20/12/2024
হত্যা মামলার আসামি, আওয়ামী সিএজি এখনো বহাল!?
হাসিনার দুর্নীতির হিসাব গোঁজামিল দিতে নিয়োগ পাওয়া মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো: নুরুল ইসলাম এখনো বহাল তবিয়তে ! গত ১৫ আগস্ট ২৪ ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেনাসদস্যদের সহায়তায় অফিস ছেড়ে পালিয়ে যান নুরুল ইসলাম। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন বলে আন্দোলনকারীদের ঘোষনা দেন। কিন্তু তাঁর পদত্যাগও হয়নি তাকে সরানোও হয়নি!
ছাত্র হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গত ১১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার নামে একটি হত্যা মামলা হয়। তার পরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন এই ব্যক্তি!
সংশ্লিষ্টরা সন্দেহ করছেন তিনি হাসিনা গংদের পরামর্শ মতো বড় বড় দুর্নীতির কাগজপত্র গায়েব করতে তৎপর আছেন। এ ছাড়া ইতোমধ্যে তিনি পদ্মা সেতুসহ আওয়ামী সরকারের চলমান কোনো প্রকল্প অডিট করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন?
তার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ হলো সেগুনবাগিচা হিসাব ভবন (এজি অফিস) চত্বরে সেবাপ্রার্থীদের বসার জায়গা সংকুচিত করে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ সিএজির আওতাধীন সব কার্যালয়ে মুজিব কর্নার তৈরি করেছেন তিনি।
ইতিমধ্যে কেউ কেউ তাকে মহা সৎ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও হাসিনা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে তার পা-চাটা এবং অত্যন্ত বিশ্বস্ত কেউ না হলে যে নিয়োগ দেবেন না এটা বোঝার জন্য সক্রেটিস হতে হবে না?
২০২৩ সালের ১৪ জুলাই মো. নুরুল ইসলাম এই সাংবিধানিক পদে নিয়োগ পান।