Bristy Beja Alif

Bristy Beja Alif আসসালামু আলাইকুম ﷽সবাই কে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত রইল﷽
নোয়াখালী উপজেলা বেগমগঞ্জ

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টা...
28/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

ক্যান ইউ ইমাজিন, যেখানে টোল প্লাজায় এন্ট্রি নেওয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রুপান্তর করা উচিত, সেখানে একটি বাস বেপরোয়া ভাবে ছুটে আসলো!

আসোলে আপনি গতিশীল হোন, স্থির হোন, খালে থাকেন, বিলে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাসায় থাকেন, রাস্তায় থাকেন, কিচ্ছু মেটার করে না। আপনার মৃ ত্যু বিভৎস ভাবে হওয়ার সম্ভবনা ই বেশি। কারণ আপনি বাংলাদেশী!

©

10/12/2024

🥲🥲🥲🥲🥲

05/12/2024
24/11/2024

-তোমার উপর একটু বেশি
অধিকার খাটিয়েছি
সেজন্য আমি দুঃখিত..!☺😢

- আর এই যে তোেমায় পাগলের
মতো ভালোবাসি
সে জন্য ক্ষমাপ্রার্থী...!🙏😢

15/11/2024

আমারে হারাইলে তুমি আমার
বাচ্চামি গুলা মিস করবা
আমার করা ছোট ছোট
কেয়ার গুলা মিস করবা
কথায় কথায় অবুঝের
মতো হাসার রাগ করার
একজন মানুষ হারাবা
আমারে হারাইলে তুমি
শুধু আমারেই হারাবে না
একজোড়া প্রার্থনার হাত হারাবা

মাথায় রাখার মতো
একটা বিশ্বস্ত কাঁধ হারাবা
সাথে এক বুক ভালোবাসাও হারাবা.!❤🥀😢

02/11/2024

তোমার আমার বিচ্ছেদ হয়েছে তার মানে এই না যে, তুমি আমার শত্রু! তোমাকে ভালো রাখার জন্য তোমায় ভালোবেসেছি আমি চাই তুমি ভালো থাকো..!

ভালোবাসি বলেই তোমায় পেতে হবে এমন কোনো কথা নেই তুমি না হয় ভালো থেকো অন্যোর ভালোবাসায়! আমি ভালো থাকবো তোমার ভালো থাকায়।❤️‍🩹🫥

01/11/2024

গুরু,,!

তাদের সাথে আর যোগাযোগ হয় না।

আকাশ টা আজ মেঘাচ্ছন্ন -

হৃদয়'টা শুধু কাঁপে..! বন্ধু গুলোর সাথে আর হয় না কথা, পরিস্থিতির চাপে।

27/10/2024

অনেক নারীকেই বলতে শুনেছি; নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা হয়েই থাকে। কথাটা সম্পূর্ণ ভুল

তুমি যদি তোমার জীবন একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন

হ্যাঁ, সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়❤️‍🩹❤️‍🩹

26/10/2024

ভালোবাসা রোজ হয় না.!

ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায়! কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না, ভালোবাসা কোন জাতি, ধর্ম, বিবাহিত, অবিবাহিত, ধনী-গরীব কিছুই দেখে না কিছুই বুঝে না!😇❤️‍🩹

26/10/2024

একজন পুরুষ কখনো

নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেই দিকে পুরুষের বেশি খেয়াল থাকে..!

যে নারী পুরুষকে বুঝতে পারে সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পায়.!

AB🥺💔❣️❤️

23/10/2024

Somanito kudir vai

18/10/2024

তুমি আমারে ভুইলা জাইয়ো না, মনের এক কোনায় রাইখা দিও, জালানার কোেনার ওই ময়লার মতো আমারে রাইখা দিও, রাইখা দিও সেই ছোট্ট বেলার শখের। খেলনার মতো

যত্নে কিংবা অযত্নে..! ❤️❣️

26/08/2024

নোয়াখালী একলাছপুর ভিআইপি রোড and TV channel cover 🥺😭🥺

মৌমিতা রে"ই" পের বর্ণনার অডিও ক্লিপটা যতবার কানে বাজতেছে, ততবারই গায়ে কাঁটা দিয়ে উঠতেছে।আমরা মানুষ হয়েও মানুষ হতে পারলা...
16/08/2024

মৌমিতা রে"ই" পের বর্ণনার অডিও ক্লিপটা যতবার কানে বাজতেছে, ততবারই গায়ে কাঁটা দিয়ে উঠতেছে।
আমরা মানুষ হয়েও মানুষ হতে পারলাম না।

Address

Uttara Dhaka Division
Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Bristy Beja Alif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bristy Beja Alif:

Videos

Share