UpMind

UpMind Humanity makes the world beautiful.
(110)

25/08/2024

জাস্টিস মানিক কে আগে দেখলে বিরক্ত লাগতো। তার কালকের অবস্থা দেখে খুব খারাপই লাগছে।
কি দরকার ছিল এই বয়সে এসে একটা দলের হয়ে গলাবাজি করার। রিটায়ার্ড হলো এখন আরামআয়েশে থাকতো!

25/08/2024

এমন সহমর্মিতা, সৌহার্দ্য, সম্প্রীতি, এমন একতা এ দেশে আগে দেখিনি।
এ যেন এক নতুন রুপের বাংলাদেশ।

23/08/2024

সম্প্রীতির বাংলাদেশ। এদের রুখবে কারা!?

22/08/2024

দূর্গাপূজার টাকার একাংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করল বরিশালের একটি মন্দির৷
অসাম্প্রদায়িক বাংলাদেশের সৌন্দর্য এরা🇧🇩

পেইজ এর বন্যাকবলিত এলাকার সবাই দ্রুত যোগাযোগ করুন।স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম স্পিডবোট ...
22/08/2024

পেইজ এর বন্যাকবলিত এলাকার সবাই দ্রুত যোগাযোগ করুন।
স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)
ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

Collected

21/08/2024

ক্ষমতা হাতে পেলেই শুধু খাই খাই মনোভাব দুর না হওয়া অবধি সাধারন জনগন না পাবে স্বস্তি না পাবে তাদের অধিকার আর না পাবে তাদের জন্য বরাদ্দকৃত হিচ্ছা।

14/08/2024

সহজতম সত্য।
সংখ্যালঘু শব্দটার ব্যাখ্যা বিস্তর। হিন্দু হলেই তাদের সংখ্যালঘু বলা যায়না। এই শব্দটা সেক্টরভেদে ভিন্নভিন্নভাবে ব্যবহৃত হয়।

10/08/2024

গ্রাফিতি তে ছেয়ে গেছে শহরের প্রতিটা দেওয়াল

06/08/2024

এই জেনারেশনকে যারা ভাদাইমা, অকর্মা, এদের দিয়ে কিচ্ছু হবেনা, অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে বলতো তাদেরকে জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল-
এই জেনারেশনের একেকটা রকস্টার🔥

এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে
06/08/2024

এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে

শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে

এ এক নতুন অসাম্প্রদায়ীক বাংলাদেশ। সারারাত হিন্দুদের মন্দির পাহারায় ছিল মুসলমান ভাইয়েরা। সফল হয়নি চক্রান্তকারিরা। শেয়ার ক...
06/08/2024

এ এক নতুন অসাম্প্রদায়ীক বাংলাদেশ।
সারারাত হিন্দুদের মন্দির পাহারায় ছিল মুসলমান ভাইয়েরা। সফল হয়নি চক্রান্তকারিরা।

শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দিন।

05/08/2024

'র' এর গুজবে যারা ঘুম নষ্ট করলেন এবার ঘুমান।
মাথাটাই হ্যাং করে দিলেন আপনারা।

17/07/2024

এই বর্বরতার শেষ কোথায় !

12/07/2024

কোটা ব্যবস্থার আদ্যোপান্তো। মুক্তিযোদ্ধা ৩০% কোটা কেন.? মেধাবিরা কোন দিকে যাচ্ছে.?

09/07/2024

সোমালিয়ান জলদস্যুদের ইতিহাস

05/07/2024

আপনি কিসের পক্ষে..?
১. মেধা
২. কোটা

23/06/2024

দুঃসময়ে পাশে থাকা মানুষগুলোকে
কখনও ভুলে যাবেন না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when UpMind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share