Anuza Butices House

Anuza Butices House প্লিজ সবাই ফলো দিয়ে সাথে থাকুন আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়িয়ে দিন। সবার জন্য শুভকামনা রইল।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার
মোটিভেশনাল স্পিস,বিশিষ্ট জনদের সাক্ষাৎকার,কবিতা আবৃত্তি, শিক্ষনীয় ছোট নাটক,
বিভিন্ন ঐতিহাসিক স্থান, ও ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোকপাত, অতীত স্মৃতি বিষয়ক সাক্ষাৎকার,
ভ্রমন বিষয়ক ব্যক্তিগত ব্লগ নির্মাণ,ছোটদের অংশগ্রহনে বিভিন্ন কন্টেন্ট/ভিডিও তৈরি,
জীবনঘনিষ্ট নানান সাফল্য- ব্যর্থতার গল্প নিয়ে সাক্ষাৎকার, সমসাময়িক নানান ঘটনা নিয়ে
লাইভ ভিডিও তৈরি, প্রতিদিনের ঘটে যাওয়া

ঘটনা নিয়ে ভিডিও তৈরি সহ
বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্য- ব্যর্থতার গল্প নিয়ে ভিডিও তৈরি।

Anuza Butices House পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

13/07/2024

কতলোক ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা নতুন সকালের সাক্ষাৎ পেয়েছি এজন্য মুনিবের দরবারে শুকুরিয়া সবাই একবার বলি ‼️আলহামদুলিল্লাহ।

01/12/2023
06/09/2023
বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম।  'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জা...
11/08/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম। 'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জানেন। তারপরও আজকে এই ছবিটি দেখে, সেই গল্পের কথা মনে পড়ে গেল।
এডিসন পড়াশোনাতে বেশ দূর্বল ছিলেন। পরীক্ষায় খাতায় তেমন ভালো করতে পারেননি। ফলে তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেয়া হয়।
এডিসন মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।
তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন,‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'
তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।
সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।
তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন,‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’
এই ছবিটি কে তুলেছেন জানা নেই।
তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!
একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।
স্যালুট মা ❤️
(সংগৃহীত ইন্টারনেট)

04/08/2023
Eid Mobarak
28/06/2023

Eid Mobarak

27/06/2023

Coming soon All ladis & Kids product available in Anuza Butices House

18/03/2023

We are coming soon in online market place for Pakistani, Dubai & Indian Three peace , Four Peace , Sari , Lehenga etc

Address

534/2, Atipara, Uttarkhan, Uttara, Dhaka
Uttar Khan
1230

Alerts

Be the first to know and let us send you an email when Anuza Butices House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anuza Butices House:

Videos

Share

Category