Zilmil Entertainment

Zilmil Entertainment বিনোদনের জন্য আমাদের সমর্থন রাখুন

25/09/2024

🤣🤣

বিসিবির বোর্ড সভায় সিন্ধান্ত হয়েছে '২০২৩ বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে'।   #বিসিবি
30/08/2024

বিসিবির বোর্ড সভায় সিন্ধান্ত হয়েছে '২০২৩ বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট
জনসম্মুখে প্রকাশ করা হবে'।
#বিসিবি

সরকারের দিকে তাকানোর দরকার নাই।নিজ এলাকার রাস্তা নিজেরা ঠিক করে নিন।আহা কি সুন্দর দৃশ্য 💗পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিল...
30/08/2024

সরকারের দিকে তাকানোর দরকার নাই।
নিজ এলাকার রাস্তা নিজেরা ঠিক করে নিন।
আহা কি সুন্দর দৃশ্য 💗
পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিলোমিটার রাস্তা সংস্কার করে ফেলেছে🟢 এর থেকে চমৎকার সংবাদ আর কি হতে পারে💚

#জেনারেশন

টি-টোয়েন্টির অবিসংবাদিত গ্রেট
29/08/2024

টি-টোয়েন্টির অবিসংবাদিত গ্রেট

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ !সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জ...
28/08/2024

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ !
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।

28/08/2024

ফেনির ষষ্ঠ দিনে বন্যার অবস্থা। খাবারের অভাব। পোশাকের অভাব
ষষ্ঠ দিনে যেসব জায়গায় মানুষ এখনো খেতে পারে না । আমরা সেসব জায়গায় আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করতে চেষ্টা করেছি। আপনার যে যেখানে আছেন নিজ জায়গা থেকে সবাই সাহায্য করুন। কেননা পানি কমে গেছে কিন্তু খাবারের খুব অভাব এখনো।
゚ #

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডেস্ক, কাষ্টমার সার্ভিস...
28/08/2024

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডেস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার। 🥰🥰🥰

বন্যার্তদের পাশে দাঁড়াতে রবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগ ভারী বৃষ্টি ও উজানের পানিতে সম্প্রতি প্রবল বন্যা দেখা ...
27/08/2024

বন্যার্তদের পাশে দাঁড়াতে রবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগ
ভারী বৃষ্টি ও উজানের পানিতে সম্প্রতি প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। একইসাথে পাহাড়ি এলাকা খাগড়াছড়িতেও লাখো মানুষ রয়েছে বন্যার কবলে। প্রাকৃতিক এই বিপর্যয়ে আক্রান্ত মানুষের পাশে যৌথভাবে দাঁড়িয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন ।
১৫০ জনের অধিক স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে জেলা প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করছে রবি ও বিদ্যানানন্দ। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা দূরহ হয়ে পড়লেও ইতোমধ্যেই ফেনী থেকে প্রায় ৫০০ মানুষকে নিরাপদস্থলে পৌঁছে দিয়েছে তারা। তাছাড়াও চাল, ডাল, চিড়া, মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জুস, স্যানিটারি ন্যাপকিন সহ ২০০০ এরও বেশি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।
ভবিষ্যতেও যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকতে রবি প্রতিশ্রুতিবদ্ধ।

27/08/2024

বন্যার বিভীষিকাময় আর্তনাদ মেয়েটার কথা শুনুন।🤨

এই-যে দেখুন প্রমাণ। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা বোধ হয় মজা করে বলি, ছদ্মবেশে আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। এদে...
26/08/2024

এই-যে দেখুন প্রমাণ। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা বোধ হয় মজা করে বলি, ছদ্মবেশে আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। এদেরকে কঠিনভাবে বিচার না করলে বর্তমান সরকার শান্তিতে থাকতে পারবে না।

কেমন জানি চেনা চেনা লাগে।গর্বিত আনসার কর্মী😑🐸
26/08/2024

কেমন জানি চেনা চেনা লাগে।
গর্বিত আনসার কর্মী😑🐸

🔴 কুমিল্লাতে বন্যার্তদের সাহায্য করার জন্য আসতে চাইলে এই পোস্টটি না পড়লে আপনার আসাটাই হয়তো বৃথা হয়ে যাবে 🙁 শেয়ার করে অন্...
25/08/2024

🔴 কুমিল্লাতে বন্যার্তদের সাহায্য করার জন্য আসতে চাইলে এই পোস্টটি না পড়লে আপনার আসাটাই হয়তো বৃথা হয়ে যাবে 🙁 শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিয়েন প্লিজ ।
আগামিকালের নিজের এক্সপেরিয়ান্স থেকে কিছু বাস্তব চিত্র শেয়ার করছিঃ -
✅কি ধরনের ত্রান দিবেন? - আমরা যখন ত্রান দিচ্ছিলাম প্রায় ৭০% মানুষের একটাই কথা যে, ভাই আমাদের মেক্সিমাম বাড়িতে শুকনা খাবার কিছু না কিছু আছে, আপনারা দয়া করে আমাদের জন্য মোমবাতি, পানি বেশী বেশী নিয়ে আসেন, এমনকি পানির টেবলেট বা ফিটকারিও দিতে মানা করেছে । কারন নিজের চোখে দেখে এই সব পানি ওরা খেতে পারছে না । সো আপনার প্রাইওরিটি লিস্ট হওয়া উচিতঃ
🔶প্রথমে মোমবাতি
🔶দ্বিতীয় পানি
🔶এর পর শুকনা খাবার
✅ ত্রান কোথায় দিবেন ? - আমরা গিয়েছিলাম বুড়িচং এর রাজাপুর, হরিপুর, এড়িয়াতে, মেক্সিমাম যেই কাজ টা করতেছিলো ইউনিয়নে ডোকার প্রথমেই তাদের সব ত্রান বিলিয়ে চলে আসতো, যার ফলে প্রথম দিকের এরা এক একজন ৫-৭ বার করে পেয়েছে কিন্তু ভিতরের দিকে, যেমন, হরিপুর , হাজিপাড়া, সহ আরও অন্যান্যা ভিতরের জায়গায় ১-২ বার ও যাচ্ছে না ।
এটার মেইন কারন বুঝতে পেরেছিলাম আমরা যাওয়ার সময়, আমরা ৫ জায়গায় আমাদের ২১৪ বস্তা ত্রান, আমাদের বোট, আমাদের অন্যান্য জিনিসপত্র প্রায় ৪-৫ কিমি হেটে লোড-আনলোড করা লেগেছে, এর মেইন কারন, ৫ মিন পর পর হাটু সমান বা কোমর সমান পানি, যার কারনে আপনি না পারবেন বোট দিয়ে যেতে , না পারবেন গাড়ি দিয়ে যেতে, আপনাকে প্রথমে ৫-৬ জায়গায় আপনার ত্রান নিয়ে নিজেরাই মাথায় হাতে করে হেটে হেটে পার হতে হবে।
৫ বার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার পর আমরা মেইন বন্যার্ত জায়গায় পৌছেছিলাম । এবং এই কাজ গুলা করে মেইন জায়গায় পৌছাইতে আমাদের প্রায় বিকাল ৩ টা বেজে গিয়েছিলো । এর পরে বোট এ মাল লোড করে গলা সমান পানি দিয়ে আরও ৭-৮ কিমি ভিতরে ডুকেছি ত্রান দিতে । দেখা গিয়েছে আমাদের মেইন ত্রান বিতরন শুরু করেছি ৬ টার পরে, এর পরে আবার ৭-৮ কিমি হেটে রাতে গলা সমান পানি দিয়ে ব্যাক করতে করতে রাত ৯ টা বেজেছে ।
তখন আমরা বুঝতে পেরেছিলাম কেন মানুষ এতো ভিতরে ত্রান নিয়ে যেতে পারছে না । সো সামারি হচ্ছেঃ
🔶 আপনাকে অবশ্য ১০-২০ জনের ম্যান পাওয়ার (যারা কাজ করতে পারবে) নিয়ে যেতে হবে যদি আপনি পায়ে হেটে ১০ কিমি ভিতরে গিয়ে ত্রান দিতে চান । সো যারা মুখস্ত বলে দিচ্ছে যে ৩ জনের বেশী ত্রান দিতে যাইয়েন না, প্লিজ দয়া করে এক্সপেরিয়ান্স না থাকলে এডভাইস দেওয়া অফ করেন , আগে বাস্তবতা বুঝেন, এরপরে এক্সপেরিয়ান্স থেকে এডভাইস দিয়েন ।
🔶 ভিতরে ত্রান দিতে চাইলে অবশ্যয় অবশ্যয় বোট লাগবে, স্পিড বোট হলে দ্রুত কাজ সাড়তে পারবেন আর নরমাল বোট হলে অনেক হাটতে হবে আর স্লো কাজ হবে আমাদের মত ।
-
✅ বন্যা ট্যুর কি আদৌ সত্যি বা মেক্সিমাম কি শো অফের জন্য যায়?? - আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় ৫-৬ টা টিমের সাথে দেখা হয়েছে , তারাও আমাদের মত ভিবিন্ন ভিতরের এরিয়াতে যাবে নিয়ত করে এসেছে এবং অনেস্টলি স্পিকিং সুধু ১ টা টিমে কয়েকটা মেয়ে ছিলো যারা সেলফি তুলতেছিলো আর তাদের কাজের অবস্থা দেখেই বোজা যাচ্ছিলো যে তারা আসলে ঐভাবে কস্ট করতে আসে নাই, হয়তো দেখতে এসেছে বা শো করতে এসেছে আমি সিউর না, বাট অন্যরা ঠিক ই আমাদের মত ৫-৬ কিমি হেটে হেটে মালামাল লোড আনলোড করে করে ভিবিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিলো ।
হয়তো আমরা বেশী ভিতরে ডুকেছি বিদায় যারা কস্ট করতে চাচ্ছে তাদেরকেই দেখেছিলাম, শো অফ এর জন্য যারা যায় তারা মেক্সিমাম ই মেইন রাস্তার আশে পাশেই থাকে, তবে সবাই না, আই রিপিট সবাই না । ১০০ এর মধ্যে হয়তো ২০-৩০% শো অফের জন্য যায় , তাই ২-৪ জনের জন্য গড়ে সবাইকে ডিমটিভাইট করবেন না প্লিজ । আপনার জায়গা থেকে আপনি কি করছেন সেটাও খেয়াল করুন ।
যেমন গতকাল দেখলাম এক ইনফ্লুয়েন্সার আমাদের গোমতি বিলাশ একটা নদীর পাড়ে রিসোর্ট এর পাশে এসে ত্রান দিচ্ছে আর ভিডিও করতেছে যে ঐখানে অবস্থা নাকি অনেক খারাপ, কিন্তু এই এলাকাটা একদম রাস্তার পাশে সে নিজেই পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেছে, এখান থেকে ইজিলি সবাই যেকোন দোকানের একসেসও পাচ্ছে, আর ঐ ইনফ্লুয়েন্সার ঐখানে দাঁড়িয়ে বলতেছে অনেক খারাপ অবস্থা, চিন্তা করা যায়?
পিকঃ গতকালকের কুমিল্লা বুড়িচং এর হরিপুর গ্রামে ৭ কিমি ভিতরে যাওয়ার সময়ের ছবি ।
কপি : Hasan

বর্তমান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ-র এই ছবিটি একটি রোল মডেলের উদহারন হতে পারে। তাই টিম মেম্বারদের খ...
25/08/2024

বর্তমান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ-র এই ছবিটি একটি রোল মডেলের উদহারন হতে পারে। তাই টিম মেম্বারদের খালি অর্ডার না দিয়ে মাঝে মধ্যে রোল মডেল হয়ে করে দেখালে তা টিম কে অনেক অনুপ্রাণিত করে। Hasnat Abdullah অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রতিনিয়ত অনেক সময়োপযোগী কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ কে এগিয়ে নেওয়ার জন্য।🥰🥰🥰
#তারুন্যে

বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে। আলহামদুলিল্লা...
25/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে।
আলহামদুলিল্লাহ ❤️



25/08/2024

স্বপ্নের বাংলাদেশ নয়, বাস্তবতার বাংলাদেশে এটা!🥰🥰

05/02/2023

#দিলবার #আলিয়া

31/12/2022

পাগলের মুখে অনেক কষ্টের গান শুনে নিন?

13/06/2022

গণঅধিকার পরিষদ থেকে সরাসরি লাইভে যুক্ত আছেন

ভিপি নুর ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ভাই

Address

Zinzira

Telephone

+8801719099765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zilmil Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zilmil Entertainment:

Videos

Share

Category