Antar Freelancing Ideas

Antar Freelancing Ideas Hi, This is Antar Sarker Anik, a professional Digital Marketer & Social Media Marketing Expert.

যারা ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন: তাদের উদ্দেশ্যে বলবো🔰যদি ইনকাম নিয়ে তাড়াহুড়ো থাকে, তবে গুগল এড ও সোশ্যাল মিডিয়া মা...
23/10/2024

যারা ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন: তাদের উদ্দেশ্যে বলবো🔰

যদি ইনকাম নিয়ে তাড়াহুড়ো থাকে, তবে গুগল এড ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দিকে যেতে পারেন। ✅

আর যদি সময় থাকে এবং ধারাবাহিক ভাবে দীর্ঘমেয়াদি ভালো পরিমান ইনকাম চান, তবে SEO সেক্টর নিয়ে শুরু করেন।✅

যারা নিজেদেরে Facebook rich 📈 বাড়াতে চান এবং যারা ফেইবুক মার্কেটার আছে তারা পোস্ট করার ক্ষেত্রে এই প্রসেস ফলো করতে পারি....
04/10/2024

যারা নিজেদেরে Facebook rich 📈 বাড়াতে চান এবং যারা ফেইবুক মার্কেটার আছে তারা পোস্ট করার ক্ষেত্রে এই প্রসেস ফলো করতে পারি.....🔰🔰

Antar Sarker Anik

যারা 𝗖𝗮𝗻𝘃𝗮 নিয়ে কাজ করেন বা গ্রাফিক্স ডিজাইন করেন 🎨✨, তাদের জন্য 𝗖𝗼𝗹𝗼𝗿 𝗰𝗼𝗺𝗯𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 জানা টা খুবই গুরুত্বপূর্ণ 📊🔍।মানুষের ...
29/09/2024

যারা 𝗖𝗮𝗻𝘃𝗮 নিয়ে কাজ করেন বা গ্রাফিক্স ডিজাইন করেন 🎨✨, তাদের জন্য 𝗖𝗼𝗹𝗼𝗿 𝗰𝗼𝗺𝗯𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 জানা টা খুবই গুরুত্বপূর্ণ 📊🔍।

মানুষের চোখে একটি ডিজাইন কতোটা আইকেচি হবে, সেটি ডিজাইনের কালারের উপর নির্ভর করে 👀💖।

Canva User রা এই কালার কোডগুলো ব্যবহার করে এট্রাক্টিভ ডিজাইন করতে পারবেন 🌈🖌️

অনেকের ইচ্ছা ফ্রিল্যান্সিং করার কিন্তু 𝐏𝐂 বা 𝐋𝐚𝐩𝐭𝐨𝐩 না থাকার কারণে শুরু কাতে পারে না। তাদের কে বলবো — 🗣মোবাইল দিয়ে কাজ শ...
07/07/2024

অনেকের ইচ্ছা ফ্রিল্যান্সিং করার কিন্তু 𝐏𝐂 বা 𝐋𝐚𝐩𝐭𝐨𝐩 না থাকার কারণে শুরু কাতে পারে না। তাদের কে বলবো — 🗣
মোবাইল দিয়ে কাজ শিখে, অনলাইন ইনকাম শুরু করতে চাইলে এই ৪টা স্কিল থেকে ১টা বাছাই করতে পারেনঃ

✅সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন
✅ওয়েব/অ্যাড কপিরাইটিং
✅ ক্যানভা টু মানি মাকিং
✅ ইবুক রাইটিং অ্যান্ড মনিটাইজেশন

১টা বাছাই করুন!
মোবাইল দিয়েই কাজ শিখুন!📲
মোবাইল দিয়েই আয়ে নেমে যান 💹
কোনটা শিখতে চাইছেন❓

⏩ শুধু মাত্র 𝐂𝐚𝐧𝐯𝐚 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 এর উপর Fiverr এ 𝟏𝟐𝟎𝟎𝟎+ গিগ আছে  🔥🙆‍♂️ এই 𝟏𝟐𝟎𝟎𝟎+ ব্যক্তিরা শুধুমাত্র 𝐂𝐚𝐧𝐯𝐚 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 নিজে কাজ করেই...
06/07/2024

⏩ শুধু মাত্র 𝐂𝐚𝐧𝐯𝐚 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 এর উপর Fiverr এ 𝟏𝟐𝟎𝟎𝟎+ গিগ আছে 🔥🙆‍♂️

এই 𝟏𝟐𝟎𝟎𝟎+ ব্যক্তিরা শুধুমাত্র 𝐂𝐚𝐧𝐯𝐚 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 নিজে কাজ করেই ফাইবার থেকে ইনকাম করতেছে। এদের মধ্যে আবার কিছু % মানুষ শুধুমাত্র ফোন দিয়েই কাজটি করে।👌

👉আপনিও চাইলে শুধুমাত্র 𝐂𝐚𝐧𝐯𝐚 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 করে 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 করতে পারেন।💰🔥

⏩মানুষ ১০-১২ হাজার টাকা খরচ করে কক্সবাজার ট্যুরে যেতে পারে । কিন্তু যদি সেই টাকা যদি কোন কিছুর উপর দক্ষতা অর্জন করত তাহল...
03/06/2024

⏩মানুষ ১০-১২ হাজার টাকা খরচ করে কক্সবাজার ট্যুরে যেতে পারে । কিন্তু যদি সেই টাকা যদি কোন কিছুর উপর দক্ষতা অর্জন করত তাহলে আর বেকার থাকতে হতো না ❌
🔰বর্তমানে Freelancing কথা শুনলে সবাই excuse দেয়
☑️I have no money 💰😭
☑️I'm always busy 😐
☑️I have no laptop 💻
☑️I have no PC 🖥️
☑️ Not enough work at Marketplace 😕
☑️I'm a student of Versity and busy for tution 😏
OH Hello brother & Sister 👋
Let's do something different .

🛑আসলে আমাদের দোষ হলো কাজ না খুঁজে নিজের দক্ষতা না খুঁজে অজুহাত খুঁজি। তুমি আজ পারবে না মানে তুমি কোনদিনই পারবেনা। আর যদি মনে করো যে আমি আজ পারব তার মানে তুমি অবশ্যই পারবে।
🔹এই সমস্যাগুলির সামনে দাঁড়াতে মেধা, প্রস্তুতি, এবং দৃঢ় ইচ্ছাশক্তি প্রয়োজন। যদিও অনেক সময় মানুষদের এই বিষয়ে সন্দেহ থাকে, কিন্তু এই সমস্যাগুলির সমাধান সম্ভব। প্রতিটি বিষয়ে প্রতিটি বিপর্যয়ের সমাধান আছে, প্রয়োজন হলো তা সন্ধান করার জন্য প্রচেষ্টা করা। 🚀💼
Remember🫵
" বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর "☺️

ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স কখন আপনার করা উচিত জানেন?🤔চলুন এটা আমরা একটা সূত্রের মাধ্যেমে জানি।🔴ফ্রি কোর্স = ১ বছর সময় + কো...
30/05/2024

ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স কখন আপনার করা উচিত জানেন?🤔

চলুন এটা আমরা একটা সূত্রের মাধ্যেমে জানি।

🔴ফ্রি কোর্স = ১ বছর সময় + কোন সাপোর্ট নেই। কোনো ডিসিপ্লিন নেই। যা করবো নিজের টা নিজে।

🟢পেইড কোর্স = ৪ - ৬ মাস সময় + মেন্টরের সাপোর্ট থাকে। একটা সিস্টেমের মধ্যে থেকে ধারাবাহিক ভাবে স্কিল ডেভেলপ করা যায়।

অর্থাৎ যদি আপনার যথেষ্ট পরিমান টাইম থাকে। যেই স্কিল টা একজন ব্যক্তি ৪ মাসে শিখে সেইটা আপনি ১ বছর লাগিয়ে শিখবেন এবং আপনি নিজে নিজেই পারবেন, কোনো সাপোর্ট এর প্রয়োজন নাই।

তাহলে আপনার ফ্রি কোর্স করা উচিৎ।

ফ্রি কোর্সের সবথেকে বড় রির্সোস হচ্ছে ইউটিউব অথবা কারো কাছে থেকে কেনা ১০০ টাকার রের্কড ভিডিও হলেই যথেষ্ট।

তারপরও যদি সির্সোস না খুজে পান, আমি খুজে দিবো।❤️‍🔥

💸 মার্কেটপ্লেসে 𝟏𝟎𝟎𝟎+ 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐅𝐨𝐫𝐦 এর কাজ 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 🤍🔴  ১৫-২০ মিনিটের কাজটি করে ৭০০ থেকে ৩০০০ টাকা ইনকাম করা সম্ভব  ✅ আপন...
22/05/2024

💸 মার্কেটপ্লেসে 𝟏𝟎𝟎𝟎+ 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐅𝐨𝐫𝐦 এর কাজ 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞 🤍
🔴 ১৫-২০ মিনিটের কাজটি করে ৭০০ থেকে ৩০০০ টাকা ইনকাম করা সম্ভব
✅ আপনার হাতে থাকা 𝐒𝐦𝐚𝐫𝐭𝐩𝐡𝐨𝐧𝐞 দিয়েই কাজটি করা যায়.
✅ তাহলে বলেন কাজ কি সহজ নাকি অনেক কঠিন ⁉️

21/05/2024

আপনার ভাবনা যদি এমন হয় যে.......আমি আগে ফোন দিয়ে কাজ করে টাকা ইনকাম করবো। তারপর ল্যাপটপ বা পিসি কিনবো তাহলে নিচে কয়েকটি স্কিল শেখা শুরু করুন -
✔ কপিরাইটিং
✔ ইনস্টাগ্রাম মার্কেটিং
✔সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন
✔ ইবুক রাইটিং অ্যান্ড মনিটাইজেশন

আর যদি আপনার আগে থেকেই ল্যাপটপ বা পিসি থেকে থাকে তাহলে এই ৩টি স্কিল শিখুন -
✔ ওয়ার্ডপ্রেস
✔ ডিজিটাল মার্কেটিং
✔ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
আপনার কাছে যে ডিভাইস আছে, সেটাকে ব্যবহার করুন ♻️🖤

𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 !!!💐🤩𝗠𝘆 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿🥰💝দোয়া রইল, এভাবেই আরো এগিয়ে যাও। যাতে তোমার তোমর বয়সের ছেলেমেয়েদের ...
11/05/2024

𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 !!!💐🤩
𝗠𝘆 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿🥰💝

দোয়া রইল, এভাবেই আরো এগিয়ে যাও। যাতে তোমার তোমর বয়সের ছেলেমেয়েদের কাছে সফলতার একটা উদারণ তৈরী করতে পারো। যে সফল হওয়ার জন্য কোন বয়স দরকার হয় না।😌😇

ইউটিউব হতে পারে আপনার বিনোদনের মাধ্যম, কিন্তু আমার জন্য একটা ইনকাম সোর্স।😌💸আলহামদুল্লিাহ্ , গতকাল রাত ১২ টার সময়  ইউটিউব...
30/04/2024

ইউটিউব হতে পারে আপনার বিনোদনের মাধ্যম, কিন্তু আমার জন্য একটা ইনকাম সোর্স।😌💸

আলহামদুল্লিাহ্ , গতকাল রাত ১২ টার সময় ইউটিউব মার্কেটিং এর উপর দারুণ একটা সাপোটিং ক্লাস করেছিলাম। 👨‍💻

মজার বিষয় হচ্ছে ঐ সময় টায় অনেকে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল বা কেউ মোবাইল স্কল ডাউন করতেছিল বা ইউটিউবে নাটক দেখছিল। কিন্তু ফ্রিল্যান্সারদের স্কিল ডেভেলমেন্টে থেমে নেই। তাদের চোখে ঘুম নেই । কেন❓
জীবনে কিছু করতে হবে এই জন্য।✊💪

এটাই কি স্বাভাবিক নয় কি!!😶😓 যার উপর ফ্যামিলির দায়িত্ব, নিজের ছোট ভাই বোন দের দায়িত্ব, নিজের প্রতিষ্ঠিত হওয়ার ত্বারণা, প্...
26/04/2024

এটাই কি স্বাভাবিক নয় কি!!😶😓

যার উপর ফ্যামিলির দায়িত্ব, নিজের ছোট ভাই বোন দের দায়িত্ব, নিজের প্রতিষ্ঠিত হওয়ার ত্বারণা, প্রতিষ্ঠিত না হওয়ার কারণে প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণা সবকিছু মিলিয়ে মাথার উপর এতো প্রসের নিয়ে নিজের জীবনের লাস্ট বিসিএস না দিতে পারা ব্যক্তিটা জানে তার জন্য এই লাস্ট সুযোগটা কি।😓😓

এটা তো নিউজ হয়েছে তাই দেখতে পারছি কিন্তু এমন হাজার হাজার ভাই-বোন তাদের জীবনে ৩০ বছরের সাধনা ব্যর্থ হচ্ছে।

তাই আমার একটা প্রশ্ন, বর্তমান সময়ে শুধু বিসিএস কে টার্গেট করে জীবনের ৩০ বছর পার করা কতোটা যুক্তিযুক্ত। যেখানে একটু সময়ের অভাবে ক্যারিয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে।😕🙁

🔴ছবি-১:লাইনে দাঁড়িয়ে যেমন একটা চাকরির সন্ধান করা যায় তেমনি🔴ছবি-২:অনলাইনে মুক্তপেশায় থেকে কাজের সন্ধান করা যায়✅দুটোর পার্...
25/04/2024

🔴ছবি-১:লাইনে দাঁড়িয়ে যেমন একটা চাকরির সন্ধান করা যায় তেমনি
🔴ছবি-২:অনলাইনে মুক্তপেশায় থেকে কাজের সন্ধান করা যায়

✅দুটোর পার্থক্য হলো এতটুকুই যে ছবি-১ এ পড়ালেখা শিখে একটি কাজের সন্ধানে হাজার হাজার ব্যক্তি লড়াই করছে।

✅অপরদিকে ছবি-২ তে স্কিল শিখে নিজেই আলাদা ভাবে নিজের কাজে অপরটুনিটি তৈরি করে অন্যকে কাজের ব্যবস্থা করে দিচ্ছে।

🔰এখন প্রশ্ন হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী বেকার থাকবো নাকি ঘরে বসে স্কিল ডেভেলপমেন্ট করবো ⁉️

⛔অনেকেরই প্রশ্ন করেন ভাইয়া ,𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 এর কাজ কি কি❓আজকের এই কন্টেন্ট শুধুমাত্র তাদের জন্য👇𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠  এর ...
23/04/2024

⛔অনেকেরই প্রশ্ন করেন ভাইয়া ,𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 এর কাজ কি কি❓
আজকের এই কন্টেন্ট শুধুমাত্র তাদের জন্য👇
𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 এর অনেকগুলো কাজের সেক্টর আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। আসুন 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 এর গুরুত্বপূর্ণ ধাপ গুলো সম্পর্কে জেনে নেই🫵
𝟏.𝐒𝐄𝐎 বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
𝟐.𝐒𝐄𝐌 বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
𝟑.𝐂𝐨𝐧𝐭𝐞𝐧𝐭 মার্কেটিং
𝟒.সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা 𝐒𝐌𝐌
𝟓.এফিলিয়েট মার্কেটিং
𝟔.𝐄-𝐦𝐚𝐢𝐥 মার্কেটিং
𝟳. 𝗟𝗲𝗮𝗱 𝗚𝗲𝗻𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻
𝟴. 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗦𝗘𝗢
𝟵. 𝗦𝗼𝗰𝗶𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮 𝗣𝗼𝘀𝘁 𝗗𝗲𝘀𝗶𝗻𝗴.
𝟭𝟬. 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 প্রোডাক্ট মার্কেটিং
𝟭𝟭. 𝐂𝐏𝐀 মার্কেটিং

Aww, peace😌😮‍💨
10/04/2024

Aww, peace😌😮‍💨

ঢাবিতে পড়া মানে অনেক বড় কিছু হয়ে যাবে এমনটা ভাবা নির্থক বোকামি। কারণ ভবিষ্যৎ কি হবে কেউ ই  বলতে পারে না। 🤷‍♂️এই ভাই টা ন...
09/04/2024

ঢাবিতে পড়া মানে অনেক বড় কিছু হয়ে যাবে এমনটা ভাবা নির্থক বোকামি। কারণ ভবিষ্যৎ কি হবে কেউ ই বলতে পারে না। 🤷‍♂️

এই ভাই টা না হয়ে সংসার চালানোর তাগিদে মাঝি হয়ে গিয়েছে। এবং আমি তাকে সম্মান করি। 💝

কিন্তু আপনি কি পারবেন এমন কিছু করতে?🤔

তাই আমাদের এখন থেকেই ভবিষ্যৎতের জন্য প্রস্তুত হতে হবে। প্রতিষ্ঠানিক পড়াশোনা দিয়েই ভালো কিছু করা যায় না। ভালো কিছু করার জন্য পড়াশোনার পাশাপাশি দরকার আলাদা কিছু যোগ্যতা, আদালা কিছু স্কিল।✅

ছবি কালেক্টেড: ©️

অনেক বেশি অভিনন্দন আপু..🥰💐ভাবা যায়, একটা মেয়ে হয়ে..বাসায় বসেই সুদূর আমেরিকার একটা ক্লাইন্ট এর কাজ করে দিচ্ছে।🙆‍♂️🙆‍♂️মজা...
02/04/2024

অনেক বেশি অভিনন্দন আপু..🥰💐

ভাবা যায়, একটা মেয়ে হয়ে..বাসায় বসেই সুদূর আমেরিকার একটা ক্লাইন্ট এর কাজ করে দিচ্ছে।🙆‍♂️🙆‍♂️
মজার বিষয় হচ্ছে, কাজটা কিন্তু সেই ফেইসবুকের কাজই যেইটা আপনি আমি প্রতিদিন ব্যবহা করছি😌।

📛পার্থক্যটা শুধু উনি জানে কাজটা কিভাবে করতে হয় আর আপনি জানেন না।🤷‍♂️

দোয়া রইলো আপু। আরে সামনে এগিয়ে যান আমাদের টিম এর একজন সক্রিয় সদস্য হয়ে। পাশে আছি আপনার।😌🥰

Address

Dhaka
Zinzira
1310

Alerts

Be the first to know and let us send you an email when Antar Freelancing Ideas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Antar Freelancing Ideas:

Videos

Share