The Aurora Times

The Aurora Times The Aurora Times
(দ্যা অরোরা টাইমস)
বাংলা বিভাগে স্বাগতম

তৃণমূল রাজনীতিতে গণতন্ত্রের বিকাশ
01/15/2025

তৃণমূল রাজনীতিতে গণতন্ত্রের বিকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
01/15/2025

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

ছাগলকাণ্ডে জড়িত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাক...
01/15/2025

ছাগলকাণ্ডে জড়িত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
01/15/2025

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

01/14/2025

সংস্কার কমিটির খসড়া প্রতিবেদন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আসন হবে ৫০৫। নিম্নকক্ষ আসন থাকবে ৪০০। উচ্চকক্ষ থাকবে ১০৫। রাষ্ট্রপতির হাতে থাকবে ৫টি।
এসব নিয়ে অনুষ্ঠিত হবে লাইভ টক শো
রোড মার্চ টু ডেমোক্রেসি।
এবারের বিষয়: 'কেমন হবে আগামীর বাংলাদেশ'।
চোখ রাখুন আমাদের পেইজে।

ম্যাপল সিরাপ কী?ম্যাপল সিরাপ একটি প্রাকৃতিক মিষ্টি তরল, যা ম্যাপল গাছের রস (বিশেষত শুগার ম্যাপল, রেড ম্যাপল) সেদ্ধ করে ত...
01/13/2025

ম্যাপল সিরাপ কী?

ম্যাপল সিরাপ একটি প্রাকৃতিক মিষ্টি তরল, যা ম্যাপল গাছের রস (বিশেষত শুগার ম্যাপল, রেড ম্যাপল) সেদ্ধ করে তৈরি করা হয়। এটি প্রধানত কানাডা এবং উত্তর আমেরিকায় তৈরি হয় এবং প্যানকেক, ওয়াফেল, ডেজার্ট ইত্যাদিতে ব্যবহৃত হয়।

কেন ম্যাপল সিরাপ খায়?
১। স্বাদ ও মিষ্টতার জন্য: প্রাকৃতিক মিষ্টি হিসেবে এটি খুব জনপ্রিয়।
২। পুষ্টিগুণ: এতে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, পটাসিয়াম, এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
৩। স্বাস্থ্যকর বিকল্প: এটি কৃত্রিম চিনির তুলনায় প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত।
৪। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ: প্রদাহ কমাতে সাহায্য করে।

ম্যাপল সিরাপ প্রধানত কানাডা এবং যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়।
১। কানাডা: বিশ্বের মোট উৎপাদনের ৭৫-৮০% কানাডায় হয়।
• প্রধানত কুইবেক প্রদেশ (৯০% উৎপাদন)।
• অন্টারিও, নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া।
২। যুক্তরাষ্ট্র: ভারমন্ট, নিউ ইয়র্ক, মেইন, এবং নিউ হ্যাম্পশায়ার।

কানাডা থেকে কী পরিমাণ উৎপাদন হয়?
• প্রতি বছর কানাডা ১৪০-১৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬৩-৬৮ হাজার টন) ম্যাপল সিরাপ উৎপাদন করে।
• এর মধ্যে কুইবেক প্রদেশ প্রায় ৯২% উৎপাদন করে।

কানাডা থেকে কি পরিমাণ ম্যাপল সিরাপ রপ্তানি করা হয়?
• কানাডা প্রতি বছর ৮০-৯০% ম্যাপল সিরাপ রপ্তানি করে।
• রপ্তানির মূল্য প্রায় ৫০০-৬০০ মিলিয়ন কানাডিয়ান ডলার।

কোথায় রপ্তানি হয়?
১। যুক্তরাষ্ট্র: কানাডার রপ্তানির প্রায় ৬০-৭০%।
২। ইউরোপ: জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য।
৩। এশিয়া: জাপান, দক্ষিণ কোরিয়া।
৪। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
৫। মধ্যপ্রাচ্য।

ম্যাপল সিরাপ স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ?

উপকারিতা:
১। পুষ্টিগুণ: ম্যাঙ্গানিজ, জিঙ্ক, পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।
২। প্রাকৃতিক উৎস: কৃত্রিম চিনির চেয়ে কম প্রক্রিয়াজাত।
৩। কম গ্লাইসেমিক সূচক: রক্তে শর্করা ধীরে বাড়ায়।
৪। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি: প্রদাহ কমায়।

অপকারিতা:
১। অতিরিক্ত শর্করা: অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা রক্তে শর্করা বাড়তে পারে।
২। অতিরিক্ত ক্যালোরি: এটি ক্যালোরি যুক্ত, তাই নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত।

হ্ম্যাপল সিরাপ চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।
১। এটি প্রাকৃতিক, কৃত্রিম চিনি নয়।
২। এতে খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
৩। চিনির তুলনায় রক্তে শর্করার প্রভাব কম।
তবে এটি নিয়ন্ত্রিত পরিমাণে ব্যবহার করা উচিত, কারণ এতে শর্করা এবং ক্যালোরি রয়েছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্ট...
01/13/2025

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।

জুলাই-আগস্ট গণহত্যা: হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
01/13/2025

জুলাই-আগস্ট গণহত্যা: হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

01/13/2025

জনরোষের কাছাকাছি অন্তর্বর্তী সরকার
--ড. অলি আহমেদ।

অন্তরর্বর্তী সরকার জনরোষের কাছাকাছি বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম(অব:)। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে অন্তর্বর্তী সরকারকে বাহির হতে হবে।

স্থানীয় সময় সোমবার(১৩ আগস্ট) ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

#এইভাবে
#এই



01/13/2025

আপনি জানেন কি ড্রোন এর আবিস্কারক/জনক কে?

ড্রোনের (Unmanned Aerial Vehicle বা UAV) সুনির্দিষ্ট আবিষ্কারক হিসেবে কোনো একজন ব্যক্তির নাম বলা কঠিন। কারণ, এটি ধীরে ধীরে বহু বিজ্ঞানী ও প্রকৌশলীর প্রচেষ্টায় উন্নত হয়েছে। তবে ড্রোন প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ এবং ব্যক্তির অবদান উল্লেখযোগ্য।

ড্রোন প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা:
১। নিকোলা টেসলা (Nikola Tesla): ১৮৯৮ সালে তিনি একটি রেডিও-নিয়ন্ত্রিত বোটের ধারণা উপস্থাপন করেন, যা ড্রোন প্রযুক্তির প্রাথমিক ধারণার ভিত্তি।
২। আর্চিবল্ড লো (Archibald Low): ১৯১৭ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর জন্য প্রথম রিমোট-কন্ট্রোলড বিমান তৈরি করেন, যা “ফ্লাইং বোম্ব” নামে পরিচিত।
৩। অ্যাডেলার্ড ডগলাস (Adler Douglas) এবং এলমার স্পেরি (Elmer Sperry): তারা ১৯১৬ সালে একটি গাইরোস্কোপিক স্ট্যাবিলাইজেশন সিস্টেম ব্যবহার করে স্বয়ংক্রিয় বিমান প্রযুক্তির উপর কাজ করেন।
৪। ইজরায়েলি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI): আধুনিক ড্রোনের ক্ষেত্রে ইজরায়েল বড় ভূমিকা পালন করেছে। ১৯৭০-এর দশকে ইজরায়েলি প্রযুক্তি “হার্পি” এবং “হারন” ড্রোন তৈরিতে নেতৃত্ব দিয়েছে।

ড্রোনের আধুনিক রূপ:
• ড্রোনের বাণিজ্যিক ব্যবহার জনপ্রিয় করে তুলতে ডিজেআই (DJI) এর মতো কোম্পানিগুলো বড় ভূমিকা পালন করেছে।

তাই বলা যায়, ড্রোন প্রযুক্তি ধাপে ধাপে বিকশিত হয়েছে এবং এর পিছনে অনেক বিজ্ঞানী ও প্রকৌশলীর অবদান রয়েছে।

01/12/2025

দ্যা অরোরা টাইমস একটি বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত ঘটনা ও ইস্যু নিয়ে ধারাবাহিক টক শো আয়োজন করছে। এসব টক শোতে বিশ্লেষণমূলক আলোচনা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, এবং বিশেষজ্ঞ মতামত তুলে ধরা হচ্ছে। এই উদ্যোগ জনসাধারণকে প্রাসঙ্গিক তথ্য জানাতে ও সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখছে।

দ্যা অরোরা টাইমস বিশ্লেষণ এবং আলোচিত ইস্যুগুলোর বিষয়ে সচেতন থাকতে সহায়তা করবে। দ্যা অরোরা টাইমসের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পেতে পারবেন, যা আপনাকে সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে অবহিত রাখবে।

01/12/2025

Hi everyone! 🌟 You can support by sending Stars - they help earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

এমন দৃশ্য খুব সচরাচর দেখা যায়না। কারণ,  শীতকালে কানাডায় বেশিরভাগ সময় তুষারে আবৃত থাকে আকাশ। আজ বিকেলে মন্ট্রিয়ল শহর থেকে...
01/12/2025

এমন দৃশ্য খুব সচরাচর দেখা যায়না। কারণ, শীতকালে কানাডায় বেশিরভাগ সময় তুষারে আবৃত থাকে আকাশ। আজ বিকেলে মন্ট্রিয়ল শহর থেকে তোলা।

01/12/2025

আলোচনায় মেজর ডালিম।

বিপ্লব কি ব্যর্থ হতে চলেছে!আপনারা দেখছেন শাখাওয়াত মুকুল এর সঞ্চালনায় টক শো ‘রোড মার্চ টু ডেমোক্রেসি’। অতিথি আছেন, নিরাপত...
01/12/2025

বিপ্লব কি ব্যর্থ হতে চলেছে!

আপনারা দেখছেন শাখাওয়াত মুকুল এর সঞ্চালনায় টক শো ‘রোড মার্চ টু ডেমোক্রেসি’। অতিথি আছেন, নিরাপত্তা বিশ্লেষক লেফটেনেন্ট জেনারেল(অব:) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম , এলডিপির প্রেসিডিয়াম মেম্বার ড. নেয়ামুল বশির।

বিপ্লব কি ব্যর্থ হতে চলেছে | The Aurora Times

01/12/2025

বিপ্লব কি ব্যর্থ হতে চলেছে

01/12/2025

আপনারা দেখছেন শাখাওয়াত মুকুল এর সঞ্চালনায় টক শো ‘রোড মার্চ টু ডেমোক্রেসি’। বিষয়: আলোচনায় মেজর ডালিম। অতিথি আছেন, নিরাপত্তা বিশ্লেষক লেফটেনেন্ট জেনারেল(অব:) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম , এলডিপির প্রেসিডিয়াম মেম্বার ড. নেয়ামুল বশির।

01/12/2025

শাখাওয়াত মুকুল এর উপস্থাপনায় দ্যা অরোরা টাইমস এর লাইভ টকশো অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আলোচনার বিষয়: গণমাধ্যমের কালো বিড়াল। অতিথি আছেন, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা ও সাপ্তাহিক বাংলাদেশ সংবাদ মেলার সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী মাসুদ।

Address

Montreal, QC

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Aurora Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Aurora Times:

Videos

Share