উপদেষ্টা বানানো হবে না। তারচেয়ে চুপ কইরা থাকেন। বিম্পি যদি কোন উপায়ে ক্ষমতায় যায় তাইলে তখন তেলবাজি কইরা নতুনভাবে নম্বর নেওয়ার চেষ্টা কইরেন।