Moaz'blogs

Moaz'blogs আসসালামু আলাইকুম, আমি ফাতেমা তুজজুহরা।আমার পেইজে সবাইকে স্বাগতম।
(7)

05/10/2024

জীবনে যে ৫০০টি বই পড়া উচিত

১. যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
২. বদলে যান এখনই - তারিক হক
৩. রাজনৈতিক আদর্শ - বার্ট্রান্ড রাসেল
৪. আর্ট অব ওয়ার - সান জু
৫. অন দ্য শর্টনেস অব লাইফ - সেনেকা
৬. বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র
৭. কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৮. সুবর্ণলতা - আশাপূর্ণা দেবী
৯. নারী - হুমায়ুন আজাদ
১০. প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
১১. দ্যা লস্ট সিম্বল - ড্যান ব্রাওন
১২. জননী - শওকত ওসমান
১৩. গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. পাক সার জমিন সাদ বাদ - হুমায়ুন আজাদ
১৬. এ লং ওয়ার্ক টু ফ্রিডম
১৭. মা - ম্যাক্সিম গোর্কি
১৮. সংগঠন ও বাঙালি - আবদুল্লাহ আবু সায়ীদ
১৯. গাভী বিত্তান্ত - আহমদ ছফা
২০. দ্য অ্যালকেমিস্ট - পাওলো কোয়েলহো
২১. এইসব দিনরাত্রি - হুমায়ূন আহমেদ
২২. অসমাপ্ত আত্নজীবনী - শেখ মুজিবুর রহমান
২৩. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর - আবুল মনসুর আহমদ
২৪. বাংলাদেশ রক্তের ঋণ - এন্থনি মাসকারেনহাস
২৫. ছোটদের রাজনীতি ও অর্থনীতি - অধ্যাপক নীহারকুমার সরকার
২৬. বাংলাদেশের ইতিহাস ১৯০৫-১৯৭১ - ড. আবু মো. দেলোয়ার হোসেন
২৭. যোগাযোগ - রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. ফেরা - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
২৯. অগ্নিরথ - সমরেশ মজুমদার
৩০. শিকল অন্তরে- জাঁ পল সার্ত্রে
৩১. আমি বিজয় দেখেছি - এম আর আখতার মুকুল
৩২. কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী - এম আর আখতার মুকুল
৩৩. আমার দেখা দেশ, সমাজ ও রাজনীতির তিনকাল - সাদ আহমেদ
৩৪. কবির আত্মবিশ্বাস - আল মাহমুদ
৩৫. জীবনের শিলান্যাস - সৈয়দ আলী আহসান
৩৬.গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ - মুহাম্মদ হাবিবুর রহমান
৩৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'র' এবং সিআইএ -মাকসুদুল হক
৩৮. বাঙালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ -আবদুল হক
৩৯. সুখ - বাট্রার্ন্ড রাসেল
৪০. অনুস্মৃতি - পাবলো নেরুদা
৪১. জোছনা ও জননীর গল্প - হুমায়ূন আহমেদ
৪২. দেয়াল - হুমায়ূন আহমেদ
৪৩. সাতকাহন -সমরেশ মজুমদার
৪৪. উত্তরাধিকার - সমরেশ মজুমদার
৪৫. কালবেলা- সমরেশ মজুমদার
৪৬. কালপুরুষ- সমরেশ মজুমদার
৪৭. দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৮. মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯. যাও পাখি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫০.পার্থিব - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১. আরণ্যক - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫২. পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫৩. আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫৪. সত্যবতী ট্রিলজি- আশা

আমরা মানুষ হব কবে?
20/09/2024

আমরা মানুষ হব কবে?

🤷‍♀️একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে ...
18/09/2024

🤷‍♀️একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়।

একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।

কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছো!"
কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।

বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করে নি।

কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"

কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"

ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"

কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"

কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।

18/09/2024
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shajia Sultana Supthe, Asrafhul Asrafhul...
17/09/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shajia Sultana Supthe, Asrafhul Asrafhul, মোঃ ইমরান মাহমুদ

11/09/2024

GOOD MORNING EVERY ONE

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shajia Sultana Supthe
10/09/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shajia Sultana Supthe

বোন মানে সকল সমস্যার সমাধান,,, বোন মানে ভালো একটা  বন্ধু,,, যে কখনও ঠকায় না,,,,,,,,,
09/09/2024

বোন মানে সকল সমস্যার সমাধান,,, বোন মানে ভালো একটা বন্ধু,,, যে কখনও ঠকায় না,,,,,,,,,

শুভ সকাল,,,,সবাইকে,,,,,,
09/09/2024

শুভ সকাল,,,,সবাইকে,,,,,,

শুভ সকাল সবাইকে,,, ❤️❤️❤️❤️❤️
07/09/2024

শুভ সকাল সবাইকে,,, ❤️❤️❤️❤️❤️

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
06/09/2024

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

ইগো ওয়ালা মানুষ গুলোর কাছে সবসময়ই হেরে যায়,,, সহজ-সরল মানুষ  গুলো,,। সহজ- সরল মানুষ  গুলোর যে ইগো নেই  তা কিন্তু  নয়,,,,...
04/09/2024

ইগো ওয়ালা মানুষ গুলোর কাছে সবসময়ই হেরে যায়,,, সহজ-সরল মানুষ গুলো,,।
সহজ- সরল মানুষ গুলোর যে ইগো নেই তা কিন্তু নয়,,,,তারা ইগো দেখায় না কারন তারা চায় না সম্পর্ক নষ্ট হোক।

03/09/2024

শুভ সকাল সবাইকে,,,,,,পাশে থাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ।

26/08/2024

আল্লাহ,,,, নেক চিন্তা নেক কাজে কবুল করুক।

05/08/2024

ভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় ভাংচুর করছেন??
এই হাদিসটা একবার পড়ুনঃ-

রাসূলুল্লাহ (স:) বলেন,"যে ব্যক্তি কোন অমুসলিমের অধিকার ক্ষুন্ন করবে,আমি রাসুল (স:) কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব।"

05/08/2024

স্বাধীন বাংলাদেশ,,৫(আগস্ট) ২০২৪

05/08/2024

আলহামদুলিল্লাহ,,, স্বাধীন বাংলাদেশে।

02/08/2024

কানে বারবার বাজে,, পানি লাগবে কারো পানি,,,

18/07/2024

এগুলো সহ্য করার ক্ষমতা আর নেই আমাদের,৷ হে আল্লাহ এর বিচার আপনি করুন,,,,,,,, সকল ছাত্র-ছাত্রীদের আপনি রক্ষা করুন,,,আল্লাহ এতোগুলো মানুষের ডাক কি আপনি শুনবেন না,,,,,,এ কেমন স্বাধীন দেশ যেখানে দেশ নেত্রীই দেশ খেকু,,,,,এভাবে চুপচাপ বসে নাকি দেশের ভালো করছে,,,,,,,,,,দেশের প্রতিটি মানুষে দীর্ঘশ্বাস এর ফল কি পাবে না?আল্লাহ আপনি এর বিচার করুন। #বাংলাদেশছাত্রছাত্রী

#আবারদেশস্বাধীনহোক

Address

West Bangla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moaz'blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies