24/11/2024
আলহামদুলিল্লাহ,
এইতঃ সেদিনের আমি, আজ কত বড়ই না হয়ে গেছি.....
কিন্তু 'মা' না, মানতেই পারে না যে, আমি বড় হয়েছি। মায়ের চোখে আমি এখনো সেই ছোট্ট বাবুই রয়ে গেছি।
মাঝেমাঝে হাসি আর বলি মা, আমিতঃ বড় হয়েছি।
তুমি এখনও আমায় বাবু বলেই ডাকবে??
সত্যিই সন্তান যত বড় 'ই হোক না কেন মায়ের চোখে সব সময় সে ছোট্টই থাকে,
আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জীবনে অনেক বড় হতে পারি
এক জন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।🤲🤲