25/08/2024
🔴 কুমিল্লাতে বন্যার্তদের সাহায্য করার জন্য আসতে চাইলে এই পোস্টটি না পড়লে আপনার আসাটাই হয়তো বৃথা হয়ে যাবে 🙁 শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিয়েন প্লিজ ।
আগামিকালের নিজের এক্সপেরিয়ান্স থেকে কিছু বাস্তব চিত্র শেয়ার করছিঃ -
✅কি ধরনের ত্রান দিবেন? - আমরা যখন ত্রান দিচ্ছিলাম প্রায় ৭০% মানুষের একটাই কথা যে, ভাই আমাদের মেক্সিমাম বাড়িতে শুকনা খাবার কিছু না কিছু আছে, আপনারা দয়া করে আমাদের জন্য মোমবাতি, পানি বেশী বেশী নিয়ে আসেন, এমনকি পানির টেবলেট বা ফিটকারিও দিতে মানা করেছে । কারন নিজের চোখে দেখে এই সব পানি ওরা খেতে পারছে না । সো আপনার প্রাইওরিটি লিস্ট হওয়া উচিতঃ
🔶প্রথমে মোমবাতি
🔶দ্বিতীয় পানি
🔶এর পর শুকনা খাবার
✅ ত্রান কোথায় দিবেন ? - আমরা গিয়েছিলাম বুড়িচং এর রাজাপুর, হরিপুর, এড়িয়াতে, মেক্সিমাম যেই কাজ টা করতেছিলো ইউনিয়নে ডোকার প্রথমেই তাদের সব ত্রান বিলিয়ে চলে আসতো, যার ফলে প্রথম দিকের এরা এক একজন ৫-৭ বার করে পেয়েছে কিন্তু ভিতরের দিকে, যেমন, হরিপুর , হাজিপাড়া, সহ আরও অন্যান্যা ভিতরের জায়গায় ১-২ বার ও যাচ্ছে না ।
এটার মেইন কারন বুঝতে পেরেছিলাম আমরা যাওয়ার সময়, আমরা ৫ জায়গায় আমাদের ২১৪ বস্তা ত্রান, আমাদের বোট, আমাদের অন্যান্য জিনিসপত্র প্রায় ৪-৫ কিমি হেটে লোড-আনলোড করা লেগেছে, এর মেইন কারন, ৫ মিন পর পর হাটু সমান বা কোমর সমান পানি, যার কারনে আপনি না পারবেন বোট দিয়ে যেতে , না পারবেন গাড়ি দিয়ে যেতে, আপনাকে প্রথমে ৫-৬ জায়গায় আপনার ত্রান নিয়ে নিজেরাই মাথায় হাতে করে হেটে হেটে পার হতে হবে।
৫ বার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার পর আমরা মেইন বন্যার্ত জায়গায় পৌছেছিলাম । এবং এই কাজ গুলা করে মেইন জায়গায় পৌছাইতে আমাদের প্রায় বিকাল ৩ টা বেজে গিয়েছিলো । এর পরে বোট এ মাল লোড করে গলা সমান পানি দিয়ে আরও ৭-৮ কিমি ভিতরে ডুকেছি ত্রান দিতে । দেখা গিয়েছে আমাদের মেইন ত্রান বিতরন শুরু করেছি ৬ টার পরে, এর পরে আবার ৭-৮ কিমি হেটে রাতে গলা সমান পানি দিয়ে ব্যাক করতে করতে রাত ৯ টা বেজেছে ।
তখন আমরা বুঝতে পেরেছিলাম কেন মানুষ এতো ভিতরে ত্রান নিয়ে যেতে পারছে না । সো সামারি হচ্ছেঃ
🔶 আপনাকে অবশ্য ১০-২০ জনের ম্যান পাওয়ার (যারা কাজ করতে পারবে) নিয়ে যেতে হবে যদি আপনি পায়ে হেটে ১০ কিমি ভিতরে গিয়ে ত্রান দিতে চান । সো যারা মুখস্ত বলে দিচ্ছে যে ৩ জনের বেশী ত্রান দিতে যাইয়েন না, প্লিজ দয়া করে এক্সপেরিয়ান্স না থাকলে এডভাইস দেওয়া অফ করেন , আগে বাস্তবতা বুঝেন, এরপরে এক্সপেরিয়ান্স থেকে এডভাইস দিয়েন ।
🔶 ভিতরে ত্রান দিতে চাইলে অবশ্যয় অবশ্যয় বোট লাগবে, স্পিড বোট হলে দ্রুত কাজ সাড়তে পারবেন আর নরমাল বোট হলে অনেক হাটতে হবে আর স্লো কাজ হবে আমাদের মত ।
-
✅ বন্যা ট্যুর কি আদৌ সত্যি বা মেক্সিমাম কি শো অফের জন্য যায়?? - আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় ৫-৬ টা টিমের সাথে দেখা হয়েছে , তারাও আমাদের মত ভিবিন্ন ভিতরের এরিয়াতে যাবে নিয়ত করে এসেছে এবং অনেস্টলি স্পিকিং সুধু ১ টা টিমে কয়েকটা মেয়ে ছিলো যারা সেলফি তুলতেছিলো আর তাদের কাজের অবস্থা দেখেই বোজা যাচ্ছিলো যে তারা আসলে ঐভাবে কস্ট করতে আসে নাই, হয়তো দেখতে এসেছে বা শো করতে এসেছে আমি সিউর না, বাট অন্যরা ঠিক ই আমাদের মত ৫-৬ কিমি হেটে হেটে মালামাল লোড আনলোড করে করে ভিবিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিলো ।
হয়তো আমরা বেশী ভিতরে ডুকেছি বিদায় যারা কস্ট করতে চাচ্ছে তাদেরকেই দেখেছিলাম, শো অফ এর জন্য যারা যায় তারা মেক্সিমাম ই মেইন রাস্তার আশে পাশেই থাকে, তবে সবাই না, আই রিপিট সবাই না । ১০০ এর মধ্যে হয়তো ২০-৩০% শো অফের জন্য যায় , তাই ২-৪ জনের জন্য গড়ে সবাইকে ডিমটিভাইট করবেন না প্লিজ । আপনার জায়গা থেকে আপনি কি করছেন সেটাও খেয়াল করুন ।
যেমন গতকাল দেখলাম এক ইনফ্লুয়েন্সার আমাদের গোমতি বিলাশ একটা নদীর পাড়ে রিসোর্ট এর পাশে এসে ত্রান দিচ্ছে আর ভিডিও করতেছে যে ঐখানে অবস্থা নাকি অনেক খারাপ, কিন্তু এই এলাকাটা একদম রাস্তার পাশে সে নিজেই পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেছে, এখান থেকে ইজিলি সবাই যেকোন দোকানের একসেসও পাচ্ছে, আর ঐ ইনফ্লুয়েন্সার ঐখানে দাঁড়িয়ে বলতেছে অনেক খারাপ অবস্থা, চিন্তা করা যায়?
পিকঃ গতকালকের কুমিল্লা বুড়িচং এর হরিপুর গ্রামে ৭ কিমি ভিতরে যাওয়ার সময়ের ছবি ।
কপি : Hasan