Bloody Dreamシ︎

Bloody Dreamシ︎ -আমি--কতোটুকু--ভালো--না--খারাপ--

-সেইটা--আপনার--উপর--নির্ভর--করবে--

©~~My~~Life~~&~~My~~style~~™

15/10/2024

মি'থ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়।🥀💔

15/10/2024
- পারফেক্ট কাউকে চাই না!- বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে.!
01/10/2024

- পারফেক্ট কাউকে চাই না!

- বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে.!

অনেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন দুই হৃদয়ের ইচ্ছে একই পথ ধরে চলতে চায়। কিন্তু ভাগ্য তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয় না...
19/09/2024

অনেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন দুই হৃদয়ের ইচ্ছে একই পথ ধরে চলতে চায়। কিন্তু ভাগ্য তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয় না। এই অপূর্ণতার বেদনা কেবলমাত্র সেই ব্যক্তিরাই অনুভব করতে পারেন, যাদের জীবনে এমন কিছু গল্প আছে যা পূর্ণতা পায়নি। আমরা হয়তো চাই আমাদের ভালোবাসার মানুষটি আমাদের পাশে থাকুক, কিন্তু জীবনের কিছু বাস্তবতা আমাদের সেই সুখ পেতে দেয় না। বাস্তবের স্বপ্নের গল্প ঘুমের মাঝে দেখা স্বপ্নের মতোই ভুলে যেতে শিখতে হয়। এই ভালোবাসার গভীরতা এবং অপূর্ণতার অনুভূতি আমাদের হৃদয়ে গেঁথে থাকে চিরকাল।

অর্থ লোভী নারী কখনো সুখী হতে পারে না!
31/08/2024

অর্থ লোভী নারী কখনো সুখী হতে পারে না!

আমাদের দেশের মিডিয়া সেলিব্রেটিরা কই???তাদের দেখিনা কোন পোস্ট দিতে।তারা তো স*মো*কা*মী দের প্রমোট করতে *গে*সাজে *ই*জ*রা*ই*...
17/07/2024

আমাদের দেশের মিডিয়া সেলিব্রেটিরা কই???
তাদের দেখিনা কোন পোস্ট দিতে।
তারা তো স*মো*কা*মী দের প্রমোট করতে *গে*
সাজে *ই*জ*রা*ই*লি প্রোডাক্ট প্রমোট করে অথচো দেশের ক্লান্তি কালে তাদের কোন আওয়াজ নেই।
এরা নাকি আবার সেলিব্রেটি???
বয়কট চাটুকারদের...

এটা তোমার বাপের কথা ভুলে যেও না মনে রেখো ১৯৫২ সালেও বাংলার মানুষকে কেউ দমাই রাখতে পারে নাই। ২০২৪ সালেও বাংলার মানুষকে দম...
17/07/2024

এটা তোমার বাপের কথা ভুলে যেও না
মনে রেখো ১৯৫২ সালেও বাংলার মানুষকে কেউ দমাই রাখতে পারে নাই।
২০২৪ সালেও বাংলার মানুষকে দমাই রাখতে পারবা না তুমি।
ইনশাআল্লাহ বাংলাদেশ আবারও স্বাধীনতার মুখ দেখবে..!😌

আর্জেন্টাইন ভক্তরা কই?💪🇦🇷....?
05/07/2024

আর্জেন্টাইন ভক্তরা কই?
💪🇦🇷....?

কখনো কি ভেবে দেখেছেন, কান্নার পর এত গভীরভাবে ঘুম চলে আসে কেন?সবচেয়ে কষ্টের মু'হূর্তে যখন সবচেয়ে কাছের মানুষটাও দূরে চলে ...
03/07/2024

কখনো কি ভেবে দেখেছেন, কান্নার পর এত গভীরভাবে ঘুম চলে আসে কেন?

সবচেয়ে কষ্টের মু'হূর্তে যখন সবচেয়ে কাছের মানুষটাও দূরে চলে যায় এবং আপনি নিজেকে খুব অসহায় ও একাকী মনে করেন তখন আপনার রব আপনাকে সবকিছু থেকে দূরে সরিয়ে গভীর ঘুমে আ'চ্ছন্ন করে দেন। যাতে আপনার ক্লা'ন্ত মন ও মস্তি'ষ্ক শা'ন্ত হয় এবং আপনি ক'ষ্টটা ভুলতে পারেন।

আ'শ্চ'র্যজনক ভাবে লক্ষ্য করে দেখবেন যে, ঘুম থেকে উঠার পর মনে হয় মনটা অনেক হালকা হয়ে গেছে, বুক থেকে ভারী কিছু একটা নেমে গেছে। এভাবেই আমাদের সবচেয়ে কষ্টের মু'হূর্তে আল্লাহ জানান দেন যে, তিনি আমাদের সঙ্গেই আছেন।

সুবহানাল্লাহ!

শুধু একটা ভালো দিনের জন্য অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়
03/07/2024

শুধু একটা ভালো দিনের জন্য
অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়

27/06/2024

ফেসবুকে যারা গাছ লাগিয়ে বন তৈরি করে ফেলেছেন কিন্তু বাস্তবে কোন গাছ লাগান নাই তাদের জন্য বলছি।
"বর্ষা কাল শুরু হয়েছে এখন গাছ লাগানোর সঠিক সময়।"
পোস্টটি শেয়ার করে সবাইকে মনে করিয়ে দিন। ❤️

তোমার শখের নারী কতো নাম্বারে আছে❤️‍🩹
24/06/2024

তোমার শখের নারী কতো নাম্বারে আছে❤️‍🩹

08/06/2024

ভালো থাকি বা খারাপ থাকি
মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি।

08/06/2024

আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব"
𝐈𝐧’S𝐡𝐚’𝐀𝐥𝐥𝐚𝐡,,

বউকে বলে গেলে কাজে যাচ্ছ।কিন্তু গেলে তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।সৈনিকটি ওসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়...
25/05/2024

বউকে বলে গেলে কাজে যাচ্ছ।

কিন্তু গেলে তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।

সৈনিকটি ওসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়লে খাটের তলায়।

সে তার স্ত্রীকে বাজারে পাঠালো প্রিয় খাবার কিনে আনতে।

তুমি খাটের তলায়।

শুনতে পেলে, সৈনিক ফোনে তাড়াতাড়ি আসতে বলছে কোনো এক মহিলাকে।

মহিলা এলো।

বাজারে না-গিয়ে তখনই ফিরে এলো সৈনিকের বউ, জামায় ময়লা লেগেছে, পাল্টাবে।

দরজা খোলার আগে, লোকটা মহিলাটিকে খাটের তলায় লুকিয়ে পড়তে বললো।

তুমি খাটের তলায়।

মহিলাও ঢুকে পড়লো, খাটের তলায়।

সে তোমার বউ।

দু'জনে দু'জনের দিকে তাকিয়ে রইলে খরগোশের মতো।

একে, স্কুলে আমরা বলতাম— পুণর্মিলনী।
সামাজিক ক্ষেত্রে এর নাম— গেট্টুগেদার।
অঙ্কে একে আমরা বলি— সিমাল্টেনিয়াস ইকুয়েশন।
সাইকোলজিতে এই পরিস্থিতিকে বলা হয়— সবকিছু ফিরে আসে।
কেমিস্ট্রিতে এটি— চেইন রিয়েকশান।
ইকোনোমিক্সে একে বলে— ডিমান্ড এণ্ড সাপ্লাই।
ফিজিক্সে এরই নাম— নিউক্লিয়ার ফিউশান।

তুমি এখন কেমন আছ?

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😭বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক হারালো 😭আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন...
20/05/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😭

বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক হারালো 😭
আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন

05/05/2024

Nice place in Bahrain 🥰

Address

Salmabad
Manama
704

Alerts

Be the first to know and let us send you an email when Bloody Dreamシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share