Probase Puja Parbon প্রবাসে পুজা পার্বন

Probase Puja Parbon প্রবাসে পুজা পার্বন Hare Krishna. We are devotees of Lord Krishna. We live in Canada far away from Mother Land Bangladesh

গোপালকে তুলসী পাতা নিবেদনের মন্ত্রঃএতে সচন্দনে তুলসী পত্র গোপালায়  নিবেদয়ামি।  এতে সচন্দনে তুলসী পত্র গোপাল চরণে নমাহ।  ...
09/22/2024

গোপালকে তুলসী পাতা নিবেদনের মন্ত্রঃ
এতে সচন্দনে তুলসী পত্র গোপালায় নিবেদয়ামি।
এতে সচন্দনে তুলসী পত্র গোপাল চরণে নমাহ।





গোপলাস ধপলাসের জন্মদিনের ভক্তদের দেওয়া উপহারের কিছু অংশ।
09/17/2024

গোপলাস ধপলাসের জন্মদিনের ভক্তদের দেওয়া উপহারের কিছু অংশ।

প্রসাদ গ্রহন মন্ত্রঃমহাপ্রসাদে গোবিন্দে নাম-ব্রহ্মণি বৈষ্ণবে।স্বল্প-পুণ্যবতাং, রাজন্ বিশ্বাসো নৈব জায়তে॥শরীর অবিদ্যা-জাল...
09/16/2024

প্রসাদ গ্রহন মন্ত্রঃ
মহাপ্রসাদে গোবিন্দে নাম-ব্রহ্মণি বৈষ্ণবে।
স্বল্প-পুণ্যবতাং, রাজন্ বিশ্বাসো নৈব জায়তে॥

শরীর অবিদ্যা-জাল, জড়েন্দ্রিয় তাহে কাল,
জীবে ফেলে বিষয়-সাগরে।
তা'র মধ্য জিহ্বা অতি, লোভময় সুদুর্মতি,
তা'কে জেতা কঠিন সংসারে॥
কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়,
স্বপ্রসাদ-অন্ন দিলা ভাই।
সেই অন্নামৃত পাও, রাধাকৃষ্ণ গুণ গাও,
প্রেমে ডাক চৈতন্য-নিতাই॥
জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ॥
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
মহাপ্রসাদ সেবন মন্ত্র
প্রসাদ সেবন মন্ত্র



#প্রসাদসেবনমন্ত্র

Ganesh Chaturthi Uotsob 2024 at our temple
09/15/2024

Ganesh Chaturthi Uotsob 2024 at our temple

শ্রীশ্রীরাধাষ্টকরাধিকা শরদ-ইন্দু-নিন্দি -মুখমণ্ডলীকুন্তলে বিচিত্র বেণী চম্পক-পুষ্প-শোভনী।নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধ ওড়ন...
09/12/2024

শ্রীশ্রীরাধাষ্টক

রাধিকা শরদ-ইন্দু-নিন্দি -মুখমণ্ডলী
কুন্তলে বিচিত্র বেণী চম্পক-পুষ্প-শোভনী।
নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধ ওড়নী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥১॥

তরুণ অরুণ জিনি সিন্দুরের মণ্ডলী
যৈছে অলি মত্ত ভরে মলয়জ-গন্ধিনী।
ভুরূর ভঙ্গিম কোটি কোটি কাম-গঞ্জিনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥২॥

খঞ্জন-গঞ্জন দিঠি বঙ্কিম-সুচাহনী
অঞ্জন-রঞ্জিত তাহে কামশর-সন্ধিনী।
তিল-পুষ্প জিনি নাসা বেসর-সুদোলনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥৩॥

পক্ক বিম্বফল জিনি অধর সুরঙ্গিণী
দশন দাড়িম্ব-বীজ জিনি অতি শোভনী।
বসন্ত কোকিল জিনি সুমধুর-বোলনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥৪॥

কনক-মুকুর জিনি গণ্ডযুগ-শোভনী
রতন-মঞ্জীর পায়ে বঙ্করাজ-দোলনী।
কেশর মুুকতা হার উর'পর ঝোলনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥৫॥

কনক কলস জিনি কুচযুগ-শোভনী
করিবর-কর জিনি বাহুযুগ-দোলনী।
সুললিত অঙ্গুলিতে মুদ্রিকার সাজনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥৬॥

গজ-অরি জিনি মাজা গুরুয়া নিতম্বিনী
তা'পর শোভিত ভাল কনকের কিঙ্কিনী।
কনক-উলট-রম্ভা জানুযুগ-শোভনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥৭॥

হংসরাজ-গতি জিনি সুমন্থর-চলনী
রাতুল চরণে রাজে কনয়া সুপঞ্জিনী।
যুগল চরণে শোভে যাবক সুরঞ্জিনী
বন্দিয়ে শ্রীপাদপদ্ম বৃষভানু-নন্দিনী॥৮॥

আগামী ৬ সেপ্টেম্বর, ১৯ ভাদ্র শুক্রবার শ্রীমতি রাধারাণীর শুভ আবির্ভাব তিথি (রাধাষ্টমী)।

জন্মাষ্টমীর দু'সপ্তাহ পর শ্রীমতি রাধারাণীর আবির্ভাব তিথি আসে। দুপুর পর্যন্ত উপবাস, তারপর ভোজ অনুষ্ঠিত হয়। শ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা অধ্যায় ২৩, ৮৬-৯২ শ্লোকসমূহে শ্রীমতি রাধারাণী সম্পর্কে পাঠ করুন; এছাড়াও লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে 'গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা'-- শীর্ষক সপ্তচত্বারিংশতি অধ্যায় পাঠ করুন।

শ্রীরাধারাণী প্রণাম

তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরি।
বৃষভানুসুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে॥

শ্রীমতি রাধারাণী, যাঁর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।

রাধাষ্টমী পারন মন্ত্র পারন আরম্ভের মন্ত্রঃসর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায়গোবিন্দায় রাধেজীকো নমো নমঃ ।পারন শেষের ...
09/11/2024

রাধাষ্টমী পারন মন্ত্র
পারন আরম্ভের মন্ত্রঃ
সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায়

গোবিন্দায় রাধেজীকো নমো নমঃ ।

পারন শেষের মন্ত্র

ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায়

গোবিন্দায় রাধেজীকো নমো নমঃ ।
রাধে রাধে 🙏🏼🙏🏼🙏🏼

রাধে রাধে । রাধাষ্টমী মহাব্রত ২০২৪ সুসম্পন্ন ।     🙏🏼🙏🏼🙏🏼
09/11/2024

রাধে রাধে । রাধাষ্টমী মহাব্রত ২০২৪ সুসম্পন্ন । 🙏🏼🙏🏼🙏🏼

09/10/2024

রাধা অষ্টমী পুজার ভোগ রান্না

২০২৪ সালে কানাডা এবং বাংলাদেশে রাধা অষ্টমী করে । পূজার উপকরণ । প্রবাসীরা বাড়িতে কিভাবে ব্রত করবেন । কি খাবেন?  সংকল্প মন...
09/09/2024

২০২৪ সালে কানাডা এবং বাংলাদেশে রাধা অষ্টমী করে । পূজার উপকরণ । প্রবাসীরা বাড়িতে কিভাবে ব্রত করবেন । কি খাবেন? সংকল্প মন্ত্র, পুষ্পাঞ্জলী মন্ত্র, ক্ষমা প্রার্থনা মন্ত্র |

জন্মাষ্টমীর 15 দিন পর হয় রাধা অষ্টমী. ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে. এবার পঞ্জিকা মতে বাংলাদেশে রাধা অষ্টমী হবে 2024 সালের 11ই সেপ্টেম্বর বুধবার কিন্তু অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার রাত্রি ছয়টা বেজে 55 মিনিট 48 সেকেন্ডে এবং অষ্টমী তিথি শেষ হবে বুধবার 11ই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা বেজে 56 মিনিট 49 সেকেন্ডে। আমি থাকি কানাডার ফোর্ট ম্যাকমেরিতে। Alberta, BC সহ Western Province এ এখানে রাধাষ্টমী হবে 10ই সেপ্টেম্বর আর পূজার সময় হচ্ছে দুপুর 12টা 12 মিনিট থেকে দুপুর 2:48 মিনিট পর্যন্ত, মোট দুই ঘন্টা 36 মিনিট সময় থাকবে রাধা অষ্টমী করার জন্য। আর অষ্টমী তিথি শুরু হবে আমার এখানে সেপ্টেম্বর 10 তারিখে 11 টা বেজে 41 মিনিট সকালে এবং শেষ হবে সেপ্টেম্বর 11 তারিখে দুপুর 12টা 16 মিনিটে|

রাধা অষ্টমীর উপকরণঃ চন্দন, ফুল , ফল, , তুলসী পাতা, দূর্বা, ধান, আলো চাল, ধুপ, দীপ, চামর, ময়ূর পুচ্ছ, তিল, , পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, মিষ্টি জল – যদি থাকে), আমের পল্লব, গঙ্গা জল, জল শঙ্খ, , নৈবিদ্য, , শাড়ি, প্রসাধনী, রাধা কৃষ্ণ মূর্তি বা ছবি, মাটি বা পিতলের ঘট, ঘণ্টা, শঙ্খ, কোশা কুশি আর সাধ্যমত পূজার ভোগ। কোন উপকরন সংগ্রহ করতে না পারলে, মনে মনে সেই দ্রব্যের নাম করে, একটু জল বা ফুল রাধা রানীকে নিবেদন করলে চলবে।

এরপর রাধা কৃষ্ণের মন্ত্রগুলি জপ করুন, ও রাধা কৃষ্ণের আরতি করুন।
আচমন –
ওঁ বিষ্ণুঃ, ওঁ বিষ্ণুঃ, ওঁ বিষ্ণুঃ।
ওঁ তদবিষ্ণোঃ পরমং পদং। সদা পশ্যন্তি সুরযঃ। দিবীব চক্ষুরাততম্।।

কৃষ্ণ স্বরন / বিষ্ণুস্বরণঃ
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্ব্বাবস্হাংগতেহপি বা।
যঃ স্মরেৎ পুণ্ডড়ীকাক্ষং স বাহ্যভ্যন্তরে শুচিঃ”।।

সূর্য্য প্রনামঃ
“ জবাকুসুমসঙ্কাশং কশ্যাপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্তারিং সর্ববপাপঘ্নং প্রনতোহস্মি দিবাকরম্।।“

রাধাষ্টমীর সঙ্কল্পঃ
“বিষ্ণুরোম তৎসদদ্য ভাদ্র মাসি শুক্লে পক্ষে অষ্টমী তিথৌ আলিম্যান গোত্রঃ (নিজের গোত্র বলতে হবে) শ্রীমতি শান্তা রানি দেবীশর্ম্মা (নিজের নাম বলতে হবে) প্রভূত মনস্কামনালাভকামঃ গণপত্যাদি নানাদেবতাপুজা পূবর্বকং শ্রী রাধাষ্টমী ব্রতমহং করিষ্যে”।

রাধারানীর প্রণাম মন্ত্র : ৩ বার
হাত জোড় করে
তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।।
মুল মন্ত্রঃ ওঁ শ্রী শ্রী রাধিকায়ৈ স্বাহা

৯। পুষ্পাঞ্জলি মন্ত্র; ৩ বার
হাতে গন্ধ পুষ্প নিয়ে
তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।।
ইদম পুষ্পাঞ্জলি শ্রীরাধিকায় সমরপয়ামি।

আরতি নিয়ম:
পা - ৪ বার
নাভি - ২ বার
মুখ - ৩ বার
সবাঙ্গে - ৭ বার

পূজা ষোড়শোপচারে
প্রতিটি দ্রব্যর নামের পূর্বে “এতৎ” পরে দ্রব্যের নাম এবং পরে রাধিকায় নমঃ। যেমন “এতৎ নৈবদ্য রাধিকায় নমঃ”।

এখন ১৬ টি দ্রব্যঃ
১৬.১। আসন
১৬.২। স্বাগত (জল দিয়া)
১৬.৩। পাদ্য (কুশীর জল)
১৬.৪। অর্ঘ্য
১৬.৫। অচমনীয় (মুখ ধোয়া)
১৬.৬। মধুপর্ক
১৬.৭। স্থানীয় (স্নান)
১৬.৮। বাসন (শাড়ি)
১৬.৯। আভরন (সিঁন্দুর)
১৬.১০। গন্ধ (চন্দন)
১৬.১১। পুস্প
১৬.১২। ধুপ
১৬.১৩। দীপ
১৬.১৪। নৈবদ্য (কলা, চাল, চিনি, দুধ, ঘি ও মধু)
১৬.১৫। তাম্বুল (পান)
১৬.১৬। স্তব
পুজা শেষে ভোগ নিবেদন করবে।

ক্ষমা প্রার্থনা মন্ত্রঃ
মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন।
যৎ পূজিতং ময়া দেব পরিপূরণং তদন্ত মে।

মা রাধা রানী জগতের মংগল করুন। 🙏🏼🙏🏼🙏🏼



আমার “আরাধ্যার” সাথে ছবি তোলার চেষ্টা ।
09/08/2024

আমার “আরাধ্যার” সাথে ছবি তোলার চেষ্টা ।

গণেশ প্রনাম মন্ত্র“একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।”অর্থাৎ, যিনি একদন্ত, মহাকায়, লম...
09/07/2024

গণেশ প্রনাম মন্ত্র
“একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।”
অর্থাৎ, যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।
গনেশ ধ্যান মন্ত্র
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম্।






#গনেশ

শ্রীশ্রী গণেশের অষ্টোত্তর শতনামপ্রথমে গণেশ নাম রাখিল পাবক |  ১পরে নাম গণাধিপ রাখিল ত্র্যম্বক || ২যত সিদ্ধগণ মোর নাম রাখে...
09/07/2024

শ্রীশ্রী গণেশের অষ্টোত্তর শতনাম

প্রথমে গণেশ নাম রাখিল পাবক | ১
পরে নাম গণাধিপ রাখিল ত্র্যম্বক || ২
যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ | ৩
নাম রাখে গণাগ্রহী নমুচিসূদন || ৪
নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ | ৫
গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ || ৬
নাম দিল গণনাথ ভ্রাতা কার্ত্তিকেয় | ৭
নাম রাখে গণদেবেশ্বর রৌহিনেয় || ৮
গণচলবাসী নাম দিল শ্রীভাস্কর | ৯
গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর || ১০
নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ | ১১
নাম রাখিলেন গণকর্ত্তা সহস্রাক্ষ || ১২
গণপতি নামে ডাকে তাঁর পিতা হর | ১৩
নাম রাখে গজানন দেব দামোদর || ১৪
নাম দিল গৌরীসুত মহাদেবী তারা | ১৫
গজকর্ণ নাম দিলেন মুনি শ্রীঅঙ্গিরা || ১৬
দানিলেন গজবক্ত নাম সেই মনু | ১৭
বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু || ১৮
গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি | ১৯
নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি || ২০
নাম রাখে উমাপুত্র যে মেনকারাণী | ২১
বিঘ্ন বিনাশন নাম দিল অব্জযোনি || ২২
বিঘ্নরাজ নাম দিল বৃহতিসূদন | ২৩
নাম দেন বিঘ্নকর্ত্তা রুক্মিণী-রমণ || ২৪
নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি | ২৫
বিঘ্ন বিনায়ক নাম দিল শম্বরারি || ২৬
বিঘ্নসিদ্ধি নাম দিয়েছেন কংসাবতি | ২৭
বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি || ২৮
নাম দেন বিঘ্ন-বিনাশক খগেশ্বর | ২৯
বিঘ্নহর্ত্তা নাম দিয়েছেন নাগেশ্বর || ৩০
পার্ব্বতীপ্রিয় নাম দেন মাতামহী | ৩১
নাম রাখিলেন হরসূনু মহামতী || ৩২
এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা | ৩৩
নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা || ৩৪
দেবেরদেবেশ নাম দিয়েছিল বিষ্ণু | ৩৫
স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু || ৩৬
নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন | ৩৭
প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ || ৩৮
কাম অরিসূনু নাম রাখেন হারিত || ৩৯
রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত | ৪০
সুমুখ তার নাম রাখিল সম্বর্ত্ত | ৪১
সর্ব্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত্ত || ৪২
সুলেখক নাম দিল বেদব্যাস | ৪৩
ভারত-লেখক নাম দিয়েছে কৈলাস || ৪৪
ভালচন্দ্র নাম ভাল দিয়েছে উষণা | ৪৫
অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা || ৪৬
নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভোলি | ৪৭
মূষিকবাহন নাম দিয়েছে মাতালি || ৪৮
বজ্রতুন্ড নাম দিয়েছেন বজ্রানি | ৪৯
সদাদান নাম দিয়েছেন বীণাপাণি | ৫০
পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ূধ শম্ব | ৫১
শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ব || ৫২
অত্রি দিয়েছেন ত্রিলোচন ভাল নাম | ৫৩
মাতা জগদ্বাত্রী দিল চতুর্ভূজ নাম || ৫৪

একদন্ত রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত | ৫৫
বিকট আর নাম রাখেন মরুত || ৫৬
রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম | ৫৭
সিদ্ধিসেনাগ্রজ নাম রাখেন শ্রীযম || ৫৮
সিদ্ধিদাতা নাম ভাল রাখেন বিষ্ণুরথ |৫৯
সিদ্ধি বিনায়ক নাম রাখে শাতাতপ || ৬০
নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি | ৬১
সিদ্ধসাধক নাম রাখে পশুপতি || ৬২
সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ | ৬৩
নাম রাখে সিদ্ধদেব সূনু গ্রহশ্রেষ্ঠ || ৬৪
যজ্ঞসিদ্ধি নাম রাখিলেন ক্রুতু | ৬৫
মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু || ৬৬
যোগসিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল | ৬৭
জপসিদ্ধি নাম রাখিল অনিল || ৬৮
দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি | ৬৯
কর্ম্মসিদ্ধি নাম রাখিলেন মহাশূলী || ৭০
নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় ঋষি | ৭১
তপঃসিদ্ধি নাম রাখে শান্ডিল্য মহর্ষি || ৭২
সর্ব্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি | ৭৩
দানিল সর্ব্বজ্ঞ নাম জনক রাজর্ষি || ৭৪
স্বস্তিদঃ নাম রাখিলেন শ্রীদক্ষ | ৭৫
তাঁর নাম দানিলেন ঋদ্ধিদঃ ঋভুক্ষ || ৭৬
ঋতজ্ঞান নাম দানিলেন বিরিঞ্চি | ৭৭
ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরীচি || ৭৮
ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল | ৭৯
দিলেন ঋতম নাম সপ্তর্ষি মন্ডল || ৮০
সত্যম্ আর নাম রাখেন পুলহ | ৮১
গুণাতীতম নাম দেন পিতামহ || ৮২
নাম দিয়েছেন পুরুষম শ্রীপুলস্ত্য | ৮৩
কৃষ্ণপিঙ্গলাম নাম দিলেন অগস্থ্য || ৮৪
শুদ্ধাত্মা নাম তবে দিলেন কর্দ্দম | ৮৫
মহামৃত্যুসুত নাম দানিলেন যম || ৮৬
ভক্তবত্সল নাম রাখেন ইন্দ্রানী | ৮৭
সর্ব্বভীষ্টপ্রদ নাম রাখিল রোহিণী || ৮৮
শৈলাসুতাসুত নাম রাখে হিমালয় | ৮৯
ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয় || ৯০
দ্বিরদানন নাম দিয়েছেন খগেশ্বর | ৯১
সর্ব্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর || ৯২
বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা | ৯৩
দ্বৈমাতুর নাম দিলেন চন্ডিকা || ৯৪
বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব | ৯৫
ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব || ৯৬
অক্ষর নাম ভাল দিলেন অর্য্যমা | ৯৭
নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা || ৯৮
নাম দিয়েছেন ব্রহ্মবর্চ্চস বশিষ্ঠ | ৯৯
ব্রহ্মভূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ || ১০০
ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র | ১০১
সুব্রহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র || ১০২
প্রণবস্বরূপ নামে হন সনাতন | ১০৩
অদ্বৈত্বস্বরূপ হন জগত্কারণ || ১০৪
অস্তর্য্যামিস্বরূপ আর নাম ব্রহ্মরূপ | ১০৫-৬
জ্যোতির্জ্জ্যোতিস্বয়ংজ্যোতি পূর্ণব্রহ্মস্বরূপ || ১০৭-৮

অষ্টোত্তরশত নাম কহি সবিস্তারে |
অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে ||
ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ |
পূর্ণ হবে অচিরেই তব মনোরথ ||
গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে |
কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে ||
অতি গুহ্য নাম স্তব বিঘ্ন বিনাশক |
অতীব সুযোগ্য যাহা আনন্দ বর্দ্ধক ||
এই পাঠ যেই জন করে অধ্যয়ন |
কোন পাপ তারে নাহি করিবে স্পর্শন ||
সকল কামনা তার পুরিবে নিশ্চয় |
অবশ্য সর্ব্ব বিঘ্ন নাশ তার হয় ||
হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন |

অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান ||
রমণী লভিবে তার পতি মনোমত |
দীর্ঘ আয়ুধারী আর রূপগুণ যত ||
উত্তম পুত্র পাবে রূপগুণবান |
রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান ||
পূর্ণ তার ধনে জনে হইবে সংসার |
দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাস তার ||
ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে |
অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে ||
কার্য্যারম্ভে গণপতি করিলে স্মরণ |
করিবে অবশ্য তার বিঘ্নের নাশন ||
ভাদ্রপদ মাঘ আর অগ্রহায়ণেতে |
কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে ||
সুন্দর প্রতিমা মূর্ত্তি করিয়া গঠন |
অথবা ঘটেতে করি গণেশ অর্চ্চন ||
এই অষ্টশত নাম যে জন জপিবে |
সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে॥

শ্রীশ্রী গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত ||

একাদশীর পারন মন্ত্র ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্ঠিপ্রদো ভব॥অনুবাদঃ হে কেশব! আমি অজ্...
08/30/2024

একাদশীর পারন মন্ত্র
ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্ঠিপ্রদো ভব॥

অনুবাদঃ হে কেশব! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন।


Janmashtami 2024 celebration with family and friends.
08/29/2024

Janmashtami 2024 celebration with family and friends.

জন্মাষ্টমীর পারণ মন্ত্র :পারণ আরম্ভের মন্ত্র: "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"পারণ শেষে: "ভূ...
08/27/2024

জন্মাষ্টমীর পারণ মন্ত্র :

পারণ আরম্ভের মন্ত্র: "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"

পারণ শেষে: "ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"
হরে কৃষ্ণ 🙏🏼🙏🏼🙏🏼


মধুরাষ্টকম্অধরং মধুরং বদনং মধুরংনযনং মধুরং হসিতং মধুরম্ ।হৃদযং মধুরং গমনং মধুরংমধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 1 ॥বচনং মধুরং চর...
08/27/2024

মধুরাষ্টকম্

অধরং মধুরং বদনং মধুরং
নযনং মধুরং হসিতং মধুরম্ ।
হৃদযং মধুরং গমনং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 1 ॥

বচনং মধুরং চরিতং মধুরং
বসনং মধুরং বলিতং মধুরম্ ।
চলিতং মধুরং ভ্রমিতং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 2 ॥

বেণু-র্মধুরো রেণু-র্মধুরঃ
পাণি-র্মধুরঃ পাদৌ মধুরৌ ।
নৃত্যং মধুরং সখ্যং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 3 ॥

গীতং মধুরং পীতং মধুরং
ভুক্তং মধুরং সুপ্তং মধুরম্ ।
রূপং মধুরং তিলকং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 4 ॥

করণং মধুরং তরণং মধুরং
হরণং মধুরং স্মরণং মধুরম্ ।
বমিতং মধুরং শমিতং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 5 ॥

গুংজা মধুরা মালা মধুরা
যমুনা মধুরা বীচী মধুরা ।
সলিলং মধুরং কমলং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 6 ॥

গোপী মধুরা লীলা মধুরা
যুক্তং মধুরং মুক্তং মধুরম্ ।
দৃষ্টং মধুরং শিষ্টং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 7 ॥

গোপা মধুরা গাবো মধুরা
যষ্টি র্মধুরা সৃষ্টি র্মধুরা ।
দলিতং মধুরং ফলিতং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম্ ॥ 8 ॥

॥ ইতি শ্রীমদ্বল্লভাচার্যবিরচিতং মধুরাষ্টকং সংপূর্ণম্ ॥

শ্রীকৃষ্ণা প্রনাম মন্ত্রঃ কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ l অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ll হে কৃষ্ণ করুণাসিন্ধো ...
08/26/2024

শ্রীকৃষ্ণা প্রনাম মন্ত্রঃ
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ l
অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ll
হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধু জগৎপতে l
গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তুতে l
🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰

যদা যদা হি ধর্মস্য, গ্লানির্ভবতি ভারত|অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম্ ||পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুস্কৃতাম...
08/26/2024

যদা যদা হি ধর্মস্য, গ্লানির্ভবতি ভারত|
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম্ ||
পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুস্কৃতাম্ |
ধর্মসংস্থাপনার্থায়, সম্ভবামি যুগে যুগে ||
(গীতা-৪/৭-৮)

:::::বাংলা অর্থ:::: [যখনই ধর্মের অধঃপতন এবং
অধর্মের উদ্ভব হয়, তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্ট
লোকের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি
পৃথিবীতে অবতীর্ণ হই|



কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো সামগ্রী বা উপকরণঃ লাড্ডু গোপালের প্রতিমা, সিংহাসন, সিঁদুর, আমের পল্লব, ফুল, ফুলের মালা, চন্দন, তু...
08/26/2024

কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো সামগ্রী বা উপকরণঃ

লাড্ডু গোপালের প্রতিমা, সিংহাসন, সিঁদুর, আমের পল্লব, ফুল, ফুলের মালা, চন্দন, তুলসী পাতা, কুশ ও দূর্বা, গঙ্গাজল, মধু, চিনি, খাঁটি ঘি, দই, দুধ, ফল, পঞ্চামৃত, ধূপকাঠি, কর্পূর, চন্দন, মাখন, চিনির মিছরি, প্রদীপ, ধূপ, নারকেল, তামা বা রূপার পাত্র, ঘট, কুশা, কুশি।

ময়ূরের পালক, বাঁশি, গরুর মূর্তি, তুলসী পাতা, গয়না, শংখ, ঘন্টা, চামড়, ময়ুড়ের পাখা।



জন্মাষ্টমী তে পূজার নিয়ম (Krishna Janmashtami Puja Vidhi/ Puja Vidhi): পূজার দিন উপোবাস করে গঙ্গাজলে মিশ্রিত জল দিয়ে স...
08/25/2024

জন্মাষ্টমী তে পূজার নিয়ম (Krishna Janmashtami Puja Vidhi/ Puja Vidhi): পূজার দিন উপোবাস করে গঙ্গাজলে মিশ্রিত জল দিয়ে স্নান করে নিজেকে প্রথমে শুদ্ধ করে নিন।
পূজার সবকিছু জোগাড় করে নিবে।
পুজার নিয়মঃ
১। আচমন –
ওঁ বিষ্ণুঃ, ওঁ বিষ্ণুঃ, ওঁ বিষ্ণুঃ।
ওঁ তদবিষ্ণোঃ পরমং পদং। সদা পশ্যন্তি সুরযঃ। দিবীব চক্ষুরাততম্।।
এই মন্ত্রে যথানিয়মে দুইবার আচমন করিয়া বিষ্ণু স্মরণ করিবে।

২। অভিষেক (রাধা কৃষ্ণ গোপাল কে স্নান করানো) – গঙ্গা জল, দুধ, দি, ঘি, মধু, চিনি এক সাথে মিশায়ে অথবা আলাদা করে দিয়ে স্নান করাবে। প্রতিটা দ্রব্যে তুলসী পাতা দিবে। এই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। স্নান করানোর পর ফুল দিয়ে পুষ্প বৃষ্টি করবে, ধুপ, দীপ দিয়ে আরতি করবে। এর পর নতুন জামা কাপড় পড়ায় দিবে। সুদ্ধ আসনে বসায়ে, সাধ্য মত আসন সাজাবে। অভিষেক করার মত রাধা কৃষ্ণ গোপাল না থাকলে অভিষেক করাবে না। কিন্ত ছবিতে গঙ্গা জল ছিটায়ে দিবে।

৩। কৃষ্ণ স্বরন / বিষ্ণুস্বরণঃ
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্ব্বাবস্হাংগতেহপি বা।
যঃ স্মরেৎ পুণ্ডড়ীকাক্ষং স বাহ্যভ্যন্তরে শুচিঃ”।।

৪। ঘট স্থাপনঃ সহজ পদ্ধতি – একটা পিতল বা মাটির বা স্টিলের ঘট নিয়ে তাতে সিঁদুরের গোলা দিয়ে ৩ টা দাগ বা স্বতিকা চিহ্ন দিবে। এর পর একে, একে ঘটে নীচের দ্রব্য দিবে আর হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে থাকবে -
ধান, ভুমি স্পর্শ করে, ঘট ধরে, ঘটে জল দিয়ে, পল্লব (আমের বিজোড় পাতা সহ – ৫ বা ৭ টা পাতা সহ ডাল – প্রতিটা পাতায় সিঁদুরের দাগ বা ফোঁটা দিবে), ফল (ডাব দিলে ভাল হয়, ডাব না থাকলে অন্য ফল দিবে – ডাবে সুন্দুরের দাগ বা ফোঁটা দিবে), দূর্বা, চন্দন লাগানো ফুল, চন্দন, বস্ত্র (গামছা বা রুমাল বা নতুন কাপুড়ের টুকরা)

৫। সূর্য্য প্রনামঃ
“ জবাকুসুমসঙ্কাশং কশ্যাপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্তারিং সর্ববপাপঘ্নং প্রনতোহস্মি দিবাকরম্।।“
এই মন্ত্র বলিয়া প্রনাম করিবে।

৬। সঙ্কল্পঃ
“বিষ্ণুরোম্ তৎসদদ্য ভাদ্র মাঘে কৃষ্ণ পক্ষে অষ্টম্যাং তিথৌ আলিমাং গোত্র (নিজের গোত্র) শ্রী রাজকুমার দেবশর্ম্মা (নিজের নাম – মেয়ে হলে দেবীশর্ম্মা) সব্বাপচ্ছান্তিপূব্বক শ্রীবিষ্ণুপ্রীতিকামো
গনেশাদিনানাদেবতাপুজা পূবর্বক শ্রীকৃষ্ণজন্মাষ্টমীব্রতমহং করিষ্যে (করিষ্যামী - পরাথে)”।

৭। গণেশ ও পঞ্চদেবতার পুজা –
এতে গন্ধপুষ্পে ওঁ গাং গনেশায়ভ্যো নমঃ – বলে ফুল দিবে – দেবতার পায়ে বা ঘটে। এভাবে এতে গন্ধপুষ্পে ওঁ আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চ দেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে নারায়ণে শ্রী বিষ্ণুবেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ কৃষ্ণ নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ রাধায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ গোপালয় নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ যশোদা নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ নন্দায় নমঃ, এভাবে যে সব দেব দেবীর নাম মনে আসবে সবার নামে চন্দনের ছিটা দিয়া ফুল দিবে।

এতে পাদ্য (জল) ওঁ গাং গনেশায়ভ্যো নমঃ - বলে ঘটে একটু করে জল দিবে।, এতে পাদ্য ওঁ আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, এতে পাদ্য ওঁ ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ, এতে পাদ্য শিবাদি পঞ্চ দেবতাভ্যো নমঃ, এতে পাদ্য নারায়ণে শ্রী বিষ্ণুবেভ্যো নমঃ, এতে পাদ্য ওঁ কৃষ্ণ নমঃ, এতে পাদ্য ওঁ রাধায় নমঃ, এতে পাদ্য ওঁ গোপালয় নমঃ, এতে পাদ্য ওঁ যশোদা নমঃ, এতে পাদ্য ওঁ নন্দায় নমঃ, এভাবে যে সব দেব দেবীর নাম মনে আসবে সবার নামে জল ঘটে দিবে।

উপরের মত করে অর্ঘ (পুষ্প), নৈবদ্যা (জলে ভিজান আতপ চাল, পাকা কলার ছোট টুকরা, একটু চিনি দিয়ে নৈবদ্যা করা হয়) , ধুপ, দীপ এই ৫ টি উপচারে সবার নামে নামে ১ বার করে দেবে। (কুশিতে করে জল ছিটাবে)।

৮। প্রণাম মন্ত্র যথা -

“কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্ননে।
প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ”।।

৯। প্রতিটি ভোগ রাধা কৃষ্ণ গোপালের নামে নিবেদন করবে । ভোগের থাল বে হাত দিয়ে ধরে, ডান হাতে ১০ বার করে রাধা কৃষ্ণ গোপালের নাম জপ করবে।

১০। পূজান্তে আরতি করবে।
আরতি নিয়ম:
পা - ৪ বার
নাভি - ২ বার
মুখ - ৩ বার
সবাঙ্গে - ৭ বার

কৃষ্ণকে প্রসন্ন করার জন্য পাঠ করুন এই মন্ত্র

করারবিন্দে পদারবিংদ্ম মুখারবিন্দ বিনিবেশয়ন্তম।
বটস্য পত্রস্য পুটে শয়ানম বালং মুকুংদ্ম মনসা স্মরামি।।

কষ্ট নিবারণের মন্ত্র
ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।।

পাপ, তাপ নাশের মন্ত্র
ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বোত্পত্যাদি হেতবে।
তাপত্রয়ে বিনাশায় শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ

সন্তান লাভের জন্য মন্ত্র

ওম দেবকীসুতগোবিন্দ বাসুদেবজগত্পতে।
দেহি মে তনয়ং কৃষ্ণ ত্বামহং শরণং গতঃ।।

মনস্কামনা সিদ্ধির মন্ত্র

মূকং করোতি বাচালং পঙ্গুং লঁঘয়তে গিরিম।
যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম্।।
সর্ব কল্যাণের জন্য
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।।

বিদ্যালাভের মন্ত্র

ওম কৃষ্ণ কৃষ্ণ মহাকৃষ্ণ সর্বজ্ঞ ত্বং প্রসীদ মে।
রমারমণ বিদ্যেশ বিদ্যামাশু প্রয়চ্ছ মে।।

সর্বসিদ্ধির মন্ত্র

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।

বিশেষ আশীর্বাদ লাভের মন্ত্র

শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী
হে নাথ নারায়ণ বাসুদেবা।।
পিতু মাতা স্বামী সখা হমারে হে নাথ নারায়ণ বাসুদেবা।।

মনস্কামনা সিদ্ধির মন্ত্র

বসুদেব সুতং দেবং কংস চারুণ মর্দনম।
দেবকী পরমানন্দম্ কৃষ্ণংবেংদ জগত্গুরুম্।।

জন্মাষ্টমীতে মধুরাষ্টকমের পাঠও কল্যাণকারী
অধরং মধুরং বদনং মধুরং, নয়নং মধুরং হসিতং মধুরম।
হৃদয়ং মধুরং গমনং মধুরং, মধুরাধিপতেরখিলং মধুরম।







#পুজা

একাদশী ব্রতের পারন মন্ত্রঃএকাদশীর পারন মন্ত্র ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্ঠিপ্রদো ভ...
08/16/2024

একাদশী ব্রতের পারন মন্ত্রঃ

একাদশীর পারন মন্ত্র
ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্ঠিপ্রদো ভব॥

অনুবাদঃ হে কেশব! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন।
🙏🏼🙏🏼🙏🏼

Putrada Ekadashi during Shravana month.Not conceiving a boy child becomes a misery for couples who believe in the "life ...
08/16/2024

Putrada Ekadashi during Shravana month.

Not conceiving a boy child becomes a misery for couples who believe in the "life after death" concept of Hinduism. It is advised that couples who wish to conceive a boy child should observe Putrada Ekadashi fasting.
Shravan Shukla Paksha Ekadashi is also known as Pavitropana Ekadashi or Pavitra Ekadashi especially among Vaishnava community.

শিবের এই ১০৮টি নাম শ্রবনে গৌভাগ্য আসে১)শিব  ২) মহেশ্বর ৩) শম্ভু ৪) পিনাকী ৫) শশীশেখর ৬) বামদেব ৭) বিরূপাক্ষ ৮) কপর্দী ৯)...
08/13/2024

শিবের এই ১০৮টি নাম শ্রবনে গৌভাগ্য আসে
১)শিব ২) মহেশ্বর ৩) শম্ভু ৪) পিনাকী ৫) শশীশেখর ৬) বামদেব ৭) বিরূপাক্ষ ৮) কপর্দী ৯) নীললোহিত ১০) শংকর ১১) শূলপাণি ১২) খটবাঙ্গি ১৩) বিষ্ণুবল্লভ ১৪) শিপিবিষ্ট ১৫) অম্বিকানাথ ১৬) শ্রীকণ্ঠ ১৭) ভক্তবৎসল ১৮) ভব ১৯) শর্ব ২০) ত্রিলোকেশ ২১) শিতিকণ্ঠ ২২) শিবাপ্রিয় ২৩) উগ্র ২৪) কপালী ২৫) কামারী ২৬) সুরসুদন ২৭) গঙ্গাধর ২৮) ললাটাক্ষ ২৯) মহাকাল ৩০) কৃপানিধি ৩১) ভীম ৩২) পরশুহস্ত ৩৩) মৃগপাণি ৩৪) জটাধর ৩৫) কৈলাসবাসী ৩৬) কবচী ৩৭) কঠোর ৩৮) ত্রিপুরান্তক ৩৯) বৃষাঙ্ক ৪০) বৃষভারূঢ় ৪১) ভস্মোদ্ধুলিতবিগ্রহ ৪২) সামপ্রিয় ৪৩) স্বরময়ী ৪৪) ত্রয়ীমূর্তি ৪৫) অনীশ্বর ৪৬) সর্বজ্ঞ ৪৭) পরমাত্মা ৪৮) সোমসূর্যাগ্নিলোচন ৪৯) হবি ৫০) যজ্ঞময় ৫১) সোম ৫২) পঞ্চবক্ত্র ৫৩) সদাশিব ৫৪) বিশ্বেশ্বর ৫৫) বীরভদ্র
৫৬) গণনাথ ৫৭) প্রজাপতি ৫৮) হিরণ্যরেতা ৫৯) দুর্ধর্ষ ৬০) গিরীশ ৬১) গিরীশ্বর ৬২) অনঘ ৬৩) ভুজঙ্গভূষণ ৬৪) ভর্গ ৬৫) গিরিধন্বা ৬৬) গিরিপ্রিয় ৬৭) কৃত্তিবাসা ৬৮) পুরারাতি ৬৯) ভগবান ৭০) প্রমথাধিপ ৭১) মৃত্যুঞ্জয় ৭২) সূক্ষ্মতনু ৭৩) জগদ্ব্যাপী ৭৪) জগদ্গুরু ৭৫) ব্যোমকেশ ৭৬) মহাসেনজনক ৭৭) চারুবিক্রম ৭৮) রুদ্র ৭৯) ভূতপতি ৮০) স্থাণু ৮১) অহির্বুধ্ন্য ৮২) দিগম্বর ৮৩) অষ্টমূর্তি ৮৪) অনেকাত্মা ৮৫) সাত্বিক ৮৬) শুদ্ধবিগ্রহ ৮৭) শাশ্বত ৮৮) খণ্ডপরশু ৮৯) অজ ৯০) পাশবিমোচন ৯১) মৃড ৯২) পশুপতি ৯৩) দেব ৯৪) মহাদেব ৯৫) অব্যয় ৯৬) হরি ৯৭) পূষদন্তভিৎ ৯৮) অব্যগ্র ৯৯) দক্ষাধ্বরহর ১০০) হর ১০১) ভগনেত্রভিদ্ ১০২) অব্যক্ত ১০৩) সহস্রাক্ষ ১০৪) সহস্রপাদ ১০৫) অপবর্গপ্রদ ১০৬) অনন্ত ১০৭) তারক ১০৮) পরমেশ্বর




08/10/2024

আজ
বিকাল ৩টায় শাহবাগ চত্ত্বরে সমগ্র সনাতনীর জনসমুদ্র ঘটবে আবার....✊

ভেদাভেদ ভুলে! সকলে আসুন দলে দলে...🙏

শ্রাবণ মাসের কামিকা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। কামিকা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো সকল দেবতা, সাপ, নপুংসক, পিতৃপুরুষের...
08/01/2024

শ্রাবণ মাসের কামিকা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। কামিকা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো সকল দেবতা, সাপ, নপুংসক, পিতৃপুরুষের পুজো করার সমান। দেবশয়নী একাদশীর পর এটাই প্রথম একাদশী, যেই সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। এই সময়ে শ্রী হরির পুজো করলে সুখ ও ধন লাভ হয় এবং সমস্ত কষ্ট দূর হয়। 🙏🏼🙏🏼🙏🏼

শ্রাবন মাসে মহাদেবের অভিষেকসহ পূজা করলে জগতের মংগল হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষ সব অশান্তি, রোগপীড়া ও ব্যাধি...
07/30/2024

শ্রাবন মাসে মহাদেবের অভিষেকসহ পূজা করলে জগতের মংগল হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষ সব অশান্তি, রোগপীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়।

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।। এর অর্থ হলো হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল। সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। 🙏🏼🙏🏼🙏🏼

একাদশীর পারন মন্ত্র ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্ঠিপ্রদো ভব॥অনুবাদঃ হে কেশব! আমি অজ্...
07/19/2024

একাদশীর পারন মন্ত্র
ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্ঠিপ্রদো ভব॥

অনুবাদঃ হে কেশব! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন।

দেবশয়নী একাদশী কি? কিভাবে পালন করবেন? চতুর্মাস কি?আষাঢ় শুক্ল একাদশী তিথি দেবশয়নী একাদশী হরিশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী, ...
07/18/2024

দেবশয়নী একাদশী কি? কিভাবে পালন করবেন? চতুর্মাস কি?

আষাঢ় শুক্ল একাদশী তিথি দেবশয়নী একাদশী হরিশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী, পদ্মনাভা একাদশী নামেও পরিচিত। শ্রী নারায়ণ দেব এই দিন থেকে ক্ষীর সাগরে নিদ্রায় যান। সৃষ্টির সঞ্চালক বিষ্ণ এই তিথি থেকে চার মাসের যোগ নিদ্রায় যান। চার মাসের এই সময়কালকে চতুর্মাস বলা হয়। ১৭ জুলাই থেকে চতুর্মাস শুরু হবে। এর পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে। শাস্ত্র মতে এই একাদশী তিথি থেকে সূর্য, চন্দ্র ও পৃথিবীর তেজস তত্ব দুর্বল হতে শুরু করে। যার ফলে শুভ কাজের শুভ ফলা পাওয়া যায় না। তাই চতুর্মাসে শুভ কাজ নিষিদ্ধ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে সমস্ত তীর্থ ব্রজধামে চলে আসে। তাই এ সময়ে ব্রজর যাত্রা করা শুভ। এই একাদশী ব্রত ও নারায়ণ পুজা করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয়। ব্যক্তির জীবনে কখনও ধনধান্যের অভাব থাকে না। আবার এই পবিত্র তিথিতে দান-পুণ্য করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ১২ নভেম্বর দেবউঠনী একাদশীর দিনে নিদ্রাভঙ্ক হবে নারায়ণের। এর পর থেকেই সমস্ত শুভ কাজ শুরু হবে।

চতুর্মাসে কোন দেবীদেবতার পুজো করবেন?

চতুর্মাসে শিব, বিষ্ণু, গণেশ, দুর্গার উপাসনা করা উচিত। চতুর্মাসের সময়ে ১০ দিন পর্যন্ত গণেশ উৎসব, দুর্গাপুজো, বিজয়া দশমী, দীপাবলি পালিত হয়। শিবের প্রিয় মাস শ্রাবণও চতুর্মাসের সময়কালে আসে। এছাড়াও নাগপঞ্চমী, পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যেই।

দেবশয়নী একাদশী ব্রত বিধি

হরিশয়নী একাদশী তিথিতে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান-ধ্যান করার পর হাতে অক্ষত বা গোটা চাল নিয়ে ব্রতর সংকল্প করুন। এর পর একটি চৌকিতে লাল ও হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণপর প্রতিমা বা ছবি রাখুন। তার পর চার দিকে গঙ্গাজল ছিটিয়ে নারায়ণের ষোড়ষোপচার পুজা করুন। হলুদ বস্তু নারায়ণের অত্যন্ত প্রিয়। তাই তাঁর পুজায় হলুদ ফুল, ফল অর্পণ করুন। তার পর ধূপদীপ জ্বালিয়ে ব্রতকথা পাঠ করুন। পুজআর পর লক্ষ্মী নারায়ণ ব্রত ও বিষ্ণু সহস্ত্রনাম মন্ত্র জপ করুন। নারায়ণের পর অশ্বত্থ ও কলা গাছের পুজা করতে ভুলবেন না। এর পর সামর্থ্য অনুযায়ী দান-পুণ্য করুন।








গোপলাস ধপলাসের সাথে ক্ষেত খামারে ।
07/15/2024

গোপলাস ধপলাসের সাথে ক্ষেত খামারে ।

নতুন গাড়ীতে উঠে গোপলাস ধপলাস অনেক খুশি। 🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼
07/13/2024

নতুন গাড়ীতে উঠে গোপলাস ধপলাস অনেক খুশি। 🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼

Address

Fort McMurray, AB
T9K0M5

Alerts

Be the first to know and let us send you an email when Probase Puja Parbon প্রবাসে পুজা পার্বন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probase Puja Parbon প্রবাসে পুজা পার্বন:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Fort McMurray

Show All