Choto Chele. AN

Choto Chele. AN মানুষ মানুষেরই জন্য।💔💜

Surely Allah is With Me.❣️❣️
(2)

16/07/2024

সভাপতি সহসভাপতি আহ্বায়ক, যুগ্নআহ্বায়ক,সম্পাদক, সাধারণ সম্পাদক
এই ধরনের ভাইয়ারা কই এখন???

15/07/2024

দেশ স্বাধীন হলো কিন্তু
সাধারণ জনগণ স্বাধীন হলো না।
আফসোস 😭😢

14/07/2024

মানুষ মূলত একা

কিন্তু তারপর ও সাপোর্ট করে যাবেই।😢
13/07/2024

কিন্তু তারপর ও সাপোর্ট করে যাবেই।😢

আমাদের গ্রাম❤️❤️❣️সন্ধ্যাবেলা❤️
13/07/2024

আমাদের গ্রাম❤️❤️❣️

সন্ধ্যাবেলা❤️

13/07/2024

বৃষ্টি আর পাওয়ার টিলার 😃

মেঘলা আকাশ 🫱💭
12/07/2024

মেঘলা আকাশ 🫱💭

বৃষ্টির পানিতে ধরলাম মলাই মাছ।😋❣️
12/07/2024

বৃষ্টির পানিতে ধরলাম মলাই মাছ।😋❣️

আমাদের এলাকায় এটাকে স্বর্ণলতা বলি। আপনাদের কার এলাকায় কি নাম বলে....?
12/07/2024

আমাদের এলাকায় এটাকে স্বর্ণলতা বলি। আপনাদের কার এলাকায় কি নাম বলে....?

11/07/2024

প্রচুর বৃষ্টি হচ্ছে ❤️

আল্লাহর খাঁটি বান্দা🐸😁😁
10/07/2024

আল্লাহর খাঁটি বান্দা🐸😁😁

এইটা কি ফল...??  কার এলাকায় কি নামে পরিচিত এটা।
09/07/2024

এইটা কি ফল...?? কার এলাকায় কি নামে পরিচিত এটা।

মোহনপুর ❣️❣️❣️
08/07/2024

মোহনপুর ❣️❣️❣️

08/02/2024

নামাজ ছাড়া জীবন শুধুই
হাহাকার

04/02/2024

এটা ভাষার মাস ভাই!

এটলিস্ট এই মান্থে কেউ ইংলিশ ওয়ার্ড ইউজ না করি প্লিজ!😒😝

শুভ সকাল সবাইকে 😇🥀🌹
30/01/2024

শুভ সকাল সবাইকে 😇🥀🌹

29/01/2024

জীবনের সবচেয়ে বেশি ক্ষতি কাছের মানুষ গুলাই করে।
বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা,বিভিন্ন মিথ্যায় জড়িয়ে দেওয়া ইত্যাদি। 😥

26/01/2024

জিন্সের সাথে হিজাব

🐸এটা কেমন পর্দা🐸

সবাইকে শুভ সকাল 🌹🌹🥀🌺🌺
26/01/2024

সবাইকে শুভ সকাল 🌹🌹🥀🌺🌺

আরে এরা কারা 😁কোথা থেকে আসে এরা 🐸এই নামের ছেলেদের ম্যানশন করে যান😁
25/01/2024

আরে এরা কারা 😁
কোথা থেকে আসে এরা 🐸

এই নামের ছেলেদের ম্যানশন করে যান😁

24/01/2024

শরীফ থেকে শরিফার গল্প স্কুলের বই থেকে তুলে দেওয়া এবং চাকরিচ্যুত শিক্ষককে চাকরি ফেরত দেওয়া, প্রবাসীদের দুটি দাবি।
দাবি বাস্তবায়ন সময় সীমা এক সাপ্তাহ, এক সাপ্তাহের মধ্যে সুন্দর সমাধান না হলে আমার প্রবাসীরা এক মাস টাকা পাঠাব না দেশে।
আমার এই উদ্যোগের সাথে যে সকল প্রবাসী একমাত আছেন অবশ্যই পোষ্টি শেয়ার করবেন এবং কমেন্টে আপনারা মতামত জানাবেন।
শরীফ শরীরফার গল্প হিন্দু মুসলিম কারো জন্য শোভনীয় নয়।

24/01/2024

আমাদের আশেপাশে থাকা কোনো শরিফ যদি নিজেকে শরিফা মনে করে, এবং কোনো শরিফা যদি নিজেকে শরিফ মনে করে, এতে কিন্তু আমাদের একবিন্দুও আপত্তি নেই এবং থাকার কথাও নয়।

কারণ, কোনো একজন মানসিক রোগি এসে যদি আমাদের কাছে কিছু বলে, আমরা কি তাতে আপত্তি করবো সাধারণত? শরিফ আর শরিফার ঘটনাটাও পুরোটাই মানসিক রোগ। এটা আমার কথা নয়, চিকিৎসাবিজ্ঞানের কথা।

শারীরিকভাবে একজন পুরুষ যখন নিজেকে নারী ভাবতে শুরু করে এবং একজন নারী যখন নিজেকে পুরুষ ভাবতে শুরু করে, মানসিক এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞান চিহ্নিত করছে Gender Dysphoria নামে।

আমেরিকার DSM তথা Diagnostic and Statistical Manual of Mental Disorders এ এই জেণ্ডার ডিস্ফোরিয়াকে একটা মানসিক সমস্যা বলেই চিহ্নিত করা হচ্ছে। ইংল্যাণ্ডের স্বাস্থ্য গবেষণা ওয়েবসাইট NHS বলছে—‘Gender dysphoria is a term that describes a sense of unease that a person may have because of a mismatch between their biological s*x and their gender identity.’

একজন নারী কেনো নিজেকে পুরুষ ভাবে? বা, একজন পুরুষ কেনো নিজেকে নারী ভাবে? মোদ্দাকথা, মানুষ Gender Dysphoria তে আক্রান্ত হওয়ার নেপথ্য কারণ কী?

অধিকাংশের মতামত হচ্ছে এর নেপথ্য সঠিক কারণ জানা যায় না স্পষ্টভাবে। কেউ কেউ হরমোনগত সমস্যার কথা বলেন। অনেকে বাচ্চাদের Social Upbringing Environment তথা বেড়ে উঠার পরিবেশটাকেও দায়ী করেন। হরমোনজনিত সমস্যাটাও একটা কারণ হতে পারে, তবে আমার ধারণা দ্বিতীয় কারণটাই এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকতে পারে।

একজন পুরুষ কেনো নিজেকে নারী ভাবতে ভালোবাসবে? অনেকগুলো কারণে হতে পারে, যেমন—

(১) খুব ছোটবেলায় সমলিঙ্গের কারো দ্বারা যৌন হয়রানির শিকার হওয়া। যৌন হয়রানির এই ঘটনা হয়তো তার মস্তিষ্ক থেকে মুছে যায়, কিন্তু সে=ক্সু-য়াল এক্সপেরিয়েন্সটা তার মস্তিষ্ক জমা করে রাখে এবং তার সে-ক্সু*য়াল ওরিয়েন্টেশান সেভাবেই সেট হতে শুরু করে। এই অভিজ্ঞতা নিয়ে বড় হতে থাকায়, সে পছন্দ করতে শুরু করে তার সমলিঙ্গের মানুষকেই এবং সেক্ষেত্রে নিজেকে সে ‘নারী’ ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

(২) অনেক বাবা-মা ছোটবেলায় ছেলে বাবুকে মেয়ের বাবুর মতো করে সাজায়। মেয়েদের পোশাক পরায়। মেয়ে বাবুদের ছেলেদের পোশাক পরায়। এ-ধরণের কাজগুলো জেণ্ডার ডিস্ফোরিয়া তৈরিতে বেশ ভূমিকা রাখে বলেও বিশেষজ্ঞরা মতামত দেন।

সামাজিক আরো অনেক কারণ থাকতে পারে, তবে এই দুটো কারণকে সামনে রাখলে, এই জেণ্ডার ডিস্ফোরিয়া রোগের কারণ কী হতে পারে তার প্রাথমিক ধারণা পেতে আমাদের জন্য সহজ হয়।

জেণ্ডার ডিস্ফোরিয়া যেহেতু একটা স্বীকৃত মানসিক রোগ, তাই কোন শরিফ আর শরিফাকে নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা হলো—তাদের এই মানসিক বিকৃতিকে চিকিৎসা দেওয়ার বদলে ‘স্বাভাবিক’ বানানোর অপচেষ্টা নিয়ে।

উন্নতমানের সেবা নিশ্চিত করে যেখানে এই রোগের চিকিৎসা নিশ্চিত করা জরুরি, যেখানে এই মানসিক অবস্থা নিয়ে আসা মানুষগুলোকে সঠিক কাউন্সেলিং, সঠিক গাইডলাইন দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা দরকারি, সেখানে এই মানসিক রোগটাকে ‘স্বাভাবিক’ হিশেবে তুলে ধরে, এটাকে ছোট ছোট বাচ্চাদের পাঠ্যবইতে তুলে দেওয়া হচ্ছে।

এই কাজের ফলাফল হবে ভয়াবহ৷ সমাজে মানসিক বিকৃতি এমনভাবে ছড়িয়ে পড়বে, সুস্থ মানুষেরাও তাদের অসাধু উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে এই উপায়ের আশ্রয় নিবে৷ অসৎ উদ্দেশ্য পূরণে শরিফ নিজেকে দাবি করবে শরিফা, শরিফা নিজেকে দাবি করবে শরিফ৷ সমাজে তৈরি হবে এক ভয়াবহ বিশৃঙখলা। জঘন্য পাপাচারে ভরে যাবে আমাদের চারপাশ।

তাই, পাঠ্যবই থেকে এই মানসিক রোগটাকে স্বাভাবিকীকরণের প্রচেষ্টা বাদ দেওয়াতে আমাদের কন্ঠকে সরব রাখতে হবে।

দরকার ছিল প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেওয়া। এখন দিয়ে রাখছে মাধ্যমিক বিদ্যালয় । 😄🐸🐸
24/01/2024

দরকার ছিল প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেওয়া। এখন দিয়ে রাখছে মাধ্যমিক বিদ্যালয় । 😄🐸🐸

23/01/2024

আমরা আলুর ভর্তা বানাইলাম।

কেমন হইছে...?

চেয়ারম্যান চেয়ারের উপর বসে সেই ঘুম দিচ্ছে। 😄😄😍😍😍
23/01/2024

চেয়ারম্যান চেয়ারের উপর বসে সেই ঘুম দিচ্ছে। 😄😄

😍😍😍

22/01/2024

শেষ বিদায়ী।

Address

Chandpur Bangladesh
Manama

Telephone

+97336406521

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choto Chele. AN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Choto Chele. AN:

Videos

Share

Category