IUBAT Theke Bolchi

IUBAT Theke Bolchi জন্ম থেকে জ্বলছি, IUBAT থেকে বলছি।

ব্যাকগ্রাউন্ড টা চেনা চেনা লাগছে। ছবিটার বাস্তবতাও ভার্সিটিতে একই যদিও৷
15/01/2025

ব্যাকগ্রাউন্ড টা চেনা চেনা লাগছে।
ছবিটার বাস্তবতাও ভার্সিটিতে একই যদিও৷

Uss
14/01/2025

Uss

14/01/2025

নিজের একটা ছবি স্টোরি দিবো ভেবেছিলাম। গ্যালারিতে ঢুকে দেখি, এক্সামের ম্যাটেরিয়ালসের স্ক্রিনশট সব।

সেমিস্টার ফাইনালের প্রিপারেশন হিসেবে আমি দুইটা কাজ করেছি। আমি মনে করি ভালো গ্রেড পেতে হলে, এই দুইটা কাজই এনাফ। এমনকি বই ...
14/01/2025

সেমিস্টার ফাইনালের প্রিপারেশন হিসেবে আমি দুইটা কাজ করেছি। আমি মনে করি ভালো গ্রেড পেতে হলে, এই দুইটা কাজই এনাফ। এমনকি বই খুলেও দেখতে হবে না

১. লাস্ট ক্লাসে ফ্যাকাল্টির সাথে ছবি তুলে আপলোড দিয়েছি। ক্যাপশন দিয়েছি- বেস্ট টিচার ইন দ্যা ওয়ার্ল্ড।

২. ফ্যাকাল্টির সাথে কেক কেটেছি। আকার ইঙ্গিতে বুঝিয়েছি পুরো আয়োজন আমার করা।

কুইজ: বলতে হবে আমি কে?

সৌদিতে রেপের সাজা কী ভাই? কেউ জানেন? আমি রিয়াল মাদ্রিদের হয়ে মামলা করতে চাই।
12/01/2025

সৌদিতে রেপের সাজা কী ভাই? কেউ জানেন? আমি রিয়াল মাদ্রিদের হয়ে মামলা করতে চাই।

ART 202
12/01/2025

ART 202

অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তামিম ইকবালকে ডেকে এনেছেন ড.মুহাম্মদ ইউসুফ।
10/01/2025

অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তামিম ইকবালকে ডেকে এনেছেন ড.মুহাম্মদ ইউসুফ।

পুরো সেমিস্টারের পড়া জমতে জমতে এমন অবস্থা হয়েছে, এখন ১ বলে ৩৬ রান দরকার।আর ব্যাটসম্যান হিসেবে আমি নিচের ব্যাক্তির মতো।
10/01/2025

পুরো সেমিস্টারের পড়া জমতে জমতে এমন অবস্থা হয়েছে, এখন ১ বলে ৩৬ রান দরকার।

আর ব্যাটসম্যান হিসেবে আমি নিচের ব্যাক্তির মতো।

তামিম ইকবাল সবসময়ই প্রতিবাদী, অবৈধভাবে রংপুর ম্যাচ জিতে যাওয়ায় তেড়ে গিয়ে প্রতিবাদ জানান তামিম ইকবাল।ঠিক এমন প্রতিবাদী তা...
09/01/2025

তামিম ইকবাল সবসময়ই প্রতিবাদী, অবৈধভাবে রংপুর ম্যাচ জিতে যাওয়ায় তেড়ে গিয়ে প্রতিবাদ জানান তামিম ইকবাল।
ঠিক এমন প্রতিবাদী তামিম আমরা জুলাই বিপ্লবের সময়ও দেখতে পেয়েছিলাম। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক তামিম ইকবাল কখনও অন্যায় মেনে নেন না।

গোপালগঞ্জের এই নানী, টানা ৬ সপ্তাহ পরিশ্রম করে ডালিম দিয়ে এই শিল্পকর্ম তৈরি করেছেন। তিনি ডালিম দিয়ে নৌকা ভরছেন।
08/01/2025

গোপালগঞ্জের এই নানী, টানা ৬ সপ্তাহ পরিশ্রম করে ডালিম দিয়ে এই শিল্পকর্ম তৈরি করেছেন। তিনি ডালিম দিয়ে নৌকা ভরছেন।

I have two Moods 🥶🥵
04/01/2025

I have two Moods 🥶🥵

04/01/2025

এই বিয়ার জোয়ারে মনে হয়, আপনার জামাই/বউয়ের বিয়াও হয়ে গেছে।

ফেসবুকে প্রতি ১০টা স্ক্রলে ৮ টা এই ছবি। এরা কারা?
04/01/2025

ফেসবুকে প্রতি ১০টা স্ক্রলে ৮ টা এই ছবি। এরা কারা?

No need of Caption
01/01/2025

No need of Caption

লুঙ্গীর ভেতর আগুন ধরিয়ে আকাশে এটা কী উড়াচ্ছে? গ্রামের ছেলে বলে চিনতে পারছি না।
31/12/2024

লুঙ্গীর ভেতর আগুন ধরিয়ে আকাশে এটা কী উড়াচ্ছে? গ্রামের ছেলে বলে চিনতে পারছি না।

31/12/2024

যারা আতশবাজি ফোটাচ্ছে, ওদের যৌনক্ষমতা কমে যাক 😪

31/12/2024

২০২৫ সালের ক্যারিয়ার প্ল্যান নিয়ে কিছু টার্গেট সেট করলাম। গতবছরও সেট করেছিলাম। একটাও পূরণ হয়নি।
পূরণ হোক বা না হোক তাও লম্বা লিস্ট বানালাম। প্ল্যান করতে তো টাকা লাগে না।

এতো বড় সিলেবাস আমার উপর পড়লে আমি বাঁচবো?
30/12/2024

এতো বড় সিলেবাস আমার উপর পড়লে আমি বাঁচবো?

Address

4 Embankment Drive Road, Sector/10
Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUBAT Theke Bolchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share