Dawaah-দা'ওয়াহ্ツOFC

Dawaah-দা'ওয়াহ্ツOFC সত্যের এ বানী পৌঁছে যাক সবার দোরগোড়ায়।🥰
(19)

26/12/2025

এই কাজগুলো ভুলেও কখনো করবেন না⁉️🤔

🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

25/12/2025

যারা ২৫শে ডিসেম্বর এই কথা বলেছেন,
তারা এখনি তাওবা পড়ুন‼️😥
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান

24/12/2025

জামানা সবরিন কঠিন সবরের জামানা‼️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

23/12/2025

মা/দ/ক সেবীদের শাস্তি‼️😥
#আবু_ত্বহা_মুহাম্মাদ_আদনান

সত্যের পথে যারা জীবন দেয় তারা অত্যাচারীদের চেয়ে বেশিদিন বাঁচে।শহীদ ওসমান হাদির জানাযায় লাখ মানুষের ঢল।
20/12/2025

সত্যের পথে যারা জীবন দেয়
তারা অত্যাচারীদের চেয়ে বেশিদিন বাঁচে।

শহীদ ওসমান হাদির জানাযায় লাখ মানুষের ঢল।


 #উপলব্ধি জীবনের অসীম নেয়ামতগুলো ঠিক যেভাবে অস্তিতাবস্থায় প্রচন্ডরকম অবমুল্যায়িত হয়, ঠিক তেমনি এ জাতীর স্বচ্ছ ক্বলবের সা...
16/12/2025

#উপলব্ধি

জীবনের অসীম নেয়ামতগুলো ঠিক যেভাবে অস্তিতাবস্থায় প্রচন্ডরকম অবমুল্যায়িত হয়,
ঠিক তেমনি এ জাতীর স্বচ্ছ ক্বলবের সাহসী প্রতিভাগুলো বরাবরই তাচ্ছিল্যের সাথে পদে পদে ধিকৃত ও লাঞ্চিত হয়!

কখনো সাহসী উদার সিনাগুলো শত শত বুলেট বায়োনেটে ঝাঝরা হয়, কখনোবা স্নিগ্ধ নুরানী চেহারা আর আত্মাগুলো শত সহস্র পাথরে পাথরে থেতলে দেয়া হয়!

একদিন তারা সবাই চলে যায়! বরং আমরাই তাদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেই!

রুদ্ধ থেকে রুদ্ধ দরজা তাদের স্তব্ধ করে দেয়!একদিন তারাও চিরদিনের জন্য খামোশ হয়ে যায়! কি স্নিগ্ধ, কি প্রশান্ত খামোশি তাদের!

হয়তো শাহাদাতের সুউচ্চ মাক্বামই তাদের ক্বলবের চোখের সমস্ত অস্রু, কষ্ট, আর কোলাহলকে স্তব্ধ করে দেয়!

দুনিয়ায় স্রেফ নামগুলোই রয়ে যায়! যা নিয়ে শুধু উচ্ছিষ্টরাই স্বার্থের শোরগোলে ব্যস্ত রয়!

নিকৃষ্টদের জন্য আফসোস!
আফসোস এই অন্ধ জাতীর জন্যেও!

হয়তো.....একদিন স্মৃতিগুলোও মুছে যাবে!
কিংবা মুছে না গেলেও বিবর্ণ ও মলীন তো আলবত হবেই হবে!

থেকে যাওয়া সবকিছুই যেন
সেই বিদায়ে আবারও থেমে যাবে!

একমাত্র অনুপস্থিতিই উপস্থিতির প্রকৃতমূল্য বোঝায়!

এটাই জগতের নিয়ম!

প্রতিটি আবরার, মুগ্ধ, হাদি সাঈদদের সালাম।
ঈমানের সাথে ফি সাবিলিল্লাহ এমন খুশ নাসিহি প্রজন্ম থেকে প্রজন্মের জ্বলে উঠুক!

আমিন।

Abu Taw Haa Muhammad Adnan

 #দ্বীনী_দাওয়াতত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে ইসলাহী মাজলিস ও বিশেষ সেমিনার! আসসালামু আ‘লাইকুম ওয়া রহমাত...
10/12/2025

#দ্বীনী_দাওয়াত

ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে ইসলাহী মাজলিস ও বিশেষ সেমিনার!

আসসালামু আ‘লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
উত্তরবঙ্গের সম্মানিত দ্বীনি ভাইয়েরা—
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশন-এর উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার, রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ইসলাহী মাজলিস ও সেমিনার, ইনশাআল্লাহ।

🎙️ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:
উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান (হাফিযাহুল্লাহ) সহ স্থানীয় দাঈগন।

⏰ সময়: বাদ মাগরিব থেকে
📍 স্থান: ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল, জুম্মাপাড়া, রংপুর (পলিটেকনিক সংলগ্ন)

প্রবেশ সম্পূর্ণ ফ্রি; সকল দ্বীনি ভাইদের জন্য উন্মুক্ত।
(বিঃদ্রঃ— প্রোগ্রামটি কেবল ভাইদের জন্য। আসরের নামাজের পর গেইট খোলা হবে।)

📣 উত্তরবঙ্গের সকল দ্বীনি প্ল্যাটফর্মের দায়িত্বশীল ভাইদের উপস্থিত থাকার অনুরোধ রইল। পরিচিত দ্বীনি ভাইদেরও দাওয়াত দিন।

প্রচেষ্টা আমাদের , বিজয় আল্লাহর!

 #দ্বীনি_প্রোগ্রাম_আয়োজন_প্রসঙ্গে আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। সম্মানিত আয়োজকবৃন্দ ও দ্বীনি ভাইয়েরা!...
10/12/2025

#দ্বীনি_প্রোগ্রাম_আয়োজন_প্রসঙ্গে

আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

সম্মানিত আয়োজকবৃন্দ ও দ্বীনি ভাইয়েরা!

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, লেখাপড়া, অনলাইন মাদ্রাসায় নিয়মিত দারস প্রদানসহ, মুরব্বি উস্তাযবৃন্দের সহবত ও পরামর্শে মুহতারাম আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান হাফিযাহুল্লাহ ট্রেডিশনাল ওয়াজ মাহফিল ও সেমিনার প্রোগ্রামগুলোতে প্রায় একেবারেই যাচ্ছেন না বললেই চলে।

খুবই সল্প পরিসরে, মুনাসিব পরিবেশে, মাসজিদের ভেতরে কিছু ইসলাহি মাজলিস, হালাকা ও তালিমি বৈঠকে নিয়মিত যাচ্ছেন
ও যাবেন ইনশাআল্লাহ। এছাড়া জুম্মার খুতবা সহ দেশের বাহিরের দাওয়াতি সফরগুলোতে সময় দেবেন ইনশাআল্লাহ।

তবে তা সেলফি সংস্কৃতি, ছবি, লাইভ কিংবা আনঅফিশিয়াল রেকর্ডিং সহ যাবতীয় শো-অফের ট্রেডিশান বিবর্জিত হওয়া বাধ্যতামূলক!

উপরোক্ত মূলনীতি অনুসরন সাপেক্ষে সম্মানিত আয়োজকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দ্বীনি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অনুগ্রহপূর্বক নিম্নে বর্ণিত নীতিমালাগুলো অনুসরণ করুন।

১. আমাদের অফিশিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ না করে এবং উস্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ ব্যাতিত কোন অবস্থাতেই কোন দ্বীনি প্রোগ্রাম আয়োজন করবেন না।
সরাসরি প্রোগ্রাম নেবেন। কোন তৃতীয় পক্ষের ফাঁদে প্রতারিত হবেননা।

২. উস্তাদের অফিশিয়াল নীতিমালা মেনে চলবেন। কোন বিষয় নিয়ে অতিরঞ্জন বা বাড়াবাড়ি করবেন না। দ্বীনি আদব বজায় রেখে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি ও তার জমিনে তার দ্বীনের দাওয়াত, প্রচার প্রসার ও প্রতিষ্ঠার নেক নিয়্যাতে প্রোগ্রামগুলো আয়োজন করবেন।

জোন ভিত্তিক ফর্মগুলো পূরণ করে আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করা হলো:

◾(রংপুর ও উত্তরাঞ্চল ভিত্তিক প্রোগ্রামের জন্য নিম্নোক্ত ফর্মটি পূরণ করুন)

পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার জন্য।

ফর্মঃ https://forms.gle/G5jD9osa742iw5Pk8

মুজাহিদ- 01315 188248 (Whatsapp Text Only)

◾(ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলগুলোর জন্য নিচের ফরমটি পূরণ করুন)

ফর্মঃ https://forms.gle/3TwbFYTwzmJ2xytVA

ঢাকা - 01724634372 ,01889924443

◾(দেশের বাইরে প্রোগ্রামের জন্য নিন্মোক্ত ফর্মটি পূরণ করুন)

ফর্মঃ https://forms.gle/5G3WVYeQqpknVbHZ9

বি: দ্র: প্রোগ্রাম বা দ্বীনি বিষয়ে উস্তাদের সাথে সরাসরি সাক্ষাতের জন্য অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন:

ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার, ঢাকা
মিরপুর ১১, মেট্রো পিলার নং ২১৩, বনলতা রেস্টুরেন্টের ৪র্থ তলা, মিরপুর ১১, ঢাকা

সেন্টারের অফিসিয়াল নাম্বার:
01886 9999 15 (WhatsApp)
01886 9999 75 (WhatsApp)

(শনি থেকে বৃহস্পতিবার- বাদ যোহর থেকে মাগরিব)

আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালা আমাদের সকলের নেক আমলগুললো কবুল ও মঞ্জুর করুন, আমিন!

ওয়া সাল্লাল্লাহু আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।

10/12/2025

কঠিন সমস্যায় আছেন এই আমলটি করুন।
যেকোন সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

08/12/2025

ত্ব-হা যিন নূরাঈন ইসলাম ইসলামিক স্কুল, ঢাকা।

২০২৬ ইং শিক্ষাবর্ষে ভর্তি চলছে!

​আপনার সন্তানের দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অনন্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

📚 প্লে, নার্সারি এবং কেজি শ্রেণীতে সীমিত আসনে ভর্তি চলছে!

​🎁 সীমিত সময়ের জন্য বিশেষ সুযোগ:
​২০% ভর্তি ফি ছাড়! (সুযোগ সীমিত সময়ের জন্য প্রযোজ্য)

​🟩 আমাদের মূল বৈশিষ্ট্যসমূহ:

​অভিজ্ঞ শিক্ষক, হাফেযে কুরআন ও সুযোগ্য ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত আধুনিক শিক্ষাব্যবস্থা।

​ট্রাই-লিঙ্গুয়াল (ত্রি-ভাষিক) সিলেবাস: বাংলা, ইংরেজি ও আরবী মাধ্যমের সমন্বয়ে পাঠদান।

​ঈমান-কেন্দ্রিক শিক্ষা:

বিশুদ্ধ (সহীহ) আকিদার ভিত্তিতে ইসলামী শিক্ষা প্রদান এবং নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ।

​কুরআন ও আরবী ভাষা: পবিত্র কুরআন ও আরবী ভাষা শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান।

​হিফজ বিভাগ: তা'জবীদ, নাজেরা ও হিফজ সহ নিয়মিত শিক্ষা কার্যক্রম।

​সহশিক্ষা কার্যক্রম: সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ, সাপ্তাহিক তালিম, খেলাধুলা, শারীরিক শিক্ষা ও গল্পের মাধ্যমে জ্ঞানার্জন।

​📍 যোগাযোগের ঠিকানা:
​ঠিকানা: মেট্রো প্লার নং ২১৩, বনলতা রেস্টুরেন্ট বিল্ডিং ৪ তলা, মিরপুর-১১, বাসস্ট্যান্ড, ঢাকা।

☎️ ​মোবাইল
০১৮৪৬-৯৯৯৯১৫,
০১৮৪৬-৯৯৯৯৭৫

​আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য আজই যোগাযোগ করুন এবং সীমিত সুযোগটি গ্রহণ করুন!

আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

08/12/2025

যে কাজ গুলো করলে কালো যাদুতে
আক্রান্ত হতে পারেন আপনিও‼️🤔

🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

07/12/2025

মাশ আল্লাহ 🥀 🥰
🎉 CONGRATULATIONS

We welcome our first student, Usman bin Adnan (Son of Abu Taw Haa Muhammad Adnan), to the Taw Haa Zin Nurain Islamic School family!

Enroll Your Child Today: 📲 Call: 01886 9999 15 💬 WhatsApp: 01886 9999 75

📍 Visit Us: Mirpur 11 Bus Stand (Metro Pillar 213) Banolata Restaurant Building (4th Floor), Dhaka.

Taw Haa Zin Nurain Islamic School, Dhaka

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Dawaah-দা'ওয়াহ্ツOFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawaah-দা'ওয়াহ্ツOFC:

Share