The BD Journal

The BD Journal The BD Journal is one of the most popular bangla news portals based on Bangladesh. Breaking News Ban

উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রা-সীদের হাম-লায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের এই ছোট্ট শিশু তাজকিয়া এতিম হলো
26/11/2024

উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রা-সীদের হাম-লায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের এই ছোট্ট শিশু তাজকিয়া এতিম হলো

যখন একজন নারী নিজেকে ঢেকে রাখার সিদ্ধান্ত নেয়, তখন সে কম প্রসাধনী, কম গহনা, কম পোশাক কেনেন। লক্ষ্য করুন, আমি “কম” বলেছি...
01/11/2024

যখন একজন নারী নিজেকে ঢেকে রাখার সিদ্ধান্ত নেয়, তখন সে কম প্রসাধনী, কম গহনা, কম পোশাক কেনেন। লক্ষ্য করুন, আমি “কম” বলেছি, “একদমই না” বলিনি। এর ফলে পুঁজিবাদী সমাজ খুশি হয় না।

কারণ, একজন হিজাব পরিহিতা নারী অর্থনীতিতে আঘাত করেন। তিনি প্রসাধনী শিল্প, পোশাক শিল্প, মেডিক্যাল মাফিয়া, ফার্মাসিউটিক্যাল শিল্প—সব কিছুতেই প্রভাব ফেলেন।

তাই তারা তাকে আঘাতকরার চেষ্টা করে, তাকে পিছিয়ে পড়া, কম বুদ্ধিমান, প্রথাগত এবং আধুনিকতার জন্য হুমকি হিসেবে তুলে ধরতে চায়। তারা এমন গল্প তৈরি করে, যা তার সৃষ্টিকর্তার আদেশ মানার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

এভাবেই তারা বিভ্রান্তি সৃষ্টি করে, যেন একসময় সেই হিজাব পরিহিতা নারী কর্পোরেট ভাবনা মানার “সিদ্ধান্ত” নেয়।

তাকে বিশ্বাস করানো হয় যে এটা “তার নিজের ইচ্ছা”, এবং হিজাব ছেড়ে দিয়ে সে “স্বাধীন” হয়েছে।

27/08/2024

প্রধান উপদেষ্টা - নোবেল লরিয়েট, পিএইচডি এবং অর্থনীতিবিদ
চিফ জাস্টিস - অনার্স ১ম ( ঢাবি), এম এ ( অক্সফোর্ড),
পিএইচডি ( যুক্তরাষ্ট্র)
বাংলাদেশ ব্যাংক গভর্নর -অনার্স ( ঢাবি), এম এ ( কানাডা),
পিএইচডি ( কানাডা)
ভিসি ঢাকা বিশ্ববিদ্যলয় - অল থ্রু স্টান্ড এন্ড ১ম শ্রেনীতে প্রথম
( চবি), পিএইচডি ( যুক্তরাজ্য) পোস্ট ডক
( অক্সফোর্ড)
প্রো ভিসি ঢাবি ১ - পিএইচডি (ক্যামব্রিজ)

প্রো ভিসি ঢাবি ২- মাসটার্স ( যুক্তরাজ্য) পিএইচডি (যুক্তরাজ্য)

অর্থ উপদেষ্টা- পিএইচডি ( কানাডা)
আইন উপদেষ্টা - পিএইচডি ( যুক্তরাজ্য)
পাট ও বস্ত্র উপদেষ্টা- পিএইচডি ( বাংলাদেশ)
শিক্ষা উপদেষ্টা - পিএইচডি (ক্যামব্রিজ)

মানে দেখতেই ভালো লাগে ।

এছাড়া নতুন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরূপে যারা নিয়োগ পেয়েছেন এবং বেশীর ভাগ উপদেষ্টাগণের প্রায় প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ।

আসলে প্রকৃত শিক্ষিত মানুষের বিকল্প নেই। প্রকৃত শিক্ষার বিকল্প নেই।

পলক-কে কেউ গ্রেফতার করেনিও নিজে নিজেই গ্রেফতার হয়ে গেছে। 🤔
14/08/2024

পলক-কে কেউ গ্রেফতার করেনি
ও নিজে নিজেই গ্রেফতার হয়ে গেছে। 🤔

12/08/2024
নির্বাহী ক্ষমতা ছাড়া সেনাবাহিনী নামতে রাজি হচ্ছে না
19/07/2024

নির্বাহী ক্ষমতা ছাড়া সেনাবাহিনী নামতে রাজি হচ্ছে না

কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সারাদেশে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বুধবার রাতেই সেনাবাহি.....

কারফিউ জারি, সেনা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত।
19/07/2024

কারফিউ জারি, সেনা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত।

19/07/2024
মৃত্যুকে বুক পেতে নিয়ে চিরজীবী  হলো তারা।আর,,ভীরু,কাপুরুষ, তেলবাজ, পা চাটার দল,জনতার ঘৃণায়, অভিশাপে মরার আগে হাজার বার ম...
17/07/2024

মৃত্যুকে বুক পেতে নিয়ে চিরজীবী হলো তারা।
আর,,ভীরু,কাপুরুষ, তেলবাজ, পা চাটার দল,
জনতার ঘৃণায়, অভিশাপে
মরার আগে হাজার বার মরছিস তোরা।
আমৃত্যু সন্তানহারা মায়ের আর্তনাদ বিষাক্ত সর্প হয়ে
তোদের করবে তাড়া!

ভেবো না শুকিয়ে যাবে,পিচঢালা পথের রূধির রং!ভুলো না হীরক জয়ন্তীর ইতিহাস!  রক্তস্রোতে ভেসে যাবে ন্যায়বিরুদ্ধ নিয়ন্ত্রণ!যা ঘ...
16/07/2024

ভেবো না শুকিয়ে যাবে,
পিচঢালা পথের রূধির রং!
ভুলো না হীরক জয়ন্তীর ইতিহাস!
রক্তস্রোতে ভেসে যাবে ন্যায়বিরুদ্ধ নিয়ন্ত্রণ!
যা ঘটেছে পূর্বে, তা ঘটাচ্ছো এখনো?
মনে আছে তো পরিনতি?
শেষ হাসি কে হেসেছে
মনে আছে?

14/07/2024

‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে গত ১২ বছরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে ৩০টি নিয়োগ পরীক্ষার ....

20/05/2024
14/05/2024

খুব বেশি বিপদে আছেন, মানুষের কাছে সাহায্য পাওয়ার আশাও নেই এমন অবস্থায় তিনটি আমল করুন। আল্লাহ তা'আলা অলৌকিক ভাবে উদ্ধার করবেন সেই বিপদ থেকে।

১. দুয়া ইউনুস
২. ইস্তিগফার
৩. দরুদ

06/05/2024

একবার হযরত উমর (রা.) বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন । তিনি বাজারে এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো'আ করছে-

'হে-আল্লাহ ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন ।

হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন- 'তুমি এই দো'আ কোথা থেকে শিখেছো ?'

উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর কুরআন থেকে । আল্লাহ কুরআনে বলেছেন,
'এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকে উপদেশ দিতে লাগলেন- 'হে-উমর ! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী ।' সাথে তিনিও দো'আ করতে লাগলেন-

'হে-আল্লাহ ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও ।'

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা ?'

★ এখন যদি আমরা কুরআনে 'অধিকাংশ ব্যক্তি' বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-

> অধিকাংশ ব্যক্তিই তা জানে না । ( ৭:১৮৭)

> অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না । (২:২৪৩)

> অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না । (১১:১৭)

> তোমাদের অধিকাংশই অবাধ্য । (৫:৫৯)

> তাদের অধিকাংশই মূর্খ । (৬:১১১)

> তাদের অধিকাংশই সত্য জানে না । (২১:২৪)

> তাদের অধিকাংশই বুঝে না । (৪৯:৪)

> অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না । (৪১:৫)

★ তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

> আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)

> অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো । (১১:৪০)

> একদল পূর্ববর্তীদের মধ্য থেকে । এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে । (৫৬:১৩-১৪)

তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমীন ।

© Dr. Gm Kibria

🤗
21/04/2024

🤗

10/04/2024
01/04/2024

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়বো?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّ

উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ক্ষমা প্রার্থনার বিশেষ এ দোয়াটি বেশি বেশি পড়া।

ইবনে মাজাহ ৩৮৫০

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when The BD Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies