31/07/2023
সেপ্টেম্বরে ফরিদপুরবাসি ঢাকার ট্রেন পেতে যাচ্ছে❣️❣️
তিন জোড়া ট্রেন দিয়ে আগামী সেপ্টেম্বরে খুলছে পদ্মা সেতুর রেলপথ।
তিন জোড়া ট্রেনগুলো হলো:
১) সুন্দরবন এক্সপ্রেস ( খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ফরিদপুর-পদ্মাসেতু-ঢাকা)
★খুলনা থেকে ছেড়ে এসে ফরিদপুর শহর ষ্টেশন থেকে ছাড়ার সম্ভাব্য সময় ভোর ৪:৪৫ থেকে ৫:৩০ এর মধ্যে।
এবং ঢাকা থেকে পৌছানোর সম্ভাব্য সময় সকাল ৯:৩০ হতে ১০:১৫ এর মধ্যে। (সকল সময় সম্ভাব্য ধরা হয়েছে ঢাকা-খুলনার সময়সূচি অনুযায়ী)
২) বেনাপোল এক্সপ্রেস ( বেনাপোল -পোড়াদহ-রাজবাড়ী-ফরিদপুর-পদ্মাসেতু-ঢাকা)
★ বেনাপোল থেকে ছেড়ে এসে ফরিদপুর শহর ষ্টেশন থেকে ছাড়ার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:৪৫ হতে ৭:৩০ এর মধ্যে।
এবং ঢাকা থেকে পৌছানোর সম্ভাব্য সময় রাত ১২:৩০ হতে ১:১৫ এর মধ্যে। (সকল সময় সম্ভাব্য ধরা হয়েছে ঢাকা-বেনাপোল সময়সূচি অনুযায়ী)
৩) মধুমতী এক্সপ্রেস ( রাজশাহী-ঈশ্বরদী-পোড়াদহ-রাজবাড়ী-ফরিদপুর- পদ্মাসেতু-ঢাকা)
★রাজশাহী থেকে ছেড়ে এসে ফরিদপুর শহর ষ্টেশন থেকে ছাড়ার সম্ভাব্য সময় দুপুর ১:১৫ থেকে ১:৩০ এর মধ্যে।
এবং ঢাকা থেকে পৌছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:৩০ হতে ৭:১৫ এর মধ্যে। (সকল সময় সম্ভাব্য ধরা হয়েছে রাজশাহী-ফরিদপুর সময়সূচি হিসাব অনুযায়ী)
এবং পাবনা থেকে নতুন ট্রেন পদ্মা সেতু হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
(পাবনা-ঈশ্বরদী-পোড়াদহ-রাজবাড়ী-ফরিদপুর-পদ্মাসেতু-ঢাকা)