Dawaah-দা'ওয়াহ্ツOFC

Dawaah-দা'ওয়াহ্ツOFC সত্যের এ বানী পৌঁছে যাক সবার দোরগোড়ায়।🥰
(62)

হাসিনার রোষানলে একজন আলিম আজ পুরো নিঃস্ব। দীর্ঘদিন কারাগারে ছিলেন। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, কারাগারের সেই যন্ত্রন...
07/12/2024

হাসিনার রোষানলে একজন আলিম আজ পুরো নিঃস্ব। দীর্ঘদিন কারাগারে ছিলেন। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, কারাগারের সেই যন্ত্রনা তিনি এখনো ভোগ করে যাচ্ছেন। কারণ তার কোমড়ের সমস্যা। রিমান্ডে তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছিলো। কোমড়ে অপারেশন করতে প্রায় ৭ লক্ষ টাকা দরকার। এদিকে আদরের কন্যাও অসুস্থ, প্রিয়তমা আহলিয়াও অসুস্থ। কিন্তু অর্থের কারণে কারোরই সু-চিকিৎসা করতে পারছেন না।

আসুন আমরা এই মাজলুম মানুষটির পাশে দাঁড়াই। সরাসরি সাহায্য পৌঁছে দিই এই আলিমের হাতে। যাতে তিনি তার নিজের ও পরিবারের সদস্যদের সু-চিকিৎসা করাতে পারেন।

01930-538238 (পারসোনাল বিকাশ, নগদ) সেন্ডমানি করবেন। (আবদুল হাফীজ হারুনী)

30/11/2024
উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান।
29/11/2024

উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

20/11/2024

সমাজ পরিবর্তনে আমাদের করনীয়‼️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

19/11/2024

শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন সাহসী
বক্তব্য এর আগে কেউ দেয়নি⁉️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

19/11/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
সম্মানিত দ্বীনি ভাই/বোন,

অত্র বার্তাটি আপনাদের সকলের পরিচিত মুহতারাম উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান (হাফিযাহুল্লাহ)’র পক্ষ থেকে ইসলামপ্রেমী সামর্থ্যবান প্রত্যেক দানশীল দ্বীনি ভাই ও বোনের উদ্দেশ্যে প্রেরিত একটি উদাত্ত আহবান।

সম্মানিত দ্বীনি ভাই/বোন, আপনি জেনে আনন্দিত হবেন যে, মুহতারাম উস্তায আবু ত্ব-হা মুহাম্মদ আদনান (হাফিযাহুল্লাহ) বিগত পাঁচ বছর যাবৎ সাফল্যের সাথে দ্বীনি শিক্ষা, দাওয়াহ, সমাজকল্যান, অর্থনীতি এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করে আসছেন যা ইতিমধ্যে ত্ব-হা যিন নুরাইন ফাউন্ডেশন রুপে আত্মপ্রকাশ করেছে।
আরও দেখুনঃ https://www.facebook.com/tawhaazinnurain.foundation

দেশের বিভিন্ন জেলায় যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ,দূর্যোগ প্রবণ এলাকায় ত্রাণ বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমাদানে দরিদ্র মানুষের বাজার/ইফতার সামগ্রী বিতরণ, ঋনগ্রস্থ ব্যাক্তির ঋন পরিশোধ ও কর্যে হাসানা প্রদান, অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসার ব্যাবস্থা করা সহ বিভিন্ন ধরনের সমাজকল্যানমূলক কাজের আঞ্জাম দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ।

এছাড়াও বিশেষ করে দেশের চলমান শিক্ষা ব্যবস্থার সংকট ও মেরুকরণ মোকাবেলায় জেনারেল ও ইসলামি শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষার বিকাশে দেশের বিভিন্ন জেলায় উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংষ্কারের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এমতাবস্থায় আপনি সহ প্রত্যেক সামর্থ্যবান দ্বীনি ভাইবোনের পক্ষ থেকে প্রয়োজন সার্বিক ও আর্থিক সহযোগিতা। কেননা একমাত্র ইসলামি শিক্ষা ও মূল্যবোধই পারে নীতি ও নৈতিকতার আলোকে
একটি আলোকিত প্রজন্ম ও জাতি বিনির্মান করতে।

আলহামদুলিল্লাহ বর্তমানের উস্তাযের পরামর্শে ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, কক্সবাজার, গাজীপুর সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ।
আরও দেখুনঃ https://www.facebook.com/TawHaaZinnurainIslamicschoolRangpur

উস্তাযের নিজস্ব তত্ত্বাবধানে সম্প্রতি প্রতিষ্ঠিত ত্ব-হা যিন নূরাঈন অনলাইন মাদ্রাসায় বিভিন্ন কোর্সে প্রায় ২০০০০+ স্টুডেন্ট দ্বীনি ইলম হাসিল করছেন আলহামদুলিল্লাহ।
আরও দেখুনঃ https://www.facebook.com/tawhaazinnurainonlinemadrasa

এছাড়াও উস্তায নিজে দ্বীনি ভাই ও বোনদের জন্য আলাদা করে মাসিক তা'লিমের আঞ্জাম দিয়ে থাকেন।
তা'লিম গ্রুপঃ https://www.facebook.com/groups/taalimbyabutawhaa

সম্মানিত দ্বীনি ভাই/বোন, অনুগ্রহ পূর্বক উস্তাযের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা, দাওয়াহ ও সমাজকল্যানমূলক প্রকল্পগুলোতে আপনার মূল্যবান এককালীন/মাসিক অনুদান/সাদাকাহ প্রদান করে দ্বীনের খেদমতে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আমরা উদ্যোগ নিয়েছি ঢাকা এবং রংপুরে স্থায়ী মারকাযসহ আমাদের অনলাইন মাদ্রাসা এবং শিক্ষা প্রজেক্টের সকল কার্যক্রমকে এগিয়ে নিতে। এই সমস্ত প্রজেক্টে আপনার সহযোগীতা

আমাদের নিকট সহযোগীতা পাঠানোর ঠিকানাঃ

বাইতুল মাল একাউন্ট নাম্বার:
Al-Arafah Islami Bank
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
ACC No: 0971120018405

Midland Bank PLC
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
Acc No: 8801-1810012325

Mobile Banking
01750729111 (bKash Personal)
01750729111 (Nagad Personal)

উস্তাযের সাথে সরাসরি মত বিনিয়মের জন্য এই নম্বরে টেক্সট করুন ইনশাআল্লাহ।
01750729111 (WhatsApp)

[বিঃদ্রঃ অনুগ্রহ পূর্বক উস্তাযের সাথে সরাসরি যোগাযোগ না করে কোন একাউন্টে বা কোন তৃতীয় পক্ষের মাধ্যমে কোন প্রকার অনুদান পাঠাবেন না এবং যাকাতের অর্থ সাদাকাহ হিসেবে পাঠাবেন না।]

=====

আমাদের কার্যক্রমগুলো দেখতে ভিজিট করুন-
ফেসবুকঃ https://www.facebook.com/abutawhaadnan
ইউটিউবঃ https://www.youtube.com/

জাযাকুমুল্লাহ।

18/11/2024

বিয়ে করার আগে অবশ্যই এই আলোচনাটি শুনুন‼️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

16/11/2024

রিজিককে সম্মান না করলে রিজিক দূরে চলে যায়‼️🤔
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

16/11/2024

হে প্রিয় বোন, স্বামীর প্রতি আনুগত্যশীল হোন‼️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

09/11/2024

স্বার্থপদের চেনার একটি সহজ সমীকরণ আছে! তারা এমনভাবে আপনার কাছে আসবে যেন আপনি ছাড়া তাদের জগতে দ্বিতীয় কিছুর অস্তিত্বই নেই! আবার স্বার্থে ভাটা পড়লে এমনিভাবে আপনাকে ছেড়ে যাবে যেন আপনি কখনো তাদের জীবনে ছিলেনই না!

বস্তুত পুরো দুনিয়ার জীবনটাই একটি স্বার্থের মায়াজাল! এক অলীক মরিচীকা, প্রচন্ড পিপাসায় আমরা যাকে পানি ভেবে ভুল করে থাকি!

তাই নিজেকে শুধুমাত্র এক আল্লাহর জন্য খাস করে দিন, তার দ্বীনের জন্য খালেস করে নিন। সাধ্যমতো যার যার হক্ব তাকে তাকে বুঝিয়ে দিন। আর নিজের সবটুকু হক্ব শুধুমাত্র এক আল্লাহর কাছে চেয়ে নিন।

ইনশাআল্লাহ আপনি তুফানের মাঝেও প্রশান্তি পাবেন, উত্তাল ঢেউয়ে ঠিকই সাঁতরে যাবেন! একদিন ঠিকই তীরে দাঁড়িয়ে ছেড়ে যাওয়া স্বার্থের ফেরিওয়ালাদের দেখে মুচকি হাসবেন! অলীক নয়! প্রশান্তির হাসি!

Abu Taw Haa Muhammad Adnan

09/11/2024

ঢাকা শহর শেষ জামানার শহর‼️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

08/11/2024

যে আমলগুলো করলে দারিদ্রতা দূর
হবে এবং রিজিক বৃদ্ধি পাবে‼️
আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

05/11/2024

আমি বিহীন এ দুনিয়া কেমন হবে⁉️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

03/11/2024

আমাদের জীবনের উদ্দেশ্য কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, আসিফ মাহতাব স্যার।

02/11/2024

তখন যেভাবে তারা পা/প করতো
আর এখন যেভাবে করে‼️🤔
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

01/11/2024

হারাম সম্পর্কে লিপ্ত থাকলে দোয়া কবুল হয় না⁉️😥
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান হাফিঃ।🥰🥀

জাহাঙ্গীরনগর "মুসলিম" ইউনিভার্সিটি❤️
30/10/2024

জাহাঙ্গীরনগর "মুসলিম" ইউনিভার্সিটি❤️

30/10/2024

আমরা সমালোচনা না করে
সমাধান করার চেষ্টা করি ‼️🥰
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Dawaah-দা'ওয়াহ্ツOFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawaah-দা'ওয়াহ্ツOFC:

Videos

Share

Category

Nearby media companies