06/06/2023
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী..... হে মহান রব ,কতই না সুন্দর আর নিখুঁত আপনার সৃষ্টি মনে হয় অপলক দৃষ্টিতে শুধু চেয়েই থাকি... কিন্তু আমার তো মন ভরে না... মনে হয় ,যেতে পারব তো? আপনার তৈরি সেই চিরস্থায়ী জান্নাতে... যেখানে থাকবে না কোন ভয় ,ক্ষুদা ,চিন্তা ,কষ্ট ,ক্লান্তি ,কোনো কিছু পাওয়া না পাওয়ার সমীকরণ। কতই না সুন্দর হবে সেই জান্নাত যা মানব চক্ষু কখনও কল্পনাও করে নি ,দশটি পৃথিবীর সমান একটি জান্নাত। আপনিই তো বলেছেন ,"তোমরা হতাশ হয়ো না " আপনার কাছে হাত তুলে কোনো কিছু চাইলে আপনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আসুন পাই বা না পাই আমরা চেষ্টা করি আর মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করি ,"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ্"।