বাহরাইনে সকল কাজের খবর জানুন Bahrain Job News

  • Home
  • Bahrain
  • Manama
  • বাহরাইনে সকল কাজের খবর জানুন Bahrain Job News

বাহরাইনে  সকল কাজের খবর জানুন  Bahrain Job News মানুষ মানুষের জন্য....��
জরুলি প্রয়োজ?
(8)

03/10/2023
একজন শর্মার মুয়াল্লিম লাগবে ভিসা চেঞ্জ করা হবে । কাজ জানা পুরাতন  লোক  । এল এম আর এর ভিসা হলেও হবে যদি কেউ থাকেন তাহলে ...
27/09/2023

একজন শর্মার মুয়াল্লিম লাগবে ভিসা চেঞ্জ করা হবে । কাজ জানা পুরাতন লোক । এল এম আর এর ভিসা হলেও হবে যদি কেউ থাকেন তাহলে যোগাযোগ করুন,,,+973 3871 1257

13/09/2023

কোল্ড ইষ্টো এর জন্য ১ জন কাজ জানা লোক লাগবে।
লোকেশন মোহারক।শেখ ইসা মসজিদ এর সামনে।
সুবিধা! ভিসা।রুম।খানা
দুই বছর পরে আসা যাওয়া টিকেট।
যোগাযোগ 36458216 হোয়াটসঅ্যাপ মেসেজ করুন।

13/09/2023

চাপাতি কাজ জানা একজন লোক লাগবে আরবি দোকানের জন্য।নক করেন হোয়াটসঅ্যাপ +973 3720 1421

08/09/2023

একজন খোবুজ মুয়াল্লিম লাগবে রিফা এরিয়াতে ভালো বেতন কাজের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করুন +973 3627 9715

31/08/2023

ইয়া রাসূল আল্লাহ্

08/08/2023

Dubai এর অবস্থা দেখুন।

01/08/2023
22/07/2023

01/08/2023

04/06/2023

ঢাকা- বাহরাইন টিকেট মাত্র ৯৫ দিনার ‼️

চট্টগ্রাম-বাহরাইন ও সেইম ফেয়ার!
কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস সম্ভবত এটাই।
(তবে এটা শুধু ঈদের আগে ট্রাভেল করলে পাওয়া যাবে)

বিস্তারিত জানতে https://www.facebook.com/travelhelp.bh?mibextid=ZbWKwL

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশীদের জন্য ফ্লাইট সংক্রান্ত সকল ধরনের তথ্য ও পরামর্শের জন্য।

28/05/2023

আসসালামু ওয়ালাইকুম।
প্রিয় বাহরাইন প্রবাসী ভাইদের জন্যে আরেকটি সু-খবর আসতে যাচ্ছে এল.আর.এ থেকে। এতো দিন শুধু তারাই ভিসা লাগাতে পেরেছিলো যাদের ভিসা সি.আর থেকে ২৭ অক্টবরের আগে ক্যান্সেল হইছিলো। কিন্তু এখন সেই ২৭ অক্টবর তারিখটা চেন্জ করে আরো সামনে আনা হচ্ছে। এতে করে অনেকেই এল.এম.আর এ তে ভিসা লাগানোর সুযোগ পাবেন। কখন থেকে শুরু হবে সেটা পরবর্তীতে জানানো হবে ধন্যবাদ।

ইত্তেহাদ এয়ার আবারও দিচ্ছে বাহরাইন-ঢাকা-বাহরাইন আপডাউন টিকেটে স্পেশাল অফার।ব্যাগ ৫৩কেজিসিট থাকা সাপেক্ষে*
15/04/2023

ইত্তেহাদ এয়ার আবারও দিচ্ছে বাহরাইন-ঢাকা-বাহরাইন আপডাউন টিকেটে স্পেশাল অফার।
ব্যাগ ৫৩কেজি
সিট থাকা সাপেক্ষে*

কবি Moyin Uddin Mamun, যাকে নিয়ে কয়েক দিন আগে লিখেছিলাম - 'আমাদের কবি' শিরোনামে। কয়েকমাস ধরে তিনি ঢাকার নয়া পল্টনের দিকে...
28/03/2023

কবি Moyin Uddin Mamun, যাকে নিয়ে কয়েক দিন আগে লিখেছিলাম - 'আমাদের কবি' শিরোনামে। কয়েকমাস ধরে তিনি ঢাকার নয়া পল্টনের দিকে থাকতেন।

আজ কবি ্দিন_মামুন এর বড় ভাই কবি Mosleh Uddin Bhuiyan জানালেন যে, মামুন ভাইকে প্রায় পনের দিন আগে থেকে মোবাইলে পাচ্ছেন না। শুনে আঁতকে উঠলাম।

সহজাত কাব্যপ্রতিভার অধিকারী কবি মঈন উদ্দিন মামুন খামখেয়ালি, ইদানীং বিভিন্ন কারণে মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত বলে জানা যায়।

অল্প কয়েকদিন আগে তার এক বন্ধু আনোয়ার ভাই তাকে অনেকটা অপ্রকৃতস্থ অবস্থায় মালিবাগের দিকে দেখতে পেয়েছিলেন, খানিক পরে ফিরে এসে তিনি তাকে সেখানে আর পাননি বলে তার বড় ভাই মোসলেহ উদ্দিন ভুঁইয়াকে জানিয়েছেন।

কবি ্দিন_মামুন এর সন্ধ্যান পেলে তার বড়ভাই মোসলেহ উদ্দিন ভুঁইয়া কিংবা আমাকে ম্যাসেঞ্জারে বা নিম্নোক্ত ফোনে জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।

ফারুক মুহাম্মদ জাহাঙ্গীর
০১৭১৫-৬০২৮১২
মোসলেহ উদ্দিন ভুঁইয়া
০১৮২৪-৪৬৮৮৪৮

26/03/2023

জেনে রাখা ভালো

18/03/2023

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥

07/03/2023

আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥

07/03/2023

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥

14/02/2023

বাহরাইনে বসবাসরত অনিয়মিত ও ফ্লেক্সি পারমিটধারী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন সংস্কারের আওতায় নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্নকরণ প্রসংগে।

----------------------------------

বাহরাইনে অবস্থানরত সকল অনিয়মিত ও ফ্লেক্সি পারমিটধারী কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন সংস্কারের আওতায় নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ৪ মার্চ ২০২৩ তারিখ শেষ সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বাহরাইনের Labour Market Regulatory Authority (LMRA) হতে প্রাপ্ত তথ্যানুযায়ী অনেক প্রবাসী বাংলাদেশীরা নতুন সংস্কারের আওতায় নিবন্ধন হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু তথ্যগত ভূল, ঠিকানা ভুল দেওয়া, অসম্পূর্ন আবেদন ইত্যাদি কারণে ১১৬৩ জন বাংলাদেশী কর্মীর আবেদন এখনো সম্পন্ন করা যায়নি। এ প্রেক্ষিতে উক্ত বাংলাদেশি কর্মীদেরকে অতিদ্রুত শ্রম নিবন্ধন কেন্দ্রের সাথে দ্রুত যোগাযোগপূর্বক ঠিকানা ও অন্যান্য তথ্যাদি সংশোধন করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া, LMRA হতে প্রাপ্ত তথ্যানুযায়ী নতুন সংস্কারের আওতায় ৪,৪২৬ জন বাংলাদেশি কর্মীর আবেদনে পেমেন্ট অপেক্ষাধীন দেখাচ্ছে যার মানে তাঁদের নিবন্ধন পেমেন্ট করা হয়নি ফলে তাঁদের নিবন্ধন কার্যক্রমও সম্পন্ন হচ্ছে না। সেক্ষেত্রে, যেসকল কর্মীরা এখনো আবেদনের ফি পরিশোধ করেননি, তাদের-কে অতিদ্রুত ফি পরিশোধপূর্বক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, বাহরাইনে অবস্থানরত যেসকল বাংলাদেশি কর্মীরা নতুন সংস্কারের আওতায় নিবন্ধনের যোগ্য কিন্তু এখনো আবেদন করেননি তাঁদেরকে আগামী ৪ মার্চ ২০২৩ তারিখের মধ্যে নতুন সংস্কারের আওতায় নিবন্ধিত হওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রচারে,,, বাংলাদেশ দূতাবাস বাহরাইন।

23/12/2022

একজন গ্রিল টিক্কা কাবাব এর মুয়াল্লিম লাগবে ভিসা দেওয়া হবে যোগাযোগ করুন 33462968 নাম্বারে

14/12/2022

Jahez রাইডার ভাইদের জন্য নতুন রেইট ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

NEW RIDERS RATE STARTING DEC 15, 2022
RADIUS RANGE FROM To DELIVERY RATE
kilometer 0 km - 7 km 0.900
kilometer 7 km - 10 km 1.100
kilometer 10 km - 13 km 1.200
kilometer 13 km - 15 km 1.300
kilometer 15 km - 20 km 1.400

14/12/2022

প্রিয় বাহারাইন প্রবাসী ।।
আপনাদের সুবিধার্থে এলেমারের কিছু আপডেট দিয়ে দিলাম।। কথাগুলো বুঝার জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে দিলাম।।।
(নাম্বার 1--কাজের পেশাতে কি কি পেশা দিতে পারবেন।।)

1-Driver food distribution./ 2-mechanic / 3-receptionist /4-store keeper / 5-car washer( cleaner)/6- gardener/7-gardener (house)/8-gardener (parks &playgrounds)9-/worker ( gardening)/ 10-Labourer / 11-cleaner/12-cleaner (general)/13-carpenter/14-retail trade salesman/15-salesman/16-sales representative/17- sales executive/ 18-construction worker/ 19-bricks, tiles, gypsum moulder/ 20-painting worker/
(নাম্বার 2- কারা এই এলেমারের ভিসা লাগাতে পারবেন।।)

যাদের কোম্পানির ভিসা তাদের ক্ষেত্রে ।।
অবশ্যই যাদের ভিসা অক্টোবর মাসের ২৭ তারিখের আগে ক্যানসেল হয়েছে শুধুমাত্র তারাই এলেমারের ভিসা লাগাতে পারবেন।।( আর যারা অলরেডি আগে থেকেই অবৈধ কোন ভিসা নাই তাদের যদি কোন কমপ্লেন না থাকে তারাও লাগাতে পারবে)) তবে ভিসা লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট এর মেয়াদ 6 মাসের উপরে হতে হবে ।।

#এলেমারের ভিসার ক্ষেত্রে যাদের 6 মাসের উপরে ভিসা আছে তাদেরকে। ডিসেম্বর মাস পর্যন্ত যদি বকেয়া থাকে।। বকেয়া পরিশোধ করে রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।।(যাদের ভিসা ৬ মাসের উপরে আছে তাদেরকে রেজিস্ট্রেশনের আগে ৬০ দিনার দিতে হবে না।
#এলেমারের ভিসার ক্ষেত্রে যাদের 6 মাসের কম ভিসা আছে ।তাদেরকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধ করে সাথে 60 বিডি ও পরিশোধ করতে হবে।। তারপরের রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।।।

#এলেমারের ভিসার ক্ষেত্রে যাদের ভিসা ক্যানসেল হয়ে গেছে তাদের ভিসা রেনুয়েল হবে না।। তাদেরকে অবশ্যই নতুন করে এপ্লাই করতে হবে।।

আর যাদের এলেমারের ভিসা ছিল কিন্তু শেষ হয়ে গেছে। তাদের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করে রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে ভিসা রেনুয়েল করতে হবে।। ( যাদের এলেমারের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে ৬০ দিনার দিতে হবে না)!

(নাম্বার 3 ভিসা লাগানোর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন

অবশ্যই আপনার পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের উপরে হতে হবে।।। 1-অরজিনাল পাসপোর্ট 2-পাসপোর্ট এর ক্লিয়ার ফটোকপি 3-সিপিআর কপি 4-সিপিআর ডিটেলস 5-ব্যাংক একাউন্ট থাকলে ব্যাংক আইবান নাম্বার 6-বর্তমান যে বিল্ডিং এ থাকেন ওই বিল্ডিং এর নাম্বার -প্ল্যাট নাম্বার -ওই এরিয়ার ব্লক নাম্বার লাগবে 7-মোবাইল নাম্বার।।((সিপিআর ডিটেলসে যে এড্রেস আছে সেই এড্রেস দিলে রিজেক্ট হয়ে যাবে!! তাই আপনাকে বর্তমান যেখানে থাকেন ওই জায়গার এড্রেস অবশ্যই দিতে হবে))

আপনার রেজিস্ট্রেশন টি সম্পূর্ণ হলে অবশ্যই 6 থেকে 8 কর্ম দিবসের মধ্যে আপনার কাঙ্খিত কার্ড হাতে পেয়ে যাবেন।। আপনার মোবাইলে এলেমার চিত্র শাখা থেকে অ্যাপোয়েন্টমেন্ট এর এসএমএস আসবে ।। টাইম অনুযায়ী চলে যাবেন।। //ধন্যবাদ //

08/12/2022

LMRA ভিসার লোক যারা ছুটিতে দেশে আছেন তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাহরাইন ফেরত আসতে হবে।
এক্ষেত্রে যাদের রিটার্ণ টিকেট ৩০ ডিসেম্বরের আগে আছে তারা নির্দিস্ট তারিখে চলে আসুন।
যাদের রিটার্ণ টিকেট করা নেই তারা ৩০ ডিসেম্বরের আগে টিকেট কনফার্ম করুন।
আর যাদের টিকেট ৩১ ডিসেম্বরের পরের তারিখে তারা টিকেট রিইস্যু করে ৩০ তারিখের আগে চলে আসুন।

এলেমার নতুন ভিসা সিস্টেম নিবন্ধন করার কয়েকটি সেন্টারের নাম এবং টিকাদান ঘোষণা করেছেন, বিস্তারিত লাইভে বুঝিয়ে দেওয়া হবে...
04/12/2022

এলেমার নতুন ভিসা সিস্টেম নিবন্ধন করার কয়েকটি সেন্টারের নাম এবং টিকাদান ঘোষণা করেছেন, বিস্তারিত লাইভে বুঝিয়ে দেওয়া হবে।
LMRA নতুন ওয়ার্কার ভিসার মাসিক ফি এখন থেকে ১৫ দিনার
আজ থেকে চালু হলো LMRA রেজিস্ট্রেশন প্রোগ্রাম।
নতুন রেজিস্ট্রার ওয়ার্কার ভিসা ফিঃ
🔹নতুন ১ বছরের ৩৪২ দিনার
🔹নতুন ২ বছরের ৫১৪ দিনার
🔹রিনিউ ১ বছরের ১৭৭ দিনার
🔹রিনিউ ২ বছরের ৩৪৯ দিনার
অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি যে কাজের ভিসা লাগাবেন সেই কাজ ছাড়া অন্য কাজে ধরা পরলে সিদা বাংলাদেশ।
এই সুযোগে সকল প্রবাসী ভিসা লাগিয়ে বৈধ থাকুন নিরাপদে থাকুন।
পরিশেষে বাহরাইন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এতো সহজ এবং কম খরচে ভিসা লাগানোর সুযোগ করে দেওয়ার জন্য।

04/12/2022

একটা বাইক দরকার করো কাছে থাকলে জানাবেন।

16/11/2022

এক জন ক্লিনার দরকার বেতন =120 ডিনার খাওয়া থাকা কোম্পানির । 12 ঘন্টা ডিউটি যোগাযোগ করুন 38124082

16/11/2022

এয়ার এরাবিয়ার রিটার্ণ টিকেট মাত্র ৯০ দিনার!!!!

এয়ার এয়াবিয়াতে ব্যাগেজ ও খাবার ছাড়া রিটার্ন টিকেট ৯০ তেও পাওয়া যায়, এটা ইতোমধ্যে অনেকেই জানেন। কিন্তু ব্যাগেজ ও খানা এড করলে এটা ৯৫/১০০ বা তারও বেশি Fare পড়ে।
এয়ার এরাবিয়ার বেপারে আমরা প্রায়ই একটা কথা বলি,
আপনি যদি Basic fare এ টিকেট নেন ৫/৬ দিনার খরচ বাঁচাতে পারবেন।
যদি Value fare এ নেন ৫/৬ দিনার বেশি খরচ হলেও আপনি সুবিধা পাবেন অনেক।
ফ্রিতে খাবার এড করা, সিট সিলেক্ট করা সহ আরো কিছু সুযোগ সুবিধা আছে।
তাই আমরা বেশিরভাগ যাত্রীকেই ভ্যালু ফেয়ার নেওয়ার জন্য পরামর্শ দেই।
https://www.facebook.com/200323193889963/posts/1195248647730741/

12/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সবাই কেমন আছেন।

ভাইয়েরা একজন বাইক ডেলিভারির লোক লাগবে। বেতন ১৯০ দিনার,থাকা+খাবার কোম্পানি। ডিউটি ১২ ঘন্টা কোন ছুটি নেই। স্থান সালমাবাদ,রেস্টুরেন্টের নাাম আল-ফানোস(Al-Fanoos)

বিস্তারিত জানতে এই নাম্বারে কল করে জেনে নিবেন। 35468428
ওনার নাম ইয়াসিন ভাই,রেস্টুরেন্টের মালিকের নাম ইয়াসির(তুর্কী)

12/11/2022

আরবি জানা একজোড়া লোক লাগবে বাহিরে অর্ডার নেওয়ার জন্য....37201421 হোয়াটসঅ্যাপ এ এস এম এস করুন প্লিজ

07/11/2022

জেনে নিন বর্তমানে যে কোন এয়ারলাইন্সে দেশে যেতে এবং দেশ থেকে আসতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয়।

বাহারাইন থেকে দেশে যাওয়ার জন্য যা যা প্রয়োজন।
* টিকিটের প্রিন্ট কপি অথবা পিডিএফ (মোবাইলে) কপি ।
* পাসপোর্ট
* ভ্যাক্সিন সার্টিফিকেট

দেশ থেকে বাহারাইন আসার সময় যা যা প্রয়োজন হয়।

* টিকিটের প্রিন্ট কপি অথবা পিডিএফ (মোবাইলে) কপি
* পাসপোর্ট
*রেসিডেন্টস পারমিট প্রিন্টআউট কপি।

( দেশ থেকে আসার সময় ভ্যাক্সিন সার্টিফিকেট এবং যাওয়ার সময় হেল্থ ডিক্লারেশন ফর্ম বাধ্যতামূলক নয় )

30/10/2022

একটি ড্রাইভার প্রয়োজন বাহরাইনর লাইসেন্স থাকতে হবে visa দেওয়া হবে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে 39187421 শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন

29/10/2022

একজন প্রবাসীর কাছে বউয়ের আবদার।
বাহরাইনে সকল কাজের খবর জানুন Bahrain Job News
#প্রবাসী #বাংলাদেশী
Cradit by
https://fb.watch/gtiYNH1gR-/

25/10/2022

খবর: কিংডমের বিভিন্ন গভর্নরেটের দোকান এবং কাজের জায়গায় পরিদর্শন অভিযান চলতেছে।

Address

Manama
0000

Telephone

+97317233925

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাহরাইনে সকল কাজের খবর জানুন Bahrain Job News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাহরাইনে সকল কাজের খবর জানুন Bahrain Job News:

Videos

Share