আমার টিভি

আমার টিভি আজ এবং আগামী দিনের স্বপ্ন

ঘরের বেড়াচাপায় নামাজরত স্বামী-স্ত্রীর মৃত্যুনরসিংদী সদরের চরাঞ্চল ছগরিয়াপাড়ায় ঘরের বেড়ার নিচে চাপা পড়ে দুইজনের মৃত্...
28/05/2024

ঘরের বেড়াচাপায় নামাজরত স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদী সদরের চরাঞ্চল ছগরিয়াপাড়ায় ঘরের বেড়ার নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

নরসিংদীতে ঘরের বেড়ার নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতি মারা যান।

নিহতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া ও এলাকাবাসী জানায়, ভোরে ফজরের সময় ঘরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি। টানা বৃষ্টিপাতের সময় নিচের মাটি সরে ঘরের পাশে রাখা ইটের স্তূপ ধসে ঘরের টিনের বেড়ার ওপর পড়ে। পরে ইটের স্তূপ ঘরের ভেতর বেড়া ভেঙে উপরে পড়লে তা চাপা পড়ে ঘরে থাকা স্বামী-স্ত্রী দুজনেই মারা যান। খবর পেয়ে আশপাশের লোকজন ইট সরিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রতিবেশী ও নিহতের ছেলেরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে তদন্ত করছি।

 #একটি_হারানো_সংবাদ নাম (সিয়াম), পিতা মোঃ এনামোল সরকার ঠিকানা (করিমপুর সরকার বাড়ি) করিমপুর দেওয়ান মৌলভী মাদ্রাসার ছাত্র ...
27/05/2024

#একটি_হারানো_সংবাদ

নাম (সিয়াম), পিতা মোঃ এনামোল সরকার
ঠিকানা (করিমপুর সরকার বাড়ি)
করিমপুর দেওয়ান মৌলভী মাদ্রাসার ছাত্র ২৬ ই মে বিকাল ৩টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি এই ছেলেটিকে দেখে থাকেন তাহলে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন 01325-170916, 01743776078 ধন্যবাদ

04/05/2024

নারী সাংবাদিক হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করে সাধারণ জনগণ _উভ_জামাল হোসাইন,বরিশাল ব্যুরো।

নারী সাংবাদিক হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করে সাধারণ জনগণ। শনিবার দুপুর ১২ টায় বরিশাল - ঢাকা মহাসড়কের গড়িয়ার পাড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ জনগণ বলে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিক সাবিনা ইয়াসমিনকে হেনস্তার মারধরের ঘটনায় জড়িত সময় টিভি'র বরিশাল রির্পোটার সাকিল, ক্যামেরাম্যান সুমন, দিপ্ত টিভি'র ক্যামেরা ম্যান শফিক ও হকার কালুর ছেলে ইমরানসহ কয়েকজন দুর্বৃত্তরা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা। এ সময় আরো বলে,
ধাক্কাদিয়ে টানাহেঁচড়া করেছে। কটূক্তি ও হুমকি দিয়েছে। যা নজিরবিহীন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের জন্য হুমকি।
মারধর হেনস্তার শিকার হন দৈনিক আজকের সংবাদের বরিশাল প্রতিনিধি সাবিনা ইয়াসমিন এবং নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি ও একই পত্রিকার বরিশাল ব্যুরোচীফ জামাল হোসাইন ।

04/05/2024

ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৮ নং কুটি
কুটি ইউপি নির্বাচনে প্রতীক পরিবর্তনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও : চাকরি থেকে সাময়িক বরখাস্ত ব্রাহ্মণবাড়িয়া নারীর সাথে ভিডিও কলে এসে পুরোপুর...
04/05/2024

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও : চাকরি থেকে সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া

নারীর সাথে ভিডিও কলে এসে পুরোপুরি বিবস্ত্র হয়ে নিজের গোপন অঙ্গ দেখাচ্ছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমন নিন্দনীয়
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর এলাকায়। ফাঁস হওয়া অশ্লীল ভিডিওটিতে দেখা যায়, বিজয়নগর উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ভিডিও কলে তারই এক ঘনিষ্ঠ প্রবাসী আত্মীয়ের স্ত্রীকে পুরোপুরি বিবস্ত্র হয়ে নিজের গোপনাঙ্গ দেখাচ্ছেন এবং সেই সাথে নানান অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও কলের অপর প্রান্তে থাকা নারীর সম্ভ্রম লুটের আহ্বান জানাচ্ছেন। চরম পর্যায়ের অশ্লীল ভিডিওটি পুরো বিজয়নগরে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। সরকার দলীয় পরিচয় ব্যবহার করে এবং রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে সখ্যতাকে পুঁজি করে তিনি হরষপুরবাসীকে রেখেছেন জিম্মি করে। নিজস্ব লাঠিয়াল বাহিনী ও সরকার দলীয় পরিচয়কে ব্যবহার করে অকপটে নানান অপকর্ম চালিয়েও তিনি বুক ফুলিয়ে হরষপুর এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। এর আগেও তিনি নারী কেলেংকারীসহ নানান অপকর্মের জন্য সমালোচিত হয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান। চরিত্রহীন হুমায়ুন মাস্টারকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিচার শালিসে দেখা যাওয়ায় ও ক্ষোভ প্রকাশ করে এখন তার বিচার করবে কে বলে প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন।

অশ্লীল ভিডিও ভাইরালের পর নেটিজেনরা ছি: ছিঃ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, ‘এইসব শিক্ষকদের যথাযথ বিচার করা হোক। ধিক্কার জানাই এমন শিক্ষককে। অচিরেই যেন তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়।’
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান স্বাক্ষরিত এক “অফিস আদেশ” এ উল্লেখ করা হয়, “ উপজেলা শিক্ষা অফিসার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া এর স্মারক নং-উশিঅ/বিজয়নগর//২০২৪/১৮৮, তারিখ: ২১.০৪.২০২৪ মূলে প্রেরিত প্রতিবেদনে জানা যায় উক্ত উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা.) জনাব মোঃ হুমায়ুন কবীর এর একটি অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে Facebook, Youtube এবং অনলাইন সাপ্তাহিক জাতীয় পত্রিকা অগ্রযাত্রায় প্রকাশিত হয়েছে যা প্রাথমিক শিক্ষা পরিবারের মর্যাদা ক্ষুন্নসহ বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। শিক্ষকের বর্ণিত কার্যকলাপ অসদাচরণের সামিল বিধায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) মোতাবেক তাকে সরকারি চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। (২)সাময়িক বরখাস্ত কালীন তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন। (৩)ইহা আদেশ জারীর তারিখ হতে কার্যকর হবে।”
এবিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে বিজয়নগর উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব বলেন, “ জেলা শিক্ষা অফিসারের কাছে ঘটনাটির বিষয়ে রিপোর্ট পাঠানোর পর তাকে সাসপেনশন করা হয়েছে। এটা আমাদের শিক্ষা পরিবারের জন্য একটা মর্যাদাহানিকর একটা ঘটনা। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এটার তদন্ত চলছে, তদন্তে কি হয় এটার জন্য অপেক্ষা করতে হবে। এখন এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে গেছে।”

অশ্লীল ভিডিও প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিজয়নগরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘হরষপুরের একজন নেতৃত্ব সম্পন্ন শিক্ষকের পারসনাল ভিডিও এভাবে ভাইরাল করিয়ে আমাকে মানসম্মানহানি করা তো, আমি এটার বিচার প্রার্থী। আসলে এই বয়সে আমার পেশাগত ও সামাজিক মর্যাদাহানি যারা করেছে আমি তাদের বিচার প্রার্থনা করছি।’

এদিকে হুমায়ুন কবির নিজেকে বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি বলে দাবি করেন।

02/05/2024
গরিবের বন্ধু মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সমাজে তারই দরকার।নিজস্ব প্রতিনিধিঃ   আসন্ন ৮ই মে, রোজঃবুধবার ২০২৪ ইং ...
01/05/2024

গরিবের বন্ধু মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সমাজে তারই দরকার।

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ৮ই মে, রোজঃবুধবার ২০২৪ ইং নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দল মত নির্বিশেষে আপনার মূল্যবান ভোটটি মোঃজলিল হোসেন ভাইকে দোয়াত কলম মারর্কয়, আপনার মূল্যবান ভোটটি দিবেন খেটে খাওয়া মেহনতি মানুষের সেবা করার সুযোগ করে দিবেন।

উনি একজন যোগ্য প্রার্থী গরিব দুঃখীর মানুষের পাশে থাকার সুযোগ করে দিবেন।

সময় এসেছে এবার গরিব-দুখীন ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আপনার মূল্যবান ভোট দিয়ে মোঃ জলিল হোসেন ভাইকে জয়যুক্ত করে আপনার সেবা করার সুযোগ করে দিবেন।

30/04/2024

ভোটের ফলাফলকে কেন্দ্র করে পুলিশ ও সাধারণ জনগণ এর সাথে দাওয়া পাল্টা দাওয়া।

সিদ্ধিরগঞ্জে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার; দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার। #নিজস্ব প্রতিনিধিঃনারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগ...
23/04/2024

সিদ্ধিরগঞ্জে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার; দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার।

#নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চালিযে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তথ্যমতে ডাকাতি হওয়া তিন ভরি স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা, মো: রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯) ও মো: আকাশ (১৮)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)।

পুলিশ সুপার জানান, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, একটি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যান।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মো: রফিকুল ইসলাম ও মো: আকাশকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যমতে, ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কামাল গাজীকে গ্রেপ্তার করে এবং ডাকাতি হওয়া মালামাল থেকে তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

এছাড়াও তাদের তথ্যমতে, জালকুড়ি তালতলা ডিএনডি খাল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে ঘটনার সঙ্গে সাতজন জড়িত থাকার কথা জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার মো. কামাল গাজীর বিরুদ্ধে আটটি ডাকাতি এবং আসামি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে।

এ ডাকাতির সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

22/04/2024

পথচারী এক পাগলের গল্প

আমার টিভি

18/04/2024

সরাইলে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত, আটক ১০



আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘষের্র ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পরমানন্দপুর গ্রামের সোনাউল­াহ গোষ্ঠীর মান্নান মিয়ার সাথে বুইল­ার বাড়ির রাশিদ মিয়ার মধ্যে ধান শুকানোর খলা দখল ও মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঝগড়ার নেতৃত্ব দেন সানাউল­াহ গোষ্ঠীর কাঞ্চন মিয়া এবং বুইল­ার দলের পক্ষে জিয়াউল আমিন। পরে সোনাউল­াহর পক্ষে যোগ দেয় খাঁ বাড়ি, কৈবতবাড়ির লোকজন। অপর বুইল­ার বাড়ির সাথে যোগ দেন বুদ্ধির গোষ্ঠী, বড়বাড়ি ও উজিবাড়ির লোকজন। এতে উভয় পক্ষের ৪০জন আহত হয়। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় ১০ জনকে আটক করা হয়। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুল

17/04/2024

নববর্ষ বরণে উচ্ছ্বাস আনন্দে রাঙামাটিতে চলছে সাংগ্রাই জলোৎসব
আলমগীর মানিক,রাঙামাটি

নরসিংদতে প্রকাশ্যে গুলির পর গলাকেটে হত্যা ১৫ এপ্রিল ২০২৪
15/04/2024

নরসিংদতে প্রকাশ্যে গুলির পর গলাকেটে হত্যা ১৫ এপ্রিল ২০২৪

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি লেখেন, আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে
15/04/2024

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি লেখেন, আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে

কচুরিপানার মত মানুষের ভিড়ে বিরক্ত হচ্ছে এলাকাবাসী।নরসিংদী চরাঞ্চল করিমপুর ও নজরপুর তথা চরাঞ্চলের সকল জনগণ এ রাস্তায় আস...
13/04/2024

কচুরিপানার মত মানুষের ভিড়ে বিরক্ত হচ্ছে এলাকাবাসী।

নরসিংদী চরাঞ্চল করিমপুর ও নজরপুর তথা চরাঞ্চলের সকল জনগণ এ রাস্তায় আসা যাওয়া করে আমরা দেখেছি প্রায় সময়ই এই শেখ হাসিনার সেতুতে অনেক বড় একটা জ্যাম লেগে থাকে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রইল সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়।

অতি দ্রুত এটার পদক্ষেপ নেওয়া হোক।

09/04/2024

ঝালকাঠির কাঠালিয়ায় গরীবদের মাঝে ঈদ উপহার বিতরন।

১০ এপ্রিল ২০২৪ ঝালকাঠি। ঝালকাঠি প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ায় আজ মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের গরীবদের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়েছে। ইউনিয়নের প্রায় ১ হাজার এক শত পরিবারের মধ্যে এ সব উপহার সামগ্রী বিতরন করা হয়। বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন নিজ অর্থায়নে এ ঈদ উপহার বিতরন করেন।
এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ শামসুল আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি

08/04/2024

২ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করেন এস আই কামরুল হাসান পিপি এম ।

এক্স নোয়া গাড়ি, ঢাকা মেট্রো চ ৫১ ৬১ ২৫
CNN বাংলাtv ও দৈনিক মাতৃভূমির খবর PRESS এর স্টিকার লাগিয়ে গাজার ব্যবসায়ী দুজনকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই কামরুল হাসান পিপি এম।

স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিয়েছেন রান্না ভালো না হওয়ায়
06/04/2024

স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিয়েছেন রান্না ভালো না হওয়ায়

06/04/2024
হাজার হাজার মুসলমানের অংশগ্রহণে মসজিদে আকসায় দোয়া-মোনাজাত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কদরের রাতের স্মৃতিচারণ।আমার টিভি...
06/04/2024

হাজার হাজার মুসলমানের অংশগ্রহণে মসজিদে আকসায় দোয়া-মোনাজাত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কদরের রাতের স্মৃতিচারণ।
আমার টিভি

With the participation of thousands of Muslims, the memorial of the night of Qadr in the mosque of Aqsa with prayers and prayers and recitation of Quran.

বাংলা দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি
25/03/2024

বাংলা দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি

নওগাঁর মহাদেবপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সোহাগ নামে এক জন আটক উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ  নওগাঁর মহাদেবপুরে ১...
20/03/2024

নওগাঁর মহাদেবপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সোহাগ নামে এক জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে ১ম শ্রেণির শিশু শিক্ষার্থী (৭) ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবগঞ্জ বাজারের যুগল তরণীর ছেলে সোহাগ তরণীকে (১৬) একমাত্র আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সোহাগ তরণীকে গ্রেপ্তার করে বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজারস্থ আসামীর শয়নকক্ষে।
মামলা সূত্রে জানায়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থী (৭) কে চকলেট দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সোহাগ তরণী তার নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এসে রক্তাত্ব অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু সোহাগ তরণীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ।

20/03/2024

কিশোর গেং কে চাঁদা না দেওয়ায় করিমপুরের এক অটো চালক কে তুলে নিয়ে হত্যার প্রস্তুতি।

#কিশোরগেং

তারিখঃ- ১৪,০২,২০২৪ইং।রোজঃ- বুধবার

সময়ঃ- বিকাল অনুমান ৫.৩০ ঘটিকা। স্থান: নরসিংদী সদর থানাধীন নাগরিয়াকান্দি ব্রীজের পূর্বপার্শ্বে বুদিয়ামারা গ্রামস্থ সেকান্দর রেস্টুরেন্ট এর

উত্তর পার্শ্বে খালি জায়গায়।
১ অভিযোগকারী নিজ। ২। সবুজ মিয়া (ভিকটিম), পিতা- মতিন মিয়া,

আসামিগণের দের নাম
১। জিহাদ (২০), পিতা- সিরাজ মিয়া, ২। বাচ্চু (২১), পিতা- মোহাম্মদ আলী, 9 ফাহাদ (২১), পিতা- মোমেন, সর্ব সাং- বুদিয়ামারা, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।

মিয়াকে এলোপাথারী বাইরাইয়া মারাত্মক রক্ত জমাট নীলাফুলা জখম করে। ৩নং আসামী তাহার মোবাইল দিয়া উক্ত মারধরের ভিডিও ধারন করিয়া অভিযোগকারীর ছেলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়ার মোবাইলের মাধ্যমে ৩নং সাক্ষী হাওয়া বেগমকে ইমুতে ভিডিও কল দিয়া ২নং সাক্ষীকে মারধর করিয়া দেখাইয়া "আধা ঘন্টার মধ্যে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নিয়া আসিয়া ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়াকে নিয়া যাইতে বলে এবং যদি কোন চালাকী করার চেষ্টা করে বা থানা পুলিশকে জানায় তাহা হইলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়াকে প্রাণে মারিয়া লাশ নাদীতে ভাসাইয়া দিবে। মর্মে হুমকি প্রদান করিলে ৩নং সাক্ষী তাৎক্ষনিক ৪নং সাক্ষীকে নিয়া নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা নিয়া ঘটনাস্থলে যাইয়া ১নং আসামীর হাতে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা প্রদান করিলে আসামীগণ অভিযোগকারীর ছেলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়াকে ছাড়িয়া দিয়া চলিয়া যায়। পরবর্তীতে আসামীগণ অভিযোগকারীর ছেলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়াকে মারধরে ধারনকৃত ভিডিও ইন্টারনেটে পোষ্ট করিয়া দেয়। ২নং সাক্ষী ইন্টারনেট হইতে উক্ত ভিডিও দেখিতে পাইয়া সংগ্রহ করে। অভিযোগকারী উক্ত বিষয়ে স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করিয়া ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল। আসামীগণ উক্তরূপে উক্ত ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। স্বাক্ষীগন ঘটনা দেখে ও শুনে। বাদী ন্যায় বিচার প্রার্থী।

অভিযোগকারী পক্ষে বিনীত নিবেদন এই যে,

১। অভিযোগকারী একজন সহজ, সরল, শান্তিপ্রিয়, আইন মান্যকারী লোক হয় বটে। পক্ষান্তরে আসামীগণ পরস্পর একদলভুক্ত, অপহরনকারী, সন্ত্রাসী, ছিনতাইকারী প্রকৃতির, আইন অমান্যকারী লোক হইতেছে বটে। ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়া অভিযোগকারীর ছেলে এবং ৩নং সাক্ষী হাওয়া বেগম অভিযোগকারীর স্ত্রী হয় বটে।

২। অভিযোগকারীর ছেলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়া একজন অটো গাড়ী চালক হইতেছে। অভিযোগকারীর ছেলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়া নরসিংদী শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় অটো গাড়ী চালাইয়া জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন, অর্থাৎ বিগত ১৪.০২.২০২৪ইং তারিখ রোজ বুধবার নরসিংদী হইতে যাত্রী নিয়া নাগরিয়াকান্দী ব্রীজ পাড় হইয়া বুদিয়ামারা বাজারে যাত্রী নামাইয়া দিয়া খালি অটো গাড়ী নিয়া নরসিংদী শহরে ফেরার পথে নাগারিয়াকান্দি ব্রীজের পূর্বপার্শ্বে সেকান্দর রেস্টুরেন্ট এর উত্তর পার্শ্বে পাঁকা রাস্তায় আসামীগণ পথরোধ করিয়া অভিযোগকারীর ছেলে ২নং সাক্ষী ভিকটিম সবুজ মিয়াকে আটকাইয়া অটো গাড়ী হইতে নামাইয়া সেকান্দর রেস্টুরেন্ট এর উত্তর পার্শ্বে খালি জায়গায় নিয়া জোর পূর্বক অটো গাড়ী ছিনাইয়া নিয়া ১-২নং

Address

Facebook. Com
West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when আমার টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies