Krishi Bari/কৃষি বাড়ি

Krishi Bari/কৃষি বাড়ি update news for Bangladesh
(2)

23/01/2025

কৃষি বিষয়ক যে কোন তথ্য ও পরামর্শ পেতে পেইজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন।।।

কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে Green Agro & Nursery Corner  থাকবে আপনার পাশে।পেইজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন ❤️❤️
16/01/2025

কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে Green Agro & Nursery Corner থাকবে আপনার পাশে।
পেইজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন ❤️❤️

15/01/2025

ছাদ কৃষি ❤️❤️

কৃষি ও কৃষকের সাথে ❤️
14/01/2025

কৃষি ও কৃষকের সাথে ❤️

আলুর পাতা কুঁকড়ে যাচ্ছে এবং বৃদ্ধি কমে যাচ্ছে করণীয় কী? #

🐛আলুর পাতা সুড়ঙ্গকারী পোকা। #

↘️লক্ষনসমূহঃ
👉-পাতার উপর আঁকা বাঁকা সুড়ঙ্গের মত দাগ পড়ে

👉- পাতা কুঁকড়ে যায়, বিবর্ণ হয়ে শুকিয়ে ঝড়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে।

👉- পাতার সুড়ঙ্গের ভিতর পোকার কীড়া দেখা যায়।

➡️ ব্যবস্থাপনাঃ
👉-প্রাথমিক পর্যায়ে ছাইয়ের সাথে অল্প পরিমাণ কেরোসিন মিশিয়ে গাছ এবং পাতায় ছিটিয়ে দিলে পোকার আক্রমণ কমে যায়।

👉-হলুদ ফাঁদ ব্যবহার করেও পোকার আক্রমণ দমন করা যায়।

👉-হাত জালের মাধ্যমে পোকা ধরে মেরে ফেলা যায়

👉-বীজ বপনের ১ সপ্তাহ আগে খুব ভালো করে মাটি ওলট পালট করে রেখে দিতে হবে যেন মাটিতে থাকা এই পোকার কীড়া যেন সুর্যের আলোতে শুকিয়ে মরে যায়।

👉-নিমের নির্যাস থেকে তৈরি জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে।

👉-তামাকের গুল+ শ্যাম্পু/ডিটারজেন্ট পানিতে গুলে ১০-১২ দিন পরপর ১-২ বার স্প্রে করে দিলেও পোকা দমন করা যায়।

👉-এছাড়া জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে যেমন, ইকোম্যাক বা বায়োনিম প্লাস লেবেলের গায়ে নির্দেশনা মতে পানিতে মিশিয়ে ৭ দিন পরপর ৩ বার স্প্রে করে দিলেও পোকা দমন হবে।

👉- আক্রমণ বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের ( রেলোথ্রিন/ রিপকর্ড/ কট) ১ মিলি হারে প্রতি লিটার পানিতে অথবা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক (যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২ মিলি) অথবা ডেল্টামেথ্রিন জাতীয় কীটনাশক (ডেসিস ১ মিলি) ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ৭ দিন পরপর ২/৩ বার।

বিস্তারিত জানার জন্য আপনার উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন ।


#আলুর_লেইট_ব্লাইট &nurserycorner

কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ নিতে পেইজটির সাথে থাকুন❤️
09/01/2025

কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ নিতে পেইজটির সাথে থাকুন❤️

পেঁয়াজ চাষে সার প্রয়োগ ও সেচ ব্যবস্থা।

পেঁয়াজ একটি মসলা জাতীয় ফসল,বাংলাদেশের হাতে গুনে ৫-৮ টা জেলায় চাষ হয়।
অন্যান্য জেলার মধ্যে রাজশাহী কোনো অংশে কম নয় কারন পেঁয়াজের জন্মস্থান রাজশাহী। আর আমাদের চাষ পদ্ধতি সবচেয়ে আধুনিক ও উন্নত।
আমাদের দেশি জাত তাহেরপুরি আমাদের এখানে শুরু থেকেই বিঘা প্রতি ১০০+ মন উৎপাদন হয়ে থাকে।
আর বর্তমানে অন্যান্য জাত বিঘা প্রতি ১৫০+ ছাড়িয়েছে।
এটা আমাদের সফলতার অংশ।
আমাদের এখানে
তাহেরপুর, বানেশ্বর,ঝলমলিয়া,দূর্গাপুর,মোল্লাপাড়া হাট থেকে সপ্তাহে শতশত টন পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় ১২ মাস।

আসুন_জেনে_নিই_সার_প্রয়োগ_পদ্ধতি

রোপণের পূর্বে, শেষ চাষে৷ বা বেড করার পূর্বে।

★★জৈবসার_ও_ট্রাইকোডার্মা
বিঘা প্রতি ৮০ কেজি।
সাথে ট্রাইকোডার্মা ২ কেজি মিশিয়ে নিতে হবে,অথবা ট্রাইকোডার্মা মিশ্রিত জৈবসার নিতে হবে।
এতে জমির স্বাস্থ্য ঠিক থাকবে এবং জৈবভাবে ছত্রাক দমন হবে।
পেঁয়াজ পঁচে যাবেনা।
জনপ্রিয় কয়েকটি কোম্পানির ট্রাইকোডার্মা হলোঃ
ইস্পাহানি-বায়োডার্মা,
হেকিম-ট্রাইকষ্ট,
জি এম ই- জি ডার্মা।

👉রোপণের_পূর্বে_শেষ_চাষে।
★★বিঘা প্রতি রাসায়নিক সার।
টি এস পি ৪০ কেজি।
ডি এ পি ৩০ কেজি।
এম ও পি ২০ কেজি।
জীব ১০ কেজি।
রুটণ(শিকড় বর্ধক) ৪ কেজি।
বোরণ ১ কেজি।
২.৫ ইসি বিষ ৪০০ মিলি।
দানাবিষ ৪ কেজি।

❌আগাছানাশক
★★★★রোপণের পরে অথবা পূর্বে, আগাছানাসক
পেন্ডামিথালিন ৩৩ ইসি দিতে হবে তাহলে ঘাস অনেক রোধ করা যায়।
আমরা পেঁয়াজ চারা রোপণের পূর্বে দিয়ে থাকি।
আর পানিডা স্প্রে করার ২৪ ঘন্টার মধ্যে সেচ দিতে হবে।
এটা লিটার পানিতে ৪/৫ মিলি ব্যবহার করতে হবে ভালো ফলাফল পেতে।
কয়েকটি জনপ্রিয় কোম্পানির প্রোডাক্টঃ
অটো-পানিডা,
ইনতেফা-দাফা
স্কয়ার-তরুনীল
জি এম ই-পেন্ডি কেয়ার,
জি এম ই-ফুল ক্লিয়ার।

ফুল ক্লিয়ার,রোপণের পরে স্প্রে করা যাবেনা কারন এটায় মেটাক্লোর নামের উপাদান যোগ যার ফলে যেকোনো গাছের পাতায় পড়লে পাতা পুড়ে যায়।
আর আবহাওয়ার সাথে ম্যাচিং না হলে পেঁয়াজেও পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়।

পেঁয়াজ চারা রোপণের ৯০ দিন পর উত্তলোন করা যায়।
আর এসময়টাতে ৩-৭/৮ টা সেচ দেওয়া লাগে এলাকা ভেদে কম বেশি হে পারে।
আমরা ৬/৭ টা সেচ দিয়ে থাকি তাই সেভাবে পরবর্তী সার প্রয়োগ আলোচনা,করা হলো।

রোপণের পর
★★১ম_সেচঃ💧
১২-১৫ দিন বয়সে দিয়ে থাকি।
এই সেচ দেওয়ার পূর্বে কোনো সার দিইনা।
সেচের পরদিন বিকলে বিঘা প্রতি
ম্যাগনেসিয়াম ৪ কেজি।
ইউরিয়া ৮ কেজি।

★★২য়_সেচ💧
৩০ দিন বয়সে দিয়ে থাকি।
এসময়টাতে পেঁয়াজের গঠন ও মোটাতাজা হতে থাকে তাই এই সময় ভালো একটা ডোজ দিতে হয়।
বিঘা প্রতি
টি এস পি ২০ কেজি
ডি এ পি ২০ কেজি
এম ও পি ১০ কেজি
দস্তা ২ কেজি।
লবন ৮ কেজি কনফিডেন্স বা ফ্রেশ
হিউমিক এসিড ১ কেজি।
থিয়োভিট ১ কেজি।
৫৫ ইসি বিষ ৪০০ গ্রাম সব একসাথে মিশিয়ে সেচের পূর্বে দিয়ে সেচ দিতে হবে।
এবং সেচের পরদিন বিকেলে ইউরিয়া ১০ কেজি।

★★৩য়_সেচ💧
এটা ৪২-৪৫ দিন বয়সে দিয়ে থাকি।
এই সেচে বিঘা প্রতি
ডি এ পি ১০
এম ও পি ১০ কেজি
দস্তা ১ কেজি
বোরণ ১ কেজি।

সেচের পর ৮ কেজি ইউরিয়া ও ৪ কেজি ম্যাগনেসিয়াম

★★৪র্থ_সেচ 💧
এটা ৬০ দিন বয়সে দিতে হবে।
এই সেচে বিঘা প্রতি শুধু
এম ও পি ১০ কেজি ছিটিয়ে সেচ দিতে হবো।
সেচের পর প্রয়োজনবোধে ইউরিয়া ৭/৮ কেজি,দেওয়া যাবে।

★★৫ম_সেচ💧
৭২ দিন বয়সে দিতে হবে,
কোনো সার দরকার নাই।ফাঁকা সেচ।

★★৬ষ্ঠ_সেচ💧
এটা ৮৪ দিন বয়সে দিতে হবে কোনো সার দরকার নাই।তারপর ৯০+ দিন বয়সে হারভেষ্ট।

👉জমির অবস্থা ও এলাকা ভেদে সার, সেচ কম বেশি হতে পারে।

👉কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেতে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন অথবা আমাদের সাথেই থাকুন।

➡️➡️গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ ❤️

বিসমিল্লাহহির রাহমানির রাহিম   ধামাকা অফার! ধামাকা অফার! ধামাকা অফার! আসসালামু আলাইকুম। শীতের উষ্ণ শুভেচ্ছা। এই শীতে পিঠ...
06/01/2025

বিসমিল্লাহহির রাহমানির রাহিম
ধামাকা অফার! ধামাকা অফার! ধামাকা অফার!
আসসালামু আলাইকুম। শীতের উষ্ণ শুভেচ্ছা।
এই শীতে পিঠা ছাড়া কি জমে? আর পিঠা মানেই খেজুরের খাঁটি গুড়।আর খাঁটি গুড় নিয়ে নানান ভাবনা।খাঁটি গুড় পাবো কোথাও?কেমন হবে?বিশ্বস্ত কাউকে পাবো তো?
এই সকল ভাবনা থেকে মুক্তি দিতে আমরা নিয়ে আসলাম রাজশাহীর খেজুরের খাঁটি গুড়।
বিশেষ ছাড়ে এখন থেকে পেয়ে যাবেন।
আপনার চাহিদা মতো আপনার ঠিকানায় পৌঁছাই দিয়ে আমরা নিবেদিত।
কুরিয়ার এ পেয়ে যাবেন আপনার খাঁটি গুড়।
অর্ডার করতে এবং দাম নিয়ে কথা বলতে ইনবক্সে টোকা দিন।
ধন্যবাদ ❤️❤️

রসুন ঔষধি গুণসম্পন্ন মসলা জাতীয় ফসল।।
06/01/2025

রসুন ঔষধি গুণসম্পন্ন মসলা জাতীয় ফসল।।

রসুনের সঠিক পরিচর্যা করার নিয়মঃ

👉১. রসুন বীজ রোপণের ১৫ দিনে প্রথম স্প্রে রোভরাল ১ গ্রাম+ রিডোমিল গোল্ড ২ গ্রাম প্রতি লিটার পানির জন্য।

👉২. ১০ দিন পরে ক্যাব্রিওটপ ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন।

👉৩. ডিএপি সার (২০ গ্রাম ১০০ লিটার পানি) মিশিয়ে ৭ দিন পর পর স্প্রে করতে দিবেন।

👉৪. রসুনের বয়স ৪০ দিন হওয়ার পরও যদি গাছ চিকন দূর্বল হয়,পাতার আগা শুকিয়ে সাদা বা হালকা হলুদ হয় তাহলে ‘উপশম' ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন।

👉৫. বিনা চাষে রসুনের ক্ষেত্রে যদি গাছের বৃদ্ধি স্বাভাবিক না হয় বা গাছ দুর্বল হয়ে থাকে গোড়া পঁচা রোগ দেখা দেয় এবং গোড়ায় সাদা সাদা ক্ষুদ্রাকৃতির পোকা দেখা দেয় তাহলে ২.৫, ইসি কীটনাশক ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন।

👉কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেতে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন অথবা আমাদের সাথেই থাকুন।

➡️এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজটি লাইক করে সাথেই থাকুন।
ধন্যবাদ ❤️❤️

04/08/2024

কথায় কথায় আমার বাবার দেশ
আমার দেশ নাকি আমাদের দেশ?

29/06/2024

কৃষক বাঁচলে
বাঁচবে দেশ

11/06/2024

বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না। কিন্তু পরকিয়া করতে চার বাচ্চার মাকেও নায়িকা মনে হয়।

#বাস্তবতা

08/06/2024

'তুমি ইয়াতিমের প্রতি কঠোর হয়ো না, আর ভিক্ষুককে তুমি ধমক দিয়ো না;'

সুরা আদ দুহা ৯-১০

02/06/2024

মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো
মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে না পারার অক্ষমতা

02/06/2024

পাত্রী চাই...পাত্রী চাই...পাত্রী চাই
বিবরণ,
১. উচ্চতা ৫.২"
২. অবশ্যই শ্যাম বর্ণ হতে হবে। সাদা হলে আলহামদুলিল্লাহ😊
৩. শিক্ষাগত যোগ্যতা, নূন্যতম এসএসসি পাস।
বিঃদ্রঃ ছোট বোন থাকা বাধ্যতামূলক।

31/05/2024

ডিভোর্সের সবচেয়ে বড় কারন-
আপনার কাছে কোনটি মনে হয়?

19/05/2024

প্রেমের বিয়েতে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি💔
বড় কারণ, তুমি আর আগের মতো নেই💔

17/05/2024

যে দিন থেকে মেয়েরা চাকরি শুরু করেছে
ওইদিন থেকে ডিভোর্স সংখ্যা দিন দিন বেশি হচ্ছে--

Address

42/6 Sector 09
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when Krishi Bari/কৃষি বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishi Bari/কৃষি বাড়ি:

Videos

Share