28/05/2024
ঘরের বেড়াচাপায় নামাজরত স্বামী-স্ত্রীর মৃত্যু
নরসিংদী সদরের চরাঞ্চল ছগরিয়াপাড়ায় ঘরের বেড়ার নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
নরসিংদীতে ঘরের বেড়ার নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতি মারা যান।
নিহতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।
নিহতের ছেলে ইব্রাহিম মিয়া ও এলাকাবাসী জানায়, ভোরে ফজরের সময় ঘরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি। টানা বৃষ্টিপাতের সময় নিচের মাটি সরে ঘরের পাশে রাখা ইটের স্তূপ ধসে ঘরের টিনের বেড়ার ওপর পড়ে। পরে ইটের স্তূপ ঘরের ভেতর বেড়া ভেঙে উপরে পড়লে তা চাপা পড়ে ঘরে থাকা স্বামী-স্ত্রী দুজনেই মারা যান। খবর পেয়ে আশপাশের লোকজন ইট সরিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রতিবেশী ও নিহতের ছেলেরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে তদন্ত করছি।