10/12/2025
#দ্বীনি_প্রোগ্রাম_আয়োজন_প্রসঙ্গে
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
সম্মানিত আয়োজকবৃন্দ ও দ্বীনি ভাইয়েরা!
ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, লেখাপড়া, অনলাইন মাদ্রাসায় নিয়মিত দারস প্রদানসহ, মুরব্বি উস্তাযবৃন্দের সহবত ও পরামর্শে মুহতারাম আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান হাফিযাহুল্লাহ ট্রেডিশনাল ওয়াজ মাহফিল ও সেমিনার প্রোগ্রামগুলোতে প্রায় একেবারেই যাচ্ছেন না বললেই চলে।
খুবই সল্প পরিসরে, মুনাসিব পরিবেশে, মাসজিদের ভেতরে কিছু ইসলাহি মাজলিস, হালাকা ও তালিমি বৈঠকে নিয়মিত যাচ্ছেন
ও যাবেন ইনশাআল্লাহ। এছাড়া জুম্মার খুতবা সহ দেশের বাহিরের দাওয়াতি সফরগুলোতে সময় দেবেন ইনশাআল্লাহ।
তবে তা সেলফি সংস্কৃতি, ছবি, লাইভ কিংবা আনঅফিশিয়াল রেকর্ডিং সহ যাবতীয় শো-অফের ট্রেডিশান বিবর্জিত হওয়া বাধ্যতামূলক!
উপরোক্ত মূলনীতি অনুসরন সাপেক্ষে সম্মানিত আয়োজকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দ্বীনি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অনুগ্রহপূর্বক নিম্নে বর্ণিত নীতিমালাগুলো অনুসরণ করুন।
১. আমাদের অফিশিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ না করে এবং উস্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ ব্যাতিত কোন অবস্থাতেই কোন দ্বীনি প্রোগ্রাম আয়োজন করবেন না।
সরাসরি প্রোগ্রাম নেবেন। কোন তৃতীয় পক্ষের ফাঁদে প্রতারিত হবেননা।
২. উস্তাদের অফিশিয়াল নীতিমালা মেনে চলবেন। কোন বিষয় নিয়ে অতিরঞ্জন বা বাড়াবাড়ি করবেন না। দ্বীনি আদব বজায় রেখে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি ও তার জমিনে তার দ্বীনের দাওয়াত, প্রচার প্রসার ও প্রতিষ্ঠার নেক নিয়্যাতে প্রোগ্রামগুলো আয়োজন করবেন।
জোন ভিত্তিক ফর্মগুলো পূরণ করে আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করা হলো:
◾(রংপুর ও উত্তরাঞ্চল ভিত্তিক প্রোগ্রামের জন্য নিম্নোক্ত ফর্মটি পূরণ করুন)
পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার জন্য।
ফর্মঃ https://forms.gle/G5jD9osa742iw5Pk8
মুজাহিদ- 01315 188248 (Whatsapp Text Only)
◾(ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলগুলোর জন্য নিচের ফরমটি পূরণ করুন)
ফর্মঃ https://forms.gle/3TwbFYTwzmJ2xytVA
ঢাকা - 01724634372 ,01889924443
◾(দেশের বাইরে প্রোগ্রামের জন্য নিন্মোক্ত ফর্মটি পূরণ করুন)
ফর্মঃ https://forms.gle/5G3WVYeQqpknVbHZ9
বি: দ্র: প্রোগ্রাম বা দ্বীনি বিষয়ে উস্তাদের সাথে সরাসরি সাক্ষাতের জন্য অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন:
ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার, ঢাকা
মিরপুর ১১, মেট্রো পিলার নং ২১৩, বনলতা রেস্টুরেন্টের ৪র্থ তলা, মিরপুর ১১, ঢাকা
সেন্টারের অফিসিয়াল নাম্বার:
01886 9999 15 (WhatsApp)
01886 9999 75 (WhatsApp)
(শনি থেকে বৃহস্পতিবার- বাদ যোহর থেকে মাগরিব)
আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালা আমাদের সকলের নেক আমলগুললো কবুল ও মঞ্জুর করুন, আমিন!
ওয়া সাল্লাল্লাহু আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।