Sitakund News Today

  • Home
  • Sitakund News Today

Sitakund News Today সীতাকুণ্ডের গণ মানুষের কথা বলে...? Bhatiary,Sitakunda,Chittagong

13/09/2024

২৪ ঘন্টায় ৪০১ মিমি বৃষ্টিতে হোটেল-মোটেল সড়কসহ কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে পানিতে, পাহাড়ধ্বসে নি*হত ৬ জন

13/09/2024

সীতাকুণ্ডের জাহাজ শিল্পকে ষড়যন্ত্র থেকে বাঁচাতে সকল ব্যবসায়ীক,
শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রইলো।বন্ধ হয়ে গেলে ঘরে ঘরে বাড়বে বেকারত্ব।

ভোগান্তির আরেক নাম প্রিপেইড মিটার বিদ্যুতের প্রিপেইড মিটার বাদ দিয়েআগের মিটারেই ফিরে যেতে চান গ্রাহকরা সকলেই এই ব্যপারে ...
13/09/2024

ভোগান্তির আরেক নাম প্রিপেইড মিটার
বিদ্যুতের প্রিপেইড মিটার বাদ দিয়ে
আগের মিটারেই ফিরে যেতে চান গ্রাহকরা
সকলেই এই ব্যপারে সচেতন হোন✅

13/09/2024

দূর্ঘটনাতে কারো হাত থাকে না, সব ফ্যক্টোরীতেই কমবেশী ঘটে। শিপইয়ার্ডে কতদিন পর ঘটল?তাই বলে লাখো মানুষের উপার্জনস্হল বন্ধ রাখা উচিত নই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট স্কেল এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মু...
13/09/2024

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট স্কেল এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে একে অপরকে গোলাগুলি করে। তারা পাল্টাপাল্টি হামলায় দোকান-অফিস ভাঙচুর করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন এবং ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক-সম্পাদক নূর নবী সওদাগর স্কেলের এবং বড়দারোগাহাট বাজারের ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ হয়। তবে উভয় গ্রুপের সংঘর্ষে হতাহত হয়নি। পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ ০৩জন কে গ্রেফতার করে।

13/09/2024

জাহাজ শিল্পের সাথে জড়িত ব্যবসায়ি,শ্রমিক সকলে ঐক্যবদ্ধ হোন,মনে রাখবেন জাহাজ শিল্প বাঁচলে আপনারা বাঁচবেন।
বন্ধ হয়ে গেলে সবাই বেকার হবেন। রুখে দিন সকল যড়যন্ত্র।

20/08/2024

এইচএসসির স্থগিত
পরীক্ষাগুলো বাতিল
অটোপাসের সিদ্ধান্ত

20/08/2024

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৬৭ শিক্ষকের পদত্যাগ

20/08/2024

সীতাকুণ্ডে হাজারো নেতা কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন লায়ন আসলাম চৌধুরী

সব সমস্যার'ই তো সমাধান করা হচ্ছে।এই প্রিপেইড মিটারের ও একটা ব্যবস্থা করা উচিত। টাকা তুলতে তুলতে অবস্থা খারাপ। আগে যেখানে...
17/08/2024

সব সমস্যার'ই তো সমাধান করা হচ্ছে।
এই প্রিপেইড মিটারের ও একটা ব্যবস্থা করা উচিত। টাকা তুলতে তুলতে অবস্থা খারাপ। আগে যেখানে ৬-৭'শ টাকায় পুরো মাস যেত, এখন ১৫'শ টাকা রিচার্জ করেও মাস যায় না। ৫'শ টাকা তুললে প্রায় অর্ধেক কেটে নেয়। জনগণের ভোগান্তি কমাতে এটার একটা স্থায়ী সমাধান করা খুব জরুরি।

চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে  উপজেলার দক্ষিণ  বাইপাস সড়কে উপর গাছ পড়ে ২ ঘন্টা যানচলাচল বন্ধ উদ্ধার ক...
17/08/2024

চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে উপজেলার দক্ষিণ বাইপাস সড়কে উপর গাছ পড়ে ২ ঘন্টা যানচলাচল বন্ধ উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি টিম।

14/08/2024

আমাদের সীতাকুণ্ডে শত শত মিল ফ্যাক্টরি থাকা শর্তেও হাজার হাজার শিক্ষিত বেকার অবস্থায় আছেন, ঘরে ঘরে শিক্ষীত বেকার,তাদেরকে নিয়ে কোন নেতাকে কথা বলতে শুনিনা,কারন প্রত্যেক নেতা নিজের আখের গুছানোতে ব্যস্ত থাকেন

সেভেন সিস্টার্স কি?সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছেত্রিপুরার সাং...
14/08/2024

সেভেন সিস্টার্স কি?
সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে
ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে ‘সেভেন সিস্টার্স’ নাম দেন

দেশ রূপান্তর অনলাইন

ভারতে উত্তর-পূর্ব দিকে, চিন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় ‘সেভেন সিস্টার’ বা সাত বোন।

এসব রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তাঁরা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের।

এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয়? চলুন জেনে নেওয়া যাক।
সেভেন সিস্টার্স

এই সাত রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গকিলোমিটার, ভারতের প্রায় ৪ শতাংশ এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সাথে ১,৫৯৬ কিলোমিটার (৯৯২ মাইল) আন্তর্জাতিক সীমানা রয়েছে।

এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়।

আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে।

ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।

১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়।

একনজরে সেভেন সিস্টার্সের বর্ণনা

৯ ব্যাংকের ১ কোটি বা তার বেশি টাকার চেক ক্লিয়ারেন্স বন্ধের নির্দেশএস আলমের মালিকানাধীন ছয়টি ব্যাংকসহ মোট নয়টি ব্যাংকের ...
14/08/2024

৯ ব্যাংকের ১ কোটি বা তার বেশি টাকার চেক ক্লিয়ারেন্স বন্ধের নির্দেশ

এস আলমের মালিকানাধীন ছয়টি ব্যাংকসহ মোট নয়টি ব্যাংকের ইস্যুকৃত এক কোটি টাকা বা তার বেশি টাকার চেক নিজ নিজ ব্যাংক থেকে বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে নগদায়ন বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ সোমবার (১২ আগস্ট) রাতে সব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ মৌখিক নির্দেশনা দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এবং কিছু বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।

নয়টি ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক এবং আইসিবি ব্যাংক।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোর চলতি হিসাবে টাকা না থাকলেও অন্যান্য ব্যাংকের মাধ্যমে চেক ক্লিয়ারিংয়ের অনুমতি দিয়েছিল। এই সুবিধার ফলে বিভিন্ন কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

তবে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের প্রভাব কমাতে এবং তাদের ঋণ গ্রহণ বন্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক এই বিধিনিষেধ আরোপ করেছে। গ্রুপটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সম্পর্ক ছিল। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য এস আলম গ্রুপকে কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ গ্রহণ থেকে বিরত রাখা।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে ঘাটতিতে রয়েছে। নামে-বেনামে ঋণ দিয়ে এই ব্যাংকগুলোর এমন সংকট তৈরি হয়েছে। তারপরও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদের বিশেষ সুবিধার মাধ্যমে এসব ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে নিয়মিত টাকা সরবরাহ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন গভর্নরের অনুমোদনে বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের প্রভাব থাকা ইসলামিক ব্যাংকগুলোকে একদিনে ৩৫ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছে। একটি কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। তবে ব্যাংকগুলো এখন সার্বিক পরিস্থিতির কারণে বড় চেক নেয় না।

ইসলাম

14/08/2024

সীতাকুণ্ডে সার্বিক সহযোগীতার জন্য বাংলাদেশ সেনা বাহিনীর হেল্প লাইন- ০১৭৬৯-২৪২১৩২
০১৭৬৯-২৪২১৩৮

14/08/2024

জমির নামজারি করতে ১১৫০ টাকা (সময় ৭ দিন) এর বেশি এক টাকাও দিবেন না
টাকা চাইলে প্রমাণ রাখেন। এসি ল্যান্ডকে জানান।
কাজ না হলে, ছাত্রদের খবর দেন

14/08/2024

(৭১) একাত্তর টেলিভিশন থেকে চাকরি হারালেন শাকিল আহমেদ ও ফারজানা রুপা

14/08/2024

কার্ড মিটার বাতিল করা হোক। নিজের টাকায় মিটার কিনে কেন ভাড়া দেব।মিটার ভাড়া বাতিল করা হোক।
আগের মিটার ফিরে দেওয়া হোক
✊✊✊✊✊

Address


Telephone

+8801818505765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitakund News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sitakund News Today:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share