এই প্রথম মধ্যপ্রাচ্যের ভিতর সুন্দর একটি দেশ বাহারাইন। বাংলাদেশী প্রবাসীদের কে নিয়ে সর্বপ্রথম তথা এশিয়া মহাদেশের ভিতরে বাহারাইনে বাংলাদেশী প্রবাসীদের কে নিয়ে কাজ করে রেকর্ড করলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সদস্যগণ। যাহা পৃথিবীর মধ্যে এখনো কেউ কোনো দেশে করে দেখাতে পারেনি। বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে কাজ করার মতো প্রবাসীদের সহযোগিতা প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসছে এই প্রথম বাহারাইনে। যাহার উদ্যোগে এবং অবদানের যাহার পরামর্শ অক্লান্ত পরিশ্রমের কাজগুলোর পিছনে অঙ্গাঙ্গিভাবে জড়িত সে মহান বীর পুরুষ এবং প্রবাসীদের স্বপ্নদ্রষ্টা ও ভালোবাসার প্রিয় মানুষ জনাব, তাজ উদ্দিন সিকান্দার।
#মধ্যপ্রাচ্যের_মধ্যে এই প্রথম বাহারাইনে প্রশংসনীয় কাজ করে চলছে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিনিউটি, সুনামের সাথে সুন্দরভাবে বাংলাদেশকে রেপ্রেসেন্টেশন করে তুলেছে।
এই দেশে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশী প্রবাসীদের সমস্যা সমাদানের উপায় নিয়ে ও আইনি পরামর্শ সহ সকল জটিলতা ও সহযোগিতা এবং প্রবাসীদের কল্যাণে একযোগে নিষ্ঠার সাথে কাজ করে আসছে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিটি বাহারাইন নামে একটি বাংলাদেশী কমিউনিটি। আমি সেই বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য হতে পেরে খুব গর্বিত। আমি আরও গর্বিত, কারণ আমার প্রিয় মানুষ ও আদর্শ ভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করার স্বপ্নদ্রষ্টা ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তাজউদ্দীন সিকান্দার সাহেব ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন এর সর্বসেরা সন্মানিত সদস্যদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে।
#আপনারা যদি কিছু সময় ও সুযোগ নিয়ে আমার এই লেখা বা কলাম টুকু পড়েন, আমি নিজেকে ধন্য মনে করবো। এবং পাশাপাশি আমি হয়তো আমার মনের ভাব প্রকাশ করার সুযোগ পাবো।
#আপনাদের মেধা দিয়ে যে সফলতা অর্জন করেছেন তা সূচনা মাত্র। তা অক্ষুন্ন রাখার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া কেউ উন্নতির শিখরে পৌঁছতে পারেনি। শেষ ভাল যার সব ভাল তার। পৃথিবীর সকল মহৎ মানুষ আত্মনির্ভরশীল ছিলেন। তাই মহৎ মানুষ হতে হলে আপনাদের আত্মনির্ভরশীল হতে হবে। ফলে আপনাদের কঠোর পরিশ্রমী ও অধ্যাবসায়ী হতে হবে। মেধা ও যোগ্যতা থাকা সত্বেও আদর্শ ও চরিত্রহীন মানুষ সমাজে অশ্রদ্ধেয় ও নিন্দিত।
#আমি বা আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কমিনিউটির সদস্যগণ আজ যে টি-শার্ট পরে আছি বা থাকি, মূলত এ টি-শার্টটি বাংলাদেশ ওয়েলফেয়ারের কমিউনিটির ঐতিহ্য। কিন্তু আপনারা প্রবাসীরা হয়তো ভাবছেন, কেন আমরা এই টি-শার্টটি প্রতিটি সেমিনারে অথবা প্রতিটি ক্যাম্পিং ও ইভেন্টে পরে থাকি? আমরা বাংলাদেশ ওয়েলফেয়ারের সদস্যগণ এটা পরেথাকি আপনাদের স্মৃতিতে একটা প্রতিচ্ছবি ফেলার জন্য। কারণ আমরা বাংলাদেশী প্রতিটি প্রবাসী মধ্যপ্রাচ্যের মধ্যে এক একজন এক একটা বাংলাদেশ হিসেবে মনে করে। সামনে আপনাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার রহস্য উন্মোচনের দিন। আপনারা হয়তো আমাদেরকে মনে রাখবে না। কিন্তু এই পোশাকের মধ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সবসময় আপনাদের চোখে ভেসে থাকবে। আর মনে পড়বে প্রবাসীদের কল্যাণে কাজ করার নৈতিকতা, একতাবদ্ধ, সততা, সহযোগিতা, কল্যাণ ও আদর্শকে। আমৃত্যু জ্ঞানচর্চা ছিল বাংলাদেশ ওয়েলফেয়ারের আদর্শ। বাংলাদেশ ওয়েলফেয়ারের সদস্যগন উৎকর্ষ সাধনে বিগত 10 মাসের মধ্যে নিজেদের দ্রুততম করেছেন। আমি বা আমরা চাই বাংলাদেশ ওয়েলফেয়ারের মতো প্রতিটি বাংলাদেশী প্রবাসী স্বাপ্নিক, সৃজনশীল ও সাহসী হতে হবে।
#মনে রাখবেন, ভয় নামের ঘোর কুয়াশা ও নিন্দুকের সমালোচনার আড়ালেই লুকিয়ে থাকতে পারে অজানা কোনো সত্য। এই সত্যকে জানতে হলে প্রাণে সাহস থাকা চাই। অবশ্যই নিজের ওপর আস্থা রাখতে হবে। অজানাকে জানার অদম্য ইচ্ছা ও কৌতূহল থাকতে হবে, লক্ষ্য হতে হবে অটুট। দেখেন, বিগত ৫০ বছরে বড় বড় অনেক অর্জন-আবিষ্কার আমরা মানুষেরাই করেছি। জেট বিমান থেকে মহাশূন্যে অভিযাত্রা, টিভি থেকে এমপিথ্রি, ইন্সট্যান্ট কফি থেকে তাৎক্ষণিক বার্তা প্রেরণ প্রযুক্তি দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ। এসব আবিষ্কার ও উদ্ভাবন কেবল পৃথিবীকেই বদলে দেয়নি, বদলেছে পৃথিবীতে আমাদের অবস্থানকেও। অবশ্য সে জন্য আপনাদের প্রশ্ন করার অভ্যাস থাকতে হবে। দেখেন, আমরা বাংলাদেশী প্রবাসীরা এখনো কম গতির গাড়ির মতো অনেক পিছনে পড়ে আছি। আমাদের প্রবাসীদের জীবন গড়ার উজ্জ্বল চিন্তাশক্তি বলে কিছু নেই। কিন্তু উৎকর্ষ সাধনের তীব্র আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস ও সত্যানুসন্ধানের সাহস যাদের আছে, তাদের মেধা ও শ্রমের সম্মিলিত প্রচেষ্টায় একদিন এসব সমস্যা উড়ে যাবে। যদি উৎকর্ষ সাধন ও সত্যানুসন্ধানই আপনাদের লক্ষ্য হয়, তবে আপনার স্বপ্ন আর বাংলাদেশ ওয়েলফেয়ারের স্বপ্ন একটাই। যেসব রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, একদিন আপনারাই তার আরোগ্য লাভের পথ দেখাবেন। বিশ্বব্যাপী আবহাওয়ার যে রদবদল, তার সঠিক সমাধানও আপনারা বের করবে। আমাদের সৌরজগতের বাইরে, মহাকাশের নক্ষত্র রাজ্যতে একদিন আপনারা অভিযান চালাবেন। আপনাদের হয়তো আকাশপানে তাকিয়ে প্রশ্ন করবে, যে প্রশ্নটা আদিম মানুষেরাও করত, আমরা কি একা? এসব স্বপ্ন দেখা কি উচ্চাভিলাষী? স্বপ্নগুলো কি আকাশ সমান বড় বা ঝুঁকিপূর্ণ? জেনে রাখবেন, নিশ্চিতভাবে নিন্দুকের সমালোচনার ফাঁদে আপনি পড়তে পারেন। সন্দেহ নেই, বেশ কিছু বিপদ আপনার সামনে আসবে। আপনারা ভয় পাবেন না। জেগে ওঠুন। মন থেকে ভয় ঝেড়ে ফেলুন। সামনের দিকে এগিয়ে যান।
রসূল (সাঃ) বলেছেন আমি পৃথিবীতে উত্তম চরিত্র নিয়ে প্রেরিত হয়েছি। আমাদের সকলের উচিৎ রসূল (সাঃ) এর বাণী অনুসরণ করে পৃথিবীতে উত্তম আদর্শ ও চরিত্র নিয়ে জীবন গঠন করে পরকালের মুক্তির পথ উন্মুক্ত করা। আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি প্রবাসীরা হচ্ছে দেশের সম্পদ এবং পরিবারের ভবিষ্যৎ। তাই পরিবার, সমাজ ও দেশ ও জাতি গঠনে, আদর্শ, চরিত্রবান ও মেধাবী জাতির বিকল্প নেই। আমাদের প্রবাসীদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্য ব্যক্তিকে পৃথিবী হাঁতছানি দিয়ে ডাকছে। আমি ওয়েলফেয়ারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওয়েলফেয়ারের মাধ্যমে আপনাদের কর্ম দিয়ে প্রবাসীদের চরিত্রবান আদর্শ ও যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে পারলেই দুনিয়া ও আখিরাতে নাজাতের উছিলা হবে। আমি বাংলাদেশী প্রবাসীদের প্রতি উদ্ধাত্ত আহবান জানিয়ে বলতেছি আপনারা বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কাজ কর্মে ও প্রবাসীদের কল্যাণে নিয়জিত হোউন।
এই রমজান মাসে, ও করোনা ভাইরাসের আগ্রাসনের কারণে পৃথিবীর এই ক্লান্তিলগ্নে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা, ও উপদেষ্টা সহ সকল সদস্যদের প্রশংসা করি। আপনারা অর্থ, মেধা ও শ্রম দিয়ে এ রকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করে কৃতি প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সকল সদস্যদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুভযাত্রার সফলতা কামনা করি।
পরিশেষে মনে রাখবেন ওয়েলফেয়ারের স্লোগান, একতা, সততা, সহযোগিতার ও কল্যাণ। অবশেষে আপনাদের মুল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখীত, বলার মাঝে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অভিনন্দন সবাইকে। আপনাদের যাত্রা শুভ হোউক।