Nursing Learning - নার্সিং লার্নিং

Nursing Learning - নার্সিং লার্নিং ❤নার্সিং সংক্রান্ত সকল তথ্য🧡

06/01/2025

গতকাল টক শো করা ডালিম, আসল ডালিম নয়!
আসল ডালিমের ছবি কমেন্ট বক্সে আছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন!

তোমাদের কুত্তা বলে সম্বোধন করলেও কুকুরগুলো লজ্জা পাবে।হিংস্র পশু বিডি পুলিশ👹
03/08/2024

তোমাদের কুত্তা বলে সম্বোধন করলেও কুকুরগুলো লজ্জা পাবে।
হিংস্র পশু বিডি পুলিশ👹

02/06/2024

আমার মোবাইলের ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😒😒

05/05/2024

মধ্যরাতে-ই রেজাল্ট পাবলিশ...

05/05/2024

সরকারি ছাড়া প্রাইভেট নার্সিং কলেজ এ ভর্তি হওয়ার আগে ক্যারিয়ার নিয়ে ১০০ বার চিন্তা করবেন।

03/05/2024

Admit কার্ডে স্বাক্ষর যেভাবে আছে, ঠিক ওভাবেই স্বাক্ষর করবেন।

বড় হাতের লিখা থাকলে বড় হাতের,
ছোট হাতের লিখা থাকলে ছোট হাতের,
বাংলায় লিখা হলে বাংলায়।

মূল কথা, এডমিট থেকে পরিবর্তন হতে পারবে না।

19/03/2024

নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে কী কী লাগে?

১) SSC & HSC এর Roll Number, Reg. Number, পাসের সাল ও শিক্ষা বোর্ডের নাম।

২) আবেদন ফিঃ
বিএসসি আবেদন ফি ৭০০ টাকা, ডিপ্লোমা আবেদন ফি ৫০০ টাকা। উল্লেখ্য, কম্পিউটার দোকান থেকে আবেদন করলে ৫০-১০০ টাকা বেশি লাগতে পারে।

৩) যে কোর্সে আবেদন করবেনঃ
A. BSc in Nursing
B. Diploma in Nursing Science & Midwifery
C. Diploma in Midwifery

৪) অভিভাবকের নামঃ

৫) বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাঃ
যেমনঃ গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা।

৬) পোস্ট কোডঃ
আপনার বাবা/মায়ের NID কার্ডের পিছনের অংশে পোস্ট কোড লেখা থাকে, লিখে নিতে পাবেন। অথবা গুগলে আপনার থানার কোড লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। না পারলে কম্পিউটার দোকানদার থেকে হেল্প নিন।

৭) মোবাইল নাম্বার (Student)

৮) এক কপি পাসপোর্ট সাইজের ছবি

৯) শিক্ষার্থীর স্বাক্ষরঃ
কম্পিউটার দোকানে গিয়ে স্বাক্ষর সাদা কাগজে স্বাক্ষর করলে, সেটা দোকানদার স্ক্যান করে নিবে।

১০) কলেজ চয়েজের পর্যায়ক্রমঃ

- বিএসসি হলে ২০ টি কলেজ চয়েস দিবেন।
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে চাইলে ৪৯ টি
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে চাইলে ৬২ টি ইন্সটিটিউট চয়েজ দিবেন।

অধিক সংখ্যক নার্সিং কলেজ,/ইন্সটিটিউট পছন্দের ক্রমে রাখা সমীচীন, এতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই, বিএসসি পরীক্ষা দিলে বিএসসি সব গুলো নার্সিং কলেজ, ডিপ্লোমা ইন নার্সিং হলে ডিপ্লোমা নার্সিং ইন্সটিটিউট সব গুলো এবং মিডওয়াইফারি হলে মিডওয়াইফারি ইন্সটিটিউট সবগুলো চয়েজ দেওয়ার চেষ্টা করবেন। কম কলেজ/ইন্সটিটিউট চয়েস দিবেন না।

Tips: কম প্রতিযোগিতা হয় (দূর দূরান্তের) বা নতুন তৈরি হয়েছে এমন কলেজ/ইন্সটিটিউট গুলো আগে চয়েজ দিবেন। ঢাকা বিভাগের গুলো আগে চয়েজ দিলে ৮০+/১০০ পেতে হবে। তাই ঢাকা বিভাগের বাইরে চয়েজ দিন যদি confidence না থাকে। চান্স পেলে পরবর্তীতে মাইগ্রেশনের সুযোগ আছে। তবে, নিজের বিভাগ/জেলা কলেজ/ ইন্সটিটিউট গুলোও চয়েজ দিতে পারেন। এবছর কোনো জেলা কোটা নেই। সবাই মেধার (মোট স্কোরের) ভিত্তিতে চান্স পাবে।

১১) পরীক্ষা কেন্দ্র সিলেক্টঃ
নার্সিং ভর্তি পরীক্ষা কেন্দ্র ২২ টি। সার্কুলারে পরীক্ষা কেন্দ্রের লিস্ট দেওয়া আছে। দেখে নিন।
নার্সিং কলেজ/ইন্সটিটিউট চয়েজ দেওয়ার সাথে পরীক্ষা কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। আপনি উল্লেখিত ২২ টি কেন্দ্রের যেকোনো ১ টি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।

Rubel Hossain (BSN, RN, MSN*)
Nursing & English Teacher

11/03/2024

নার্সিং ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র ৫২ দিন। এবছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতে যাচ্ছে!

হাইলাইট করা দিবসগুলো পড়লেই হবে।ইনশা'আল্লাহ কমন পাবেন ❤️
07/02/2024

হাইলাইট করা দিবসগুলো পড়লেই হবে।
ইনশা'আল্লাহ কমন পাবেন ❤️

ভাষা আন্দোলনভিত্তিক সবকিছু একসাথে৷ 🔥
07/02/2024

ভাষা আন্দোলনভিত্তিক সবকিছু একসাথে৷ 🔥

মুক্তিযুদ্ধভিত্তিক সবকিছু একসাথে 🔥
07/02/2024

মুক্তিযুদ্ধভিত্তিক সবকিছু একসাথে 🔥

06/02/2024

শেখ মুজিবুর রহমান -এর উপাধিসমূহ:

বঙ্গবন্ধু:
⭒তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ
⭒২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

জাতির জনক:
⭒আ. স. ম. আবদুর রহমান
⭒৩ মার্চ, ১৯৭১

রাজনীতির কবি (Poet of Politics):
⭒সাংবাদিক লোবেন জেঙ্কিন্স
⭒মার্কিন সাপ্তাহিক 'Newsweek’
⭒এপ্রিল, ১৯৭১

জুলিও কুরি শান্তি পদক:
⭒ফ্রান্স থেকে ভূষিত হন ১০ অক্টোবর, ১৯৭২
⭒গ্রহণ করেন ২৩ মে, ১৯৭৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি:
⭒বিবিসি শ্রোতা জরিপে নির্বাচিত হন
⭒২০০৪ সালে

বিশ্ববন্ধু:
⭒জাতিসংঘের সাবেক সচিব জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী
⭒১৬ আগস্ট, ২০১৯

গান্ধী শান্তি পুরস্কার:
⭒২০২০ সালে

Ref: GK-Master Book (DMC Scholar)

🔰 GK Hour 🔰

06/02/2024

⭕বাংলাদেশের স্বীকৃত সকল ভৌগোলিক নির্দেশক (G I)পণ্য

১.জামদানি শাড়ি (স্বীকৃতি ১৭/০৯/২০১৬)
২.ইলিশ (স্বীকৃতি ১৭/০৮/২০১৭)
৩.খিরসাপাত আম (স্বীকৃতি ২৭/০১/২০১৯)
৪.মসলিন শাড়ি (স্বীকৃতি ২৮/১২/২০২০)
৫.রাজশাহী সিল্ক (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৬.শতরঞ্জি বা হস্তশিল্প (স্বীকৃতি ২৬/০৪/ ২০২১)
৭.কালিজিরা চাল (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৮.দিনাজপুরের কাঁটারিভোগ (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৯.বিজয়পুরের সাদামাটি (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
১০.বাগদা চিংড়ি ( স্বীকৃতি ২৪/০৪/২০২১)
১১.রাজশাহীর ফজলি আম (স্বীকৃতি ২২/০৫/২০২২)
১২.বগুড়ার দই (স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৩.শেরপুরের তুলসী মালা ধান(স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৪. চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম(স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৫.চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম (স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৬.সিলেটের শীতল পাটি (স্বীকৃতি ২০/০৭/২০২৩)
১৭.নাটোরের কাঁচা গোল্লা (স্বীকৃতি ০৮/০৮/২০২৩)
সর্বশেষ ৯ জানুয়ারি ২০২৪ জি আই পণ্য হিসেবে
১৮.টাংগাইলের চমচম,
১৯.কুমিল্লার রসমালাই,
২০.কুষ্টিয়ার তিলের খাজা,
২১.বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কে স্বীকৃতি দেয়া হয়।
২২.সর্বশেষ জি আই পণ্য- যশোরের খেজুরের গুড়।
স্বীকৃতি পায়-২৮ জানুয়ারি, ২০২৪

🖋️Medi Notes Hour💉

এটা নীল তিমির হৃদপিণ্ড। এর ওজন ৬০০ কেজির ওপরে হয়ে থাকে যেটা কিনা একটি ছোটখাট গাড়ীর ওজনের সমান।বৃহৎ আকৃতির এই হৃদপিণ্ড প্...
05/02/2024

এটা নীল তিমির হৃদপিণ্ড। এর ওজন ৬০০ কেজির ওপরে হয়ে থাকে যেটা কিনা একটি ছোটখাট গাড়ীর ওজনের সমান।বৃহৎ আকৃতির এই হৃদপিণ্ড প্রতি মিনিটে ৮-১০ বার হার্ট বিট করে থাকে।এবং এই প্রতিটি হার্টবিটের শব্দ ৩.২ কিলোমিটার দূর থেকেও সাধারণত শোনা যায়।। যে রব এটি তৈরী করেছেন তিনি কত বড় একবার ভাবুনতো।

Credit: Royal Ontario Museum

নার্সিং ভর্তি পরিক্ষা ২০২৩/২৪ এর'জন্য প্রস্তুতি মূলক কুইজ।
28/01/2024

নার্সিং ভর্তি পরিক্ষা ২০২৩/২৪ এর'জন্য প্রস্তুতি মূলক কুইজ।

Free Admission test.

14/01/2024

🌿বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
(১) নীলনদ ------ (২) আমাজন
(৩) মিসিসিপি --- (৪) পীত নদী

আসসালামু আলাইকুম - আশা করি সবাই ভালো আছেন. নার্সিং ভর্তি পরিক্ষা ২০২৩/২৪ কে টার্গেট করে, আমাদের "চান্স নিশ্চিত" করতে,স্বল্প মুল্যে বুলেট ব্যাচের আয়োজন। ভর্তি হতে মেসেজ দিন.....

নতুন মন্ত্রীদের তালিকা - ২০২৪
11/01/2024

নতুন মন্ত্রীদের তালিকা - ২০২৪

09/01/2024

IV cannula 💗

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Learning - নার্সিং লার্নিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nursing Learning - নার্সিং লার্নিং:

Videos

Share

Category