পাসপোর্ট অফিসে জালিয়াতি করে ধরা পড়লো।
এরপরেও খুনীদের প্রতি যাদের সফটনেস কাজ করে তারা দেশ ও জাতির শত্রু।
১৯৭৫ সালে বাকশালের জনক স্বৈরাচার মুজিবের দুঃশাসনের পতনের পর বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র নিয়ে প্রতিবেদন তৈরি করে মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজ।
এই প্রতিবেদনেই স্পষ্টত বলা হচ্ছে, "পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কিছুই হয়নি। শেখ মুজিবের হত্যা নিয়ে কোন প্রতিবাদ নেই, কোন প্রতিক্রিয়াও নেই। কারণ সাম্প্রতিককালে তিনি দেশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি দেশকে অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে গিয়েছিলেন।"
আসলে চরম দুঃশাসনের ফলে স্বৈরাচার মুজিবের এই পতন অনিবার্য ছিল। সেটা দুইদিন আগে হোক কিংবা দুইদিন পরে হোক। মুজিবের পুরো পরিবারেরই মনস্তাত্ত্বিক ধারণা হলো, তারা এদেশের রাজা আর এদেশের জনগণ তাদের দাস-দাসী। শেখ মুজিব সেই প্রায়শ্চিত্ত ১৯৭৫ সালের ১৫ আগস্ট অত্যন্ত নির্মমভাবে ভোগ করেছিল। তার কন্যাও আপন বাবার ব্যতিক্রম নয়, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি...
#Dictator
"যখন আপনি আওয়ামীলীগের পক্ষ হয়ে জামাত নিধন করতে যাবেন তখন আপনি আওয়ামীলীগ। কিন্তু মারা গেলে আবার বলছেন আপনি হিন্দু৷ এই দ্বৈত নীতির জন্য আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি"
-গোবিন্দ্র চন্দ প্রামানিক
সভাপতি, হিন্দু মহাজোট
"যখন আপনি আওয়ামীলীগের পক্ষ হয়ে জামাত নিধন করতে যাবেন তখন আপনি আওয়ামীলীগ। কিন্তু মারা গেলে আবার বলছেন আপনি হিন্দু৷ এই দ্বৈত নীতির জন্য আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি"
-গোবিন্দ্র চন্দ প্রামানিক
সভাপতি, হিন্দু মহাজোট
সিরাজগঞ্জ সদর হাসপাতালের অসংগতি তুলে ধরতেই ছাত্রদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তত্ত্বাবধায়ক রতন কুমার রায়।
আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গায়ে হাত তুলে নরসিংদীর নগর আওয়ামিলীগ নেতা দীপক সাহা৷ অথচ এই ব্যক্তিকে শুধুই নিরীহ হিন্দু ব্যবসায়ী হিসেবে পরিচিত করে নির্যাতিত হিন্দুর তালিকায় লিপিবদ্ধ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নামক ভূঁইফোর লীগের দালাল সংগঠন!
মীর মুগ্ধর কথা তুলতে গিয়ে সংবাদ উপস্থাপনায় কান্না করলেন যমুনা টিভির একজন সাংবাদিক...🖤🇧🇩
ভেরি ক্লিয়ার, বোল্ড এন্ড লাউড । একদম পয়েন্ট ধরে ধরে বলেছেন। ইনি একজন বিজ্ঞাপন মডেল, সুন্দর উপস্থাপনা। 💐
প্রচুর নাচতে হবে।
আনন্দ করতে হবে।
শোক ভুলে যেতে হবে।
প্রচুর নাচতে হবে।
আনন্দ করতে হবে।
শোক ভুলে যেতে হবে।