Evening Show

Evening Show বাংলাদেশ ও সারা বিশ্বের- ডিজিটাল বাংলা মাল্টিপ্লেক্স!

পরপর দুই সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। এবার সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা মোহা...
06/30/2024

পরপর দুই সিনেমা থেকে বাদ পড়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। এবার সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, সে (বুবলী) যদি ‘বিট্রে’ সিনেমা থেকে সরে দাঁড়ায়, তাহলে আমার সাইনিং মানি এবং ৪০ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক। যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে। এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাব।

এর আগে নির্মাতা ইকবাল তার ‘বিট্রে’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেওয়ার কথা জানান। তখন বুবলী দাবি করেন, তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন।

কারণ হিসেবে এও বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন- তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।

বুবলীর এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল। তারই প্রেক্ষিতে এবার নায়িকাকে এমন হুঁশিয়ারি দিলেন তিনি।

সম্প্রতি ৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনেত্রীর ৯ টাকা দেনমোহরে বিয়ে নিয়ে ‘খোঁচা...
06/30/2024

সম্প্রতি ৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনেত্রীর ৯ টাকা দেনমোহরে বিয়ে নিয়ে ‘খোঁচা’ দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেতা যাহের আলভী। শুক্রবার (২৮ জুন) দুপুরে নিজের ফেসবুকে আইডিতে বিয়ে সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। যদিও এ স্ট্যাটাসে তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে চমককে ইঙ্গিক করেই আলভীর এমন পোস্ট। টেনিজেনরাও তাই বলছে।

এদিকে আলচিত এই পোস্ট নিয়ে সংবাদ প্রকাশের পর সেটি মুছে ফেলেছেন আলভী। আরেক পোস্টে অভিনেতা জানিয়েছেন কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি তিনি।

06/30/2024

আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দে জড়ালেন দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্র....

বুধবার (২৬ জুন) মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন জনপ্রিয় ...
06/29/2024

বুধবার (২৬ জুন) মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেদিন আর্জেন্টিনার নীল সাদা জার্সি গায়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন।

মেহজাবীনের সেই পোস্ট দেখেই তার পুরোনো একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে ২০২২ সালে ব্রাজিলের জার্সি গায়ে দেখা মিলেছে তার। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’।

এরপর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের সমর্থন দেখার পরে অনেক ভক্তরাই অভিনেত্রীর পুরোনো ছবি নিয়ে মজা করছেন। অনেকেই প্রশ্ন করছেন, মেহজাবীন ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলের সমর্থক? এবার আমেরিকা থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয় নিয়েই কথা বলেছেন মেহজাবীন।

চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারীকেন্দ্রিক গল্পের ‘ক্রু’ ছবিটির ব্যাপক সাফল্যের পর এই ছবিটির আদলে একটি চিত্রনাট্য রেডি ...
06/29/2024

চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারীকেন্দ্রিক গল্পের ‘ক্রু’ ছবিটির ব্যাপক সাফল্যের পর এই ছবিটির আদলে একটি চিত্রনাট্য রেডি করেছেন অনন্য মামুন। তিন যুগের তিন বলিউডি নায়িকা টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই ছবির ছায়া অবলম্বনে নির্মিতব্য নিজের এই ছবিতে মামুন নায়িকা চরিত্র তৈরি করেছেন চারটি। চার নায়িকা চরিত্রের জন্য মামুন বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া এবং নতুন একজন নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন।

জানা গেছে, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহির সঙ্গে চতুর্থ আরেকজন নায়িকা নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন। কিন্তু ঝামেলা বেঁধেছে চতুর্থ নায়িকা নিয়ে। ওই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম মামুনের প্রস্তাব ফিরিয়ে দেন। আগেই চূড়ান্ত হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের। চতুর্থ নায়িকার নাম জানার পর সবার আগে মামুনের এই ছবিতে অভিনয়ে অপারগতা প্রকাশ করেন মিম। ঠিক এর পরের দিন ফারিয়াও মামুনকে না করে দেন।

মিম এবং ফারিয়া ছবিটি করতে অপারগতা প্রকাশ করার কারণ হিসেবে জানা গেছে, মিম-ফারিয়াদের আলাদা দর্শক শ্রেণি রয়েছে। তারা তাদের 'তারকা ইমেইজ' সমতুল্য নায়িকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে চান। এ ক্ষেত্রে মিম-মাহি-ফারিয়া তিনজনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই। তবে আর কাউকে যদি নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে তাদের তারকা খ্যাতির সঙ্গে মানানসই কাউকেই নিতে হবে সাফ জানিয়ে দিয়েছেন তারা! স্বল্প পরিচিত ওই নায়িকার পরিবর্তে যদি জয়া আহসান কিংবা দিলারা হানিফ পূর্ণিমাকে নেওয়া হয়, তাহলে তাদের আপত্তি নেই বলে জানা গেছে।

বলিউডের বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শর পোস্টে প্রথমবার কোনও বাংলাদেশি সিনেমার পোস্টার শোভা পেলো। ঢালিউডের জন্য এটাও...
06/29/2024

বলিউডের বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শর পোস্টে প্রথমবার কোনও বাংলাদেশি সিনেমার পোস্টার শোভা পেলো। ঢালিউডের জন্য এটাও এক ধরণের উন্নয়নসূচক বটে।

২৯ জুন নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে ‘তুফান’ ছবির পোস্টার শেয়ার করে এই বিশ্লেষক জানান, বাংলাদেশের সুপারহিট ছবি ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে।

যে পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, ছবিটি শুধু পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পাচ্ছে ভারতজুড়ে হিন্দি-বাংলাসহ নানাবিধ ভাষায়।

এর আগে ২৮ জুলাই বিশ্বের আরও ১৫টি দেশে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ছবিটি। তারও আগে ঈদ উপলক্ষে ১৭ জুন বাংলাদেশের সর্বাধিক হলে মুক্তি পেয়েছে ছবিটি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করা...
06/27/2024

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান।

আগাম জামিন চেয়ে তার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

গত বছরই ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নির্মাতা আ...
06/26/2024

গত বছরই ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নির্মাতা আসিফ আকবর পরিচালিত সিনেমাটিতে আরও রয়েছেন মেল গিবসনের মতো তারকা। আর এই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ জুলাই।

‘বনইয়ার্ড’ বাংলাদেশে মুক্তির কথা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অভিনেতা মিলন। তবে সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী এ তারকা।

গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা মিলন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, হলিউডে এটি দ্বিতীয় সিনেমা আমার। যা লায়ন্স গেট প্রযোজনা করেছে। তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের আগে থেকে চুক্তি ছিল। যা সম্প্রতি বাতিল হয়েছে বলে জেনেছি। এ কারণে আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্য...
06/26/2024

সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুইটি ডিগবাজি দিয়েছেন। ২য় ডিগবাজি দেওয়ার সময় হঠাৎ কোমরে ব্যথা পান। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে।

এ সময় তিনি বলেন, যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে চাঁদের শহরেও পারে। ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি ডিগবাজি মারতে গিয়ে এ অবস্থা।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার...
06/26/2024

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার...

🥳🥳
06/26/2024

🥳🥳

হ-ত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিনেত্রী পরীমণি ও তার ক...
06/25/2024

হ-ত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিনেত্রী পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এদিন পরীমণি সকাল ১০টা ১৪ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

06/25/2024

পরীমণির বাসায় নিয়মিত রাত-যাপন করা এবং স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ মেলায় ব....

তবে এখনও পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের স...
06/24/2024

তবে এখনও পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিল এই তারকার। তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয়ে ওঠেনি।

কেনো শাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।

😍😍
06/24/2024

😍😍

অভিনেতা জহির ইকবালকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আজ রবিবার মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। বি...
06/24/2024

অভিনেতা জহির ইকবালকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আজ রবিবার মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী। তিনি লিখেছেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।

মুসলমান কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

Address

8631 Birnam Street
Montreal, QC
H3N2V4

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evening Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evening Show:

Videos

Share