MD Emdadur Rahman

MD Emdadur Rahman like follow share

 #স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কেন?স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা...
16/11/2021

#স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কেন?

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি।

এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া।

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।

বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত।

সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সেসময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।
#গোসলের সঠিক নিয়মঃ-

প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে পানি দিতে হবে। সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত।

এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিৎ।

collected

13/11/2021

Arunita & Mohammad Irfan at Grand Finale

04/11/2021

অনুবাদ সহ একটি আবেগঘন দোয়া || আব্দুর রহমান আল আওসী II Abdur Rahman Al Ausy Dua in Bangla subtitle

30/10/2021

Village

28/10/2021

Tujhe bhul janna | Idol | Reshammiya & & Bhatt

27/10/2021
26/10/2021
09/09/2021

যে ভালো থাকার জন্য #ভালোবাসে,
সে কারণে-অকারনে হারিয়ে যেতে পারে-
আর~~
যে ভালো রাখতে #ভালোবাসে♥সে হাজারটা কষ্ট সহ্য করেও আজীবন পাশে থাকে।

29/07/2021
25/07/2021

#বাবা তুমায় আমি #ভালবাসি গো😃😃😃

📛ব্রডব্যান্ড ইন্টারনেট বিল বেশি নিলে অভিযোগ করবেন যেভাবে:⭕️সরকার ঘোষণা দিয়েছে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকার...
21/06/2021

📛ব্রডব্যান্ড ইন্টারনেট বিল বেশি নিলে অভিযোগ করবেন যেভাবে:

⭕️সরকার ঘোষণা দিয়েছে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা এক রেটে একই পরিমাণ ইন্টারনেট সেবা কিনতে পারবেন। গ্রাহকদের জন্য সরকার তিনটি স্তর ঠিক করে দিয়েছে ৫ এমবিপিএস ৫০০, ১০ এমবিপিএস ৮০০ ও ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা। ঘোষণার দিন (৬ জুন) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

⭕️যদি কোনও আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) মাসিক বিল সরকার ঘোষিত দামে না নেয়, ঘোষিত গতি না দেয় তাহলে তিনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ জানাতে পারবেন। শুধু ঢাকা শহর নয়, প্রত্যন্ত এলাকার একজন গ্রাহকও যদি আইএসপি’র দেওয়া প্রতিশ্রুত গতি না পান তাহলে তিনি অভিযোগ জানাতে পারবেন।
বিটিআরসি হটলাইন ১০০ নম্বরে ফোন করে টেলিকম ও সেবা নিয়ে অভিযোগ জানানো যাবে। এছাড়া বিটিআরসির এই লিংকে ( লিঙ্ক ১ম কমেন্টে ) ঢুকেও অভিযোগ জানানো যাবে।

⭕️এদিকে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, গ্রাহক ঘোষিত গতি, নির্ধারিত দামে ইন্টারনেট সেবা না পেলে আইএসপিএবিকেও অভিযোগ জানাতে পারবেন। [email protected] মেইলে আইডিতে অভিযোগ জানালে সংগঠনটি গ্রাহকের সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।

বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু 😊।

 #মসজিদুল আকসার সর্বশেষ অটোমান প্রহরীর সন্ধানে  # আজ আমি আপনাদের  এমন একটা ঘটনা বলব যা   বাস্তবতার ইতিহাসে বিরল । আর এগু...
06/06/2021

#মসজিদুল আকসার সর্বশেষ অটোমান প্রহরীর সন্ধানে #

আজ আমি আপনাদের এমন একটা ঘটনা বলব যা বাস্তবতার ইতিহাসে বিরল । আর এগুলো শুধু মুসলিমদের পক্ষে সম্ভব । যা প্রচন্ড ভালোবাসে আর অনুগত্য না থাকলে সম্ভব না ।

প্রায় চারশত বছর ফিলিস্তিন উসমানি সাম্রাজ্যের অধীনে ছিল । 1917 সালের 8 ই ডিসেম্বর ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে ওসমানী সেনাবাহিনী জেরুজালেম ছেড়ে যায়। কিন্তু যাওয়ার প্রাক্কালে মসজিদুল আকসার ছোট রিয়ার গার্ড বাহিনী রেখে যায় তারা মসজিদের ভিতরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও লুটতরাজ ও হয়রানি বন্ধে হিসেবে কাজ করত । শহরের রিয়ার গাড কখনো যুদ্ধবন্দি হিসেবে বিবেচনা করে হোতো না। তাছাড়া ব্রিটিশ সেনাবাহিনীর জেরুজালেম প্রবেশের পর তাদের নিরাপত্তার জন্য স্থানীয় ছোট সৈন্যদলের প্রয়োজন ছিল যারা স্থানীয় জনসাধারণ ইতিবাচক প্রতিক্রিয়া থেকে তাদের রক্ষা করবে ।

তুরস্কের ইদগির প্রদেশের কর্পোরাল হাসান ছিলেন আল-আকসার সর্বশেষ প্রহরী ।তিনি ছিলেন একজন সেনাবাহিনীর ভারী মেশিনগান দলের একজন সদস্য 1982 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি অটোমান সেনাবাহিনীর একজন সদস্য দীর্ঘ 57 বছর জেরুজালেমে পবিত্র মসজিদুল আকসার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন। ওসমানী খেলাফত পতনের পরও তিনি এ দায়িত্ব পালন করে ইতিহাসের পাতায় স্থান করে নেন ।

1972 সালের 4 মে তুরস্কের রাজনীতিবিদ ও সাংবাদিকদের একটি প্রতিনিধিদল ইসরাইল ও জেরুজালেমে পরিদর্শনে যান । জেরুজালেম ভ্রমণের শেষ দিন শহরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা করা হয় তুর্কি সাংবাদিক ইলহান বারদাকসিও ছিলেন এই প্রতিনিধি দলের মধ্যে ।তিনি বর্ণনা করেন ভ্রমণের চতুর্থ দিনেও অন্যান্য সাধারণ দিনের মতো ছিল । তবে চতুর্থ দিন জেরুজালেমে এসে এক আবেগময় দৃশ্য অবলোকন করি তা শুধু আমার জীবন নয় বরং ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে ।

ইলহান বলেন ইসরাইল সরকার আমাদের জন্য ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা করেন আমি মনে মনে জেরুজালেম ও মসজিদুল আকসা দেখার অপেক্ষায় অস্থির । অবশ্য তখন প্রচন্ড গরম পরছে ঘামে আমার পুরো দেহ ভেজা আল-আকসার পৌঁছালে আমার মধ্যে কম্পন শুরু হয় সেখানে ছবি তুলতে গিয়েও আমার হাত কাঁপে ওঠে ।

অবশেষে আমরা মসজিদের উচ্চ প্রাঙ্গণে গিয়ে উঠি এই স্থানটি ফিনাউ ইসনাই আশারা আলফি শুমআতান বা 12 শ মোমবাতির চত্বর হিসেবে ইতিহাসে পরিচিত । কারণ 1516 সালে সুলতান প্রথম সেলিম জেরুজালেম বিজয় করে তাতে 12 শ মোমবাতি জ্বালিয়ে ছিলেন । আর সেনাবাহিনীর সদস্যরা রাতেরবেলা বাতির আলোতে এশার নামাজ আদায় করেছিলেন । তাই এই স্থানকে এই নামে নামকরণ করা হয়েছে

# আল-আকসার চত্বরে জীর্ণশীর্ণ বৃদ্ধের দেখা # যাই হোক
এমন সময় সাংবাদিক ইলহান একজন বয়োবৃদ্ধ দেখতে পান। তার গায়ে খুবই পুরনো কাপুর বয়স প্রায় 90 বছর হবে। দেখেই বোঝা যাচ্ছে যে তার গায়ের কাপড়ে অনেক তালি দেওয়া হয়েছে । বয়োজ্যেষ্ঠ লোকটি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন ।

মসজিদ চত্বরে সরকারি কর্মকর্তাকে বৃদ্ধলোক সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন আমি তাকে চিনি না । হয়তো কোন পাগল হবেন । তিনি সব সময় এখানে দাঁড়িয়ে থাকেন কখনো কারো সঙ্গে কথা বলেন না ।কিছু জিজ্ঞেসও করেন না । কারো দিকে তাকানো না ।

কর্মকর্তার উত্তরে ইলহান সন্তুষ্ট হলেন না ।তিনি বলেন আমার বোঝার বাকি নেই যে উপযুক্ত কারণ ছাড়া এই চত্বরে কেউ এমন দাঁড়িয়ে থাকতে পারেনা । তবে বুঝতে পারলাম না যে তার ধবধবে সাদা দাড়ি কি দীর্ঘ কালের পরিক্রমায় হয়েছে নাকি ভারী বোঝার কারণে ।

# বৃদ্ধের মুখে অজানা ইতিহাসের আলাপ # ইলহান বারদাকসি ভাবছিলেন প্রায় 90 বছর বয়সী এই প্রবীণ এর সঙ্গে কথা বলবেন কিনা । বৃদ্ধের কাছে গেলেও তিনি নড়লেন না । তখন ইলহান বৃদ্ধকে সালাম দিলেন বিরক্তিভাব নিয়ে বৃদ্ধ সালামের উত্তর দেন সালামের সুরে তুর্কি ভাবছিল । ইলহান বলেন আমার হাত কাঁপা শুরু করে । তাহলে ইনি কি তুর্কি ? তবে তিনি এখানে কি করে এলেন নানা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে ।

এখানে কি করছেন জিজ্ঞেস করলে বৃদ্ধ জবাব দেন তিনি কর্পোরাল হাসান অটোমান সেনাবাহিনীর 20 তম কর্পোরেশন 36 তম ব্যাটেলিয়ান ও 8 তম স্কোয়ার্ড ভারী মেশিনগান দলের সদস্য তিনি । নিজের পরিচয় আগের চেয়ে জোর গলায় পুনরায় বললেন ।

# যেভাবে আল-আকসার প্রহরায় তিনি # তার কথা শুনে আমি হতভম্ব হয়ে পড়ি নিজের অজান্তেই জিজ্ঞেস করি কি বললেন আপনি ওসমানী ? এবার তিনি গর্বের সঙ্গে হ্যাঁ বললেন । তিনি বলেন প্রথম বিশ্বযুদ্ধে আমাদের সৈন্যরা সুয়েজখাল ফান্ডে ব্রিটিশদের উপর হামলা করেছিল । আমাদের সেনাবাহিনী তাদের পরাজিত হয় । ফলে সেনা প্রত্যাহার অবশ্যকীয় হয়ে পড়ে একে একে আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকারী ভূখণ্ড হাতছাড়া হয়ে পড়ে ।1917 সালে ব্রিটিশরা জেরুজালেম ফটকে ঢুকে শহরটি দখল করে নেয়ার আমরা পবিত্র শহরের নিরাপত্তায় রিয়ার গার্ড হিসেবে রয়ে যাই। ইংরেজরা তাদের অবস্থান রীতি অনুসারে আমাদের মেনে নেয় । আমরা এখানে 53 জন সদস্য ছিলাম । এমন সময় মন্ড্রোস চুক্তির আলোকে উসমানী সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করার খবর পাই ।

# আমিতো আল-আকসার প্রহরার দায়িত্ব পালন #
তখন ক্যাপ্টেন মোস্তফা আল ইউজবাশি রক্ষী সেনাদের বলেন প্রিয় বীর সেনারা ওসমানী সাম্রাজ্য কঠিন পরিস্থিতির সম্মুখীন । আমাদের গৌরবময় সেনাদের দেশ ছাড়া করা হচ্ছে । প্রিয় ইস্তাম্বুল আমাকে ডাকছে আমায় যেতে হবে । এটাকে সাড়া দিতে হবে । নতুবা নির্দেশ অমান্য করেছে বলে বলা হবে । তোমাদের কেউ চাইলে স্বদেশ ফিরতে পারবে । তবে আপনাদের বলব আল-কুদ্দুস বা জেরুজালেম সুলতান সেলিম এর রেখে যাওয়া আমানত । তা ফেলে আমাদের চলে যাওয়া উচিত হবে না । তাই আপনাদের এখানে পাহারার দায়িত্ব পালনের অনুরোধ করব। যেন কেউ বলতে না পারে অটোমান সেনারা চলে গেছে। আমাদের সেনারা প্রথমে কিবলা নিরাপত্তার দায়িত্ব ছেড়ে চলে যাবে এটাই আমাদের শত্রুদের প্রকৃত বিজয় বলে গণ্য হবে। তাই তোমরা ইসলামের সম্মান ও ওসমানী সেনাদের গৌরবকে পদলিত হতে দেবে না ।

অতঃপর বৃদ্ধ বলেন আমরা আর কিছু লোক যেগুলো মেয়ে রয়ে যায় ।কারণ আমরা এ কথা শুনতে চাই না যে ওসমানী সেনারা জেল-জুলুম ছেড়ে চলে গেছে আমরা চাই না মসজিদুল আকসার চার দশক পরে কান্না করুক আমরা চাই না আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু সালাম কষ্ট পাক । চোখের পলকে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে । একে একে আমার সঙ্গীরা সবাই ইহকাল থেকে বিদায় নিয়েছে । শত্রুরাও আমাদের সরালো না । এখন একমাত্র আমিই কর্পোরাল হাসান আজ অবধি দীর্ঘ 40 বছর পবিত্র আল-আকসার পাহারা দায়িত্ব পালন করছি ।

# কমান্ডারের কাছে সালাম পৌঁছে দেওয়ার আবদার # এবার সাংবাদিক ইলহান বারদাকসিকে বৃদ্ধ বলেন আপনি আনাতোলিয়ায় গেলে তোকাত সানজাক এলাকায় যাবেন। সেখানে আমার কমান্ডার লেফটেনেন্ট মোস্তফার সঙ্গে দেখা করবেন ।তিনি আমাকে আল-আকসা মসজিদে পাহারায় নিযুক্ত করেন । এ গুরু দায়িত্ব পালনে আমাকে নির্বাচন করেন । আপনি তার হাতে চুমু খেয়ে বলবেন আপনার নির্দেশমতো ইগদির প্রদেশের কর্পোরাল হাসান আজ অবধি জেরুজালেমের দায়িত্ব পালন করছেন । তার দায়িত্ব ছেড়ে দেয়নি । তিনি আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

# আল-আকসা অটোমানদের আগমনের প্রতীক্ষা # ইলহান বলেন আমি ইস্তামাল থেকে এসেছি শুনে বৃদ্ধ লোকটি উসমানি সাম্রাজ্যের কথা জিজ্ঞেস করেন । কিন্তু তাকে কোনো সদুত্তর দিতে পারেনি । শুধু এটুকু বলি যে আমাদের দেশ ভালো আছে । তখন তিনি আগ্রহ বাড়ে জিজ্ঞেস করেন আমাদের ভালো হলে এখানে কেন আসেনা ?। কাফেরদের হাত থেকে আল-আকসা মুক্ত করতে আসছেনা কেন ?আমি বললাম তারা একদিন আসবেন ইনশাআল্লাহ ।

আমি বৃদ্ধের শুকনো হাতে চুমু খেলাম । খুব ভালবাসাও আবেগে দোয়া চেয়ে তার থেকে বিদায় নিলাম । বিদায় কালে তিনি আমাকে বললেন আনাতোলিয়ায় আমার সালাম পৌঁছে দেবেন দেশবাসীকে সালাম জানাবেন ।

আমার প্রতিনিধি দলের কাছে ফিরে আসি। আমার পূর্বপুরুষদের কৃতি মাখা গৌরব যেন চোখের সামনে দৃশ্যমান। এখনো একজন ওসমানী সেনাবাহিনীর সদস্য গৌরবের সঙ্গে আল-আকসার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন ।তার মন আশায় ভরপুর যে তাদের সেনারা আবার ফিরে এসে কাফের দের কাছ থেকে পবিত্র ভূমি জেরুজালেম এবং মসজিদুল আকসা মুক্ত করবে ।দেশের প্রতি ভালবাসা পূর্ণ তার হৃদয় ।

# বৃদ্ধের খোঁজ রাখার আবেদন : # স্থানীয় একজন গার্ডকে আমি পুরো ঘটনা জানাই নিজের ঠিকানা দিয়ে বলি বৃদ্ধের সবখবর যেন আমাকে জানায় ।আর দেশে ফিরে আমি বৃদ্ধের দেওয়া ঠিকানা মতে আনাতোলিয়ায় যাই। অনেক কষ্ট করে উল্লেখিত কমান্ডারের বাড়ি আবিষ্কার করি ।কিন্তু জানতে পারি যে তিনি কয়েক বছর আগে মারা গিয়েছেন। আমি বৃদ্ধকে দেওয়া অঙ্গীকার পূরণে ব্যর্থ হই ।

# মসজিদুল আকসার শেষ প্রহরের বিদায় : # কয়েক বছর অতিবাহিত হয় ।1982 সালে আমি তুর্কি এজেন্সিতে কর্মরত ছিলাম। জেরুজালেম থেকে আমার নামে একটি টেলিগ্রাম আসে । টেলিগ্রামটি স্থানীয় ওই গার্ড পাঠিয়েছে । তাতে ইতিহাস ও ঐতিহাসিক কিছু লেখা হয় , অতঃপর বলা হয় আজ মসজিদুল আকসার শেষ প্রহরীর মারা গিয়েছেন । মৃত্যুকালে তার বয়স ছিল 93 বছর ।

(তথ্যসূত্র টিআরটি ওয়ার্ল্ড) কালের কণ্ঠ

মহাকাশে আমেরিকার স্যাটেলাইট আছে ১৬১৬ টি পাশের দেশ ভারতের স্যাটেলাইট ৮৮ টি পাকিস্তানের স্যাটেলাইট আছে ৩ টি । মহাকাশে কেনি...
29/05/2021

মহাকাশে আমেরিকার স্যাটেলাইট আছে ১৬১৬ টি
পাশের দেশ ভারতের স্যাটেলাইট ৮৮ টি
পাকিস্তানের স্যাটেলাইট আছে ৩ টি ।
মহাকাশে কেনিয়ার মতো দেশের স্যাটেলাইট আছে ১ টা ।
ফুটবলের দেশ আর্জেন্টিনার স্যাটেলাইট আছে ১৮ টি । ব্রাজিলের আছে ১৭ টি ।

সাউথ কোরিয়ার আছে ২৭ টি । স্পেনের আছে ২৪ টি । থাইল্যান্ডের আছে ৯ টি । জাপানের প্রায় ১৭২ টি ।

পরমানু অস্ত্রের তালিকা করলে দেখা যায় সব থেকে বেশি পরমানু অস্ত্র আছে সুপার পাওয়ার রাশিয়ার । প্রায় ৭ হাজারের উপর । এরপর লিস্টে আসে আমেরিকা । প্রায় সাড়ে ৬ হাজার পরমানু অস্ত্রের অধিকারী আমেরিকা (৬৬৫০ টি )

ভারত এবং পাকিস্তানের পরমানু অস্ত্র যথাক্রমে ১৩০ এবং ১৪০ টি করে ।

ইসরাইলের আছে ৮০ টি । আর ফ্রান্সের হাতে ৩০০ টি করে আছে ।

চীন এবং উত্তর কোরিয়ার আছে যথাক্রমে ২৭০ টি এবং ১৫ টি করে নিউক্লিয়ার উইপন্স ।

মহাকাশে রুশ স্যাটেলাইট কয়টা আছে সেটা নিয়ে দ্বিমত থাকলেও ধরে নেয়া যায় এই সংখ্যা ১৪২ এর আশেপাশে হবে ।

২০১৬ সালে রাশিয়া মহকাশে আরো ৭৩ টি মাইক্রোস্যাটেলাইট উৎক্ষেপণ করে ।

উইকিপিডিয়া ঘাটলেই দেখবেন ব্যালাস্টিক সাবমেরিন আছে এরকম ৬ টা এলিট দেশের তালিকায় ভারতের নাম আছে ।

জাপান শান্তিপ্রিয় দেশ হয়েছে ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই । সেই জাপান ১৬ টা সাবমেরিন তৈরি করেছে ।

ইন্ডিয়ার আছে ১৬ টা আর ইরানের আছে ৩১ টা করে সাবমেরিন ।

রাশিয়া নিজের সাবমেরিন নিজেই বানায় । এখন পর্যন্ত আছে ৬৩ টি ।

চীনের আছে ৬৯ টা
অবরোধের মধ্যে থেকে উত্তর কোরিয়া ১৫ টা পরমানু বোমা আর ৭৮ টা সাবমেরিনের অধিকারী ।

স্বাধীনতার ৫০ বছরে এসে একটা দেশ পড়ে আছে ফুটবল আর ক্রিকেটের উন্মাদনা নিয়ে । ক্রিকেটে আমাদের অবস্থান ভালো হইলেও ফুটবলে আমাদের র‍্যাঙ্কিং হইলো ১৯৭ ।

৫০ বছর বয়সী দেশটার একটা ক্যাম্পাসও সারাবিশ্বে ১০০ সিরিয়ালে ঢুকতে পারে নাই ।

লাল বাস আছে
শাটল আছে
প্যারিস রোড আছে
সংস্কৃতির রাজধানী আছে ।
সবই আছে ।

শুধু নাই সাইন্টিফিক মেধা । যে মেধা দিয়ে একটা দেশ এগিয়ে যেতে পারে ।

ভারতে মাহিন্দ্রা , মারুতি সুজুকির মতো ব্রান্ড তৈরি হইলেও আমাদের দেশে এক ""প্রগতি "" ছাড়া আমি কোন ব্রান্ড পাই নি ।

সেই প্রগতি আবার গাড়ি বানায় না । তারা গাড়ির পার্টস জোড়া লাগায় ।

অথচ দেশে আছে বুয়েট , রুয়েট , চুয়েটের মতো প্রতিষ্ঠান । ঢাবির মতো প্রতিষ্ঠান আবিস্কারের জন্য বিখ্যাত নয় । তারা বিখ্যাত আন্দোলনের জন্য । যে কোন অধিকার আদায়ের সংগ্রামে ঢাবির ছেলেরা গিয়ে রাস্তা ব্লক করে । সেটা নিউজ হবে । জাস্ট এইটুকু ।

অথচ সুযোগ দিলে এই ঢাবি বিশ্বের ১০০ ক্যাম্পাসের মধ্যে যাওয়ার যোগ্যতা রাখে ।

আমাদের ছেলেরা বুলেট ট্রেনের নকশা করে কিনা জানি না । তবে জাপানের বুলেট ট্রেন নিয়ে একটা প্রতিবেদন দেখেছিলাম । সেখানে বলা হয়েছিল জাপানীরা যাতায়াত ব্যাবস্থাকে এতোটা সংক্ষিপ্ত করে এনেছে যে জাপানের যে কোন জায়গা থেকে টোকিওতে যেতে মাত্র ১ ঘন্টা সময় লাগে । সবই সুপার ফাস্ট বুলেট ট্রেনের বদৌলতে ।

আমরা ক্রিকেট খেলি
বিশ্বকাপের পতাকা বানাই
ইউটিউবার বানাই ।
র‍্যাংকিং নিয়ে ফাইট করি ।

দেশটাকে সুযোগ দেন । দেশটা এগিয়ে যাক । প্লিজ ... 🙂

যেন ২০ বছর পরে আমরা বলতে পারি , আমাদের আছে বঙ্গবন্ধু সিরিজের ৪ টা মিলিটারি স্যাটেলাইট । আছে ১০ টা সাবমেরিন । আমাদের পরমানু প্রকল্প আছে । আমরা কারো কাছে মাথা নত করতে আসি নাই ।

বিঃদ্রঃ কপি করা পোস্ট
ছবিঃ সংগ্রহ করা
তথ্যঃ সংগ্রহ করা

❝ এটা শুধুই আরেকটি সেঞ্চুরি। দল জিতলে প্রত্যেক সেঞ্চুরিই স্পেশাল। এটা আরও বেশি স্পেশাল কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কখনই সিরি...
26/05/2021

❝ এটা শুধুই আরেকটি সেঞ্চুরি। দল জিতলে প্রত্যেক সেঞ্চুরিই স্পেশাল। এটা আরও বেশি স্পেশাল কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কখনই সিরিজ জিততে পারিনি। সেঞ্চুরির জন্য সিরিজ জিততে পেরেছি। এটা সামনের দিনে আমাকে আরও ভালো করার প্রেরণা দিবে। ❞

— মুশফিকুর রহিম —
Mushfiqur Rahim

❝ আমি বিশালদেহী কেউ না যে সহজেই বাউন্ডারি মারতে পারব। আমি পোলার্ড বা রাসেল না। আমি নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি।...
24/05/2021

❝ আমি বিশালদেহী কেউ না যে সহজেই বাউন্ডারি মারতে পারব। আমি পোলার্ড বা রাসেল না। আমি নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি। কন্ডিশনও আমাকে সুযোগ দেয়নি খুব বেশি বাউন্ডারি মারার। আমি তাই সময় নিয়েছি, আস্তে আস্তে রান বাড়িয়েছি। আমাকে একটা প্রান্ত আগলে রাখতে হতো। আর আমি সেটাই করেছি। ❞

— মুশফিকুর রহিম —

নারায়ণগঞ্জে খাদ্য সামগ্রী চেয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন করার অপরাধে ফরিদ নামের চারতলা বাড়িওয়ালাকে জরিমানা করেছে স...
21/05/2021

নারায়ণগঞ্জে খাদ্য সামগ্রী চেয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন করার অপরাধে ফরিদ নামের চারতলা বাড়িওয়ালাকে জরিমানা করেছে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা। জরিমানা হিসাবে ১০০ গরীব মানুষকে সরকারি খাদ্য সহায়তার অনুরূপ প্যাকেট বিতরণ করতে নির্দেশ দিয়েছেন।

of the Story: বড় বাড়ির মালিক হওয়ার পাশাপাশি কমন সেন্সের শিক্ষা নেয়াটাও জরুরি।

টাকা    টাকা     টাকা ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতি...
21/05/2021

টাকা টাকা টাকা

১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। "

কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ......."ব্যবসা"।

যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরস্কৃত।
আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে করে তিরস্কার ক‌রে।
বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে , হালালকে নয় ।

অথচ "ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন। "

20/05/2021

❖১. কোনো কিছু আরম্ভ করার পূর্বেঃ বিসমিল্লাহ্
❖২. কোনো কিছু করার উদ্দেশ্যঃ ইনশাআল্লাহ্
❖৩. কোনো বিস্ময়কর বিষয় দেখলেঃ সুবাহানাল্লাহ্
❖৪. কষ্টে ও যন্ত্রণায়ঃ ইয়া আল্লাহ্
❖৫. প্রশংসার বহিঃপ্রকাশঃ মাশাআল্লাহ্
❖৬.ধন্যবাদ জ্ঞাপনেঃ যাজাকাল্লাহ
❖৭. ঘুম থেকে জাগ্রত হবার পরঃ লা-ইলাহা-ইল্লাল্লাহ
❖৮. শপথ নেয়ার সময়ঃ ওয়াল্লাহি বিল্লাহ
❖৯. হাঁচি দেয়ার পরঃ আলহামদু লিল্লাহ্
❖১০. অন্য কেউ হাঁচি দিলেঃ ইয়ার হামুকাল্লাহ্
❖১১. জিজ্ঞাসার জবাবেঃ আলহামদু লিল্লাহ্
❖১২. পাপের অনুশোচনায়ঃ আসতাগফিরুল্লাহ্
❖১৩. পরপোকার করার সময়ঃ ফি সাবিলিল্লাহ্
❖১৪. কাউকে ভালোবাসলেঃ লিহুব্বিল্লাহ্
❖১৫. বিদায়ের সময়ঃ ফিআমানিল্লাহ্
❖১৬. সমস্যা দেখা দিলেঃ তাওয়াক্কালতু আলাল্লাহ
❖১৭. অপ্রীতিকর কিছু ঘটলেঃ নাউযুবিল্লাহ্
❖১৮.আনন্দদায়ক কিছু দেখলেঃ ফাতাবারাকাল্লাহ
❖১৯. প্রার্থনায় অংশগ্রহণ শেষেঃ আমীন
❖২০. মৃত্যু সংবাদ শুনলেঃ ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

→ শেয়ার করে অপরকে জানান←
► আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুন্নাত মোতাবিক চলার তৌফিক দান করুক।।

#কালেক্টেড

  অর্থাৎ    Man in the Middle attack কী?এটি এমন একটি অ্যাটাক যেখানে হ্যাকার দুই পক্ষের মাঝে তৃতীয় পক্ষ হিসেবে গোপনে সংয...
17/04/2021

অর্থাৎ

Man in the Middle attack কী?
এটি এমন একটি অ্যাটাক যেখানে হ্যাকার দুই পক্ষের মাঝে তৃতীয় পক্ষ হিসেবে গোপনে সংযুক্ত হয়। কিন্তু দুই পক্ষ মনে করে যে তারা একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করছে কিন্তু তাদের মধ্যে যে অন্য কেউ আছে সেটা বুঝতেও পারেন না।

ধরা যাক, দুজন ব্যক্তি চ্যাট করছেন। তাঁরা কী নিয়ে কথা বলছেন বা কে কাকে কী রিপ্লাই দিচ্ছেন– তাঁরা না বললে স্বাভাবিকভাবে তা আর কেউ জানার কথা না। কিন্তু, যদি এমন হয় যে তাদের কথা শুরু করামাত্রই তা কোনো তৃতীয় ব্যক্তি টের পান? শুধু টের পাওয়াই না, গোপনে নিজেও ওই চ্যাটে অংশ নেন– কথোপকথনকারী দুই ব্যক্তি কে কী লিখছে না লিখছে দেখার পাশাপাশি চাইলে যে-কেউ একজন সেজে অপরজনকে উত্তরও দিতে পারে! [MITM অ্যাটাক শুধু এতোটুকুতেই সীমাবদ্ধ নয় আপনার সকল ধরনের ডাটা বা তথ্য চুরি হতে পারে!]
এভাবে মূলত দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই Man in the Middle attack বলা হয়।

এই অ্যাটাকে টার্গেট কারা?
যে কেউ, যেকোনো সময় MITM অ্যাটাকের ভিক্টিম হতে পারেন! কম্পিউটার বা মোবাইল যেটা থেকেই ইন্টারনেট ব্যবহার করেন না কেন, সংযোগ যদি অনিরাপদ হয় বিশেষ করে Free WIFI ব্যবহারকালীন এই অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি।

কোনো ওয়েবসাইটে প্রবেশের পর যদি দেখেন নামের শুরুতে সবুজ রং এর তালাচিহ্নসহ https:// লেখা নেই, তবে ওই সাইট থেকে সাবধান! এখানে https এর s ওয়েব সাইটের সিকিউর কিনা এটি নির্দেশ করে।

MITM অ্যাটাক থেকে নিরাপদ থাকতে করণীয়.....
কোনো ওয়েবসাইটের নামের শুরুতে https:// এর বদলে http:// থাকলে সেখানে চ্যাটিং করা, কিছু লিখে শেয়ার করা বা কোন ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এমন সাইট থেকে আপনার শেয়ার করা যেকোনো তথ্য ‘লিক’ হতে পারে।
MITM অ্যাটাকসহ যেকোনো অনলাইন থ্রেট থেকে নিরাপদ থাকতে অবশ্যই আপনার পিসি এবং কম্পিউটারে প্রিমিয়াম মানের টোটাল সিকিউরিটি ও মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন।
সকল প্রকার Free WIFI বা পাবলিক WIFI ব্যবহার থেকে বিরত থাকুন।
কিছুদিন পর পর আপনার ডিভাইসকে চেক করুন যে কোন সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা। চোখে পরলে যত দ্রুত সম্ভব সেটাকে বোঝার চেষ্টা কোন ক্ষতিকর সফটওয়্যার বা মালওয়ার কিনা।
কোন সিকিওর ওয়েবসাইট ছাড়া কোন কিছু ডাউনলোড না করাই ভালো। ডাউনলোড করলে তার সাথে বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার বা মালওয়ার ডাউনলোড হয়ে যেতে পারে!

আজ আর নয় হয়তো আবারো পরবর্তী পোস্টে দেখা হবে, সে পর্যন্ত ভালো
"আল্লাহ হাফেজ"

😍😍😍
31/03/2021

😍😍😍

আলহামদুলিল্লাহ 😊অবশেষে সকল স্প্যামার ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে আলোচিত নাস্তিক পেইজ টি রিমোভ করা হলো!  ইনশা-আল্লাহ এভ...
23/03/2021

আলহামদুলিল্লাহ 😊

অবশেষে সকল স্প্যামার ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে আলোচিত নাস্তিক পেইজ টি রিমোভ করা হলো! ইনশা-আল্লাহ এভাবেই সবাই ঐক্যবদ্ধ্য হয়ে নাস্তিক দমনে একধাপ এগিয়ে থাকবো 🖤

দোয়া রইলো সবার জন্য 💘💜

 #ফেসবুক_একাউন্ট_সিকিউরিটি!!ফেসবুক আইডি হ্যাক,, কথাটা এখন প্রায় শুনে থাকি,,অনেকেই এক্সেস নেয়!! কিন্তু আম জনতা আইডি তে সি...
19/03/2021

#ফেসবুক_একাউন্ট_সিকিউরিটি!!

ফেসবুক আইডি হ্যাক,, কথাটা এখন প্রায় শুনে থাকি,,অনেকেই এক্সেস নেয়!!

কিন্তু আম জনতা আইডি তে সিকিউরিটি দিতে পারে না,এইজন্যই আইডি হ্যাক হয়!!!

আমাকে প্রতিদিনই অনেকেই বলে আইডিতে সিকিউরিটি দিবো কিভাবে!!
তাই এই পোস্ট করা!!

আইডি যেভাবে সম্পূর্ন সিকিউর রাখবেন!!!

১- আইডি এর ডেট অফ বার্থ! (আইডিতে যে ডেট অফ বার্থ দিয়েছেন) হ্যাক/এক্সেসের ক্ষেত্রে বড় ধরনের ভুমিকা পালন করে।

অনেকেই ডেট অফ বার্থ ছাড়া আইডি হ্যাক/এক্সেস নিতে পারে না! তাই আইডিতে ডেট অফ বার্থ হাইড/অনলি মি করে রাখেন! বার্থ শো করানো খুব ইম্পর্টেন্ট হলে সাল টা হাইড রাখবেন!!

আবার অনেকেই ডেট অফ বার্থ হাইড করে মনে করে আইডি ফুল সিকিউরড!! নারে ভাই,,,ডেট অফ বার্থ ছাড়াও আইডি হ্যাক/এক্সেস নেওয়া যায়!! কিন্তু অনেকেই পারে না!

২- টু ফ্যাক্টর,,,বা লগ ইন এপ্রুবাল অন!!
কিছু পাতি মাস্তান তো টু ফ্যাক্টর অন রেখে রিতিমতো চেলেঞ্জ দেয় যে কেওই আইডি হ্যাক/এক্সেস নিতে পারবেনা!!!

ওরে না রে পাগলা,,, টু স্টেপ বাইপাস করা যায়!! কিন্তু ৫ মিনিট থেকে ১ ঘন্টারমতো সময় লাগে বাইপাস হতে!!

যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখেন! তাহলে আইডি হ্যাক হলেও আপনার ফোনে কোড আসবে!! আপনি বুঝবেন যে কেও আইডিতে ঢুকতে চাচ্ছে!! আর তখন আইডিতে ঢুকে সাথে সাথে সিকিউর করে ফেলবেন! টু স্টেপ এর সুবিধা এইটাই! আগে সেটিংস থেকে পারসোনাল ইনফরমেশন এ যাবেন,, এবং ইমেইল চেক দিবেন,, নতুন ইমেইল থাকলে সাথে সাথে রিমুভ দিবেন!!

৩- মোস্ট ইম্পর্টেন্ট এইটা!! ট্রাস্টেড কন্টাক্ট অন রাখা!!!
আইডিতে সবসময় ট্রাস্টেড কন্টাক্ট অন রাখবেন! ৩-৫ জন বন্ধুকে এড রাখা যায়। যারা এইটা এড রাখে না তাদের আইডি হ্যাক হয়!! যদি তার আইডি ভেরিফাই বা ব্লু মার্ক ও করা থাকে তাহলে ও হ্যাক হবে!!! কারন ফেসবুকে কোনো কিছু সাবমিট দিলে তা কোনো ব্যাক্তির দ্বারা যাচাই করা হয় না,,,যাচাই করে কোনো এক সফটওয়্যার স্ক্রিপ্ট! রোবোট বলা যায়!! তাকে ধোকা দিয়েই সাধারনত আইডি এক্সেস/হ্যাক করা হয়!!

যেভাবে এড করবেন!!

সেটিংস-সিকিউরিটি এন্ড লগইন→চুজ ৩ টু ৫ কন্টাক্টস, লেখা দেখবেন! সেখান থেকে ৩-৫ জন ক্লোজ ফ্রেন্ডের আইডি এড রাখবেন!!!

৪- লগইন এলার্টস অন রাখবেন!
সেটিংস→সিকিউরিটি এন্ড লগইন অপশন থেকে লগইন এলার্টস অন করে দিবেন! এতে করে আপনার আইডিতে তে কেও ঢুকতে চাইলে আপনার আইডিতে নোটিফিকেশান আসবে! ম্যাসেজ আসবে!

ধন্যবাদ সবাইকে

Spoofing!!!!Call,email,message spoofing!!মনে করুন হঠ্যৎ রাত্রে আপনার gf আপনাকে মেসেজ দিয়ে বলতাছে "জানু মনা সোনা জলদি জলদ...
11/03/2021

Spoofing!!!!
Call,email,message spoofing!!
মনে করুন হঠ্যৎ রাত্রে আপনার gf আপনাকে মেসেজ দিয়ে বলতাছে "জানু মনা সোনা জলদি জলদি এই নাম্বারে(New ekta number dibe) ৫০০০ টাকা দেও,না দিলে breakup" 😛
তখন আপনি তো কষ্ট মষ্ট করে ৫০০০ পাঠায়া দিলেন!!! পরের দিন সকালে আপনার gf এই টাকার কথা শুনে পুরাই আকাশ থেকে পড়লো!! কারন সে Text দেয় নাই!!
এখন কথা হলো কে দিসে তাহলে টেক্সট???
হুম এইখানেই হ্যাকার আপনার gf এর নাম্বারটা দিয়ে Massage spoofing করে আপনাকে ধোকা দিলো!!!

,,,এমনটা তো Email এরর ক্ষেত্রেও হতে পারে!!
ধরুন Mark মামু তার email দিয়ে আপনাকে বললো আইডি pass না দিলে facebook তে kick দিবে আপনারে!!
আপনি id,pass দিয়ে দিলেন আর হ্যাকার আপনাকে kick মেরে দিলো!!!
এইখানে হ্যাকার email spoofing করছে!!

এমনটা যদি আপনার gf এর ক্ষেত্রে হয়???
Sim এ messege দিয়ে বললো id pass এখনি দিতে হবে,emergency!!
আপনি দিয়ে দিলেন!! আর হ্যাকার আবারো ধোকা দিলো!!
হুম,ঠিকই বুঝছেন,, এইটা Messege Spoofing!!..
আচ্ছা আর একটু গভিরভাবে চিন্তা করুন!!
Hacker আপনার নাম্বার থেকে আপনার এলাকার গুন্ডা বড় ভাইবর কল দিয়ে দিলো ইচ্ছামতো গালি!!
গুন্ডা বড় ভাই ভাবলো এইটা আপনি করছেন!!
আর কপালে কি অাছে তখন বুঝছেনই তো!!???
চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়!!
এমনই!!
Caller ID spoofing,IP spoofing,E-mail spoofing,MAC Spoofing etc!!
তাহলে spoofing মানে বুঝলেন তো??
হ্যাকার রা ইচ্ছা করলেই এইভাবে হাজার হাজার টাকা মেরে খাচ্চে!! তাই এইটাইপের কোনো messege বা call আসলে আপনি আরেকবার কল দিয়ে sure হয়ে নিবেন!!
কারন আপনি কল দিলে real person এর কাছেই তখন call যাবে!!!
★তাহলে spoofing মানে দাড়ালো "কাউকে নকল করে ধোকা দেওয়া★

যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।Thanks all🥰🥰

👍👍👍
11/03/2021

👍👍👍

যেকোনো সময় মৃত্যু হতে পারে।তাই ফিরে আসুন রবের দিকে🙃💖
11/03/2021

যেকোনো সময় মৃত্যু হতে পারে।
তাই ফিরে আসুন রবের দিকে🙃💖

11/03/2021

আমাদের দেশে ফেসবুক আইডি হ্যাক হওয়া একটি অন্যতম প্রধান সমস্যা। মূলত ব্যবহারকারীদের অসতর্কতার কারনেই আইডি হ্যাক হয়ে থাকে। এ পোষ্টে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করা হবে যাতে করে আপনারা আপনাদের আইডিকে হ্যাক প্রুফ করতে পারেন।
------------------------------------------------------------
💦 আইডিতে সাধারনত যে সকল দুর্বলতা দেখা যায়-

❌ লগ ইনের সময় ইমেইল এড্রেসের পরিবর্তে মোবাইল নম্বরের ব্যবহার করা।

❌ ২ ফ্যাক্টর অথেন্টিকেশন না রাখা।

❌ দুর্বল ও অনুমান করা যায় এমন পাসওয়ার্ডের ব্যবহার (যেমন মোবাইল নম্বর, ডাক নাম, সন্তানের নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম ইত্যাদি)

❌ রিকভারি অপশন চালু না রাখা।

❌ আপনার ফেসবুক আইডির নাম, জন্ম তারিখ, অরিজিনাল নাম ও জন্ম তারিখ থেকে আলাদা হওয়া।

❌ জন্ম তারিখ ওপেন রাখা।

❌ ফেসবুক ও যে মেইল দিয়ে ফেসবুক ওপেন করা হয়েছে তার পাসওয়ার্ড একই থাকা। তাহলে হ্যাকার যখন আপনার ফেসবুক হ্যাক করবে, সাথে সাথে আপনার ইমেইল ও হ্যাক হয়ে যাবে।
------------------------------------------------------------
💦 সিকিউর করুন আপনার ফেসবুক-

✅ মোবাইল নম্বরের পরিবর্তে ইমেইল এড্রেস ব্যবহার করুন। কেননা আপনার পাসওয়ার্ড বা ইমেইল হ্যাকার চেঞ্জ করলে সাথে সাথেই ফেসবুক আপনার ইমেইলে মেইল পাঠিয়ে আপনাকে সতর্ক করবে। সেখানে রিকভারির লিংক দেয়া থাকে। তাতে ক্লিক করে আপনি সহজেই আইডি রিকভার করতে পারবেন।

✅ ফেসবুকের সেটিংস থেকে Security and login>use two-factor authentication এ গিয়ে আপনার মোবাইল নম্বর যুক্ত করুন। এর পর অন্য কোন মোবাইল বা কম্পিউটার থেকে আপনার আইডি তে লগইন করার চেষ্টা করুন, দেখুন পাসওয়ার্ড দেবার পর কোড চায় কিনা। যদি চায় তাহলে আপনার ২ ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়েছে। এখন কেউ আপনার ইমেইল+পাসওয়ার্ড জানলেও আপনার মোবাইল হাতে না পেলে হ্যাক করতে পারবে না।

✅ অনেকের পাসওয়ার্ড থাকে শুধু মাত্র সংখা দিয়ে যা অত্যন্ত দুর্বল। পাসওয়ার্ড তৈরি করুন Capital letter, small letter, number & symbol মিলিয়ে। ৮ ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড না হওয়াই উত্তম।

✅ সেটিংস এ গেলে ১টি অপশন আছে Choose 3 to 5 friends to contact if you get locked out. এখানে আপনি আপনার ৩ থেকে ৫ জন কাছের মানুষকে যোগ করুন যাদের সাথে আপনার সরাসরি/ফোনে যেকোন সময় যোগাযোগ করতে পারবেন। যদি আপনার আইডি হ্যাক হয়ে যায় তাহলে তাদেরকে বলতে হবে Facebook .com/recover এ লিংকে যেতে। তারা সেখানে আপনার আইডি রিকভার করার জন্য কোড পাবে আর সে কোড ব্যবহার করেও আপনি আপনার আইডি রিকভার করতে পারবেন।

✅ বর্তমানে আইডি রিকভার করতে গেলে ফেসবুক ভিকটিমের আইডি কার্ডের ছবি চায়। কিন্তু দেখা যায় যে, আইডি কার্ডে যে নাম ও জন্ম তারিখ আছে তার সাথে ফেসবুকের নাম ও জম্ন তারিখ মেলে না। ফলে রিকভার করা সম্ভব হয় না। সুতরাং অবশ্যই আপনার আইডিতে যে নাম ও জন্ম তারিখ আছে তা ব্যবহার করুন।

✅ আপনার জন্ম তারিখ যদি ওপেন থাকে তাহলে আপনি ১ ধরনের আক্রমনের আওতায় রয়েছেন। ১ গ্রুপের হ্যাকার রয়েছে যারা আপনার ফেসবুকের নাম ও জন্ম তারিখ মিলিয়ে মিথ্যা পরিচয় পত্র তৈরি করে আপনার আইডির কন্ট্রোল আপনার কাছে নিয়ে নেয়। সুতরাং কখওই জন্ম তারিখ ওপেন থাকা উচিত নয়।
------------------------------------------------------------
💦 ফেসবুকে যে সকল কার্যক্রম থেকে বিরত থাকা উচিত-

⚠ কখনোই আপনার একান্ত ব্যক্তিগত তথ্য, ছবি ফেসবুকে বিশেষ করে ম্যাসেঞ্জারে কারো সাথে শেয়ার করবেন না। দেখা যায় যে অনেকেই তার আপনজনের সাথে তাদের ব্যক্তিগত ছবি শেয়ার করে। পরবর্তিতে ঐ দুই জনের যে কোন একজনের ফেসবুক হ্যাক হয়ে গেলেই হ্যাকার ঐ সকল ছবি সংগ্রহ করে ব্লাকমেইল করা শুরু করে।

⚠ অনেকে ফেসবুকে সিক্রেট এলবাম তৈরি করে তাতে তার বিভিন্ন ছবি, সার্টিফিকেট, আইডি কার্ড সংরক্ষন করে থাকে। এটি হ্যাকারদের জন্য হীরার খনি। আপনার আইডি হ্যাক হওয়া মানে আপনার সকল ব্যক্তিগত তথ্য তার কাছে চলে গেল। এটা কখনোই করা উচিত নয়।

⚠ কোন লিংকে ক্লিক করে যদি ফেসবুকে রিডাইরেক্ট হয়ে যান ও সেখানে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিতে বলা হয়, তাহলে সম্ভবত আপনাকে ফিশিং করা হচ্ছে। ভুলেও সেখানে আইডি, পাসওয়ার্ড দেবেন না। যে সাইটে গেলেন তার URL আগে খুব ভাল করে দেখে নিন। Facebook না Faecbook এ গেলেন? প্রয়োজনে অন্য ১টি ট্যাবে আলাদা ভাবে নিজে ব্রাউজ করে ফেসবুকে গিয়ে লগ ইন করুন।

⚠ হঠাৎ আপনার ইনবক্সে আপনার বান্ধবি ম্যাসেজ পাঠাতে পারে যে, আমি ওমুক ১টা ফেসবুক গ্রুপে গিয়ে দেখলাম যে তোর কিছু অসামাজিক ছবি আপলোড করা হয়েছে। নিচে লিংক দেয়া আছে। ক্লিক করলে আপনার ১টি এডিটেড ছবি ও তার নিচে লগ ইন করে বাকি সব ছবি ও ভিডিও দেখার জন্য বলা থাকতে পারে। এটাও এক ধরনের ফিশিং। আসলে আপনি লগইন করতে গেলে আপনার ফেসবুকের আইডি আর পাসওয়ার্ড চুরি হয়ে যাবে।

⚠ মোবাইলে যে সকল কোড আসবে তা কখনোই কারো সাথে শেয়ার করবেন না।

⚠ “ঘুম থেকে উঠলাম”, “ক্লাসে যাচ্ছি”, “কিছু ভাল লাগছে না” এই টাইপের স্টাটাস না দেয়া উচিৎ। ধরুন আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে ইদে গ্রামের বাড়ী বেড়াতে যাচ্ছেন। রেলগাড়ীতে উঠে ১টা স্টাটাস, বাড়ী পৌছে আর ১টা স্টাটাস দিলেন। আর আপনার ফ্রেন্ড লিষ্টে থাকা কোন এক জন ব্যক্তি বুঝে গেল যে আপনার বাড়ী ফাঁকা, আর এ সুযোগে আপনার বাসার সব চুড়ি করে নিয়ে গেল। আপনার একটি সাদামাটা পোষ্ট আপনার ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে।

⚠ অনলাইনে যে কোন পোষ্ট বা কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে করা উচিৎ।

পরিশেষে, আপনার ফেসবুক আইডি আপনার সম্পদ। এটির সিকিউরিটি ও আপনার কাছে, এ থেকে প্রদত্ত পোষ্টের দ্বায়িত্ব ও আপনার।

09/03/2021

Alhamdulillah

Address

Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Emdadur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Emdadur Rahman:

Videos

Share

Category



You may also like