nRB TECH

nRB TECH NRB TECH" is one of the tech-based YouTube & Facebook channel. Please Subscribe to me and stay connect. thank you.

Bringing you quality tech tutorials and Smartphone, PC, Laptop, electronic gadget and Software reviews in Bengali.

♥️♥️
12/03/2023

♥️♥️

প্রথমে ভাবলাম মরেগেছে! পরে দেখি ছবি তুলতেছে 😁😁
15/02/2023

প্রথমে ভাবলাম মরেগেছে!
পরে দেখি ছবি তুলতেছে 😁😁

13/11/2022

কি হয়েছিলো শিল্পী আকবরের?

01/11/2022

ইউটিউব শর্টস বন্ধ করবেন যেভাবে

যেভাবে পেনড্রাইভ লক করবেন: স্মৃতিময় ছবি, ভিডিও বা ব্যক্তিগত ফাইল সংরক্ষণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেনড্রাইভ। ছোট্ট এই ...
31/10/2022

যেভাবে পেনড্রাইভ লক করবেন:

স্মৃতিময় ছবি, ভিডিও বা ব্যক্তিগত ফাইল সংরক্ষণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেনড্রাইভ। ছোট্ট এই ড্রাইভটি যেখানে খুশি পকেটে নিয়ে যেতে পারবেন। মজুদ রাখতে পারবেন অসংখ্য ডাটা। তবে পেনড্রাইভ আকারে খুব ছোট হওয়ায় প্রায়ই হারিয়ে যায়।

মাঝে মাঝে খুঁজে পাওয়া গেলেও বেশিরভাগ সময়ই হাত ছাড়া হয়ে যায়। এতে বিপদে পড়তে হয় নিজেকেই। কারণ অতি গুরুত্বপূর্ণ ডাটাগুলোই পেনড্রাইভে রাখেন সবাই। কারো হাতে পড়লে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনাও থাকে। তাই পেনড্রাইভ চাইলে লক করে রাখতে পারেন। পেনড্রাইভে পাসওয়ার্ড এবং পিন যে কোনো একটি ব্যবহার করতে পারবেন।

আপনার স্মার্টফোন থেকে খুব সহজেই পাসওয়ার্ড সেট করতে পারবেন। কম্পিউটার বা ল্যাপটপ থেকে করা যায় কাজটি। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন থেকে কীভাবে পেনড্রাইভে পাসওয়ার্ড সেট করবেন-

স্মার্টফোনের মাধ্যমে পেন ড্রাইভ লক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ইউএসবি লকইট- পাসওয়ার্ড লক ইউএসবি ড্রাইভ’ অ্যাপটি ডাউনলোড করে নিন।

>>এবার অ্যাপটি ওপেন করুন।
>> আপনার স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করুন।
>> ইউএসবি লক ইট অ্যাপে পেন ড্রাইভের ওপর ক্লিক করলে ‘ওকে’ অপশন পাবেন। সিলেক্ট করে দিন।
>> এরপর পেন ড্রাইভ লক করার জন্য কম করে ছয় সংখ্যার পিন দিন।
>> এরপর সেই একই পিন এন্টার করে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর ওকে ক্লিক করলেই পেন ড্রাইভ লক হয়ে যাবে।

পেনড্রাইভ আনলক করতে চাইলে-
>> স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করে ইউএসবি লক ইট অ্যাপ ওপেন করুন।
>> এরপর আনলক অপশনে ক্লিক করতে হবে।
>> ছয় সংখ্যার পিন এন্টার করুন।
>> এরপর আবার ছয় সংখ্যার পিন এন্টার করে আনলক করুন।

অনলাইনে নিরাপদ থাকার পদ্ধতি: সাইবার হামলা থেকে রক্ষা পেতে করণীয় বিভিন্ন তথ্য সবার কাছে তুলে ধরতে বিভিন্ন দেশের পাশাপাশি ...
29/10/2022

অনলাইনে নিরাপদ থাকার পদ্ধতি:

সাইবার হামলা থেকে রক্ষা পেতে করণীয় বিভিন্ন তথ্য সবার কাছে তুলে ধরতে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) পালন করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে সচেতন থাকলে অনলাইনে সহজেই নিরাপদ থাকা যায়। অনলাইনে নিরাপদ থাকার সাতটি কৌশল নিয়েই এবারের মূল প্রতিবেদন। লিখেছেন ইশতিয়াক মাহমুদ

অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রথমেই প্রয়োজন নিরাপদ ইন্টারনেট সংযোগ। কিন্তু এ বিষয় সম্পর্কে অনেকেই সচেতন নন। আর তাই বেশির ভাগ মানুষই সাইবার ক্যাফে, রেস্তোরাঁ, বিমানবন্দর বা রেলস্টেশনে থাকা গণ বা পাবলিক ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করেন। প্রয়োজনেও এটি করতে হয়। অনেক সময় পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী থাকে না। ফলে ব্যবহারকারীর ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টসহ ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকে। আর তাই পাবলিক ওয়াই-ফাই বা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএনে ব্যবহারকারীদের তথ্যে কোড যুক্ত বা এনক্রিপ্ট করে বিনিময় হওয়ায় সহজে সেগুলো সংগ্রহ করতে পারে না সাইবার অপরাধীরা।

শক্তিশালী পাসওয়ার্ড:
অনলাইনে নিরাপদ থাকতে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না। পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন) ব্যবহার করা উচিত।

হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যার ব্যবহার:
অনলাইনে নিরাপদ থাকতে কম্পিউটার এবং মুঠোফোনে হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যার ব্যবহার করতে হবে। শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। কারণ, হালনাগাদ অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সফটওয়্যারের নিরাপত্তাব্যবস্থা বেশ শক্তিশালী থাকে। ফলে ইন্টারনেট ব্যবহারের সময় সাইবার হামলার আশঙ্কা থাকলে ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি হামলা প্রতিরোধেও ভূমিকা রাখে।

তথ্য বিনিময়ে সতর্কতা ও সংরক্ষণ:
আমরা অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট বা মেসেজিং সেবায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ছবি বা তথ্য দিয়ে থাকি। এতে পরিচিতদের পাশাপাশি অপরিচিতরাও বিভিন্ন ব্যক্তিগত তথ্য জেনে যান। ফলে সাইবার অপরাধীরা চাইলেই ছবি বা তথ্যগুলো কাজে লাগিয়ে সাইবার হামলা চালাতে পারে। আবার অ্যাকাউন্ট বেহাত হলে সব তথ্য এবং ছবিগুলো সাইবার অপরাধীদের দখলে চলে যেতে পারে। আর তাই নিরাপদ থাকতে ব্যক্তিগত নিরাপত্তা নষ্ট করতে পারে, এমন কোনো তথ্য ও ছবি অনলাইনে বিনিময় না করাই ভালো। এর পাশাপাশি কম্পিউটার এবং মুঠোফোনে থাকা তথ্য পেনড্রাইভ, আলাদা হার্ডডিস্ক, ক্লাউড বা অন্য কোনো মাধ্যমে সংরক্ষণ করা উচিত। এর ফলে সাইবার হামলার শিকার হলেও গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে থাকবে।

ফিশিং লিংকে ক্লিক না করা:
ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন প্রলোভন ও সুবিধা দেওয়ার নাম করে ই-মেইল এবং সামাজিক যোগাযোগ সাইটে বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা, যা ফিশিং আক্রমণ নামে পরিচিত। ফিশিং আক্রমণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আর তাই অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পাঠানো ই-মেইলে থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কারণ, লিংকগুলোতে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে

ক্ষতিকর ম্যালওয়্যার কম্পিউটার ও মুঠোফোনে প্রবেশ করে ব্যবহারকারীদের তথ্য ও অর্থ চুরি করতে পারে। আর তাই ই-মেইল বা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে বিনিময় করা কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

ডাউনলোডে সতর্কতা:
অনেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট বা স্টোর থেকে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করেন। কিন্তু এর মাধ্যমে মুঠোফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে সাইবার হামলা চালাতে পারে সাইবার অপরাধীরা। আর তাই অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করার সময় সতর্ক থাকতে হবে। অপরিচিত ও অবৈধ উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে প্রয়োজন ছাড়া মুঠোফোন বা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেওয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।

হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার:
অনলাইনে নিরাপদ থাকার জন্য অ্যান্টিভাইরাস বেশ গুরুত্বপূর্ণ। অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বিনা মূল্যের অ্যাপ পাওয়া যায়। তবে টাকার বিনিময়ে অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। ফলে অনলাইনে নিরাপদ থাকার সম্ভাবনা বাড়বে।

ইভ্যালি ধন্যবাদ উৎসব ২৮ অক্টোবর:নব উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। নতুন করে পথ...
27/10/2022

ইভ্যালি ধন্যবাদ উৎসব ২৮ অক্টোবর:

নব উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। নতুন করে পথচলার শুরুতেই দেশজুড়ে থাকা ইভ্যালির লাখো গ্রাহক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ‘ধন্যবাদ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আগামী ২৮ অক্টোবর রাত ১০ টায় ইভ্যালি প্ল্যাটফর্মে শুরু হবে এই ‘ধন্যবাদ উৎসব’।

এই উৎসবে ইভ্যালি থেকে কেনা যাবে দেশের নামীদামী আর বড় ব্র্যান্ডগুলোর পণ্য। মোবাইল, ইলেকট্রনিক্স, কম্পিউটার এক্সেসরিজ, গৃহস্থালী সরঞ্জাম থেকে শুরু করে থাকছে পোষাক-জুতার মতো লাইফস্টাইল পণ্য।

পাওয়া যাচ্ছে ‘সিম নট সাপোর্টেড’ মেসেজ: আইফোন ১৪: ডিভাইস অ্যাক্টিভেশন ও ক্যামেরা ভাইব্রেশন সংক্রান্ত সমস্যার পর ফের সমস্...
25/10/2022

পাওয়া যাচ্ছে ‘সিম নট সাপোর্টেড’ মেসেজ: আইফোন ১৪:

ডিভাইস অ্যাক্টিভেশন ও ক্যামেরা ভাইব্রেশন সংক্রান্ত সমস্যার পর ফের সমস্যায় পড়েছেন সদ্য বাজারে আসা আইফোন ১৪ এর ব্যবহারকারীরা। ফোনের স্ক্রিনে ‘সিম কার্ড নট সাপোর্টেড’ লেখা পপ আপ মেসেজ আসছে।

বিষয়টি স্বীকার করে অ্যাপল বলছে, সমস্যা সমাধানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যা নয়। অপেক্ষা করুণ, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

ম্যাকরিউমারসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই সিম কার্ড নট সাপোর্টেড লেখা পপ আপ মেসেজ পাওয়া যাচ্ছে। মেসেজ আসার সাথে সাথেই ফোনটি হ্যাং হয়ে যায়।

চার্জার না দেওয়ায় অ্যাপলকে ব্রাজিলে ফের জরিমানা:আইফোনের সঙ্গে চার্জার না থাকায় ফের অ্যাপলকে জরিমানা করেছেন ব্রাজিলের আদা...
23/10/2022

চার্জার না দেওয়ায় অ্যাপলকে ব্রাজিলে ফের জরিমানা:
আইফোনের সঙ্গে চার্জার না থাকায় ফের অ্যাপলকে জরিমানা করেছেন ব্রাজিলের আদালত। চার্জার ছাড়াই নতুন আইফোন ব্রাজিলের বাজারে বিক্রি হওয়ায় ৯০ লাখ ডলার জরিমানা করে দেশটির আদালত তার রায়ে বলেছেন, আইফোনের সঙ্গে চার্জার দিলেই কেবল ডিভাইসটি ব্রাজিলে বিক্রির অনুমতি পাবে অ্যাপল।
এর আগে গত সেপ্টেম্বরে চার্জার ছাড়া আইফোন বিক্রি করায় দেশটিতে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ২৩ লাখ ডলার জরিমানা করা হয়। তবে অ্যাপল কার্বন নিঃসরণ কমানোর অজুহাতে চার্জার ছাড়াই বিশ্বজুড়ে আইফোন বিক্রি করছে। আইফোন কিনলে আলাদা করে চার্জার কিনতে হচ্ছে। আদালত তার পর্যবেক্ষণে বলছেন, চার্জার ছাড়া ডিভাইসটি (আইফোন) অসম্পূর্ণ। বাজারে অসম্পূর্ণ ডিভাইস বিক্রির সুযোগ নেই। অ্যাপল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া থেকে রক্ষা করার উপায়যে কারো ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া অস্বাভাবিক কোনও ঘটনা নয়। কারণ, ইউটিউ...
17/10/2022

ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া থেকে রক্ষা করার উপায়

যে কারো ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া অস্বাভাবিক কোনও ঘটনা নয়। কারণ, ইউটিউব চ্যানেল প্রতিনিয়তই হ্যাক হচ্ছো আপনি যদি কোনও জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মালিক হয়ে থাকেন, তবে আপনিও হ্যাকিং এর বিক থেকে মুক্ত নন। বরং, আপনার চ্যানেল যত জনপ্রিয়, আপনার রিফও তত বেশি।

হ্যাকাররা সাধারণত কোনও সাধারণ চ্যানেল হ্যাক করে না। তাদের টার্গেট থাকে জনপ্রিয় চ্যানেল, যে চ্যানেলের সাবস্কাইবার বেশি এবং ভিউ বেশি। এ ধরণের চ্যানেল হ্যাক করে তারা চ্যানেলের মালিককে বিপদে ফেলে দেয়। অনেক হ্যাকার মজা করার জন্যে এটা করে, আবার কিছু হ্যাকার টাকা খাওয়ার জন্যে হ্যাক করে।

হ্যাকার যে উদ্দেশ্যেই হ্যাক করুক না কেন, আপনি নিশ্চয়ই চান না যে আপনার জনপ্রিয় চ্যানেলটি অ্যাক হয়ে যাক। সুতরাং, আপনার চ্যানেলটিকে রক্ষা করা আপনারই দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে জানিয়ে দেয়া যে কী কী উপায়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে হ্যাকারের হাত থেকে কাকাতে পারেন।

১. স্ট্রং পাসওয়ার্ড সেট করুন
অ্যাকাউন্ট খোলার সময় আমাদের অনেকেই অত্যন্ত সাধারণ কোনও পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। যেমন, কেউ নিজের মোবাইল নাম্বার, কেউ তার জন্মদিনের সংখ্যা, কেউ নিজের প্রেমিক বা প্রেমিকার নাম, ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড সেট আপ করে থাকেন। আর এ ধরণের পাসওয়ার্ড অত্যন্ত বিভি। কেননা, হ্যাকাররা প্রথমদিকে এইগুলো দিয়েই অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করে থাকে।

সুতরাং, হ্যাকারের হাত থেকে ইউটিউব চ্যানেলকে রক্ষা করতে হলে স্ট্রং বা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ফেসবুক, ইউটিউবসহ যে কোনও প্লাটফর্মের জন্যে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার উপায় জেনে নিন এবং সে মোতাবেক পাসওয়ার্ড সেট করুন।

কখনোই বিভিন্ন অ্যাকাউন্টের জন্যে একই পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রতিটা প্লাটফর্মের জন্যে আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করুন এবং সেগুলো কোথাও লিখে রাখুন। সবচেয়ে ভাল হয় একটা নোট প্যাডে নিয়ে সেটাকে গুগল ড্রাইভে সেভ করে রাখা।

২. টু-স্টেপ ভেরিফিকেশন সেট করুন
যে কোনও অ্যাকাউন্ট সুরক্ষার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে টু-স্টেপ ভেরিফিকেশন। এটি দুই স্তর বিশিষ্ট্য সিকিউরিটি সিস্টেম যা মূলত মোবাইল নাম্বার দিয়ে সেট আপ করা হয়। অনেকেই আগে থেকে জানেন যে টু-স্টেপ ভেরিফিকেশন কি এবং কেন ব্যবহার করতে হয়। যারা জানেন এবং যারা জানেন না, তাদের সবার জন্যেই ইউটিউব চ্যানেল সুরক্ষার প্রথম ধাপটিই হচ্ছে টু-স্টেপ ভেরিফিকেশন সেট করা।

টু-স্টেপ ভেরিফিকেশন সেট করার পর যদি কোনও হ্যাকার আপনার ইউটিউব চ্যানেল হ্যাক করার চেষ্টা করে, তবে সে কখনোই সফল হবে না। কেননা, যতবার সে পাসওয়ার্ড দেবে, যদি সেটা সঠিকও হয়, আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে একটি কোড আসবে। হ্যাকারের পক্ষে সেই কোডটি জানা সম্ভব না, যেহেতু কোডটি আসবে আপনার মোবাইলে। সুতরাং, হ্যাকার কোডটিও ইনপুট দিতে পারবে না, আপনার চ্যানেলও হ্যাক করতে পারবে না। বরং, বারবার ট্রাই করার কারণে সে লগ আউট হয়ে যাবে।

সুতরাং, আপনার ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত রাখতে টু-স্টেপ ভেরিফিকেশন সেট করে নিন।

৩. মাল্টিপল অ্যাক্সেস বন্ধ করে দিন
আপনি যদি একাধিক ব্যক্তির সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস শেয়ার করে থাকেন, তবে নিশ্চিত হয়ে নিন যে যারা এখন আর আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত নেই, তাদের অ্যাঞ্জেস বন্ধ করে দিয়েছেন।

এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আপনার চ্যানেলটির যথাযথ পরিচালনার জন্যে আপনি একাধিক লোককে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়েছেন। কিন্তু এটা অত্যন্ত অবাভাবিক ব্যাপার যে আপনি আর কখনোই তাদের অ্যাক্সেস বন্ধ করেননি যারা এখন আর আপনার চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত নেই।

বুঝতেই পারছেন একাধিক লোকের অ্যাক্সেস থাকা চ্যানেল হ্যাকিং এর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। তাই, আপনার উচিৎ অন্যান্য সকলের অ্যাক্সেস আজই বন্ধ করে দেয়া, বিশেষ করে তাদের যারা এখন আর আপনার চ্যানেলের জন্যে কাজ করছেন না। কিংবা কাজ করার দরকারও হচ্ছে না। হতে পারে, এক সময় তাঁরা আপনার বন্ধু ছিল, কিন্তু এখন আর বন্ধু নেই। কিংবা, এখনো বন্ধু আছে কিন্তু শত্রু হতে কতক্ষণ

৪. অন্যের কম্পিউটার থেকে লগইন করবেন না
বন্ধু কিংবা আত্মীয়ের বাসায় গিয়েছেন, যেতেই পারেন, তবে সেখানকার কোনও কম্পিউটার বা স্মার্টফোন থেকে আপনার ইউটিউব চ্যানেল লগইন করবেন না। কারণ, কারো ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগইন করার পর প্রায়ই আমরা লগ আউট করতে ভুলে যাই। হলে, যার ডিভাইস থেকে লগইন করা হয় তার। পক্ষে আমাদের অ্যাকাউন্টের অ্যাঞ্জেস পাওয়া সহজ হয়ে যায়।

৫. সন্দেহজনক কোনও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
আপনার ইনবক্সে এমন কিছু ইমেল আসতে পারে যেগুলোতে আপনাকে কোনও লটারি জেতা কিংবা অন্য কোনও ভাল খবর দেয়া হয়। হতে পারে আপনাকে বলা হচ্ছে যে ফ্রিতে এক মিলিয়ন সাবক্রাইবার পেতে নিচের লিংকে ক্লিক করুন। এ জাতীয় কোনও ইমেলে কখনোই ক্লিক করবেন না। কারণ, এগুলোর সবই ফিশিং ইমেল, হ্যাকারদের টেকনিক।

13/10/2022

ফেইসবুকে মেনশন বন্ধ করুন।
Disable mension

ফলোয়ার কমে গেছে!  ফেসবুকের একটি বাগ বা গ্লিচের কারণে মূলতো এমনটা হয়েছে। সমসঢাটি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। অযথা ভূলভাল তথ্...
12/10/2022

ফলোয়ার কমে গেছে!

ফেসবুকের একটি বাগ বা গ্লিচের কারণে মূলতো এমনটা হয়েছে। সমসঢাটি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।

অযথা ভূলভাল তথ্যে ঘাবড়ে যাওয়ার দরকার নেই।

টেসলার তৈরি গাড়ি পানিতেও চলবে !!!মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এমন গাড়ি তৈরি করছে যা, রাস্তার প...
12/10/2022

টেসলার তৈরি গাড়ি পানিতেও চলবে !!!

মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এমন গাড়ি তৈরি করছে যা, রাস্তার পাশাপাশি পানিতেও চলবে। ফিউচারিস্টিক লুকিং সাইবার ট্রাক স্থলপথে চলার পাশাপাশি প্রয়োজনে জলপথেও চলতে পারবে, টুইটারে এমন তথ্য নিশ্চিত করেছেন বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

সাইবার ট্রাক গাড়িটি এমন ভাবে তৈরি হচ্ছে, যাতে জলরোধ ব্যবস্থা থাকবে। ছোটখাটো নদী, হ্রদ সহজেই পার হতে পারবে এটি। অর্থাৎ স্বল্পসময়ের জন্য গাড়িটি ভেসে থাকতে সক্ষম হবে।

কি উদ্দেশ্য এই গাড়ি নির্মাণ জরা হচ্ছে তাও জানিয়েছেন এই শীর্ষ ধনী। তিনি বলেন, টেক্সাসের বোকা চিকাতে অবস্থিত স্পেসএক্স থেকে স্টারবেস হয়ে দক্ষিণে প্যাডের আইল্যান্ড যেতে একটি চ্যানেল পার হতে হয়, ওখানে যেতে সমস্যা হয়। ভবিষ্যতে যাতে এই সমস্যা এড়ানো যায় তাই এই গাড়ি তৈরির উদ্যোগ।

টেসলা জানিয়েছে, গাড়িটি ট্রাকের চাইতে শক্তিশালী এবং স্পোর্টস কারের থেকে বেশি পারফরম্যান্স দেবে।

চলতি বছরের শুরুতে মাস্ক জানিয়েছিলেন, এই সাইবার ট্রাকে চারটি মোটরের ভ্যারিয়েন্ট থাকবে। প্রতিটি চাকায় আলাদা টর্ক কন্ট্রোল থাকবে।

উল্লেখ্য, ২০১৯-এ সাইবার ট্রাকের প্রথম ঝলক দেখিয়েছিল টেসলা। সে সময় গাড়িটির উৎপাদন ২০২২ সালের শেষের দিকে হবে বলা হলেও এখন বলা হচ্ছে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ওয়ানপ্লাসের নতুন যে ফোন ল্যাপটপকে হার মানাবে !!!শক্তিশালী প্রসেসরে ওয়ানপ্লাসের নতুন ফোন আসছে বাজারে। পরবর্তী ফ্ল্যাগশিপ ...
10/10/2022

ওয়ানপ্লাসের নতুন যে ফোন ল্যাপটপকে হার মানাবে !!!

শক্তিশালী প্রসেসরে ওয়ানপ্লাসের নতুন ফোন আসছে বাজারে। পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১১আর। বলা হচ্ছে, ল্যাপটপকে টেক্কা দেবে এই ফোন। আগামী বছরের শুরুতে একাধিক নতুনত্ব নিয়ে বাজারে আসতে যাচ্ছে ফোনটি। অবশ্য তার আগে অনলাইনে ফোনটির কিছু তথ্য ফাঁস হয়েছে।

জানা গেছে, ওয়ানপ্লাস ১১আর ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট থাকতে পারে, এই বিশেষত্ব ফোনটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে।

08/10/2022

আপনার ফোনের যে অ্যাপগুলো ডেকে আনতে পারে মহা বিপদ !!!

একটি সুরক্ষা সংস্থা সম্প্রতি ভয়ংকর তথ্য সামনে এনেছে। বলা হয়েছে, অ্যাপ স্টোর ও প্লে স্টোরের কমপক্ষে ৭৫টি অ্যাপে ভয়ংকর অ্যাডওয়্যারের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাপ দ্রুতই ফোন থেকে ডিলিট না করলে বিপদ হতে পারে আপনারও।

সুরক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপগুলো যেসব ফোনে ইনস্টল রয়েছে সেই সব ফোনে প্রথাগত বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এতে কেউ ক্লিক করলেই ম্যালওয়্যার ইনজেকশনের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।

ব্লিপিং কম্পিউটার ওয়েবসাইটে প্রথম এই ক্ষতিকর অ্যাপগুলোর খবর সামনে আসে। সেখানে জানানো হয়েছে এই ৭৫টি অ্যাপ মোট ১.৩ কোটি বার ডাউনলোড করা হয়েছে।

সাইবার সুরক্ষা গবেষকরা জানিয়েছেন, Scylla নামের একটি অ্যাডওয়্যার বিভিন্ন ফোনে হানা দিচ্ছে। ২০১৯ সালের আগস্টে প্রথম এ অ্যাডওয়াডের সন্ধান পাওয়া যায়। সেই সময় Poseidon নামে এই অ্যাডওয়্যার ধরা পরেছিল।

এতে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের লোভ দেখিয়ে ম্যালওয়্যার ছড়ানোর কাজ চালাচ্ছে হ্যাকাররা। মাঝে মধ্যেই ফুল স্ক্রিন বিজ্ঞাপন এমন ভাবে দেখানো হয় যেখানে বিজ্ঞাপনের উপরে ক্লিক না করে উপায় থাকে না। ফলে ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ইনস্টল করতে বাধ্য করা হয়। নীচে সন্দেহজনক কয়েকটি অ্যাপের তালিকা প্রকাশ করা হল-

১। Loot the Castle -com.loot.rcastle.fight.battle (id1602634568)
২। Run Bridge – com.run.bridge.race (id1584737005)
৩। Shinning Gun-com.shinning.gun.ios (id1588037078)
৪। Racing Legend 3D – com.racing.legend.like (id1589579456)
৫। Rope Runner – com.rope.runner.family (id1614987707)
৬। Wood Sculptor – com.wood.sculptor.cutter (id1603211466)
৭। Fire-Wall – com.fire.wall.poptit (id1540542924)
৮। Ninja Critical Hit – wger.ninjacriticalhit.ios (id1514055403)
৯। Tony Runs – com.TonyRuns.game
১০। Super Hero-Save the world! – com.asuper.man.playmilk
১১। Spot 10 Differences – com.different.ten.spotgames
১২। Find 5 Differences – com.find.five.subtle.differences.spot.new
১৩। Dinosaur Legend – com.huluwagames.dinosaur.legend.play
১৪। One Line Drawing – com.one.line.drawing.stroke.yuxi
১৫। Shoot Master – com.shooter.master.bullet.puzzle.huahong
১৬। Talent Trap – NEW – com.talent.trap.stop.all

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ সাশ্রয়ী মূল্যে উচ্চমানের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আনলো : দেশের প্রযুক্তি বাজারে একের পর এক...
06/10/2022

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ সাশ্রয়ী মূল্যে উচ্চমানের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আনলো :

দেশের প্রযুক্তি বাজারে একের পর এক উচ্চমানের পণ্য নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার প্রতিষ্ঠানটি বাজারে ছাড়লো নতুন আরেকটি প্রযুক্তিপণ্য- অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। অ্যাসেন্ট (ASSENT) ব্র্যান্ডের প্যাকেজিংয়ে বাজারে আসা ওয়ালটনের এই অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস নিশ্চিত করে ঝামেলাহীন অফিস অ্যাটেনডেন্স। ফলে যে কোনো প্রতিষ্ঠানের মানবসম্পদ সংক্রান্ত কাজ হয় দ্রুত ও নির্ভুল।

বিশ্বের প্রথম ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ওআইএসযুক্ত  ফোন আনছে ইনফিনিক্স: প্রথমবারের মতো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজে...
04/10/2022

বিশ্বের প্রথম ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ওআইএসযুক্ত ফোন আনছে ইনফিনিক্স:

প্রথমবারের মতো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সাপোর্টসহ ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স তাদের জিরো সিরিজের নতুন ফোনে এ ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে এ ফোন।

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when nRB TECH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to nRB TECH:

Videos

Share