Jakia sultana

Jakia sultana Hello Everyone! My name is Jakia sultana . I am a Freelancer.

■  কিছু কথা🤤🤤🤤✅আপনাদের উপকারে আসতে পারে😍😍সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আ...
19/08/2023

■ কিছু কথা🤤🤤🤤
✅আপনাদের উপকারে আসতে পারে😍😍
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

AI দিয়ে ড্রেস রিমুভ করার ব্যপারে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য একটা ছোট সমাধান দিচ্ছি, যদি আপনার সাথে এরকম টা ঘটে তাহলে এডি...
06/08/2023

AI দিয়ে ড্রেস রিমুভ করার ব্যপারে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য একটা ছোট সমাধান দিচ্ছি, যদি আপনার সাথে এরকম টা ঘটে তাহলে এডিটেড ছবি এবং অর্জিনাল ছবি টা- stopncii.org এই লিংকে গিয়ে আপ্লোড করবেন, তারাই ইন্টারনেট এর সকল জায়গা থেকে ছবি টা রিমুভ করে দিবে।
অহেতুক কারো কাছে দোড়াদৌড়ি করতে হবে না।

LinkedIn সঠিকভাবে ব্যবহার করার ২০টি টিপস:LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি হচ্...
25/06/2023

LinkedIn সঠিকভাবে ব্যবহার করার ২০টি টিপস:

LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি হচ্ছে এই লিংকডইন। জরিপে দেখা গেছে, বর্তমানে কর্পোরেট জগতে ৭৯% নিয়োগকর্তা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন, কারণ একজন কর্মীর সবগুলো পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের কোন তুলনা নেই।
এজন্যই বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ লিংকডইন ব্যবহার করে চলেছেন ক্যারিয়ারের অগ্রযাত্রাকে মসৃণ করে তুলতে। বাংলাদেশেও অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলেছে লিংকডইনের জনপ্রিয়তা।
সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে রাখতে চাইলে আজই লিংকডইনের ব্যবহার শুরু করুন।
আমাদের দেশে যে সমস্যাটি প্রকট আকারে দেখা যায় – সঠিক ব্যবহারবিধি সম্পর্কে প্রয়োজনীয় ধারণার অভাবে লিংকডইন ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া। অথচ সহজ কিছু কৌশল অবলম্বন করে আপনিও পেতে পারেন সাফল্যের দেখা।

চলুন, জেনে নেওয়া যাক লিংকডইন সঠিকভাবে ব্যবহার করার ২০টি উপায়:
১। মানুষ সবার আগে যে জিনিসটি লক্ষ্য করবে তা হচ্ছে আপনার নাম। একটি ভুল অনেকের প্রোফাইলেই দেখা যায় – নাম ঠিকমতো না লেখা। যেমন কারো নাম যদি লেখা হয় ‘MAHEDI HASAN SHUVO’ – এভাবে পড়তে কিন্তু আরাম হচ্ছে না।
‘Mahedi Hasan Shuvo’ আদ্যক্ষর বড় হরফে এবং বাকি অক্ষরগুলো ছোট হরফে – এভাবে পড়তে সহজ হয়। সূক্ষ্ম এই বিষয়টি অনেকে এড়িয়ে যান, কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই আপনার যোগাযোগ দক্ষতা, অর্গানাইজেশন, পেশাদারিতা – ইত্যাদি সম্পর্কে একটা ধারণা গড়ে উঠবে।
২। ছাত্রজীবনে লিংকডইন প্রোফাইল খোলা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই তাদের প্রোফাইলে ক্লিয়ার করে লিখেন না তিনি কোন বিষয়ের ছাত্র/ছাত্রী বা তার দক্ষতা কিসে।
পরিচয়ে কেবল ‘Student’ না লিখে কোন প্রতিষ্ঠানে, কোন বিষয়ের উপর পড়ছেন, কোন বর্ষে আছেন সেগুলো উল্লেখ করুন, এবং নিয়মিত আপডেট করুন।
৩। ছাত্র/ছাত্রীদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে – শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঠিকভাবে লেখা আবশ্যক। যেমন কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে প্রোফাইলে ‘Dhaka University’ না লিখে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল নাম ‘University of Dhaka’ লিখতে হবে।
কারণ লিংকডইন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এখানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করা বাঞ্ছনীয়।
৪। ছাত্রজীবনে কাজের অভিজ্ঞতা থাকে না অনেকেরই। এজন্য অনেকেই অভিজ্ঞতারজায়গায় শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে থাকেন। এগুলো মূলত ‘Education’ সেকশনে লেখা উচিত।
অভিজ্ঞতার জায়গাটি একদম খালি না রেখে আপনি কী কী কাজ করেছেন সেগুলো উল্লেখ করুন। অনেকেই কোচিং সেন্টারে পড়ান, ছোটখাটো ইন্টার্নশিপ করেন। এছাড়া অনলাইনে লেখালেখি, ভিডিও বানানো, ছবি তোলা ইত্যাদি নানারকম কাজের ক্ষেত্র তৈরি হয়েছে – আপনি এমন কিছুর সাথে সংশ্লিষ্ট থাকলে অভিজ্ঞতার জায়গায় সেগুলো তুলে ধরুন।
৫। এবারে আসা যাক কর্মজীবীদের প্রসঙ্গে। মনে করুন আপনি এ পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কিন্তু লিংকডইন ফোকাস করবে কেবল একটি প্রতিষ্ঠানকে – সর্বশেষ যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন বা করেছেন।
সুতরাং এই প্রতিষ্ঠানে আপনার কাজ ও অর্জনগুলোকে ধাপে ধাপে সাজিয়ে স্পষ্ট করে উল্লেখ করুন, গুছিয়ে উপস্থাপন করার জন্য প্রেজেন্টেশন, ভিডিও, ছবি ইত্যাদি যুক্ত করতে পারেন, এতে দর্শক আপনার প্রতি আরো আকৃষ্ট হবে।
৬। লিংকডইন মানেই যে কেবল পেশাদারি কাজের কথা লিখতে হবে এমন না। মানুষের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে ভাল উপায় ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ গড়ে তোলা।
তাই প্রোফাইলে আপনার বিভিন্ন গঠনমূলক শখের কথা লিখতে কার্পণ্য করবেন না। যারা আপনার প্রোফাইল পড়ছে তাদের অনেকের সাথেই আপনার শখ মিলে যেতে পারে, সেখান থেকে আপনার সাথে পরিচয়ের আগ্রহও তৈরি হতে পারে।
৭। যোগাযোগের জন্য একটি মাত্র ইমেইল ব্যবহার করুন। অনেকেরই কয়েকটি ফোন নাম্বার/ইমেইল একাউন্ট থাকে। কিন্তু একটি একাউন্ট থাকবে যেখানে আপনাকে সবসময় পাওয়া যাবে।
সেই ইমেইলটি প্রতিনিয়ত চেক করার অভ্যাস গড়ে তুলুন। দ্রুত রিপ্লাই পেলে প্রাপকের মনে আপনার পেশাদারিতা এবং দক্ষতা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। অনেকে শুধু অফিসে মেইল চেক করেন, বাসায় আসলে বা ছুটির দিনে মেইল চেক করেন না/ রিপ্লাই দেন না। এগুলো অপেশাদারিতার লক্ষণ।
অ্যাপলের CEO টিম কুক এখনো প্রতিদিন ভোর চারটায় উঠে সবার প্রথমে মেইল চেক এবং রিপ্লাই দেওয়ার কাজ সারার মাধ্যমে দিন শুরু করেন।
৮।‘লিংকডইন অ্যানসার’ খুব গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে বিশেষজ্ঞরা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন। আপনি সেখানে লগইন করে যে প্রশ্নগুলোর উত্তর জানেন সেগুলো প্রদান করুন।
চাইলে প্রশ্নসহ উত্তরটি আপনার ব্লগে প্রকাশ করে তারপর লিংকডইনে দিয়ে সোর্স হিসেবে আপনার ব্লগ ঠিকানা দিয়ে দিতে পারেন। এতে কোয়ালিটি ভিজিটর পাবেন, যা আপনার ব্যবসার প্রসারে সহায়ক হবে।
৯। প্রসার বৃদ্ধি করতে বিভিন্ন গ্রুপে জয়েন করার বিকল্প নেই। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে বেশিরভাগ গ্রুপই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়ক হয় না। লিংকডইনে প্রতি সেকেন্ডে গ্রুপ তৈরি হয়।
কানেকশন তৈরি অনেক বড় একটি দক্ষতা
তাই সঠিক গ্রুপ নির্ধারণ করা সময়সাপেক্ষ ব্যাপার হলেও এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই-বাছাই করে আপনার পেশা, দক্ষতা, আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ গ্রুপগুলোয় যোগ দিন। গ্রুপে সদস্য যতো বেশি হয় ততো ভাল। ভাল গ্রুপে একটি পোস্টই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।
১০। অনেকেই লিংকডইন ব্যবহার করে থাকে কেবল চাকরি খোঁজার উদ্দেশ্যে। অথচ প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা না থাকলে এভাবে চাকরি পাওয়া দুঃসাধ্য একটি ব্যাপার।
লিংকডইনকে শুধু চাকরি খোঁজার মাধ্যম হিসেবে না দেখে মানুষের সাথে নেটওয়ার্ক গড়ে তোলায় মনোযোগী হন, এর সুদূরপ্রসারী উপকার পাবেন।
"""পরবর্তি পোস্ট বাকি বিষয় গুলো নিয়ে লিখবো"""



আগামীকাল থেকে বাংলাদেশের মানুষের জন্য দুর্বিষহ দিন শুরু হতে যাচ্ছে । দেশে মোট বিদ্যুৎ এর চাহিদা ১৩০০০ মেগাওয়াট হলেও উৎপা...
02/06/2023

আগামীকাল থেকে বাংলাদেশের মানুষের জন্য দুর্বিষহ দিন শুরু হতে যাচ্ছে । দেশে মোট বিদ্যুৎ এর চাহিদা ১৩০০০ মেগাওয়াট হলেও উৎপাদনের পরিমাণ ছিলো ১০০০০ মেগাওয়াট । কিন্তু ডলারের অভাবে কয়লা কিনতে না পারায়, আগামীকাল দেশের সর্ববৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাবে। তাই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে সারাদেশে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এর দেখা দিতে পারে যা স্মরণকালের সবথেকে বড় বিদ্যুৎ বিভ্রাট হিসাবে বিবেচিত হবে এবং দেশের মানুষের ভোগান্তি চরম পর‌্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন দেশের বিশিষ্ট জনেরা।

02/05/2023

⚫রাসূল ﷺ কে একবার আবু জাহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

⚫হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

⚫হযরত আবু বকর (রা.) বললেন, ‘রাসূল ﷺ , আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’

⚫রাসূল ﷺ বললেন ‘মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!
সুবহানআল্লাহ!❤️❤️**

📈 একটা ব্যবসা দাঁড় করানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এর মার্কেটিং। আর এখন ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটি বিশাল অংশ ...
12/04/2023

📈 একটা ব্যবসা দাঁড় করানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এর মার্কেটিং। আর এখন ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটি বিশাল অংশ দখল করে রেখেছে ফেসবুক। তাই, আপনার ব্যবসা বাড়ানোর কাজে ফেসবুক মার্কেটিং এর যাত্রা সহজ করতে skilled হন 'Facebook Marketing' এর ওপর! 🔥
Facebook Marketing এর ওপর দক্ষ হলে আপনি যা করতে পারবেন:
✅ নিজের ব্যবসার বিক্রি বাড়ানোর কৌশল।
🔥 নিজের বিজনেসকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর উপায়।
🎯 ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচারের ব্যবহার।
📊 ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের অর্গানিক রিচ বাড়ানো, ফেসবুক বুস্টিং ও ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া।

11/04/2023

🟢ফ্রিল্যান্সিং(Freelancing) কাজ কাজ ঘরে বসে অনলাইনের মাধ্যমে স্বাধীন ভাবে করা যায়। এটা একটি স্বাধীন পেশা। ফ্রিল্যান্সিং কাজ শিখে নিজেকে স্কিল করতে পারলে কখনো বেকার থাকবেন না। ফ্রিল্যান্সিং এর কাজ ছাত্র/জব/গৃহিণী যে কোন কাজের পাশাপাশি করা যায়।✅

ফ্রিল্যান্সিং কাজ মোবাইল / ল্যাপটপ / ডেক্সটপ দিয়ে করা যায়। এই কাজ শিখে আপনি বেকারমুক্ত হতে পারবেন এবং ভালো একটি সুনিশ্চিত সফল ক্যারিয়ার গড়তে পারবেন।✅

ঢাকা এখন পরিবর্তন।   #ঢাকা_এখন_পরিবর্তন
11/04/2023

ঢাকা এখন পরিবর্তন।
#ঢাকা_এখন_পরিবর্তন

Payoneer 2023 Freelancer Insight Reportপ্রতি বছরের ন্যায় এবারও পেয়নিয়ার পুরা বিশ্বের ফ্রিল্যান্সারদের নিয়ে একটা রিপোর্ট ...
05/04/2023

Payoneer 2023 Freelancer Insight Report
প্রতি বছরের ন্যায় এবারও পেয়নিয়ার পুরা বিশ্বের ফ্রিল্যান্সারদের নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। ১২২টি দেশের ২০০০ ফ্রিল্যান্সারের উপর সার্ভে করে তারা এই রিপোর্ট প্রকাশ করেছে। আমরা যারা পেয়নিয়ার ইউজ করি তাদের সবার ইমেইলে এই রিপোর্ট পৌঁছে গিয়েছে। অনেকেই হয়ত এই রিপোর্ট পড়ে ফেলেছেন। যারা এখনো পড়েননি তাদের বলব মাত্র ২৬ পৃষ্ঠার অত্যন্ত তথ্যবহুল এই ইবুকটি একটু সময় নিয়ে পড়ার জন্য, কারন ইবুকটিতে পুরা বিশ্বের ফ্রিল্যান্সারদের নিয়ে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি।
👉 বিশ্বে চলমান মন্দার পরেও ৪৬% ফ্রিল্যাস্নারের, তাদের কাজের ডিমান্ড বেড়েছে।
👉 দুই তৃতীয়াংশ (৬৮%) ফ্রিল্যান্সার মনে করেন ২০২৩ সালে তাদের কাজের ডিমান্ড আরো বাড়বে।
👉 নারী ফ্রিল্যান্সারদের গড় আওয়ারলি রেট ২২ডলার/ঘন্টা, পুরুষদের ২৪ডলার/ঘন্টা
👉 প্রগ্রামিং, মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ওয়েব ডিজাইন সেক্টর সব থেকে বেশি গ্রো করেছে।
👉 ৭০% ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে তাদের কাজ খুঁজে পেয়েছে। ১১% রেফারেলের মাধ্যমে, ৯% সোশ্যাল মিডীয়া থেকে, ৬%লিঙ্কডিন থেকে এবং ৪% অন্যান্য মাধ্যম থেকে কাজ খুঁজে পেয়েছে
👉 উত্তর আমেরিকাতে আওয়ারলি রেট সব থেকে বেশি ৫৬ ডলার/আওয়ার
👉 মধ্য আমেরিকাতে আওয়ারলি রেট সব থেকে কম ১৮ ডলার/আওয়ার
👉 অধিকাংশ ফ্রিল্যন্সার উচ্চশিক্ষিত, ৮০% ফ্রিল্যান্সারের ব্যাচেলর ডিগ্রি আছে।
এমন আরো অনেক চমকপ্রদ তথ্য আছে এই ইবুকটিতে। কাজেই দেরি না করে ইবুকটি নামিয়ে পড়ে ফেলুন। লিংক প্রথম কমেন্টে!

ধন্যবাদ!

Hope for the best! May allah fulfil all of our good wishes 🖤 ameen. -

আপনি যদি Fiverr থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে Fiverr কটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দক্ষতার আলোকে ...
11/02/2023

আপনি যদি Fiverr থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে Fiverr কটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দক্ষতার আলোকে একটি Gig তৈরি করতে হবে। যখন কোন বায়ার সেই কাজটি করাতে ফাইবারে ঢুকবে কাজ করানোর জন্য, তখন আপনার দক্ষতা অনুযায়ী আপনার গিগ কি তাদের সামনে প্রদর্শিত হবে। এবং তখন তারা আপনাকে অর্ডার করবে।
এই ক্ষেত্রে, fiverr এর মাধ্যমে বিভিন্ন logo designing এর কাজ গুলো করে, ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন।

তবে, এটা একটা উদাহরণ মাত্র ছিল।

Fiverr এ আপনারা হাজার হাজার রকমের কাজ খুঁজে সেগুলো করে টাকা আয় করতে পারবেন।

আমার একজন বন্ধু রয়েছে যে ফাইভার থেকে অনলাইনে প্রচুর টাকা আয় করছে কেবল মাত্র ওয়েবসাইট তৈরি করে।

সে, web designing এর course করে প্রায় অনেক জায়গায় কাজ / চাকরি খুঁজে হতাশ হয়ে পরে।

তারপর, একটি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ফাইভার (fiverr) এর বিষয়ে জানতে পারে।

সে জানতে পারে যে, fiverr হলো এমন একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে একজন ব্যক্তি তার জ্ঞান (knowledge), অভিজ্ঞতা (experience) এবং দক্ষতার (skills) মাধ্যমে অনলাইনেই কাজ খুঁজে পেতে পারে।

এবং fiverr এর মাধ্যমে পাওয়া কাজ গুলো নিজের ঘরে বসেই সম্পূর্ণ করে তার বিনিময়ে টাকা আয় করার ব্যাপারটাও সে জানতে পারে।

তাই, ফাইভার (fiverr) হলো এমন এক অনলাইন মার্কেটপ্লেস (marketplace) বা ওয়েবসাইট, যেখানে কিছু টাকা দিয়ে যেকোনো কাজ বিভিন্ন freelancers দের দিয়ে করানো যেতে পারে।

এবং, যদি আপনার কাছে কিছু বিশেষ দক্ষতা (skills) বা জ্ঞান (knowledge) আছে, তাহলে একজন ফ্রিল্যান্সার (freelancer) হিসেবে নিজেকে fiverr এ রেজিস্টার করে, নিজের জ্ঞান অনুসরি কাজ গুলো নিয়ে সেগুলো করে টাকা আয় করতে পারবেন।

এভাবে অনেক ফ্রিল্যান্সাররা, ফাইভার এর মাধ্যমে ঘরে বসেই কাজ করছেন এবং প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করে নিচ্ছেন।


খুব শীঘ্রই ফ্রিল্যান্সারদের সরকারিভাবে আইডি কার্ড দেওয়া হবে। যেই আইডি নিজের একটা ক্ষমতা এবং পরিচয় থাকবে। ফ্রিল্যান্সাররা...
10/02/2023

খুব শীঘ্রই ফ্রিল্যান্সারদের সরকারিভাবে আইডি কার্ড দেওয়া হবে। যেই আইডি নিজের একটা ক্ষমতা এবং পরিচয় থাকবে। ফ্রিল্যান্সাররা শুধু যে নিজের জন্য কাজ করে তা না। দেশের জন্য কাজ করে,,দেশের উন্নয়নে কাজ করে।
বিদেশের টাকা দেশে আনে তাতে দেশের লাভ হয়,, জণগণের লাভ হয়। এখন চাকরি করতে গেলেও দক্ষতা খোজে,, কোন বিষয়ের উপর দক্ষ। দক্ষতা ছাড়া তুমি জিরো। আগের দিন শেষ সব জায়গায় এখন দক্ষতা লাগে!!

#বেকার_থাকার_দিন_শেষ_ফ্রিল্যান্সারদের_বাংলাদেশ

SEO💫যখনই আমরা সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তখন সেই সার্চ ইঞ্জিন চায় সবচেয়ে ভালো উত্তরটা তারব্যবহারকারীকে সবচেয়ে ...
10/02/2023

SEO💫

যখনই আমরা সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তখন সেই সার্চ ইঞ্জিন চায় সবচেয়ে ভালো উত্তরটা তার
ব্যবহারকারীকে সবচেয়ে কম সময়ে পৌঁছে দিতে।

কিন্তু এই অজস্র তথ্যের মধ্যে থেকে কোনটা কোন ব্যবহারকারীর জন্য সঠিক হবে তা বেছে নেওয়া মোটেই সহজ কাজ নয়, এই সঠিক তথ্য বেছে নেওয়ার জন্য সার্চ ইঞ্জিন যে পদ্ধতি কাজে লাগায় তাকেই বলে এস ই ও বা সার্চ ইঞ্জিনঅপ্টিমাইজেশন।



সফলতার জন্য বয়স কোনো মেটার না ইচ্ছা থাকলে সম্ভব 👍
10/02/2023

সফলতার জন্য বয়স কোনো মেটার না
ইচ্ছা থাকলে সম্ভব 👍

31/01/2023

”একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।”

আপনি স্বপ্ন দেখেন, কল্পনার জগতে ভাসেন—আমি যদি ধনী হতাম, ক্ষমতাবান হতাম, কোম্পানির মালিক হতাম, দামি গাড়ির, বাড়ির মালিক হত...
23/01/2023

আপনি স্বপ্ন দেখেন, কল্পনার জগতে ভাসেন—আমি যদি ধনী হতাম, ক্ষমতাবান হতাম, কোম্পানির মালিক হতাম, দামি গাড়ির, বাড়ির মালিক হতাম, সেরা কোম্পানির বড় কর্মকর্তা হতাম আরও কত কি! এগুলো হলো স্বপ্ন ও কল্পনা। কিন্তু আপনি যখন এই স্বপ্নগুলো থেকে নির্দিষ্ট করে কোনো কিছুকে পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা হবে লক্ষ্য। উদাহরণ দেই—
স্বপ্ন—আমি (যদি) ধনী হব!
লক্ষ্য—আমি আগামী পাঁচ বছরে ১০ লাখ টাকার মালিক হব।
স্বপ্ন—আমি (যদি) ভালো ছাত্র হব!
লক্ষ্য—আমি সেমিস্টার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করব।
স্বপ্ন—আমি কোম্পানির মালিক হব!
লক্ষ্য—আমি আগামী জুন মাসে নিজের কোম্পানি শুরু করব।
স্বপ্ন—আমি একটা মোটরবাইকের মালিক হব!
লক্ষ্য—আমি আগামী জানুয়ারি মাসে এক লাখ টাকা দামের এক্স ব্রান্ডের মোটরবাইক কিনব।

সুতরাং লক্ষ্যের সংজ্ঞা হলো সুনির্দিষ্ট করে কোনো কিছু পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সুনির্দিষ্ট করে পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করেন তখন পর্যন্ত সেটা কল্পনা বা স্বপ্ন রয়ে যাবে। মানুষ কল্পনা বা স্বপ্ন দেখতে ভয় করে না কিন্তু লক্ষ্য নির্ধারণ করতে ভয় পায়। এর পেছনে মূল কারণ হলো বিশ্বাস! লক্ষ্যে সফল হওয়ার জন্য প্রথম শর্ত হলো বিশ্বাস, আমি পারব! আপনার লক্ষ্য কত বড়, কত দুরূহ সেটা বড় কথা নয় বরং লক্ষ্য অর্জনে আপনার কতটুকু বিশ্বাস আছে সেটাই বড় কথা।
লক্ষ্য হতে পারে আপনি এক বছরে ১৫ কেজি ওজন কমাবেন, তিন বছরে কোম্পানির ম্যানেজার হবেন, আগামী বছর সামারে পরিবার নিয়ে বিদেশ ঘুরতে যাবেন, আগামী দুই বছরে কোম্পানির আয় দুই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকায় উন্নত করবেন, ছয় মাসের মধ্যে পছন্দের কোম্পানিতে কাঙ্ক্ষিত পোস্টে চাকরি নেবেন ইত্যাদি। আপনার লক্ষ্য যদি অসাধ্য না হয়, সেটা ছোট হোক আর বড় হোক, আপনি যদি নিজের মাঝে বিশ্বাস তৈরি করতে পারেন, নিজেকে নমনীয় করতে পারেন, নিজের ওপর নিয়ন্ত্রণ এনে লক্ষ্যকে চ্যালেঞ্জ জানাতে পারেন তবে কোনো কিছুই অর্জন করা অসম্ভব নয়।

"আমরা এই দুই কারনের মধ্যেই আসলে সীমাবদ্ধ!"
23/01/2023

"আমরা এই দুই কারনের মধ্যেই আসলে সীমাবদ্ধ!"

👉নিজের ভবিষ্যৎ নিজে বুঝে গেছে।সময় নষ্ট না করে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছে ভাইটা। ফ্রিল্যান্সিং এর যে বয়স কোনো বেপার...
22/01/2023

👉নিজের ভবিষ্যৎ নিজে বুঝে গেছে।
সময় নষ্ট না করে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছে ভাইটা।

ফ্রিল্যান্সিং এর যে বয়স কোনো বেপার নাহ এটা ভালো করে বুঝে গেছে ছোট ভাই টা পরিবার।

আসলে মানুষের উন্নতি না হওয়ার কারণ পরিবার ও পরিবেশ ।
👉আমাদের ছোট থেকে শিখানো হয়
(অর্থ অনর্থের মূল)




একটি খালি পকেট, একটি ভাঙ্গা হৃদয় - যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা দিতে পারেনা। Therefore, people sometimes need to ex...
21/01/2023

একটি খালি পকেট, একটি ভাঙ্গা হৃদয় - যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা দিতে পারেনা। Therefore, people sometimes need to experience odds. শেষ বলে কোন শব্দ নেই, সৃষ্টিকর্তা চাইলে শেষ থেকেই শুরু করতে পার, যেখানে সব শেষ সেখান থেকেই নতুন কিছু শুরু হয়। নিজেকে সফল করার জন্য এত ব্যস্ত থাকো যে, অন্যের সমালোচনা করার সময় না পাও। মনে রেখো - তুমি সফল হলে তুমি সবার, আর ব্যর্থ হলে তুমি শুধুই তোমার!

Positive thinking will let us do everything better than negative thinking will,,,,,,,,,,,.

15/01/2023

মনে পড়ে সেই আদুভাইয়ের কথা? যার কবরে মার্বেল খোদাই করে লেখা হয়েছিল,
"Here sleeps Adu Mia who was promoted from Class VII to Class VIII."
আমার ভালোই মনে আছে।
আর সেই মিনু? মেয়েটা উনুনের নাম দিয়েছিল রাক্ষসী৷ আচ্ছা, সেদিন হলদে পাখিটা মিনুর বাবাকে নিয়ে এসেছিল তো?
লখা কি এখনও একুশে ফেব্রুরারিতে রেললাইনের পাশ দিয়ে হেটে যায়? কে জানে?
অতিথি কুকুরটি হয়ত আজও একবার করে স্টেশন ঘুরে যায়। মাকে হারিয়ে কিভাবে দিন কাটে কাঙালীর? সেই আম আঁটির ভেঁপুর একটুখানি দূর্গা ও অপুকে কি ভুলে যাওয়া যায়?
সেদিন স্টেশনে দাঁড়িয়ে শুনতে পেলাম কল্যাণী ডাকছে, "শিগগিরর উঠে পড় এই গাড়িতে জায়গা আছে।"

কাঠখোট্টা সব বইয়ের মধ্যে বাংলা বইটা একটুখানি প্রশান্তির ছোঁয়ার মত লাগত। নতুন বই পেলে কখনও সাহিত্যপাঠ, কখনও সপ্তবর্ণা নামে পাওয়া বইগুলোই সবার আগে খুলে দেখতাম। যেদিন পড়তে বসতে ইচ্ছে করত না সেদিন এই বাংলা বই নিয়েই বসে থাকতাম। মা ভাবত প্রচুর পড়াশোনা করছি। বইয়ের মধ্যে লুকিয়ে রাখা উপন্যাস পড়ার খবর আমি আর বাংলা বইগুলো ছাড়া আর কাউকে জানতে দেইনি। ধুলো জমা পুরোনো এই বইগুলোকে খুলে দেখলাম লখা, মিনু, বলাই, দূর্গা, অপু সবাই আগের মতই আছে।❤️

 #ফাইবার_ডিজেবল_ইস্যুবছরের শুরুতে ফাইবারের চিরুনি অভিযানে আটকে গেছেন অনেকেই, ফাইবারের রুলস ভঙ্গ করলে ফাইবার ছাড় দিবেনা স...
09/01/2023

#ফাইবার_ডিজেবল_ইস্যু
বছরের শুরুতে ফাইবারের চিরুনি অভিযানে আটকে গেছেন অনেকেই, ফাইবারের রুলস ভঙ্গ করলে ফাইবার ছাড় দিবেনা সেটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্স, টস ভায়োলেশনে ক্লিয়ারলি বলা আছে। বাংলাদেশে হাজারো আইডি রেস্ট্রিকশন হয়ে যাওয়ায় অনেকে প্যানিকে আছেন, অনেকেই চাচ্ছেন ফাইবার আইডি ব্যাক করাতে তবে আপনার ভুল ছাড়া ফাইবার আপনার আইডি ডিজেবল করবেনা (কিছু ব্যাতিক্রম থাকতে পারে ভুল বুঝাবুঝি),ডিজেবল আইডি ফিরে পাওয়া। রিভিউ কেনাবেচা যেটা করা হয়ে সেটা পুরোপুরি ইল্যিগ্যাল, এতদিন পর ফাইবার তাদের সিস্টেম আপডেটের মাধ্যমে এই রিভিউ কেনাবেচা সিন্ডিকেটের বিরোদ্ধে একশন নিচ্ছে, যারা রিভিউ সিন্ডিকেটের থেকে রিভিউ কিনেছেন তারা ফাইবারের রুলস ভায়োলেশন করেছেন ফাইবারের রিভিউ রেটিং সিস্টেম ম্যানিপুলেট করে। সেটা যতটা ছোট অপরাধ ই ভাবিনা কেন আমরা, ফাইবার এটাকে গুরোতর হিসেবেই বিবেচনা করছে কারন সেলার রা ফাইবারকে রিপ্রেজেন্ট করে বায়ারদের কাছে তাদের কাজের মাধ্যমে, সেলারের রেপূটেশন খারাপ হলে ফাইবার রেপুটেশনেও সেটা আঘাত করে। ফাইবার ক্লাব কমিউনিটি টিম লিডার রাতে এসে আরো বিস্তারিত বলবেন হয়ত তবে আমাদের উচিত এবার তথাকথিত কিছু বড় ভাইদের দেখানো ভূল পথ থেকে বেরিয়ে আসা।
১/ মাল্টিপল ফাইবার একাউন্ট ক্রিয়েট করা যাবেনা, যতই লুপহোল বের করেন না কেন মাল্টিপল একাউন্ট ধরা পড়বেই একদিন, সেদিন ফাইবারের সামনে কোন লজিক দাড় করাতে পারবেন না। এইটা করতে যে ভাইরা উৎসাহ দেয় তাদের থেকে দূরে থাকেন।
২/ গিগে ইলিগ্যাল সার্ভিস প্রদান করা যাবেনা, গিগে যা দিবেন বলেছেন এর বাহিরের সার্ভিস প্রদান করবেন না, ক্লায়েন্ট ইলিগ্যাল সার্ভিসের জন্য এক্সট্রা টাকা দিতে চাইলেও সেটা প্রত্যাখ্যান করুন। লোভ সামলাতে শিখুন।
৩/ ক্লায়েন্ট কে মার্কেট থেকে বের করার জন্য বড় ভাইদের থেকে নেয়া সব টিপস ভুলে যান, ফাকফোকর দিয়ে ক্লায়েন্ট বের করতে গিয়ে অনেকেই আইডি হারিয়েছে, আরো হারাবেন সামনে যদিনা আপনারা সঠিক পথে ফিরে আসেন।মার্কেটে ফাইবারের বাহিরে পেমেন্ট চাওয়াটাও রুলস এর বিপক্ষে।
৪/ ফেইক রিভিউ, ফেইক স্কিল টেস্ট, ফেইক গিগ লাইক সার্ভিস কেনা থেকে বিরত থাকুন, এদের সাথে সম্পর্ক রাখাটাও রিস্কের, রিসেন্টলি সবার আইডি এই ইস্যুতে রিভিউ হচ্ছে বেশি, টাকা দিয়ে রিভিউ কিনে নিজের আইডি রিস্কে ফেলবেন না। কারন একজন রিভিউ বিক্রেতার আইডি ফাইবার ধরলে তার সাথে ডিল করা সব আইডি রিভিউ নিবে স্বাভাবিক।
এছাড়াও অন্যদের গিগ ডিস্ক্রিপশন কপি করা, বায়ারের থেকে ৫ স্টার চাওয়া, ফেইক গিগ ইমেজ দেয়া, অন্য সেলারদের ম্যাসেজ দিয়ে বিরক্ত করা, ফাইবারে বায়ারের সাথে স্ক্যাম করে ধরা খাওয়া এইসব সব আইডি ডিজেবল হওয়ার কারন হতে পারে। তথাকথিত বড় ভাইদের দেয়া উপদেশ বাদ দিয়ে ফাইবারের টার্ম এন্ড কন্ডিশন পড়ুন, কমিউনিটি স্ট্যান্ডার্ড পড়ুন তাহলে নিজে নিজে সতর্ক থাকবেন, আইডি হারিয়ে কষ্ট পেতে হবেনা।
অতীতে কি করেছেন তা শুধরানো যাবেনা তবে আপনি চাইলে আজ থেকে রুলস মেনে কাজ করতে পারেন।

শেখার মত অনেক ধরনের স্কিল রয়েছে। যেগুলো শিখলে আপনি ইনকাম করতে পারবেন।কিন্তু আপনি যদি অনেক বেশি ইনকাম করতে চান। ক্যারিয়...
05/01/2023

শেখার মত অনেক ধরনের স্কিল রয়েছে। যেগুলো শিখলে আপনি ইনকাম করতে পারবেন।

কিন্তু আপনি যদি অনেক বেশি ইনকাম করতে চান। ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান। তাহলে ওসব লো লেভেলের স্কিল শিখে সময় নষ্ট করবেন না!

আপনাকে শিখতে হবে "হাই ইনকাম স্কিল"!

লং টাইম ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন।

"হাই ইনকাম স্কিল" আপনাকে দেবে ফ্রিডম! সময় ও অর্থ দুটোই থাকবে আপনার হাতে।

সময় দিন। শিখুন! জীবনটাকে বদলে ফেলুন!

Alhamdulillah "Portfolio website making done"!❤️
23/12/2022

Alhamdulillah
"Portfolio website making done"!❤️

❇️✴️আমার আগের জীবন ও  ফ্রিল্যান্সিং জীবন? ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।যেই সময়টা অবসর বসে না থেকে, আড...
11/11/2022

❇️✴️আমার আগের জীবন ও ফ্রিল্যান্সিং জীবন?
ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।

যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।

ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি।

ফ্রিল্যান্সিং Skillup হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি ।

পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!সেটি হল ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজের Skillup করে,ঘরে বসে ইনকাম করা যায়।
হয়তো একটিমাত্র উদ্যোগ, আপনার জীবনকে পাল্টে ফেলতে পারে।
তাহলে কেন আমরা বেকার বসে থাকবো? কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
নিজের প্রতিও তো লজ্জা থাকা উচিত!
যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে এক মুঠো আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না, নিজের বাবা।
একবারও কি ইচ্ছে করে না বাবার পাশে দাঁড়াতে? সময় তো চলে যাচ্ছে, নিজেকে পরিবর্তন করতে পারছিনা কেন এখনো।
আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারি।

✴️❇️ক্যানভা ডিজাইন এর প্রয়োজনীয়তা‼️ক্যানভা ডিজাইন এর প্রয়োজনীয়তা অপরিসীম। যেকোনো ডিজাইনের ক্ষেত্রে এর গুরুত্ব সবথেকে...
11/11/2022

✴️❇️ক্যানভা ডিজাইন এর প্রয়োজনীয়তা‼️
ক্যানভা ডিজাইন এর প্রয়োজনীয়তা অপরিসীম। যেকোনো ডিজাইনের ক্ষেত্রে এর গুরুত্ব সবথেকে বেশি। ক্যানভা দিয়ে যে কোন ধরনের ডিজাইন করা যায়।এক নজরে দেখে নেওয়া যাক Canva দিয়ে কি কি কাজ করা যেতে পারে :
===============
> Logo Design
> Business Card Design
> Brochure Design
> Cover Page Design
> YouTube Thumbnail Design
> CV/Resume design
> Food Menu Card Design
> PowerPoint Template Design
> Infographics
>Social media Banner/ Cover
>Ebook Cover
> Blog title image & many more
উপরের সবগুলো ডিজাইনের সাথে আমরা পরিচিত। দৈনন্দিন জীবনে আমাদের উপরের যেসব ডিজাইন এর কথা উল্লেখ করা হয়েছে, সেসবের সাথে আমরা পরিচিত হচ্ছি, এবং এর গুরুত্ব উপলব্ধি করতে পারছি।
binta yousuf

05/11/2022

"It is during our darkest moments that we must focus to see the light.” – Aristotle

🌿🌷বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলো  ফ্রিলান্সার ড্যান লক।👉 ফ্রিল্যান্সিং সেক্টর থেকে তার  মোট ইনকাম ২০০ মিলিয়ন মার...
21/10/2022

🌿🌷বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলো ফ্রিলান্সার ড্যান লক।

👉 ফ্রিল্যান্সিং সেক্টর থেকে তার মোট ইনকাম ২০০ মিলিয়ন মার্কিন ডলার(২০,৫৪৩,৫৮০,০০০ টাকা)😳।

🌿 হং কং এর ড্যান লক আজ সকল ফ্রিল্যান্সারদের
আইডল 🥰। ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে আজ তিনি বিশ্বের অন্যতম একজন সফল উদ্দোক্তা। 🥀🌿🌷

👉তাই নিজেকে সাবলম্বি হিসেবে গড়ে তোলার জন্য আপনিও শুরু করতে পারেন ""ফ্রিল্যান্সিং""🌷🌱




Binta Yousuf

~"রাতের আকাশে জানালা দিয়ে চাঁদ দেখা, পৃথিবীর সব চেয়ে সুন্দর একটি মুহূর্ত "।
08/10/2022

~"রাতের আকাশে জানালা দিয়ে চাঁদ দেখা, পৃথিবীর সব চেয়ে সুন্দর একটি মুহূর্ত "।

13/09/2022

Facebook marketing..
ফেসবুক মার্কেটিং ২ প্রকার।
১.অরগ্যানিক
২.পেইড
**অরগ্যানিক : আমরা যখন কোন টাকা পয়সা ছাড়া আমাদের পণ্য বা সার্ভিস বা প্রতিষ্ঠানের প্রচার, প্রসার করে থাকি তাই অরগ্যানিক।
**পেইড‌ মার্কেটিং: আমরা যখন ফেসবুকে টাকা দিয়ে আমাদের পণ্য বা সার্ভিস বা প্রতিষ্ঠানের ১০০% টার্গেট অডিয়েন্স এর কাছে আমরা প্রচার, প্রসার করি ।এটিই মূলত পেইড মার্কেটিং।

26/08/2022

"Our green nature "🙃

27/07/2022
26/07/2022

JUNK FOOD AND ITS HAMFUL EFFECT

Address

Laksmipur, Cottogram Divison
West Laksmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jakia sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jakia sultana:

Videos

Share