Anishur Rahman

Anishur Rahman ব্যাক্তিগত মনের বায়নাগুলো প্রকাশ মাত্র

মানুষের উপকারে আসার চেষ্টা করুন, না পারলে অন্তত আপনার কারণে মানুষের যেনো কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখুন। বড় দের স...
19/12/2024

মানুষের উপকারে আসার চেষ্টা করুন, না পারলে অন্তত আপনার কারণে মানুষের যেনো কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখুন। বড় দের সাথে সম্মান দিয়ে এবং ছোটদের সাথে স্নেহ নিয়ে কথা বলুন।

তর্কে জড়াবেন না, অপ্রয়োজনীয় কথায় কিংবা উশৃংখল পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সবসময় নিজের ব্যবহার, আচরণের দিকে মনযোগী হোন যেনো কেউ আপনার কারণে ব্যথিত না হয়।

এগুলোও উত্তম ইবাদতের মধ্যে পড়ে।

কথায় - Ashraf Ahmed

সরকার প্রধান ড. ইউনুস চেয়ারে বসে আছেন। তার সামনে পুরো বাংলাদেশের রাজনীতি বসে আছে। লিটারালি সকলে, সবাই৷ আজ সন্ধ্যায় বাংলা...
05/12/2024

সরকার প্রধান ড. ইউনুস চেয়ারে বসে আছেন।
তার সামনে পুরো বাংলাদেশের রাজনীতি বসে আছে।

লিটারালি সকলে, সবাই৷

আজ সন্ধ্যায় বাংলাদেশের ডানপন্থা আর বামপন্থা এক সাথে বসেছিল।

আজ ইসলামপন্থী আর ন্যাশনালিস্ট, সোস্যালিস্ট একসাথে বসেছিল।

জীবনেও যাদের এক টেবিলে সাক্ষাৎ হয়নি, তারা এক সারিতে বসেছিল।

আজ সন্ধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ঠিক 'বাংলাদেশ' হয়ে সামনে এসে দাঁড়ালো।

শুধু আমি দেশপ্রেমিক আর সবাই দেশদ্রোহী—আজ এ কথা উচ্চারিত হয়নি।

আমি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট আর সবাই মুক্তিযুদ্ধবিরোধী—বাইনারি ভাগে কাউকে ভাগ করা হয়নি।

আমরা ওদের সাথে বসব না—কেউ শ্লোগান তোলেনি।

আমার আদর্শের বাহিরে কাউকে সহ্য করব না, কেউ বলেনি।

আজ সবাই নিজেকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশের বুকে। সবাই যেন দেশকেই পেয়ে গিয়েছিল।

সবাই সম্মান পেয়েছে। সকল চিন্তাকে রাষ্ট্র সম্মান দিলো।।
কাউকে ছুঁড়ে ফেলা হয়নি, কাউকে খারিজ করা হয়নি।

এটাই নতুন বাংলাদেশ।

উদ্ভুত সংকটে গ্রামের মোড়ল সবাইকে ডাকলো। মোড়লের বাড়িতে সন্ধ্যায় সবাই গেলো। গল্প, আড্ডা, কথার বিনিময়।

পরামর্শ। করণীয় নির্ধারণ।

হাসি, উচ্ছ্বাস আর প্রীতি।

হে আমার বাংলাদেশ, ভালোবাসি তোমায়। এই দেশের জন্যই লড়াই করেছিলাম।

আলহামদুলিল্লাহ।

সেদিন তুমি প্রতারণা না করলে,আমার এক জীবন কেটে যেত বারোবাতারীর সাথেই😉
03/12/2024

সেদিন তুমি প্রতারণা না করলে,
আমার এক জীবন কেটে যেত বারোবাতারীর সাথেই😉

একটি শিক্ষামূলক পোস্ট ১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি...
30/11/2024

একটি শিক্ষামূলক পোস্ট

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। অন্য ধর্মাবলীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

Copy

প্ল্যানিং🤔ইসকন🖕
27/11/2024

প্ল্যানিং🤔ইসকন🖕

জীবন সুন্দর🥰যদি আপনি সৎ থাকেন। মানসিক শান্তি পেতে হলে সম্পর্কে আপনি লয়েল থাকতে হবে।
25/11/2024

জীবন সুন্দর🥰যদি আপনি সৎ থাকেন।
মানসিক শান্তি পেতে হলে সম্পর্কে আপনি লয়েল থাকতে হবে।

আদমশুমারী তথ্য অনুযায়ী সবথেকে কম ঘনবসতিপূর্ণ জেলা লক্ষীপুর কম জনসংখ্যা স্বাক্ষরতার হার সর্বোচ্চ লক্ষ্মীপুর শিক্ষিত-অশিক্...
23/11/2024

আদমশুমারী তথ্য অনুযায়ী সবথেকে কম ঘনবসতিপূর্ণ জেলা লক্ষীপুর
কম জনসংখ্যা স্বাক্ষরতার হার সর্বোচ্চ লক্ষ্মীপুর
শিক্ষিত-অশিক্ষিত লোকেদের অনুপাতে শিক্ষিত লোকের হার বেশি লক্ষীপুর
ডিভোর্সের হার কম লক্ষ্মীপুর. নারী শিক্ষার অগ্রগতির শতাংশ বেশি লক্ষীপুর
শিশু শ্রমিক কম লক্ষীপুর. প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শতকরা হার বেশি লক্ষ্মীপুর. অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি লক্ষীপুর মাছ উৎপাদন বেশি লক্ষ্মীপুর
জন্ম-নিয়ন্ত্রণ হার বেশি লক্ষীপুর
এছাড়াও গ্লোবাল ইনডেক্স এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বাংলাদেশে সবথেকে বিশুদ্ধ বাতাস লক্ষীপুর , পরিবেশ দূষণের হার সবচেয়ে কম লক্ষীপুর , এক কথায় লক্ষ্মীপুরে সব মানুষ বাগান বাড়িতে বসবাস করে সবাই ধনী

"অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে""লাউয়ের বাগান করে কোটিপতি""চাকরি ছেড়ে গোবর আর কেচো নাড়াচাড়া"এসব গল্প এখন অনেকেই শো...
08/11/2024

"অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে"
"লাউয়ের বাগান করে কোটিপতি"
"চাকরি ছেড়ে গোবর আর কেচো নাড়াচাড়া"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সী একজন, ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেলো। এখন হাউমাউ করে মরছে।

১। আপনি যা-ই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশী। রিকশাওয়ালা ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে ১৫ হাজার বেতন - সবাই আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা, ধরুন ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায়, বা ইভেন বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিকালি পসিবল? সাথে বৃষ্টি, রোদ, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।
বা যে মাছ কাটছে তাকে ডাবল মাছ কাটতে হবে।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

২। আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন, চাকরীর ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ত্রিশ বছর আপনি বটি ঘাড়ে করে মাছবাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা।

৩। লাইফস্টাইলের ব্যপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিলো না আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ী কিনবেন। কিন্তু এসব কাজে তার কাজ কী? গাড়ী চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

৪। চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুণ, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বিটুবি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা, গান গাওয়া ভিক্ষুক। ওই বাদামওয়ালার এই মুহুর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে সব বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মত তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশ-মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth

৫। আর এইসব পেশায় যে খুব বেশী ইনকাম হয় তাও কিন্তু না। শিরোনামে লেখা 'চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি'। ভিতরে লিখেছে এক বছরে তার আয় তিন লাখ টাকা। মানে ওই লোক মাসে ২৫,০০০ টাকা কামায়, সেটা আবার নিউজ!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতিবছর নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে। গত পাঁচ বছরে তো নিউজ কম দেখেন নি, আইফোন হাতে বাদামওয়ালা, ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা। প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনো কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোন কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।
আপনার কাছে খুব ভালো একটা প্লান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, বাদাম বেঁচে ওই পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হল ধৈর্য এবং সময়,সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে।
28/10/2024

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হল ধৈর্য এবং সময়
,সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে।

টুইনটাওয়ারের উপর আকাশে ভাসমান যেই শহরটি দেখছেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি অত্যাধুনিক শহ...
22/10/2024

টুইনটাওয়ারের উপর আকাশে ভাসমান যেই শহরটি দেখছেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি অত্যাধুনিক শহর Genting Highlands।

Big shout out to my newest top fans! 💎 Salman TarekDrop a comment to welcome them to our community,
21/09/2024

Big shout out to my newest top fans! 💎 Salman Tarek

Drop a comment to welcome them to our community,

কুমিল্লার Dani Daniels😋
09/08/2024

কুমিল্লার Dani Daniels😋

ব্যক্তিগত আর্থিক সামাজিক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ💪❤️🥀
08/08/2024

ব্যক্তিগত আর্থিক সামাজিক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ💪❤️🥀

পতনের চেয়ে পদত্যাগ করাই উত্তম!পদত্যাগ করলে পরবর্তীতে সুযোগ পাবে;কিন্তু পতন হলে ইতিহাস থেকে চিরতরে মুছে যাবে।
02/08/2024

পতনের চেয়ে পদত্যাগ করাই উত্তম!
পদত্যাগ করলে পরবর্তীতে সুযোগ পাবে;
কিন্তু পতন হলে ইতিহাস থেকে চিরতরে মুছে যাবে।

ইচ্ছাকৃতভাবে নিজেকে ধংস করার মত আর কোন মানসিক শান্তি নেই!
29/07/2024

ইচ্ছাকৃতভাবে নিজেকে ধংস করার মত আর কোন মানসিক শান্তি নেই!

সম্পর্ক ভালো রাখতে হলে,তিক্ততা আসার আগেই সরে যাওয়া ভালো।
26/07/2024

সম্পর্ক ভালো রাখতে হলে,তিক্ততা আসার আগেই সরে যাওয়া ভালো।

🥘🥗🦑🦐🍹🍽️
17/07/2024

🥘🥗🦑🦐🍹🍽️

একটু ভাবুন মেয়েটা হয়তো কোটা সংস্কার পক্ষে আন্দোলনে রাস্তায় ছিল! হয়তো এই অ**ত্যাচার কোনো পুলিশ সদস্য করেনি একটা মেয়ের উ...
15/07/2024

একটু ভাবুন মেয়েটা হয়তো কোটা সংস্কার পক্ষে আন্দোলনে রাস্তায় ছিল! হয়তো এই অ**ত্যাচার কোনো পুলিশ সদস্য করেনি একটা মেয়ের উপর এতোটুকো বিশ্বাস হয়।

তাহলে বুঝার আর বাকি নাই এইটা সেই মুক্তিযোদ্ধা নাতি পুতি কিংবা আপার ছাত্রলীগ ভাইদের ঈ কাজ। কারন তারা কতো হিংস্র সেটা বহু আগ থেকেই প্রমানিত।
ধিক্কার জানায় ওদের। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেই নাহ।
তোমরা এর হিসেব একদিন পাবে।

Address

Raipur
West Laksmipur
1213NOWCTG

Telephone

+8801761364849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anishur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anishur Rahman:

Videos

Share