Samia's diary

Samia's diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samia's diary, Digital creator, Uttarati.

03/06/2024

ভালোবাসা এমন এক জিনিস। যে ভালবাসার মায় পড়েছে সে বুঝতে পারে তার দুনিয়াটা কতটুকু। এই মায়া নামক শব্দটাই মানুষকে অনেক হিংস্র করে ফেলে। সে মায়া যখন কাটাতে না পারে তখন সে হিংস্র প্রাণী থেকে আরও হিংস্র হয়ে দাঁড়ায়।
যা ভয়ংকর নামক শব্দ উচ্চারণ হয়।

14/05/2024

রাস্তাঘাটে বেশি ভাব নিলে যে পরিনত হয়
যেমন কর্ম তেমন ফল
উচিত শিক্ষা দিয়েছে কাকা

08/05/2024

আগে আত্মসম্মান তারপর আবেগ!🤍

06/05/2024

হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করি!

আলহামদুলিল্লাহ ❤️

//দয়া করে এই পোস্ট টি কেউ এড়িয়ে যাবেন না  🙏//ছবিতে থাকা এই লোকগুলোকে দেখুন, কি অসহায় ওদের চাহনি, একরাশ দুশ্চিন্তা আর...
04/05/2024

//দয়া করে এই পোস্ট টি কেউ এড়িয়ে যাবেন না 🙏//

ছবিতে থাকা এই লোকগুলোকে দেখুন, কি অসহায় ওদের চাহনি, একরাশ দুশ্চিন্তা আর ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে কোন এক নামিদামি রেস্তোরায়। আমার আর আপনার বাসায় খাবার পৌঁছে দেয়ার জন্য। আর রেস্তোরাঁটি যদি খুব চাকচিক্যে ভরা হয়ে থাকে, তাহলে তাদের অসহায়ত্ব যেন আরো বেড়ে যায়! কারণ চারিপাশে আমি আর আপনি অনেক দামি দামি পোশাক পরে হাজার হাজার টাকার খাবার নিয়ে বসে আছি। কিন্তু দেখুন আমরা একবারের জন্যেও ওদের দিকে তাকায় দেখি না! কি অদ্ভুত তাইনা আমরা? ওদের তো আমাদের মত এই শখ বা ইচ্ছে গুলো আছে? কিন্তু কি করার, দারিদ্রতা নামক রোলার কোস্টারের নিচে প্রতিদিন ই ওদের স্বপ্নগুলো/ সবগুলো পৃষ্ঠ হতে থাকে।

আচ্ছা, আমরাও ত ওদের জায়গায় হতে পারতাম? ঠিক না?? আমরা একবারও কি নিজেদেরকে ওদের জায়গায় রেখে ভেবে দেখেছি?? মনে হয় না!!! কারণ আমাদের এত সময় কই??

মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া.... কয়জনই বা করি??? আজকে আমি যে অবস্থানে আছি তা তো তিনি চেয়েছেন বলেই পেয়েছি। তাই নয় কি?? নতুবা এই ভাইদের জায়গায়, আমি আপনিও তো হতে পারতাম।

আচ্ছা এবার কাজের কথা বলি, বর্তমানে রোদের দাবদাহে আমরা সবাই কষ্ট পাচ্ছি। জাতিগতভাবে আমরা একটু ভজন রসিক, আর বর্তমান আধুনিক সমাজের কথা নাই বললাম আমরা পছন্দ করি দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে। কিন্তু বর্তমানে রোদ বা গরমে কষ্ট হবে দেখে আমরা অনেকেই বাসা থেকে বের হচ্ছি না। আমরা ঘরে AC এর নিচে বসেই অনলাইন অর্ডার দিচ্ছে। কারন আমরা জানি আমাদের খাবার ঘরে পৌঁছে দেয়ার জন্য হাজারো মানুষ ( ভাই ❤️) কষ্ট করতে রাজি। So আমি কেন কষ্ট করে বাহিরে যাব??

আরে ভাই একবারও কি ভেবে দেখেছি, এই মানুষগুলো কেবলমাত্র দারিদ্রতার জন্য এতটা কষ্ট করতে প্রস্তুত। ওরা তো পারতো বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যেতে, আমার আপনার ক্ষতি করতে। কিন্তু না, ওরা হালাল পথে বেছে নিয়েছে।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, খেয়ে না খেয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মাইলের পর মাইল পায়ে হেটে বা সাইকেল চালিয়ে, সঠিক সময়ের মধ্যে আমাদের জন্য খাবার নিয়ে আসে। যাতে আপনার আর আমার কষ্ট না হয়। সঠিক সময়ে যেন আমাদের পেটের খিদা মেটে। কত টাকা ই বা পায় ওরা?? খুব কি বেশি?
তারপরে ও দেখুন! একটু দেরি হলে আমরা কত কথাই না শুনাই! কখনো বলি না ভাই একটু পানি খেয়ে যান! কখনো টিপস হিসেবে কিছু টাকা বাড়ায় দেই না! আমরা তো চাইলে পারি, তাই নয় কি?
চলুন না আজ থেকে শুরু করি - কিছুটা ভালো ব্যবহার দিয়ে, কিছুটা খাবার দিয়ে, খুশি হয়ে কিছু টিপস দিয়ে।

আমার এই পোস্টটি কাউকে ছোট করার জন্য নয়, দয়া করে কেউ ভুল বুঝবেন না। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি 🙏। ক্ষমা চেয়ে নিচ্ছে ছবিতে থাকা ভাইদের কাছ থেকে, কারণ উনাদের অনুমতি ছাড়াই আপনাদের ছবিটা দিলাম 🙏।

বর্তমান হারামের যুগে আপনাদের প্রতিটা টাকাই হালাল উপার্জন, আমি মনে করি। তাই অন্তরের অন্তস্থল থেকে আপনাদের জন্য রইল সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা 🫡
মহান রব যেন আপনাদের কষ্ট কে সহজ করে দেয় এবং আপনাদের নেক আশা গুলোকে পূরণ করে দেয়,
আমিন।

Copy post

29/04/2024

আইয়ুব বাচ্চু যদি আজ বেচে থাকতেন, এই গান শোনার পর মা!রা যেতেন!🤦‍♂️

–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি   আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জি...
20/04/2024

–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি


আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দি/বান্দা সুখে নেই, আপনার বান্দি/বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দির রিদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দি এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করেছি আমার বান্দি যা তার জীবন থেকে হারিয়েছে এর চে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

সুবহান'আল্লাহ।।

15/04/2024

ইরানে এই যুদ্ধযাত্রায়.
হাজারো কোটি মুসলমানের দোয়া আছে আপনাদের সাথে। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় এনে দিবেন আপনারা।
শুভকামনা রইল.....🌹🥀

Please!!🌚😪
25/03/2024

Please!!🌚😪

10/03/2024

পবিত্র মাহে রমজানে করণীয় ইনশাল্লাহ করব।
খারাপ কাজগুলো থেকে আমরা বিরত থাকবো।
ইনশাল্লাহ......।🌹🥀

মনে রাখবেন on and only tamim iqbal 🌹🥀
02/03/2024

মনে রাখবেন on and only tamim iqbal 🌹🥀

Address

Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samia's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share