সত্যের পথের পথিক

  • Home
  • সত্যের পথের পথিক

সত্যের পথের পথিক All
(1)

19/11/2023

দাদারা আগেই টিভি ভেঙ্গে আওয়াজ করার দরকার নাই, নাটকীয় কিছু ঘটতে যাচ্ছে।
vs

24/10/2023

সাকিব 🤣🤣🤣🤣

19/10/2023

আশাকরি সব সমালোচনার জবাব লিটনের ব্যাটে দিবে।

16/10/2023

শ্রীলঙ্কা নতুনদের নিয়ে দারুন একটা স্মার্ট দল সাজিয়েছে। শ্রীলংকার থেকে বাংলাদেশের শেখার আছে অনেক কিছু।

14/10/2023

ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বন্ধ কেন?

13/10/2023

তামিমের বিকল্প তৈরি হয়েছে, লিটনের বিকল্প কখনো তৈরি হবার নয় ।

আমারটা কই?
10/10/2023

আমারটা কই?

10/10/2023

বাংলাদেশ জিতলে নিউজ হবে লিটনের আলোয় দিশেহারা ইংলিশরা।

10/10/2023

আজ লিটন মিরাজ ইতিহাস গড়লে কেমন হবে??

14/09/2023

হেরে যাবার জন্য প্রস্তুত ছিলাম, তারপরেও হেরেই গেলাম হয়তো!

04/09/2023

প্রথম লাইভ ভিডিওতে অতিরিক্ত পানি থাকার কারণে মাছগুলো ধীরে ধীরে নেমেছিল। এখন প্রচুর মাছ জালে আটকা পড়তেছে।

নেপাল বাংলাদেশ একই বলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বলতে হতো বাংলাদেশ নেপাল খুব কাছাকাছি।
02/09/2023

নেপাল বাংলাদেশ একই বলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বলতে হতো বাংলাদেশ নেপাল খুব কাছাকাছি।

29/08/2023

ভুল তথ্য ❌
২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ০.৭৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০.৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

সঠিক তথ্য ✅
২০০৬ সালে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৫.২ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল সংকটাপন্ন। সেসময়ে রিজার্ভের অঙ্ক কত ছিল তা জানার উপায় নেই, কারণ কেন্দ্রীয় ব্যাংকের নথিপত্রে স্বাধীনতার প্রথম দশকে রিজার্ভ নেই তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
রিজার্ভ নিয়ে প্রথম যে তথ্য পাওয়া যায় তা ১৯৮১-৮২ অর্থবছরের। তখন ব্যাংকে রিজার্ভের অঙ্ক ছিল #মাত্র ১২ কোটি ১০ লাখ #ডলার। তাই নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে বলা যায়, এ অঙ্কের সামান্য অর্থ নিয়ে শুরু হয় বাংলাদেশের রিজার্ভের যাত্রা।

এক লাফে বাংলাদেশের #রিজার্ভ আকাশচুম্বী না হলেও, দ্রুত বাড়ছিল রিজার্ভের অঙ্ক। পাঁচ বছর পরে ১৯৮৬-৮৭ অর্থবছর শেষে ব্যাংকে রিজার্ভের অঙ্ক দাঁড়ায় ৭১ কোটি ৫০ লাখ ডলার।
#প্রথমবারের মতো, ১৯৯১-৯২ অর্থবছরশেষে রিজার্ভ ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের ঘর অতিক্রম করে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে ওঠে- যা ছিল #বাংলাদেশের জন্য মাইলফলক।

১৯৯২-৯৩ অর্থবছর শেষেই #রিজার্ভ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ৩ #বিলিয়ন ডলার অতিক্রম করে ১৯৯৪-৯৫ অর্থবছর শেষে।

কিন্তু ১৯৯৫-৯৬ অর্থবছর শেষে রিজার্ভ #কমে দাঁড়ায় ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। ১৯৯৬-৯৭ অর্থবছরে তা আরও #কমে ১ দশমিক ৭১ বিলিয়ন ডলারে নেমে আসে। এরপর ১৯৯৭-৯৮ থেকে ১৯৯৯-২০০০ অর্থবছর পর্যন্ত রিজার্ভ দেড় থেকে দুই বিলিয়ন ডলারের মধ্যে #ওঠানামা করে।

২০০০-০১ অর্থবছরে রিজার্ভ #কমে ১ বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে। ওই অর্থবছর শেষে রিজার্ভ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থাকলেও অর্থবছরের মাঝামাঝি সময়ে তা ১ দশমিক ১ বিলিয়ন ডলারে #নেমে_গিয়েছিল।

২০০১-০২ অর্থবছর শেষে রিজার্ভ বেড়ে হয় ১ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। এরপর আর #বাংলাদেশের_রিজার্ভ কখনই ১ বিলিয়ন ডলারের নিচে #নামেনি।

২০০৫-০৬ অর্থবছর শেষে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার #অত্রিক্রম করে। ২০০৯-১০ অর্থবছরে ১০ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১২-১৩ অর্থবছরে ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। এ সময়টা ছিল বাংলাদেশের জন্য এক অনন্য #উত্থানের গল্প।

২০১৪ সালের ১০ এপ্রিল রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর #অতিক্রম করে। পরের বছর ২০১৫ সালের ২৫ জানুয়ারি রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১৬ সালের জুনে রিজার্ভ ৩০ #বিলিয়ন ডলার অতিক্রম করে। তিন সপ্তাহের ব্যবধানে ২৪ জুন সেই রিজার্ভ আরও #বেড়ে ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে।

২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৪০ বিলিয়ন ডলারে। গত বছর বাংলাদেশের রিজার্ভের অঙ্ক ছিল ৪৮ #বিলিয়ন ডলার।

২০২৩ সালে এসে নেমে গেছে ২৩.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। 🥺

(সময় নিউজ মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, ভাদ্র ১৪৩০)

29/08/2023

ভুল তথ্য
২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ০.৭৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০.৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

সঠিক তথ্য
২০০৬ সালে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৫.২ বিলিয়ন ডলার ছিল। ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৫৬ বিলিয়ন ডলার বিলিয়ন মার্কিন ডলার।

18/08/2023

‘আর ভরসা করো সেই আল্লাহর ওপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ’
-সূরা ফুরকান: ৫৮

30/07/2023

মাদকের তথ্য ফাঁস করাকে কেন্দ্র করে সুমন নামের এক যুবক কে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কাসাইয়ের ছেলে #মিলন ও #লিমন নামের দুই যুবক। নির্যাতনকারীরা সুমনকে নির্যাতন করার সময় ভিডিও করে।
কথিত আছে মিলন ও তার সহযোগীরা মাদকের নিরাপত্তা দিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে থাকে।




গ্রাম:লতাবর
ইউনিয়ন: চন্দ্রপুর
থানা: কালীগঞ্জ
জেলা: লালমনিরহাট

সংগৃহীত নিয়ন দুলাল

17/07/2023

ঢাকা ১৭ আসনে ভোট চলাকালীন জয় বাংলা বলে হিরো আলমের উপর হামলা।

#আওয়ামিলীগ VS #হিরো #আলম
Attack on Hero Alom.

13/07/2023

মধ্যরাতে জিনের বাড়িতে পুলিশের হানা।

12/07/2023

সময়ের সাথে সাথে মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, নতুন নতুন সম্পর্ক গড়ে তুলছি। সময়ের সাথে পাশাপাশি কারণে অকারণে বদলে যাচ্ছি।

ব্রেকিং নিউজ:অবসর ভাঙলেন Tamim Iqbal হঠাৎ করেই নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ...
07/07/2023

ব্রেকিং নিউজ:
অবসর ভাঙলেন Tamim Iqbal
হঠাৎ করেই নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটপাড়ার মূল আলোচনার বিষয় হয়ে ওঠেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসর ভেঙে ক্রিকেটে ফিরেন তামিম।

13/06/2023
27/05/2023

Dhaka Kushtia moha sorok

27/05/2023

রূপপুর পারমাণবিক শক্তি পার হয়ে।

13/02/2023

বানর থেকে মানুষ নাকি মানুষ থেকে বানর সত্যটা জানুন। মিজানুর রহমান আজহারী
#মিজানুর #আজহারী

পিকঃ তিস্তা
04/02/2023

পিকঃ তিস্তা

Address


Telephone

+8801722806045

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের পথের পথিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share