Sirajul Islam 05

Sirajul Islam 05 ভালোবাসা দিলে ভালোবাসার আশা করা যায়

এজন্য আসুন আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে সফলতার দিকে এগিয়ে যাই

আলহামদুলিল্লাহ, বিজয়ের শুরু বিজয় দিয়ে!🇧🇩❤️
16/12/2024

আলহামদুলিল্লাহ, বিজয়ের শুরু বিজয় দিয়ে!🇧🇩❤️

10/12/2024

তোর বাবার বয়স হচ্ছে"
শরীর টাও ভালো না"
তুই বিয়েতে রাজী হয়ে যা"

Best emotional blackmail for a girl😅💔

08/12/2024

ওয়াজ মাহফিলের টাকা কালেকশনের জন্য ছোট বাচ্চাদের দিয়ে করায়েন না ভিক্ষা
অভিভাবকরা মহৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছে সন্তান যেন পায় দীনি এলেম শিক্ষা
নামিদামি বক্তাদের হাদিয়া দিতে না পারলে স্বার্থের মধ্যেই করুন ওয়াজ মাহফিল
বাচ্চাদের হাত পাতা টাকা দিয়ে পরিশোধ করবেন না অনেক টাকার বিল
ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবসা সফল বানানোর চলছে চেষ্টা
এমনটা হলে আমাদেরই ক্ষতি হবে শেষটা

হৃদয় জুড়ানো দৃশ্য 🥰 অভিনন্দন বাংলাদেশ 🎉
08/12/2024

হৃদয় জুড়ানো দৃশ্য 🥰
অভিনন্দন বাংলাদেশ 🎉

01/12/2024
আমরা অশ্লীল কে না বলি  ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️  Umma Kulsum Popi Umma Kulsum Popi Fan's ✅ কৃষ...
01/12/2024

আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️

Umma Kulsum Popi

Umma Kulsum Popi Fan's ✅

কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।
Umma Kulsum Popi Fan's
উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো!!
#সংগৃহীত
#চাষবাস #খেতি #কৃষিবিদ্যা

28/11/2024

বিয়ে বাড়িতে মেয়েদের ঠান্ডা না লাগার রহস্যটা কি?🤔
জানতে চাই ।

28/11/2024

তুমি সুন্দর, তোমার মন বড় বিষাক্ত'
দুষিত তুমি!তোমার চোঁখে মুখে পচাঁ মনের গন্ধ ভাসে⚡
তোমাকে ভালোবাসতাম এটা ভাবলেও:-
আমার দম বন্ধ হয়ে আসে+
দুঃখও দিলে দোষও দিলে, আজব তুমি প্রিয়.!😊😅

সবাই বলে নতুনদের পাশে আছি কিন্তু দিন শেষ ফলাফল শুন্য       #নতুন  #ইউজার
26/11/2024

সবাই বলে নতুনদের পাশে আছি কিন্তু দিন শেষ ফলাফল শুন্য #নতুন #ইউজার

বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম
12/11/2024

বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম

05/11/2024

#আগাম_আলু_আবাদে_কৃষক_ভাইদের_জন্য_করণীয়-

#জলবায়ুঃ
আলু চাষের জন্য উপযোগী তাপমাত্রা ১৫°-২০° ডিগ্রি সে. উপযুক্ত।

#জমি_নির্বাচনঃ
আলু ফসল যে কোন মাটিতে হতে পারে। তবে আলু চাষের জন্য বেলে দো-আঁশ, দেআশ মাটি সবচেয়ে ভালো। জমি অবশ্যই রৌদ্র উজ্জ্বল হতে হবে। মাঝারি উচু ও উচু হতে হবে। যাতে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকে।

#জাত_নির্বাচনঃ
আলুর জনপ্রিয় উচ্চ ফলনশীল জাত সমূহ
#ডায়ামন্ট/ #কার্ডিনাল/ #গ্রানোলা/ #এসটারিক্স/ #কারেজ/ #এলুয়েট/ভ্যালেনসিয়া/সানসাইন/লেভান্তে/মিউজিকা

#জমি_তৈরিঃ
আলুর জমি কমপক্ষে আড়াআড়ি ভাবে ৪-৫ (ট্রাকটার) চাষ দিতে হবে। যাতে মাটিতে কোন ঢেলা না থাকে মাটি ঝুরঝুরে ও সমতল করে নিতে হবে।

#বীজ_সংগ্রহ_ও_পরিচর্যাঃ
কোল্ড স্টোরেজ থেকে বীজ আলু বের করার পর ৪৮ প্রি হিটিং রুমে রাখতে হবে বীজ আলু বাড়িতে আনার ২৪ ঘন্টার মধ্যে বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানের জন্য বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তা না হলে বস্তায় আলু ঘেমে পঁচে যেতে পারে।

#বীজ_শোধনঃ
যদি সম্ভব হয় আলু বীজকে কার্বেন্ডাজিম বা কার্বক্সিল+থিরাম গ্রুপের ছত্রাকনাশক ম্যাপভেক্স-৭৫ ডাব্লিউপি, ভিটাফ্লো-২০০ এফএফ, এসাভেক্স-৪০ ডাব্লিউপি প্রতি কেজি বীজের ৩.৫ গ্রাম হারে মিশিয়ে শোধন করা যেতে পারে।

#বীজের_সাইজ/আকারঃ
আলু ফসলের জন্য ৩০-৪০ গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে উত্তম। কেটেও বীজ লাগানো যেতে পারে। আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটতে হবে যাতে কমপক্ষে প্রতিটি অংশে কমপক্ষে দুটি চোখ/কুঁড়ি থাকে। কাটা আলু ২-৩ দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।

#আলু_আবাদের_উপযুক্ত_সময়/মৌসুমঃ
অক্টোবর মাসেও আলু রোপন করা যায়। তবে নভেম্বর মাস আলু লাগানোর উপযুক্ত সময়। নভেম্বরের পরে আলু রোপন করলে ফলন কমে যায়।

#রোপণ_দূরত্বঃ
আস্ত আলুর সারির দুরত্ব ৬০ সে:মি: বীজের দুরত্ব ২৫ সে. মি.
কাটা আলুর সারির দুরত্ব ৬০সে:মি: বীজের দুরত্ব১৫ সে: মি:

#বীজহারঃ
হেক্টরে প্রতি ১.৫ টন।
বিঘা প্রতি ২০০ কেজি
শতক প্রতি ৬ কেজি

#সারের_পরিমাণঃ (বিঘা প্রতি ৩৩ শতকে)

ইউরিয়া ৪০ কেজি
টিএসপি/ডিএপি ২৬.৪ কেজি
এমওপি ২৮ কেজি
জিপসাম ১৬.৫০ কেজি
জিংক/দস্তা ১.৬ কেজি
বোরন ১.৬ কেজি
ম্যাগসার ১০ কেজি
দানাদার কীটনাশক ২ কেজি
গোবর ১৩২০ কেজি

#প্রতি শতকে)
ইউরিয়া ১২০০ গ্রাম
টিএসপি/ডিএপি ৮০০ গ্রাম
এমওপি ৮৫০ গ্রাম
জীপসাম ৫০০ গ্রাম
দস্তা ৫০ গ্রাম
বোরব ৫০ গ্রাম
ম্যাগসার ৩০০

05/11/2024

জীবিকার তাগিদে একবার বাড়ি ছাড়লে আর কখনোই স্থায়ীভাবে বাড়িতে ফেরা হয় না।

05/11/2024

টার্গেট এই শীত নয়, আগামী শীত!🙂

শুভ সন্ধ্যা ♥️
31/10/2024

শুভ সন্ধ্যা ♥️

শুভ সকাল 🥰
27/10/2024

শুভ সকাল 🥰

Address

West Bangla
DHAKA

Telephone

+8801774446605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirajul Islam 05 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirajul Islam 05:

Videos

Share

Category