Talha news bd

Talha news bd একটি ইসলামি নিউজ মিডিয়া

20/12/2020

★ব্রেকিং নিউজ★
সৌদি আরব এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে৷

20/12/2020

বিশ্ব রেকর্ড গড়লেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

20/12/2020

ইউটিউবে ইতিহাস গড়লেন মাওলানা মিজানুর রহমান আযহারী।
চ্যানেল খোলার ১৭ ঘন্টার মধ্যে কোন ভিডিও ছাড়াই ১ লক্ষ ১৩ হাজার সাবস্ক্রাইবার !!

আমরা গভীর ভাবে শোকাহত ঃ-বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা দক্ষিণ  তথা ধামতী ইউনিয়নের  ৭ নং ওয়ার্ড সভাপতি ধামতী দ...
20/12/2020

আমরা গভীর ভাবে শোকাহত ঃ-বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা দক্ষিণ তথা ধামতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি ধামতী দক্ষিণ খার জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোঃ রফিকুল ইসলামের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন দেবিদ্বার উপজেলা দক্ষিণ শাখার আমীর জনাব মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারী জনাব অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা উত্তর শাখার আমীর, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ, সেক্রেটারি জনাব ভি পি গোলাম মোস্তফা সরকার। আল্লাহ পাক যেন মরহুম কে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন, পরিবার পরিজনদের কে যেন সবরে জামিল এখতিয়ারের তাওফিক দান করেন আমিন।
Chatro Jibon Official

চলে গেলেন প্রিয় শিল্পি আবুল কাশেম...   ======================== ইসলামী জাগরণের শিল্পি কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্ল...
19/12/2020

চলে গেলেন প্রিয় শিল্পি আবুল কাশেম...
========================

ইসলামী জাগরণের শিল্পি কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ-এর ঘনিষ্ঠ সহকর্মী প্রিয় শিল্পি আবুল কাশেম রফিকে আ’লার ডাকে সাড়া দিয়ে আজ রাত ৩.৩০ মিনিটে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রিয় শিল্পি আবুল কাশেম! আল্লাহ তা’য়ালা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আপনি ছিলেন কোটি হৃদয়ে মহান আল্লাহ তা’য়ালার ভয়, ভালোবাসা এবং রাসূলে করিম (ﷺ)-এর প্রেমের আলো ছড়িয়ে দেয়া এক চমৎকার শিল্পি, জাগরণী কন্ঠ। আল্লাহ তা’য়ালা আপনার তামাম নেক খেদমত কবুল করুন। গুনাহ-খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকীতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী সকল মঞ্জিলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আপনার একান্ত সাহ্যয্যকারী হোন। আপনার উপর রহম করুন এবং আপনাকে পরম প্রশান্তির চাদরে ঢেকে রাখুন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার স্ত্রী-সন্তানসহ প্রিয়জন এবং সহকর্মীদেরকে সবরে জামিল দান করুন। আমীন।

17/12/2020

দেবীগঞ্জে ৯ শিবির কর্মী আটক

ডিসেম্বর ১৬, ২০২০ইং

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়।

দুপুরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে শিবিবের চার-পাঁচজন সদস্য বিভিন্ন এলাকা থেকে এসে চৌরাস্তা মোড়ে জড়ো হন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকিদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ছাত্র শিবিরের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোঃ লোকমান আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আবুল বাশার বসুনীয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।

দুপুরে এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের জেলা সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি লোকমান আলী বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসানের এই বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন।

জেলা সভাপতি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের র্যালী করছিলাম সেখানে পুলিশ এসে বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে আর সেখান থেকেই নয়জন ভাইকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, আমরা কচুরিপানার মত বানের পানিতে ভেসে আসিনি। আমরা বাংলাদেশে ভাড়াটিয়া নই। বিজয় দিবস উদযাপন সবার অধিকার আছে। আজ যেন দিবস উদযাপন একটি দলের বাপের পৈত্রিক সম্পত্তি হিসেবে পরিণত হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার আশরাফ আলীর ছেলে আমির আলী, টুনিরহাট এলাকার সোলায়মান আলীর ছেলে ওমর ফারুক, সুরিভিটা এলাকার আবুল কালামের ছেলে শাকিল হোসেন, বোদা উপজেলার শাহাপাড়ার আমিনার রহমানের ছেলে আল আমিন, গিদালপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে গোলাম রাব্বানী, আটোয়ারী উপজেলার বলরামপুর চুচুলিয়া এলাকার নুর ইসলামের ছেলে আল মামুন, দেবীগঞ্জ মুন্সীপাড়ার মিল্লাত আলীর ছেলে আব্দুল জলিল, দরুয়াভাঙ্গা এলাকার মৃত কাউছার আলীর ছেলে বাপ্পী হাসান ও বোদা পূর্ব শিকারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার===========================================হবিগঞ্জ...
09/12/2020

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
===========================================

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আমীর জনাব মোঃ আব্দুর রহমান, সবেক মহানগর নায়বে আমীর হাফেজ আবদুল হাই হারুন, হবিগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগরী সেক্রেটারী জনাব মোঃ শাহজাহান আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি জনাব কাজী মহসিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চলে গেলেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ... ===================================বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন...
09/12/2020

চলে গেলেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ...
===================================

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমি তার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তা'য়ালা যেন তার জীবনের সকল ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন।

তার শোকাহত পরিবার ও আত্মীয় স্বজন এবং তার সংগঠনের শোক সন্তপ্ত সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

09/12/2020

পৃথিবীর ৭০০ কোটি মানুষ সবাই মদ পান করলেও মদ হালাল হয়ে যাবে না।
বিশ্বের সবগুলো মুসলিম দেশ ভাস্কর্য নির্মাণ করলেও ভাস্কর্য জায়েজ হয়ে যাবে না।

হালাল-হারামের স্ট্যান্ডার্ড কোরআন-হাদিস
কোনো মুসলিম দেশ কিংবা প্রেসিডেন্ট না।

অনেকে বলতে পারেন, মূর্তি বা ভাষ্কর্য হারাম বলতে আলেম সমাজের এত সময় লাগলো কেনো?!
ইসলাম ধর্ম পূর্ণতা একদিনে পায়নি।ইসলাম ধর্ম পূর্ণতা পেতে সময় লেগেছে। হয়তো এখানো সময় লেগেছে আলেম সমাজের চোখ খুলতে। সব চেয়ে বড় কথা হলো, সারা জীবন হারাম খেলে,এখনো খেতে হবে তেমনটা নয়।
এমন একটা সিদ্ধান্ত আলেম সমাজ নিয়েছে এটাকে মুসলমানদের স্বাগতম জানানো উচিৎ।

যে মূর্তি দেশও জাতীর কোন কাজে আসেনা সে মূর্তি শয়তান বানায়! যাহা মানুষের কল্যানে নয় তাহা অপচয় আর অপচয় কারি শয়তানের দোসর।

08/12/2020

সাঈদীকে দেখতে এসে ৭ জন আটক,,জামায়াতের নিন্দা😠😠😠।সীমালঙ্ঘনের জবাব একদিন দেওয়া হবে,,ইনশাল্লাহ

08/12/2020

আবু জাহেল ও তার অনুসারীরা নবীজির গাঁড় ভাঙতে চেয়েছিল
আর আজও আবু জাহেলের কিছু অনুসারীরা আলেম-ওলামাদের ঘাড় মটকাতে চায় শুনুন সরাসরি কুরআন থেকে
full HD https://youtu.be/iS8CFchVn74

08/12/2020

প্রতিবাদ হোক এভাবেই
সাবাশ মাওলানা মুফতি আমির হামজা।
হামজার মাহফিলে বাঁধা, সরাসরি প্রতিবাদ হামজার।

08/12/2020

কোরআনের মাহফিলে বাঁধা দেবার তুই কে
জমিন কি তোর বাপের
জমিন যার কথা চলবে তার

মাওলানা মাহমুদুল হাসান

08/12/2020

হাত উঁচিয়ে যা ইশারা করলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী।
একান্ত সাক্ষাৎকারে অবাক করা তথ্য দিলেন তার কলিজার টুকরা ছেলে শামীম বিন সাঈদী।

07/12/2020

২০২১ সালের প্রথম দিনটা শুক্রবার এবং শেষ দিনটাও শুক্রবার!
আলহামদুলিল্লাহ!
ভালো কিছুর প্রত্যাশায়।

07/12/2020

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দেশবাসীকে সালাম জানিয়েছেন

বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুটো সাজানো বানোয়াট মিথ্যা মামলায় ৭ ডিসেম্বর ঢাকা আলীয়া মাদ্রাসা ময়দানে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়। বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে নয়টায় আদালতে নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে হুইল চেয়ারে করে তাঁকে যখন আদালতে প্রবেশ করানো হয় তখন স্বভাব সুলভ কন্ঠে তিনি উচ্চস্বরে ‘আসসালামু আলাইকুম’ বলে সবাইকে সালাম জানান।

আল্লামা সাঈদী আইনজীবীদের সাথে সাক্ষাতকালে বলেন: ”কথিত মামলার বিষয় বস্তুর সাথে আমার কোন সম্পর্ক নেই। হয়রানির উদ্দেশ্যেই এ আদালতে আমাকে হাজির করা হয়েছে।”

তিনি বলেন, মহান রাব্বুল আ'লামীন কুরআন শরীফে ২৫ জন নবীর কাহিনী উল্লেখ করেছেন। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন। আমি দুর্বল মানুষ। আল্লাহ তায়া’লা যেন ঈমানের পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন দেশবাসীর কাছে সেই দোয়া চাই।

আল্লামা সাঈদী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁর বয়স ৮২ বছর। তিনি একা চলাফেরা করতে পারেন না। অপরের সহযোগিতা ছাড়া বসতে বা দাড়াতে পারেন না। তিনি মানসিকভাবে অনেক দৃঢ় আছেন। সকল কষ্টের বিনিময়ে তিনি যেন আদালতে আখেরাতে আল্লাহর নিকট পুরস্কার পান সে কামনা করেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন ও দোয়া করতে বলেছেন।

প্রবীন মজলুম সাংবাদিক,  দৈনিক সংগ্রামের প্রধান সম্পাদক জনাব আবুল আসাদ জামিনে বের হয়েছেন। আলহামদুলিল্লাহ।।
07/12/2020

প্রবীন মজলুম সাংবাদিক, দৈনিক সংগ্রামের প্রধান সম্পাদক জনাব আবুল আসাদ জামিনে বের হয়েছেন। আলহামদুলিল্লাহ।।

বিশ্বনন্দিত মোফাচ্ছিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি হাফিজাহুল্লাহ্ আজকে আদালতে হাজিরা দিতে,,,  কলিজার টুকরা আল্লাম...
07/12/2020

বিশ্বনন্দিত মোফাচ্ছিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি হাফিজাহুল্লাহ্ আজকে আদালতে হাজিরা দিতে,,,
কলিজার টুকরা আল্লামা সাঈদীর আজকের ছবি।
০৭-১২-২০২০

07/12/2020

বাংলাদেশের আলেমদের অনৈক্যের কারনে আজ ইনু মেননরা আলেমদের উপরে খবরদারী করে।

07/12/2020

খেলা হবে, তার আগে খেলোয়াড় হও, তারপর খেলবো || প্রিয় শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ 💞

 #ভাস্কর্য ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইনকে দল থেকে স্...
06/12/2020

#ভাস্কর্য ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইনকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

যে স্ট্যাটাসটির কারণে তাকে বহিষ্কার করা হয় তাও একটি পড়ে নিন...

বিদায় হজ্জের ভাষনে রাসূল (সাঃ) বলেছিলেন ঃ
"আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে যাচ্ছি -
১.আল কুরআন
২.আল হাদিস
যদি তোমারা এ দুটোকে আঁকড়ে ধর,তবে তোমরা পথভ্রষ্ট হবে না "

অথচ আজ আমরা এ দুটার আশেপাশে পাশেও নেই , সুরা ফাতিহা পড়তেই ৩২টা দাঁতের মাঝে মহাযুদ্ধ বেধে যাবার উপক্রম হয়ে যায় ,শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশেও যাওয়া হয় না, উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি,কুরআন হাদিসের দুই অক্ষর জ্ঞানও নাই, অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি! হারামকে হালাল বানাচ্ছি আর হালালকে হারাম !!
তাদের যুক্তিগুলো বেশ দারুণ ঃ
#রহিমুদ্দী মুসলমান, সে নামাজ পড়ে না, তাই আমি নামাজ না পড়লেও চলবে, তাই না??
#ওমুক দেশে, তমুক দেশে ভাস্কর্য আছে, মূর্তি আছে, সুতরাং মূর্তি বানানো সওয়াবের কাজ !!
#ওমুকের ঘরে কুরআন নাই, তাই কুরআন পড়া হারাম!
#
#মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের মধ্যে কোন মুফতি নাই, মাওলানা নাই, হুজুর নাই, তাই এদেশ নিয়ে কথা বলার অধিকার তাদের নাই, তাই না?? তবে ৭ জন বীরশ্রেষ্ঠের ৭ জন ই মুসলমান, বীর উত্তম ৬৮ জনের মধ্যে ৬৭ জন মুসলমান, বীরবিক্রম ১৭৫ জনের মধ্যে কতজন মুসলমান? খবর আছে ? মাত্র ১৭২ জনই মুসলমান ! বীরপ্রতীক ৪২৬ জনের মধ্যে কতজন মুসলমান ?? খোঁজ নিয়ে দেখা দরকার!
আর এরা ইসলামটা কাদের কাছ থেকে শিখছে??

কুরআনে আল্লাহ বলেছেন ঃ
"যদি স্বয়ং মুহাম্মাদ (সাঃ) আমার নামে তার কথা রচনা করে চালাত,তবে তার দক্ষিণ হস্ত চেপে ধরতাম, আর কেটে ফেলতাম তার গ্রীবা! তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না " (সূরাহ হাক্কাহ)

কুরআনের একটা আয়াতও যদি কেউ বিকৃত করে তার পরিনতি কি হতে পারে, কল্পনা করা যায় ?

মামুনুল হক যদি কুরআনের ভুল ব্যাখ্যা করে,তার কন্ঠনালী কেটে দাও, যদি কুরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এটাকে হারাম করে, তবে কোন বাপের ব্যাটা এটাকে হালাল করার সাহস রাখে ??
কুরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াত ১ সেকেন্ডও অপেক্ষা করবে না ঈমানদাররা! হোক সে মামুনুল হক, মুজিব, জিয়া, ! হোক সে আওয়ামী, বিএনপি, বামাতি বা জামাতি!
ইসলামের প্রতিনিধিত্ব রহিমুদ্দ,সলিমুদ্দি, কলীমুদ্দিরা করে না, স্বয়ং আল্লাহর রাসূল করেন!
ইসলাম শিখতে হলে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, মনগড়া যুক্তি খাটবে না!

একটা কথা মাথায় রাখবেন,
আল্লাহর কোন আইন যদি আপনি না পালন করতে পারেন, সেটা অন্য কথা! তবে যদি তার কোন আইনের বিরোধিতা করা তো দূরের কথা, অস্বীকারও যদি করেন, আর নিজেকে যতই ঈমানদার দাবি করেন না কেন, মনে রাখবেন,আপনি খাঁটি মুসলমান না, পাক্কা মুনাফিক! আপনার বিরুদ্ধে লড়াই করাও খাঁটি মুসলমানের জন্য ফরজ!

-------------------------------
কবির হোসেন
যুগ্ম সাধারন সম্পাদক,
জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগ

05/12/2020

আসুন ইসলাম জানি
(সাধারণ প্রশ্নোত্তর)
লাইভ-26

05/12/2020

আসুন ইসলাম জানি
(সাধারণ প্রশ্নোত্তর)
লাইভ-25

05/12/2020

আসুন ইসলাম জানি
(সাধারণ প্রশ্নোত্তর)
লাইভ-24

05/12/2020

সময়ের সেরা প্রতিবাদি গজল | জাগো মুসলমান | শাহাবুদ্দিন শিহাব | Ummah News

05/12/2020

#মূর্তি_ও_ভাষ্কর্য নিয়ে কথা বলায়
#আলেমের_গায়ে_হাত
#জেলের_ভয়
#খারাপ_ভাষায়_গালি
#এভাবে_আলেমকে_অপমান করল
ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।
তৌহিদী জনতাকে ধন্যবাদ জুতার মায়া না করার জন্য।
ডগাইর, ঢাকার মাহফিল।
৪-১২-২০২০ইং

05/12/2020

আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন!!!

05/12/2020

ভাস্কর্য নিয়ে জরুরী লাইভে মিজানুর রহমান আজহারী, শেখ হাসিনাকে একি বললেন

05/12/2020

ড. জাফরুল্লাহ বোরকার ব্যাপারে একি মন্তব্য করলেন ?
বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি?

প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। (সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ,...
04/12/2020

প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। (সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ, হাদিস নম্বর ৯৭২)।

04/12/2020

👉ভাস্কর্য আর মূর্তি এক
বললেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব অ্যাড:গোবিন্দ্রা |
একজন হিন্দু ভাষ্কর্য ও মুর্তির পার্থক্য বুঝলো অথচ মুসলমান বুঝলো না।🤔

শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর ডা. শফিকুল রহমান ভাইয়ের আজ করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে।আপনাদ...
30/11/2020

শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর ডা. শফিকুল রহমান ভাইয়ের আজ করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে।
আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আল্লাহ তা’য়ালার কাছে দোয়া কামনা করছি যেন দ্রুত সুস্থ করে দেন। আমীন!!!

27/11/2020

জুম্মার দিনে নারী হিসেবে আপনি যা যা করতে পারেন।।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
●বেশি বেশি দুরূদ পাঠ করা রাসূল এর উপর।
●সূরাহ কাহাফ পাঠ করা।
●আসরের পরে সময় আল্লাহ এর কাছে নিজের জন্য,অন্যের জন্য ও পুরো মুসলিম উম্মাহ এর জন্য বেশি বেশি সুন্দর ভাল দোয়া করা।
দোয়া করা ইবাদাত। মুমিনের দোয়া কোন সময় বৃথা যায় না।

আর কী কিছু করার আছে নারী হিসেবে ? অবশ্যই আছে !
আপনার ঘরে পুরুষদের ও বাকিদের ভাল কাজ করতে অনুপ্রাণিত করুন।
যেমন:
○ আল্লাহ এর কাছে শুক্রবার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া আল্লাহ এর কাছে অনেক প্রিয়। অনুপ্রাণিত করুন।
○ জুম্মাহ এর নামাজে তারাতারি যেতে অনুপ্রাণিত করুন। প্রথম তিনজনের জন্য আছে সুন্দর ও বড় উপহার আল্লাহ তরফ থেকে এবং চতুর্থ ও পঞ্চম জনের জন্য আছে।
○ জুম্মাহ নামাজে যাওয়া এর জন্য যেসব সুন্নাহ আছে তাদের তা মনে করিয়ে দিন। যেমন: গোসল করা, মেসওয়াক করা, নক কাটা, ভালো জামা পরিধান করা, সুগন্ধী লাগানো ইত্যাদি।
○ একেবারে উপরে তিনটি কাজ পুরুষদের ও বাকিদের করতে অনুপ্রাণিত করুন।

তারা যদি আপনার অনুপ্রেরণা সেসব কাজ করে তবে আপনি সমপরিমাণ সওয়াব এর অধিকারি হবেন।

অনেকে ছুটি দিন বলে নিজের রমাদানে না করা রোজা এই দিনে করবেন বলে ভেবে থাকেন। না করাই ভালো, রাসুল এই দিনকে সাপ্তাহিক ঈদ বলেছেন। আর করতে চাইলে আপনাকে এর আগের দিন অথাৎ বৃহস্পতিবার রোজা রাখতে হবে বা এই দিনের পরের দিন অথাৎ শনিবার রোজা রাখার নিয়ত থাকতে হবে এবং পরের দিন শনিবার তা রাখতে হবে।

এবং আমরা অবশ্যই অবশ্যই রিয়া অথাৎ লোক দেখানো(ছোট শিরক) আমল করা থেকে দূরে থাকব এবং নিজের করণীয় আমল গুলো গোপন রাখার চেষ্টা করব। মানুষকে দেখানো এর জন্য করব না, আল্লাহকে খুশি করার জন্য সব করব।

আল্লাহ আপনাদের চেষ্টাকে কবুল করুক এবং আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক।

#হাদিসঃ
দুরুদঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হল জুমু’আহর দিন। কাজেই এদিন তোমরা আমার উপর বেশী দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়।
[সুনানে আবু দাউদ: ১০৪৭,হাদিসের মান: সহিহ হাদিস]

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমাত নাযিল করেন।
[সহিহ মুসলিম: ৭৯৮,হাদিসের মান: সহিহ হাদিস]

সূরাহ কাহাফ পাঠঃ

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ্ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে।
[মিশকাতুল মাসাবিহ২১৭৫,হাদিসের মান: সহিহ হাদিস]

জুমার নামাজে তারাতারি যাওয়ার উপহারঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সর্বাগ্রে সালাতে যে ব্যক্তি উপস্থিত হয় সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি উট কুরবানী করে, তারপর যে ব্যক্তি আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি গাভী কুরবানী করে। এরপর যে ব্যক্তি আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি দুম্বা কুরবানী করে। পরে যে ব্যক্তি আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি মুরগী আল্লাহর রাস্তায় দান করে। তারপর যে ব্যক্তি আগমন করে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি ডিম আল্লাহ্‌র রাস্তায় দান করে।
[সুনানে আন-নাসায়ী:৮৬৪, হাদিসের মান: সহিহ হাদিস]

জুমার দিন রোজা রাখা নিয়েঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু জুমু’আর দিনে সওম পালন না করে কিন্তু তার পূর্বে একদিন অথবা পরের দিন (যদি পালন করে তবে জুমু’আর দিনে সওম পালন করা যায়)।
[সহিহ বুখারী: ১৯৮৫, হাদিসের মান: সহিহ হাদিস]
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ-এর সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা করুন। আমীন।

26/11/2020

✅ গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্নের উত্তর - জানা ও মানার স্বার্থে শেয়ার করে দিন***
1️⃣ আমি কেবলার দিকে পা দিয়ে বসে বসে নামাজ আদায় করি, আমার নামাজ হবে?
2️⃣ একটি মেয়ের এক বছরের মাথায় তার স্বামী তাকে রেখে চলে যায়, এখন এই মেয়ে কি আবার বিয়ে বসতে পারবে?
3️⃣ কোম্পানি থেকে যাতায়াত ভাড়া দেওয়া হয়, সেখান থেকে যদি কিছু টাকা বাঁচিয়ে আমি নিজে ভোগ করি জায়েজ হবে?
4️⃣ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কিছু মানুষ আঙ্গুল মুখে নিয়ে চুমু দিয়ে চোখে মাখে, এই বিষয়ে সঠিক নিয়ম কি?
5️⃣ মা এর সম্পত্তি ভাই-বোন কি সমান পাবে?
6️⃣ আমার কাছে বাড়ি করার জন্য শুধু ৬ লক্ষ টাকা আছে, এখন আমাকে কি যাকাত দিতে হবে?
7️⃣ জামাতে নামাজ আদায় করার সময় মুক্তাদি সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে হবে কিনা?
8️⃣ আমার বয়স ২৪ বছর মাথার অনেক চুল সাদা হয়ে গেছে, আমি কি এখন চুল কালার করতে পারবো?

26/11/2020

কাবা ঘর নাকি স্ট্যাচু!

এটা কি প্রকাশ্য ধর্ম অবমাননা নয়???

26/11/2020

কাবা ঘর নাকি ভাষ্কর্য (নাউজুবিল্লাহ)!
এই কাঠমোল্লা ইবলিশ শয়তান জিয়উল হাসান নাকি সম্মিলিত ইসলামি জোটের সভাপতিও

তাঁর কথায় উপস্থাপক ও মনে হয় বিব্রত হয়েছে।
এই শয়তানের বিরুদ্ধে এখনই কঠিন পদক্ষেপ নেয়া দরকার।

24/11/2020
24/11/2020

নিজকে পরিশুদ্ধ করতে (৩)তিনটি জিনিস ছেড়ে দিন।
১. মিথ্যা
২.হিংসা
৩.পরনিন্দা

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মুহতারামা রশিদা খাতুন আন্টি আজ ইন্তেকাল করে...
23/11/2020

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মুহতারামা রশিদা খাতুন আন্টি আজ ইন্তেকাল করেছেন।।

আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।।

কোরআনের মাহফিলে ১৪৪ ধারা জারি, নিন্দা জানাই================================মসজিদ, মাদরাসা, খানকা যে দেশের শহরে ও গ্রামে ...
23/11/2020

কোরআনের মাহফিলে ১৪৪ ধারা জারি, নিন্দা জানাই
================================

মসজিদ, মাদরাসা, খানকা যে দেশের শহরে ও গ্রামে সর্বত্র। যে দেশের ৯০ ভাগ মানুষ আল্লাহতে বিশ্বাসী এবং নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করে। আজকে আমরা বেদনা এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম এবং কোরআনের দা’য়ী ও মোফাসসীরদের কণ্ঠ রুদ্ধ করার জন্য কতিপয় জনবিচ্ছিন্ন চিহ্নিত ইসলাম বিরোধী ব্যক্তির মামা বাড়ির আবদারকে সম্বল করে বিভিন্ন স্থানে ইসলামী ও কোরআনের মাহফিলের উপর ১৪৪ ধারা জারি করা হচ্ছে।

মুসলমানদের দেশে এ অপসংস্কৃতির সূচনা হয়েছিল ৯০’এর দশকে। আর তা হয়েছিল বিশ্ববিখ্যাত মোফাসসীরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র কোরআনের মাহফিলকে কেন্দ্র করে। দুর্ভাগ্যজনকভাবে সমস্ত ইসলামী মহল ঐক্যবদ্ধভাবে সেদিন এ অন্যায় ও অপচেষ্টার বিরুদ্ধে সমস্ত সামর্থ দিয়ে একসাথে প্রতিবাদ করিনি। আসলে ইসলামের চিহ্নিত প্রতিপক্ষের কাছে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ কিংবা কোন দল টার্গেট নয়। এদের টার্গেট মানবতার মুক্তির সনদ আল-ইসলাম।

আমরা সুস্পষ্টভাবেই এ অন্যায় ও বাড়াবাড়ির নিন্দা জানাই। ধর্মীয় অধিকারের উপর এ অন্যায় ও অন্যায্য হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।

সমাজ যখন খুন, ধর্ষণ, লুণ্ঠন ও অপরাধের ভারে বিধ্বস্ত এবং নানা ভঙ্গিতে শিরক ও বিদআতকে জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে, তখন কোরআনের মাহফিল বন্ধ নয় বরং মসজিদের মিম্বার থেকে শুরু করে সমাজের সর্বত্র ইসলামের সুমহান বাণী পৌঁছে দেয়াই সময়ের দাবি। মুষ্টিমেয় কুচক্রীদের সাথে উলামায়ে কেরাম আর দেশের আপামর তৌহিদী জনতা আপোষ করবেনা, মাথানত করবেনা।

জেগে উঠুন, সোচ্চার হোন। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী।

Address

Manama

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talha news bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share