13/07/2024
৫ বছরে আঙ্গুল ফুলে কলা গাছ গাজীপুরের জু'য়া'ড়ি খ্যাত সাংবাদিক আশরাফুল ।
গাজীপুরে জু'য়া'র আসর বিদেশে না'রী পা'চা'রের টাকায় সাংবাদিক নামধারী আশরাফুল মাত্র ককে বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন।
গাজীপুর গাছা থানার অর্ন্তগত কালিয়াকৈর এলাকার বাসিন্ধা আশরাফুল।
গাজীপুর সাইনবোর্ড এলাকা এলাকাবাসীর মুখে উঠে এলো তার অপকর্মের নানা অভিযোগ।
পাচ বছর আগেও নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল।
এক সময়ে গাজীপুরে বিভিন্ন জু'য়া খেলার আসর থেকে মাত্র -৫০০ টাকার জন্য জু'য়া খেলার এস্ট্যিান্ট হিসেবে কাজ করতেন,
তার এই জীবন বদলের খেলায় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুরের কয়েকজন প্রভাবশালী সাংবাদিকের নাম।
গাজীপুরের এক সিনিয়র সাংবাদিকের সহযোগিতায় হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টিভির কার্ড নিয়ে দেন এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।
লেখাপড়া না জেনেও সাংবাদিক বনেছেন,
একাধিক মেয়ের অভিযোগ, তাদেরক বিনাখরচে বিদেশে পাঠাবে বলে প্রথমে লোভনীয় বেতনের চাকুরীর অফার দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে গরীব ঘরের মেয়েদের সংগ্রহ করতেন আশরাফুল।
তারপর কৌশলে তাদের নিয়ে যেতেন গাজীপুরের চন্দ্রা এলাকার বিভিন্ন রিসোর্টে নিয়ে গিয়ে তাদের সাথে জোর করে দৌহিক সম্পর্ক স্থাপন করতেন ! তারপর তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা ।
কেউ দিতে রাজি না হলে অথবা কেউ মুখ খুলতে চাইলে, তাদের সাথে রিসোর্টের অন্তরঙ্গ মুহুর্ত্যের ছবি নেটে ছেড়ে দেবার হুমকি দিতেন বলেও অভিযোগ করেছেন একাধিক ভুক্তভুগি তরুনী।
কেউ টাকা দিতে অপরাগ হলে তাদের কে দিয়ে অন্য পুরুষদের সাথে রিসোর্টে সময় কাটানোর জন্য বাধ্য্ করতেন আশরাফুল।
এরমধ্যে গাজীপুর আন্চলিক পাসপোর্ট অফিসের ২ জন কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ২জন ভুৃক্তভুগি তরুনী ।
মাত্র ৫-৬ বছর আগেও বাচ্চাকে দুধ কিনে না দিতে পারা এই আশরাফুল বিদেশে নারী পাচার করে কামিয়েছেন লক্ষ লক্ষ টাকা, চলাফেরা করেন টয়োটা এক্স করোলাসহ একেক সময় গাড়ীতে ।
গাজীপুর বোর্ড বাজার ,সাইনবোর্ড এলাকায় দিয়েছেন পোষাক তৈরীর কারখানা , এবং সাইনবোর্ড বাসস্ট্যান্ড এর পূর্ব পাশের মার্কেটে দিয়েছেন একাধিক কাপড়ের শো রুম।
অভিযোগ রয়েছে,
ভূয়া র্যাব সেজে কিছুদিন আগে ২০ লাখ টাকা ছিনতাই মামলায় গ্রেফতার হওয় সেই মিতু মেয়েটিকে, আশরাফুল মৌলভি বাজার থেকে গাজীপুরে এনে আশ্রয় দিয়ে রেখেছিলে।
পরে নিজের কার্যসিদ্ধি হাসিল করে মিতুকে দিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের ব্লাকমেইল করাতেন এই আশরাফুল ।
ব্লাকমেইলের স্বীকার এর তালিকায় অনেক সাংবাদিকও রয়েছেন। এবংকি আশরাফুল বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিতুকে দিয়ে ধর্ষণের মামলা করিয়ে গোপনে মিমাংসা করার কথা বলে হাতিয়ে নিতেন চাহিদামত অর্থ ।
এমনই স্বিকারোক্তি দিয়েছেন মিতুর এক সময়ের ঘণিষ্ট বন্ধু আরিফুল ইসলাম।
মিতুর সাথে আশরাফুলের ঘনিষ্ট মুহুর্ত্যের ভিডিও এবং বিভিন্ন মেয়েদের নিয়ে ইয়াবা সেবনের আরেকটি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
সেইসঙ্গে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি করেছেন। একইসঙ্গে সাধারণ মানুষের কোনো ধরনের সমস্যা হলে শালিশ/দরবার করার নামে অনেক মানুষকে নিঃস্ব করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্ধা বিভাগের (অনুসন্ধান ও তদন্ত) এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ অনেক।
গেলেও তিনি নিজেকে সাংবাদিক পরিচয়ের আড়ালে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন।
আশরাফুল এর বিষয়ে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার
জনাব মোঃ মাহবুব আলম বিপিএম , পিপিএম (বার) জানান, আশরাফুল নামের কোন সাংবাদিক কে তিনি চিনেন না,
গাজীপুরের সাংবাদিকদের তালিকায় এই নাম আছে বলেও আমার জানা নেই ।
তবে অভিযোগ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
-২য় পর্ব : আসছে