Tasmin Billal

Tasmin Billal সমস্ত প্রশংসাই আল্লাহর সন্তুুষ্টির জন্য।

17/07/2024
10/07/2024

আপনার জীবনের "ভুল" থেকে একটা উপদেশ দিয়ে যান মেনে চলার চেষ্টা করব.

বিঃদ্রঃ জীবন যুদ্ধে হার না মানা আমি এক প্রবাসী।

04/07/2024

🦋🦋🦋

বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করা উচিৎ না। কেননা বেশ কিছু মানুষ আছে যারা সব ব্যাপারেই নিজেকে খুব জ্ঞানী পন্ডিত মনে করে!
তাদের কথার সাথে কাহারো মতের কোন অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করতে চায়।

তাই কেউ যদি বলে "জানেন হাতি উড়তে পারে।"

তর্ক না করে বলুন , হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে একটা হাতি এসে বসেছিল।🙂

30/06/2024

#এই পৃথিবীতে যদি "আপন" কেউ থাকে তাহলে সেটি হচ্ছে "সময় " কেননা " সময় " যদি " ঠিক" থাকে তাহলে সবাই "আপনজন" আর যদি সময় ঠিকঠাক না থাকে তাহলে "আপন" জনও পর হয়ে যায়।

#গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়।
পার্থক্যটি খাবারের নয় পার্থক্যটি হচ্ছে :-জাত,স্বভাব ও আচরণের।

22/06/2024

People live,People die.
People laugh, People cry.
Some give up,Some still try.
Some say hi,Some say bye.
Others may forget you but never will i.

15/06/2024

একটু কষ্ট হলেও নিজেকে একা চলতে শিখে গেছি
কেননা যাদের ছাড়া আমার এক মূহুর্তও চলবে না ভেবেছিলাম। এটা আমার ভূল ধারণা ছিল কারণ আমাকে ছাড়া তাদের ঠিকই চলছে এবং খুব ভালোই আছে আর এটাই হচ্ছে বাস্তবতা।
#আবেগ দিয়ে জীবন চলে না জীবন চলে বাস্তবতায়।
#স্বার্থের পৃথিবীতে হাজারো মিথ্যা মায়ায় জর্জরিত।
#জীবন যেখান থেকেই শেষ আবার সেখান থেকেই শুরু।
#লাইনের একদম পিছনে পরে থাকা মানুষটিও একটি সময় সামনে চলে আসে।
অতএব, হতাশ হওয়ার কিছু নেই।
আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু।

পাখি কখনো গাছের ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করে না কারণ পাখিটির নিজস্ব শক্তি হচ্ছে তাহার নিজের ডানার উপর গাছের ডালের উপরে নয়।

বিঃদ্রঃ রাতগুলো আগের মতোই আসে কিন্তুু আগের মত এখন আর ঘুম আসে না।
জীবন যুদ্ধে হার না মানা আমি এক প্রবাসী।

14/06/2024

আমাদের প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সা:) তাঁর বিদায় হজ্জের ভাষণে বলেন: হে লোক সকল! আল্লাহু তাআলা বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার।’ (সুরা ৪৯, হুজুরাত, আয়াত ১৩)। কোনো অনারবের ওপর কোনো আরবের; কোনো আরবের ওপর কোনো অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই; তবে তাকওয়ার ভিত্তিতে। সব মানুষ আদম (আ.)-এর সন্তান আর আদম (আ.) মাটি দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই; তোমাদের অধীনদের (দাস-দাসীদের) প্রতি খেয়াল রাখবে, তোমরা যা খাবে, তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে, তাদেরকেও তা পরাবে। সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না; কেননা, তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা তোমাদের রবের ইবাদত করবে; পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে, স্বীয় প্রভুর ঘরে এসে হজ পালন করবে; তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।

মানবতার ঐতিহাসিক দলিল বিদায় হজের ভাষণ
হয়তো আমি এ বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না। অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। তোমাদের কারও কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। নিশ্চয়ই সকল প্রকার সুদ রহিত করা হলো। তবে তোমাদের মূলধন বহাল থাকবে। মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয়। আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না, বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না। জাহিলি যুগের যত রক্তের দাবি, তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রবিয়া ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম। (আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির (র.), খণ্ড ৫, পৃষ্ঠা ১৯৮ ও ৩২০-৩৪২, ই. ফা. বা.)।

নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে, তার ওপর আল্লাহর লানত। সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার, ধারকৃত বস্তু ফেরতযোগ্য, উপঢৌকনেরও বিনিময় প্রদান করা উচিত, জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে। কারও জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয়; যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে। কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর অর্থসম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয়। তোমরা কখনো একে অন্যের ওপর জুলুম কোরো না। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে।

অতএব হে মানবজাতি! তোমরা আমার কথা অনুধাবন করো। আমি তো পৌঁছে দিয়েছি। আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় (বিধান) রেখে গেলাম, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব এবং তাঁর নবী (স.)-এর সুন্নাহ। আমি তোমাদের মাঝে জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার (নবী স. এর) ইতরাত (আহলে বাইত)।

14/06/2024

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার।
একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই
এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন?

মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন- ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী: এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানীকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম।ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম।

আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল। অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলোনা আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে।আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান।

দারোয়ান বলল: বাচ্চারা দেখতো এই লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে।
মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম: মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়?
মেয়ে বলল: আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো?
আমি বললাম: না মা। আমার মেয়ে বলল: বাবা! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তারিয়ে নিয়ে এসেছে।

মেয়েকে বললাম: পথে এক দূর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে?
মেয়ে বলল: তাকেও চিননি? সে তোমার রুহ। তাকে তো কোন দিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এতোই দূর্বল হয়ে পরেছে যে, কোন রকম বেচে আছে।

আমার ঘুম ভেঙ্গে গেল। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুপটি দেখতে পাই আর দেখি রুহকে। আহা! কতো দূর্বল হাটতে পারেনা। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার।

তাই আসুন, নিজের নফসকে হেফাজত করি। নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুক।

মানব জাতি শুধু একে-অপরের দূর্বলতা খূঁজে আঘাত করার জন্য।
13/06/2024

মানব জাতি শুধু একে-অপরের দূর্বলতা খূঁজে আঘাত করার জন্য।

29/05/2024

জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো খূঁজে পাওয়া যায় না।

পারিবারিক সংসারের ভাই -বোন গুলো যখন বড় হয়ে যায়, তখন যার যার "ঘর" "সংসার" হয়ে যায় আর তখনি একে- অন্যের "মেহমান" হয়ে যায়। ভূলে যায় একসাথে বেড়ে ওঠা অতীতের শৈশবটাকে। বড়ই অদ্ভুত জীবনের এইসব পরিবর্তন গুলো।

19/05/2024

একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক দেশী ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন।
আমি হেসে বললাম- দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহাখুশি!
রবিন ভাই লাগেজের চেইনটা লাগিয়ে হাসিমুখে বললো- “ভাই, ৮ বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতোটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে! বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে।”
রবিন ভাই হাসিমুখে কথা বলছিলো, অথচ আনন্দে উনার চোখ জ্বল জ্বল করছিলো। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে উনার কাছে জানতে চাইলো- “কিরে, শুনলাম তুই নাকি দেশে আসবি?”
রবিন ভাই হাসিমুখে উনার বাবাকে জানালো- “হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে?”
অপর প্রান্ত থেকে উনার বাবা বললেন- “তোর শুধু শুধু এতো টাকা খরচ করে আসতে হবে না! বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা-পয়সার একটা বিষয় আছে না? তাই আসার দরকার নেই!”
বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো- “কিরে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি?”
ছোট বোন বললো- “এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে। ৪০০ জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু-খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এতো টাকা খরচ করে দেশে আসতে হবে না!”
রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিলো, তখন উনাকে জিজ্ঞেস করলাম- ভাই, আপনি কি দেশে যাবেন না?
চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন- “বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকের। আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে! ১ জনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাবো না!”
সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম, দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে…
প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো, বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিতো, অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে।
আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন- “এটাই তাহলে আইফোন? যার জন্য মানুষ এতো পাগল!”
আমি বললাম- “আপনিও তো একটা আইফোন কিনতে পারেন। কি একটা ফোন ব্যবহার করেন, অর্ধেক ভাঙা!”
উনি হেসে বললেন- “কিনবো একটা আইফোন, ছোট বোনের জামাইয়ের জন্য!”
আমি উনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম- সব প্রবাসীরাই কি এমন হয়, যারা নিজের জন্য একটুও ভাবেন না?
প্রতিদিন রাতে রাবিন ভাই খুব কাশতেন, একদিন উনাকে বললাম– ভাই, এবার অন্তত একটা ডাক্তার দেখান। আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না।
উনি কাশতে কাশতেই বলতেন- “এখানে ডাক্তার দেখাতে যতো টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে!”
আমি রেগে বলতাম– তাই বলে নিজের জন্য কিছুই করবেন না?
উনি হেসে বলতেন- “কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে!”
এই অসুস্থার কারণেই রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান। ফোনে যখন উনার বাবাকে বিষয়টা জানালাম, তখন উনি খুবই কান্না করছিলেন।
কিন্তু যখন বললাম- আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু, লাশ দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন। তখন উনার গলার স্বর পাল্টে গেলো!
উনি আমতা আমতা করে বললেন- “এতো টাকা! যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করবো? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো!
শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো!”
আমার তখন ইচ্ছে করছিলো উনার মুখে থুথু মারি। যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না!
ছোট ভাইকে ফোনে যখন বললাম- তোমার ভাই তো তোমার জন্য কতো কি করেছে, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।
ছোট ভাই তখন উত্তর দিলো- “ভাই নাকি তার জন্য কোন কিছুই করেনি! একই রকম উত্তর ছোট বোনও দিলো! অথচ এই ভাই-বোনের সকল শখ-আহ্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করছে!”
চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়! এটা একটা টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে…
অনেক প্রবাসী আছেন, যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক।
এক সময় সেই মানুষটা অ-মানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও, মৃত দেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে, অথচ মানুষটা পরিবারের জন্যই আ-মৃত্যু কষ্ট করেছেন।
টাকার কাছে মানুষ সত্যিই বড় অসহায়, টাকার কাছেই মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ…।

!!সংগৃহীত!!

জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো খূঁজে পাওয়া যায় না।
07/04/2024

জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো খূঁজে পাওয়া যায় না।

28/03/2024

প্রথম রোজায় হজরত ইব্রাহিম আ. সহিফা ও ৬ রোজায় হযরত মুসা আ. তাওরাত লাভ করেন। ১৩ রোজায় ঈসা আ.-এর ওপর ইঞ্জিল আর ১৮ রোজায় হযরত দাউদ আ. জাবুর ও রমজানের ২৭ তারিখে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন অবতীর্ণ হয়। ইসলামের প্রথম যুদ্ধ বদরের সূচনা রমজানের ১৭ তারিখে।

13/03/2024

১.'কালি,কলম,মন লেখে তিনজন।'-- কথাটার অন্তর্নিহিত কারণ কী?

২.এটি আপ্তবাক্য না কি কোনো প্রবাদবাক্য?

আশা করি উপরে উল্লেখিত প্রশ্ন দু’টির সঠিক উত্তর জানাবেন।

# ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি এগুলো ভুল হয় সেটি সংশোধন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।

11/03/2024

এই জগতে টাকা ছাড়া কেউ বন্ধু হয় না.
আর
স্বার্থ ছাড়া কেউ কাউকে খূঁজে না।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য.

জয় হউক মানবতার।

09/03/2024

ঘরের এক কোনে পরে থাকা একটি ভাঙ্গা মোমবাতিও কখনো কখনো প্রয়োজন হয়.
আলো দেওয়ার জন্য.
আর পেটে খুদা থাকলে পান্তা ভাতও কাঁচা মরিচ এবং পিয়াজ দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে.

মানুষ হয়ে মানুষকে কখনো অবহেলা করবেন না।

ধনী -গরীব সবই আল্লাহর সৃষ্টি।

24/02/2024

# জলপট্রিতে জ্বর সারলো কিন্তুু
কপাল সারলো না।

#শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য।

# দায়িত্বের চাপে বাড়লে বয়স,
নিজের সূখের দাম কমে যায়।💔

24/02/2024

সময়ের ব্যবদানে মানুষের অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়।

কৃষিতে ১০ জন নারী শ্রমিকের দল!কৃষিতে নারী এগিয়ে,  গার্মেন্টসে নারী এগিয়ে, ঘর সামলাতে নারী এগিয়ে,শিক্ষায় নারী এগিয়ে...নার...
24/02/2024

কৃষিতে ১০ জন নারী শ্রমিকের দল!
কৃষিতে নারী এগিয়ে, গার্মেন্টসে নারী এগিয়ে, ঘর সামলাতে নারী এগিয়ে,
শিক্ষায় নারী এগিয়ে...নারীরা প্রবাসেও ভূমিকা রাখছে!
মানব জাতিকে গর্ভেও ধারণ করে নারী...!

তবুও পরগাছারা এটা ওটা নিন্দা করবেই...!

গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে।প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষ গুলোই উত্তম...। জিকিরে অন্তর পরিশুদ্ধ হয় আর গীবত...
14/02/2024

গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে।
প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষ গুলোই উত্তম...। জিকিরে অন্তর পরিশুদ্ধ হয় আর গীবতে অন্তর কলুষিত হয় ! হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে সঠিক পথের দিশা দিন! আমাদের কে ইসলামের সু-শীতল ছায়ায় আশ্রয় দিন!
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি! আল্লাহু আকবর !

ছবিটা তোলার উদ্দেশ্য হল: গাড়ির সামনে দুজন  #বাইকার,, দুজনের দুই রকম চিন্তাভাবনা...একজন ডেলিভারির বাইক চালাচ্ছে, আরেকজন ...
12/02/2024

ছবিটা তোলার উদ্দেশ্য হল: গাড়ির সামনে দুজন #বাইকার,, দুজনের দুই রকম চিন্তাভাবনা...একজন ডেলিভারির বাইক চালাচ্ছে, আরেকজন বিলাসিতার বাইক চালাচ্ছে। দুজনের বাইক চালানোর গতি ছিল বেপরোয়া।
কিন্তু দেখা গেছে তারা একপর্যায়ে #সিগনালে এসে তাদের গতি থামিয়ে দেয়। তারা চাইলেই আর আগে বাড়তে পারবে না নির্দিষ্ট একটা সময় ছাড়া।

কাজেই:- আমরা যে যতই ধনী-গরিব প্রভাবশালী হয় না কেন ? এমন একটা জায়গা আসবে সেখানে আমাদের গতি থামাতে হবেই এটা বাধ্যতামূলক।

পরিস্থিতি তোমাকে ধন্যবাদ।
06/02/2024

পরিস্থিতি তোমাকে ধন্যবাদ।

আপনি যে অনিয়মের নিয়মে ভাল থাকেন,সে নিয়মে আমিও আমার নাভি:শ্বাস। পৃথিবীর সকল সন্তানের কাছেই তার পিতা পৃথিবীর শ্রেষ্ঠ পিতা,...
03/02/2024

আপনি যে অনিয়মের নিয়মে ভাল থাকেন,সে নিয়মে আমিও আমার নাভি:শ্বাস। পৃথিবীর সকল সন্তানের কাছেই তার পিতা পৃথিবীর শ্রেষ্ঠ পিতা,আমরা সকলেই অনিয়মের কারন খূজি,,,,?

তাহলে যে পিতারা সুদ,ঘুষ,দুর্নীতি,অত্যাচার,অনাচার,অনিয়ম করে তারা কাদের পিতা?

দেশের সকল সেক্টরেই যখন অনিয়মের মহরা চলে তখন
তাহারা নিশ্চই কাহারো পিতা?
তাহলে আমরা এই অনিয়মের কারন কার কাছে খূজি..?

09/12/2023

কিছু মানুষ কখনো ভেবেই দেখে না, যে তাদের আচরণের উপর মানুষ কতটা কষ্ট পেয়েছে।
তারা শুধু নিজের প্রয়োজন টাই বুঝে।

দায়িত্বশীলরা সবসময় জলন্ত মোমবাতির মতই হয়,
যেমন নিঃস্বার্থভাবে নিজে জ্বলে এবং অন্যকে আলো দেয়, কোন প্রকার ক্ষতি করে না।

আল্লাহ্ পরম করুণাময় এবং দয়ালু একমাত্র তিনিই এই দিন দুনিয়ার মালিক আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন। ...
09/12/2023

আল্লাহ্ পরম করুণাময় এবং দয়ালু একমাত্র তিনিই এই দিন দুনিয়ার মালিক আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন। আমিন।

ঠকেছি তাই শিক্ষা পেয়েছি, আঘাত পেয়েছি তাই মনকে সামলে নিয়ে আরও শক্তিশালী করে নিয়েছি।
07/12/2023

ঠকেছি তাই শিক্ষা পেয়েছি,
আঘাত পেয়েছি তাই মনকে সামলে নিয়ে আরও শক্তিশালী করে নিয়েছি।

01/12/2023

"Jug " এর বাংলা যে "মগ" এটি বুঝতেই খুব বেশি দেরি করে ফেলেছি।

Address

Manama

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasmin Billal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share