Dawaah-দা'ওয়াহ্ツOFC

Dawaah-দা'ওয়াহ্ツOFC সত্যের এ বানী পৌঁছে যাক সবার দোরগোড়ায়।🥰
(9)

30/12/2024

Happy New Year পালন করার আগে আলোচনাটি শুনুন।
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, Taw Haa Zin Nurain Online Madrasa কর্তৃক আয়োজিত রাসূল (সাঃ) এর পবিত্র জ...
29/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, Taw Haa Zin Nurain Online Madrasa কর্তৃক আয়োজিত রাসূল (সাঃ) এর পবিত্র জীবনী শেখার কোর্স "সিরাতুন্নবী (সাঃ) শিক্ষা কোর্স" -এর ৪র্থ সিজনে প্রি-রেজিষ্ট্রেশন চলছে।
২৫% ছাড়ে আজই প্রি-রেজিষ্ট্রেশন করুন।
সিরাতুন্নবী (সাঃ) শিক্ষা কোর্সের সিজন ০৪ এ থাকছেঃ-
✅৩০ টি লাইভ ক্লাস
✅ক্লাস রেকর্ড
✅৪ টি ইন-কোর্স এক্সাম
✅অ্যাসাইনমেন্ট
✅ক্লাসনোট
কোর্সের মেয়াদ : প্রায় ৪ মাস।
(মূল ক্লাস ৩ মাস, প্রস্তুতি এবং ফাইনাল পরীক্ষা ১ মাস)
মোট ক্লাস সংখ্যা: ৩০ টি (এক্সাম ও সলভ ক্লাস ব্যাতিত)
⚡১ম স্থান অর্জনকারীর জন্য থাকছে পবিত্র ওমরাহ প্যাকেজ ও সার্টিফিকেট।
⚡২য় স্থান অর্জনকারীর জন্য থাকছে ৩০ হাজার টাকা সমমূল্যের হাদিয়া ও সার্টিফিকেট।
⚡৩য় স্থান অর্জনকারীর জন্য থাকছে ২০ হাজার টাকা সমমূল্যের হাদিয়া ও সার্টিফিকেট।
সিজন ০৪ এর জন্য নির্ধারিত বই “আনোয়ার লাইব্রেরী” থেকে প্রকাশিত “আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)” রচিত “আর রাহিকুল মাখতুম”।
রেজিষ্ট্রেশন লিংকঃ https://tawhaazinnurain.com/course/siratunnabi-pbuh-course/
“আর রাহিকুল মাখতুম” বইটি আপনাদের প্রিয় Taw Haa Zin Nurain Book Shop এ সর্বোচ্চ ছাড়ে পাওয়া যাচ্ছে।
পরীক্ষা পদ্ধতিঃ
১। রেজিষ্ট্রেশন, ফিস প্রদান, বই সংগ্রহ ও ক্লাস সমাপ্ত করার পর প্রাথমিকভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পরবর্তীতে লিখিত ও চুড়ান্ত ১০ জনের মাঝে ভাইভার মাধ্যমে সেরা ৩ জন বিজয়ী প্রতিযোগী চুড়ান্ত করা হবে ইনশাআল্লাহ!
৩। এছাড়াও সেরা ৩ সহ চতুর্থ থেকে দশমের প্রত্যেকেই পাবেন বিশেষ হাদিয়া, সার্টিফিকেট ও ক্রেস্ট।
কোর্সটি ১৫ থেকে ৬০ বছরের সকল শ্রেণী পেশার নারী ও পুরুষ জন্য উন্মুক্ত। প্রবাসীরাও অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা Taw Haa Zin Nurain Online Madrasa এবং উস্তায Abu Taw Haa Muhammad Adnan (হাফিঃ) এর অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন।
আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
🌏 প্রয়োজনে যোগাযোগ করুনঃ
+880 9613 240 333 (10 AM - 10 PM)
01740-433580 (Whatsapp Only)

29/12/2024

যারা ২৫শে ডিসেম্বর এই কথা বলেছেন,
তারা এখনি তাওবা পড়ুন‼️😥
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান

29/12/2024

সমাজে আলেমদের নিয়ে
যেমন টা ভাবি আমরা⁉️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

26/12/2024

এই দুনিয়াতে আপনার কিছুই নাই‼️🤔
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

25/12/2024

#মহান_আল্লাহ_কাওকে_জন্ম_দেননি
#কারও_নিকট_থেকে_জন্মগ্রহণ_করেননি

আমরা জানি শাতিমে রাসুলের শাস্তি মৃত্যুদন্ড! তাহলে যে বা যারা স্বয়ং নবুওয়াত দাবী করবে তাদের ক্ষেত্রে শাস্তির বিধান কি? ঠিক তেমনি শিরক ও কুফরের পরিণাম যদি জাহান্নাম হয় তাহলে যে বা যারা মহান আল্লাহর সন্তান সাব্যস্ত করবে তাদের ক্ষেত্রে বিধান
কি হতে পারে? (নাইজুবিল্লাহি মিং যালিক)!

মুল কথায় আসি। যে বা যারাই পশ্চিমা মতাদর্শের মনগড়া রোমান ফিলোসোফির আদলে "মেরি ক্রিস্মাস" সম্ভাষণে নিজেদের আল্ট্রামর্ডান আল্ট্রাসেকিউলার মুসলিম প্রমাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন তাদের জেনে রাখা উচিৎ "তারা আজ মহাশিরকে নিজেদের দ্বীনকে ধ্বংস করেছে"! তারা স্বীকার করে নিয়েছেন
যে মহান আল্লাহ (নাউযুবিল্লাহ) ২৫ ডিসেম্বর নাবী ঈসা (আ) কে জন্ম দিয়েছেন! ওয়াল্লাহি তারা দ্বীন থেকে খারিজ হয়ে গেছে! তাদের উচিৎ কালিমার শাহাদা দিয়ে নতুন করে নিজ নিজ ঈমান নবায়ন করা! তারা নতুন এক দ্বীনের জন্ম দিয়েছেন যেখানে তারা সমস্ত ধর্মকে একত্রিত করে নতুন এক প্রবৃত্তিপুজায় লিপ্ত হয়েছে! এই শিরক এতটাই গর্হীত যে আল্লাহর কসম এতে সাত আকাশ জমিন ও পাহাড় ফেটে পড়তে চায়! নিচের আয়াত গুলো পড়ে বোধশক্তিসম্পন্নদের জন্য।
সুরাহ মারিয়াম আয়াত নং ৮৮ থেকে ৯৫..................

وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًا

এবং তারা বলে, ‘রহমান সন্তান গ্রহণ করেছেন!’

لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّا

তোমরা তো এক বীভৎস ভয়ংকর কথার অবতারণা করেছ!

تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا

এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী
খন্ড-বিখন্ড হবে এবং পর্বতসমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে!

أَن دَعَوْا۟ لِلرَّحْمَٰنِ وَلَدًا

যেহেতু তারা পরম দয়াময়ের প্রতি সন্তান (গ্রহণের অপবাদ) আরোপ করে!

وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا

অথচ এটা রহমানের শান নয় যে, তিনি সন্তান গ্রহণ করবেন।

إِن كُلُّ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَٰنِ عَبْدًا

আকাশমন্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই, যে পরম দয়াময়ের নিকট দাসরূপে উপস্থিত হবে না!

لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّا

নিশ্চয়ই তিনি সকলকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তাদেরকে বিশেষভাবে (এক এক করে) গুণে গুণে রেখেছেন।
وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَرْدًا

আর কিয়ামতের দিন তাদের প্রত্যেকে তার কাছে একাকী (নিঃসঙ্গ অবস্থায়) উপস্থিত হবে!

সংক্ষিপ্ত প্রাসঙ্গিক তাফসীর:

সারা বিশ্বের এক একটি অনুপরমাণু মহান আল্লাহ তাআলার তাওহীদের প্রমাণ পেশ করছে। তার সাথে শিরুককারীদের শিরকের কারণে সমস্ত মাখলুক প্রকম্পিত হচ্ছে। এর ফলে যেন জগতের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশৃংখলা দেখা দেয়ার উপক্রম হচ্ছে। শিকের সাথে কোন সৎকাজ ফলদায়ক হয় না। পক্ষান্তরে, এতে বিস্ময়ের কিছুই নেই যে, তাওহীদের সাথে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেমন হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা তোমাদের মরণোন্মুখ ব্যক্তিকে “লা ইলাহা ইল্লাল্লাহ’ এর শাহাদাত পাঠ করাতে থাকো। কেননা, যে ব্যক্তি তার মৃত্যুর সময় এটা পাঠ করবে তার জন্যে জান্নাত। ওয়াজিব হয়ে যাবে।” সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ) যে ব্যক্তি সুস্থাবস্থায় এটা পাঠ করবে (তার হুকুম কি?)” তিনি উত্তরে বলেনঃ “এটা তো (জান্নাত) আরো বেশী ওয়াজিবকারী, এটাতো (জান্নাত) আরো বেশী ওয়াজিবকারী।” অতঃপর তিনি বলেনঃ “যার হাতে আমার প্রাণ রয়েছে। তাঁর শপথ! যমীন ও আসমান এবং এতোদুভয়ের মাঝের সমস্ত কিছু এবং নিম্নের সমস্ত জিনিস যদি মীযানের (তারায়ূর) এক পাল্লায় রাখা হয় এবং “লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত দ্বিতীয় পাল্লায় রাখা হয় তবে
এই শাহাদাতের ওজনই ভারী হয়ে যাবে।” এর আরো দলীল হচ্ছে ঐ হাদীসটি যাতে তাওহীদের একটি ক্ষুদ্র খণ্ড পাপরাশির বড় বড় দফতরের চেয়ে ভারী হওয়ার কথা বর্ণিত হয়েছে। (এই হাদীস ইমাম ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন)

সুতরাং তাদের (আল্লাহর সন্তান আছে) এই উক্তিটি এতো বড় অন্যায় যে, আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বড়ত্বের কারণে আকাশ যেন কেঁপে ওঠে এবং যমীন যেন ক্রোধে ফেটে পড়ার উপক্রম হয়। আর পাহাড় যেন
চূর্ণ বিচুর্ণ হয়ে পড়বে।

হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি পাহাড় অপর পাহাড়কে জিজ্ঞেস করেঃ “আল্লাহর যিকর করেছেন এরূপ কোন লোকও কি তোমার উপর আরোহণ করেছে?” ঐ পাহাড়টি তখন খুশী হয়ে উত্তর দেয়ঃ “হাঁ, করেছে।” সুতরাং পাহাড়ও বাতিল ও মিথ্যা কথা এবং ভাল কথা শুনতে পায়, অন্য কেউ শুনতে পায় না। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন।

বর্ণিত আছে যে, আল্লাহ তাআলা যখন যমীনকেও
ওর বৃক্ষ লতাদি সৃষ্টি করেন তখন সমস্ত বৃক্ষ আদম সন্তানকে ফল ফুল ও উপকার দিতে থাকে। কিন্তু যখন যমীনের অধিবাসীরা আল্লাহর জন্যে সন্তান আরোপ করে তখন যমীন নড়তে শুরু করে এবং গাছগুলিতে কাটা হয়ে যায়। হযরত কা'ব (রাঃ) বলেন যে, ফেরেশতারা ক্রোধান্বিত হয়ে যান এবং জাহান্নাম ভীষণভাবে প্রজ্জ্বলিত হয়ে ওঠে।

হযরত আবু মূসা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কষ্টদায়ক কথায় আল্লাহ তাআলা অপেক্ষা অধিক ধৈর্য ধারণকারী আর কেউ নেই। মানুষ তার সাথে শরীক স্থাপন করে এবং তার জন্যে সন্তান নির্ধারণ করে, অথচ তিনি তাদেরকে নিরাপদে রাখেন এবং আহার্য দান করতে থাকেন। তাদের থেকে তিনি বিপদ আপদ দূর করে দেন। সুতরাং আল্লাহর সন্তান রয়েছে তাদের এ কথায় যমীন, আসমান ও পাহাড় পর্বত চরম অস্বস্তিবোধ করে। আল্লাহর শ্রেষ্ঠত্ব চরম অস্বস্তি সন্তান মোটেই শোভনীয় নয়। কারণ সমস্ত সৃষ্টজীব তাঁরই দাসত্ব করছে। তার সঙ্গী সাথী বা তার সমতুল্য কেউই নেই। যমীন ও আসমানে যত কিছু রয়েছে সবই তাঁর আদেশাধীন ও তার অনুগত দাস। তিনি সবারই প্রতিপালক ও রক্ষক। সবারই গণনাতার কাছে রয়েছে। তার জ্ঞান সবকেই পরিবেষ্টন করে আছে। সবাই তার ক্ষমতার আওতার মধ্যে রয়েছে। সমস্ত পুরুষ, নারী, ছোট ও বড় এবং ভাল ও মন্দের খবর তিনি রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান তার আছে। তার কোন সাহায্যকারী নেই। তার সঙ্গী ও অংশীদারও নেই। প্রত্যেক বন্ধু বান্ধব ও সহায়কহীন অবস্থায় কিয়ামতের দিন তাঁর সামনে হাজির হবে। সমস্ত মাখলুকের ফায়সালা তারই হাতে। তিনি এক ও অংশী বিহীন। সবারই ফায়সালা তিনিই করবেন। তিনি যা চাবেন তাই করবেন। তিনি ন্যায় বিচারক, অত্যাচারী নন। কারো হক নষ্ট করা তাঁর সাহায্যের উল্টো।

যারা বলে আল্লাহ তা‘আলার সন্তান আছে, যেমন ইয়াহূদীরা বলে: উজাইর আল্লাহ তা‘আলার ছেলে, খ্রিস্টানরা বলে: ঈসা আল্লাহ তা‘আলার ছেলে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন: “তোমরা এমন এক বীভৎস বিষয়ের অবতারণা করেছ; যাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে ও পর্বতগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে পতিত হবে।” আল্লাহ তা‘আলার জন্য সন্তান গ্রহণ করা সমীচীন নয়, বরং দুনিয়াতে যারা আছে সবাইকে আল্লাহ তা‘আলার কাছে বান্দা হিসেবে উপস্থিত হতে হবে।

আল্লাহ তা‘আলা বলেন:

قُلْ ھُوَ اللہُ اَحَدٌﭐﺆ اَللہُ الصَّمَدُﭑﺆ لَمْ یَلِدْﺃ وَلَمْ یُوْلَدْﭒﺫ وَلَمْ یَکُنْ لَّھ۫ کُفُوًا اَحَدٌ

“বল:‎ তিনিই আল্লাহ একক। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। আর তাঁর সমতুল্য কেউ নেই।”
(সূরা ইখলাস ১১২:১-৪)

মহান আল্লাহ আমাদেরকে তার তাওহীদ অনুধাবনের তাওফিক দান করুন। যাবতীয় শিরকি মতবাদ ও আকিদা ও আদর্শ থেকে হিফাযাত করুন। আমিন।

আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ

Abu Taw Haa Muhammad Adnan

25/12/2024

নিজে বাঁচো পরিবার বর্গ কে বাঁচাও‼️
🎙️ আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

25/12/2024

আমরা গা/জ/ওয়া/তুল হিন্দের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ‼️🥰
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান হাফিঃ।

25/12/2024

মে/রি ক্রি/স/মাস বলার আগে একবার শুনুন ‼️
নাউজুবিল্লাহ
🎙️ আবু ত্বহা মুহাম্মাদ আদনান

24/12/2024

জুলাই-আগস্টের যে ঘটনাটি
উস্তাদকে অবাক করেছে⁉️🤔
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

23/12/2024

আপনার আমার টার্গেট এখন একজন
ইস/লা/মপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতা বসানো।
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

22/12/2024

শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে
যে কথা গুলো আগেই বলেছেন,
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান

20/12/2024

যে ২ টা পা/প ভুলেও করবেন না⁉️🤔
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

17/12/2024

আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি⁉️
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

11/12/2024

স্বাধীনতার ৫০ বছরে আমরা কও অর্জন করলাম⁉️🤔
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান হাফিঃ।

10/12/2024

আইনজীবি আলিফের শাহাদাত নিয়ে যা বললেন,
🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান হাফিঃ।

জ্ঞানি মানুষের শব্দ অল্প অর্থ সুগভীর।🤔
08/12/2024

জ্ঞানি মানুষের শব্দ অল্প অর্থ সুগভীর।🤔

07/12/2024

আলহামদুলিল্লাহ। বিজয় আমাদের দ্বারপ্রান্তে।✊✊

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Dawaah-দা'ওয়াহ্ツOFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawaah-দা'ওয়াহ্ツOFC:

Videos

Share

Category