Zarif Creative world

Zarif Creative world Zarif Creative World is the ultimate destination for your everyday lifestyle focusing solely.

Permanently closed.
01/09/2022

যৌবনের উচ্ছলতায় কিছু পা*প হবে! হ"তাশ হবার কিছু নেই! তবে নামাজ কা'যা করার মতো পা*প যেনো তোমার আমলনামায় না উঠে! 💔🥀

~ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.)।

• Today's the best Photo 🌿🥰🥰🥰🥰🥰❤️🥰🥰🥰🥰🥰 . . .    
15/07/2022

• Today's the best Photo 🌿🥰🥰🥰🥰🥰❤️🥰🥰🥰🥰🥰 . . .    

Today's best Photo 🌿🥰
04/07/2022

Today's best Photo 🌿🥰






Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤
26/06/2022

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤







😚😚😚
22/06/2022

😚😚😚

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... 
21/06/2022

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚....


20/06/2022

অহংকার
আত্মার রোগ গুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। হাদিসে আছে "যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জাহান্নামে যাবে।" এখন কিভাবে বুঝব আমার মনে অহংকার আছে কি না আর এর প্রতিকার কি?ত্বরিকতের পরিভাষা অনুযায়ী অহংকার এর ৪ টি স্তরঃ
১. উজব
২. কিবর
৩. তাকাব্বুর
৪. ইস্তিকবার।
সহজভাবে বললে ৪ স্তর হল যথাক্রমে অহংকারের বীজ, চারাগাছ, বড়গাছ এবং ফসল।

১)উজবঃ প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আপনার মধ্যে কোন গুণ আছে কিনা এবং এজন্য আপনার প্রশংসা পাওয়া উচিত কি না। গুন বলতে ধন সম্পদ, সৌন্দর্য, বংশ, মেধা, ইলম,আমল ইত্যাদি যে কোন কিছু হতে পারে। অন্তর যদি আমার নিজের কিছু গুণ আছে এবং আমি এর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য তাহলে বুঝতে হবে আমার মনে অহংকার এর বীজ আছে।

২)কিবরঃ যখন এই মনে মনে প্রশংসা পাওয়ার আকাংখা মানুষ মুখে প্রকাশ করে এবং অন্যের প্রশংসা না পেলে মনে কষ্ট পায়, তখন বুঝতে হবে আমার মনের অহংকার এর বীজ চারাগাছে রূপান্তরিত হয়েছে।

৩)তাকাব্বুরঃ এই স্তরে এসে একজন ব্যক্তি নিজের যেসব গুণের জন্য অন্যের প্রশংসা কামনা করে সেসব গুণ যার মধ্যে নেই তার থেকে নিজেকে বড় মনে করে এবং তুলনা করা শুরু করে। যেমনঃ আমার বাড়ি গাড়ি আছে, অমুকের তো নেই, আমার শিক্ষা ইলম আমল মেধা আছে, অমুক তো মুর্খ। আমি দেখতে সুন্দর অমুক তো দেখতে অসুন্দর। এই সমস্ত মনোভাব অন্তরে আসলে বুঝতে হবে আমার মনে অহংকার এর চারাগাছ বড়গাছে রূপান্তরিত হয়েছে।

৪)ইস্তিকবারঃ এটা অহংকার এর সবচেয়ে ভয়াবহ স্তর।এই স্তরে এসে একজন অহংকারী ব্যক্তি তার গুণের অপব্যবহার করে। নিজের যে গুণ অপরের মধ্যে নাই সে ব্যক্তি কে সমাজে বা লোক সম্মুখে নানাভাবে তাচ্ছিল্য করে বা অত্যাচার করে। শক্তিশালী দুর্বলের উপর অত্যাচার করে, শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তিকে জনসম্মুখে লাঞ্চিত করে।

এই ৪ স্তরের কোন স্তরে আমি আছি এখনি যাচাই করে অন্তরের চিকিৎসা করা জরুরি।
কিভাবে অহংকার রোগের চিকিৎসা করব?
যখনই মনে আসবে আমার অমুক গুণ এর জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য তখন ই অন্তর কে বুঝাতে হবে আমার কোন গুণ আমার নিজস্ব নয়। সকল গুণ আল্লাহ তা'আলার দেওয়া। তিনি ই একচ্ছত্র প্রশংসার মালিক। প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তিনি ই। এই জন্য আমার গুণ গুলোর আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করব। এছাড়া সালামের প্রসার করতে হবে ব্যাপকভাবে। হাদিসে আছে যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত।
উপরের আমল গুলো নিয়মিত করতে পারলে আশা করা যায় এই ভয়াবহ আত্মিক ব্যধি থেকে মুক্তি লাভ করা যাবে।
আল্লাহ তা'আলা সকল কে এই রোগ থেকে হিফাজত করুন, আমিন।

(সংগৃহীত)

Allahu Akbar ❤️❤️
19/06/2022

Allahu Akbar ❤️❤️

Today's the best photo
18/06/2022

Today's the best photo

18/06/2022

জান্নাতে বিচ্ছেদ নেই, মৃত্যু নেই, ঘুম নেই, হিংসা-বিদ্বেষ নেই, ক্লান্তি নেই, কান্না নেই, রোগবালাই নেই, জান্নাতে নবীজি সাঃ- কে দেখা যাবে। রব্বে কারীমকে দেখা যাবে।🖤🖤

-শায়েখ আতিক উল্লাহ

'পৃথিবীর সমস্ত কুলাঙ্গার বেয়াদবের জিহবা পঁচে যাবে, কিন্তু আমার নবী মুহাম্মাদ ﷺ এর মর্যাদা নষ্ট হবেনা।রাসূল ﷺ কে কটুক্তি ...
09/06/2022

'পৃথিবীর সমস্ত কুলাঙ্গার বেয়াদবের জিহবা পঁচে যাবে,
কিন্তু আমার নবী মুহাম্মাদ ﷺ এর মর্যাদা নষ্ট হবেনা।
রাসূল ﷺ কে কটুক্তি করে পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারেনি।
অনিবার্যভাবে মানুষ তার ধ্বংস দেখেছে। আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে দেখেছে।
শয়তানের দোসরদের জানা নেই, রাসূলুল্লাহ ﷺ এর পরিচয় সম্পর্কে। জানা নেই 'তার' শান,মান ও মর্যাদা সম্পর্কে।
তিনি মুমিনের হৃদয়ের স্পন্দন। প্রাণের চেয়েও প্রিয়!
পরিবারের চেয়েও প্রিয়। তার জন্য আপন প্রাণ নির্দ্বিধায় বিলিয়ে দিতে প্রস্তুত পৃথিবীর কোটি কোটি ভালোবাসার উম্মত।
আজ আবারো রাসূল ﷺ এর ইজ্জত রক্ষায় জেগে উঠেছে সারা বিশ্বের প্রতিটি মুসলিম তৌহিদী জনতা।
লক্ষ কোটি রাসুলপ্রেমী সৈনিক আবারো মাঠে নেমে আসছে ইনশাআল্লাহ।
কোন পরাশক্তির ক্ষমতা নেই মুমিনের বুক থেকে 'রাসূলপ্রেম' কেড়ে নেওয়ার... ❤️ ﷺ

ধ্বংস হোক কুলাঙ্গার গুলো,
যারা আমাদের কলিজায় হাত দিয়েছে! আল্লাহর প্রিয় হাবীব ﷺ কে কটুক্তি করেছে!
ইয়া রব্ব,
শাতিমে রাসূলদের আপনি ধ্বংস করে দিন। ধূলিসাৎ করে দিন।
শাতিমে রাসূলের উপর আপনার লা'নত, আপনার ফেরেশতাদের লা'নত, আপনার মুমিনদের লা'নত!
এদেরকে সমূলে ধ্বংস করে দিন!
এদের উপর আপনার ক্রোধের দৃষ্টি ফেলুন, নিশ্চয় আপনি উত্তম প্রতিশোধ গ্রহণকারী!
আপনার হাবীবের সাথে বেয়াদবীর শাস্তি আপনিই নিয়ে নিন পরিপূর্ণ ভাবে, দুনিয়াতেও, আখিরাতেও....

হযরত মোহাম্মদ( সঃ) এর একজন উম্মত হিসেবে প্রিয় নবীকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।বিশ্বনবীর অপমান যদি না কাদে তোমা...
08/06/2022

হযরত মোহাম্মদ( সঃ) এর একজন উম্মত হিসেবে প্রিয় নবীকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।

বিশ্বনবীর অপমান যদি না কাদে তোমার মন!

মুসলিম নও,মুনাফিক তুমি নবীজির দুশমন!





আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন অর্থাৎ কোমল হৃদয়ের হন তাতে একেবারেই লজ্জিত হবেন না।এটা কোনো দোষ নয়, বরং বিরাট বড়গুণ।আবেগ ...
07/06/2022

আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন অর্থাৎ কোমল হৃদয়ের হন তাতে একেবারেই লজ্জিত হবেন না।
এটা কোনো দোষ নয়, বরং বিরাট বড়গুণ।

আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি। একটা ক্ষমতা, যা সবার থাকেনা। তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়েই বাঁচুন।

মনে রাখবেন,
“কোমল হৃদয়ের মানুষগুলির জন্য জাহান্নাম হারাম।”

-(মুসনাদে আহমাদ : ৩৯৩৮)

06/06/2022
06/06/2022

জীবনে যে ৮টি আফসোস রাখবেন না :

১.নিজের চেহারা কিংবা গায়ের রং এর জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন,আপনি যেমন-ই দেখতে হন না কেনো; আপনাকে এভাবেই আল্লাহর কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ

২.অর্থবিও নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন।

৩.প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন,আল্লাহ্ - ই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারন তারা আপনার জন্য কল্যাণকর নয়।

৪.নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না।যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে।

৫.নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না।
পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নয়,আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি।

৬.মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারন মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী।

৭.ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না।
কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন।

৮. নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি হালাল কাজ-ই মন থেকে করবেন।

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful  
05/06/2022

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful


সাউথ আফ্রিকার খেলোয়াড় ওয়েন পারনেল দীর্ঘদিন ইসলাম রিসার্চ করে, শেষে পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পবিত্র জিন্দেগীর জন্...
04/06/2022

সাউথ আফ্রিকার খেলোয়াড় ওয়েন পারনেল দীর্ঘদিন ইসলাম রিসার্চ করে, শেষে পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পবিত্র জিন্দেগীর জন্য দোয়া ও ভালোবাসা রইল!❤️

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Zarif Creative world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category