চলতি বছরের ১৩ নভেম্বর লস অ্যাঞ্জেলেস-এ উন্মোচন ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠাচ্ছে লেনোভো মালিকানাধীন মোটোরলা। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানেই আইকনিক রেজর সিরিজের ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।
ইভেন্টের আগে একটি জিফও শেয়ার করেছে মোটোরলা। এতে দেখানো হয়েছে তরল ধাতব উপাদান সরিয়ে এর থেকে বের হচ্ছে একটি ডিভাইস। এই ডিভাইসটিই হতে পারে প্রতিষ্ঠানের নতুন ফোল্ডএবল স্মার্টফোন-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।
বলা হচ্ছে, এই ডিভাইসটির নাম হবে রেজর ২০১৯। স্মার্টফোনটি বাজারে এলে সরাসরি হুয়াওয়ে’র মেইট এক্স এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে মোটোরলা।
গ্যালাক্সি ফোল্ড বা মেইট এক্সের মতো বাইরের দিকে ভাঁজ হবে না মোটোরলার ফোল্ডএবল ফোন। রেজর ডিভাইসটি ভাঁজ হবে ভেতরের দিকে। প্রতিষ্ঠানের আইকনিক ফোল্ডিং রেজর ফোনের মতো
আবরার ফাহাদ এর হত্যার পূর্ণ সিসিটিভি ফুটেজ ফাঁস।
‘সামনে আমরাই রকেট-স্যাটেলাইট উৎক্ষেপণ করব’
মহাকাশ বিজ্ঞান নিয়ে দেশের তরুণ প্রজন্মই যে তৈরি হচ্ছে তা নয়; বিজ্ঞান, প্রযুক্তি, প্রোকৌশল আর গণিতে গড়ে উঠছে শিশুরাও। সামনের দিনগুলোতে এই প্রজন্মই রকেট-স্যাটেলাইট বানিয়ে মহাকাশে পাঠাতে পারবে বলে মনেপ্রাণে বিশ্বাস করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু। শিশু-কিশোর আর তরুণ প্রজন্মের কাছে মহাকাশ বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলায় কাজ করছে তার সংগঠন। সেই অভিজ্ঞতা থেকেই অপু মনে করেন, দেশের মেধাবী তরুণদের শুধু নাসা নয়, বিশ্বের যে কোনো মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করার বিপুল সুযোগ রয়েছে। দেশের মেধাবী সন্তানরাই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনে কাজ করছে, সেটাও মনে করিয়ে দিলেন তিনি। গত জুলাই মাসে ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারের আমন্ত্রণে গিয়ে ৩০ দিনের ‘অ্যাস্ট্রনট ট্রেইনিং’ করে এসেছে