Mahbub Alom Khan Sagor

  • Home
  • Mahbub Alom Khan Sagor

Mahbub Alom Khan Sagor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahbub Alom Khan Sagor, Digital creator, .

ლ𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐀𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦_༊━━❝ !!ღ᭄࿐
��
“আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব��
��_𝐈𝐧’𝐬𝐡𝐚’𝐀𝐥𝐥𝐚𝐡,,��

∙──༅༎﷽༎༅──∙
__”-��..�!༊✾


“”Successful-তো সেই দিন হবো!
যেদিন ‘পুলসিরাত’ পাড় করে ‘জান্নাতে’ যাবো।”” ���

●━━━━━━━━━━━●

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Otol Cambia
09/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Otol Cambia

বে‌চে থাকার জন‌্য এভা‌বেই বে‌চে থাকার মাধ‌্যম খু‌জে বের কর‌তে হ‌বে ।
08/12/2024

বে‌চে থাকার জন‌্য এভা‌বেই বে‌চে থাকার মাধ‌্যম খু‌জে বের কর‌তে হ‌বে ।

GOOD AFTERNOON
07/12/2024

GOOD AFTERNOON

07/12/2024

চলুন আমা‌দের‌কে যারা ফ‌লো ক‌রে তা‌দের ফ‌লো দি‌য়ে এ‌কে অপ‌রের পা‌শে দাড়াই

শুভ শী‌তের সকাল ।
06/12/2024

শুভ শী‌তের সকাল ।

With Lokman Hossian – I just got recognized as one of their top fans! 🎉
05/12/2024

With Lokman Hossian – I just got recognized as one of their top fans! 🎉

05/08/2024

গণতন্ত্র‌ে শা‌ন্তি নাই , কোরআ‌নের দ্বারা শাসন চাই , কোরআন ছাড়া শা‌ন্তি নাই 🕌🕋

05/08/2024

গণতন্ত্র‌ে শা‌ন্তি নাই , কোরআ‌নের দ্বারা শাসন চাই , কোরআন ছাড়া শা‌ন্তি নাই

01/06/2024

মেয়ে দিয়ে জাতি কে পাপী বানিয়ে জান্নাত কিনবেন?
জান্নাত কি পৈতৃক সম্পত্তি??
পিতার অসতর্কতা 😢

27/05/2024

যারা বলেন গণতন্ত্র এবং নির্বাচন এক জিনিস নয় তাদেরকে বলছি-

শাব্দিক অর্থে গণতন্ত্র হচ্ছে জনগণের তন্ত্র/বিধান/আইন এবং শাসন। গন অর্থ জনগণ আর আর তন্ত্র অর্থ হচ্ছে বিধান/আইন এবং শাসন। এককথায় জনগণ যেখানে সকল ক্ষমতার উৎস সেটাই হচ্ছে গণতন্ত্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় জনগণই আইন তৈরি করবে এবং জনগণই জনগণের শাসন কার্য পরিচালনা করবে। গণতন্ত্রে জনগণের ইচ্ছার বাইরে কোনো কিছু হওয়ার সুযোগ নেই। গণতন্ত্রে জনতার ইচ্ছাই হল আইন এবং শাসন। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায় এই সবকিছু নির্ধারণ করার একমাত্র উৎস হচ্ছে জনগণের মত বা ইচ্ছা। জনগণ যেটাকে বৈধ মনে করবে সেটাই বৈধ হবে। আর যেটাকে অবৈধ মনে করবে সেটাই অবৈধ হবে। এখানে কুরআন-হাদিস কি বলল সেটা কোন বিবেচ্য বিষয় নয়। নাউজুবিল্লাহ। এজন্যই বলা হয়ে থাকে যে Parliament can do anything except a man a woman and woman a man.

এ কারণেই গণতন্ত্র সম্পর্কে এ পর্যন্ত যত সংজ্ঞা পাওয়া গেছে তার মধ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সংজ্ঞাটাকেই বিশ্ববাসী গণতন্ত্রের জন্য সবচাইতে উপযুক্ত সংজ্ঞা হিসেবে বিবেচনা করে থাকে "Government of the people, by the people and for the people." অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য জনগণ দ্বারা পরিচালিত জনগণের সরকার।

আর এই গণতন্ত্র বাস্তবায়নের জন্য নির্বাচন হচ্ছে মূল এবং একমাত্র পথ। মানবদেহের সঙ্গে মাথার যে সম্পর্ক গণতন্ত্রের সঙ্গে নির্বাচনের সেই সম্পর্ক। নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনা করা আর মাথা ছাড়া মানুষ কল্পনা করা সমান কথা। হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি জনগণ কখনোই সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেনা। এত অধিক সংখ্যক লোক কখনোই কোন বিষয়ে তাদের মত প্রকাশপূর্বক স্বল্পতম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে না। এজন্যই গণতন্ত্রের ফাংশানিংয়ের জন্য জনগণের প্রতিনিধি নির্ধারণ করা একান্ত অপরিহার্য। গণতন্ত্রে প্রতিনিধির মাধ্যমেই জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়। প্রতিনিধির মাধ্যমে আইন প্রণয়ন করে, শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করে এবং প্রতিটা সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করে। জনপ্রতিনিধি ছাড়া গণতন্ত্র হচ্ছে একটি অলীক কল্পনা মাত্র। আর এই প্রতিনিধি নির্ধারণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। নির্বাচন ভিন্ন গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই। কাজেই যারা বলেন গণতন্ত্র আর নির্বাচন এক জিনিস নয় তাদেরকে বলব নির্বাচন ছাড়া গণতন্ত্রের একটা মডেল আবিষ্কার করে দেখান।

অত্যন্ত দুঃখের বিষয় আজকাল আলেম নামধারী/দাবিদার একদল আত্মপ্রবঞ্চক শাইখ গণতন্ত্র এবং নির্বাচন এক জিনিস নয় এ ধরনের উদ্ভট যুক্তি দিয়ে গণতন্ত্রের লাইফ ব্লাড নির্বাচনকে ইসলামের পোশাক পড়াতে চাইছেন। আত্মপ্রবঞ্চিত এ সকল উলামা/শাইখদের নিকট আমার প্রশ্ন হচ্ছে –

১. নির্বাচন যদি মুসলমানদের নেতা নির্বাচনের পদ্ধতি হয় তাহলে এই নির্বাচনে কাফের মুশরিক কি ভোট দিতে পারবে ?
২. মুসলিম ভূখন্ডে কাফের মুশরিকদের কোনপ্রকার রাজনৈতিক অধিকার কি শরীয়াহ অনুমোদন করে ?
৩. মুসলিম নেতা নির্বাচনে বা কোন মুসলিম ভূখন্ডে কি কাফের মুশরিক প্রার্থী হতে পারবে ?
৪. এসকল নির্বাচনে নির্বাচিত নেতারা কোন আইনের অধীনে নেতৃত্ব দিবেন ? আল্লাহ তাআলার আইনে নাকি মানুষের আইনে ?

আরোও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন না করলেই নয় । যেমন ধরুন -

১। কোন মুসলিমের জন্য পদ চেয়ে নেওয়া কি জায়েজ আছে ?
২। কোন মুসলিমের বিরুদ্ধে অপর মুসলিমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কি জায়েজ আছে ?
৩। আবার শাসক যদি মুসলিম হয় তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য নির্বাচন করা কি জায়েজ আছে ?
৪। আর শাসক যদি কাফের হয় তাহলে তাঁর সাথে নির্বাচন করা কি জায়েজ আছে ?

মহান রাব্বুল আলামিন উম্মাহকে এ ধরনের ফেতনা থেকে হেফাজত করুন। আমিন।

28/04/2024

~আল্লার কাছে আমল গ্রহনযোগ্য হওয়ার জন্য আগে ঈমানদার হতে হবে।

~ঈমানদার হওয়ার শর্ত তিনটি যথা।

১)পূর্নাঙ্গ ইসলামের স্বীকাররীক্তি দেওয়া।
২)পুর্নাজ্ঞ ইসলাম কে মেনে নেওয়া।
৩)পূর্নাঙ্গ ইসলামের বিধান অনুযায়ী আমল করা।

~ঈমান আনার যেমন শর্ত আছে তেমন ঈমান ভংগের ও কারণ আছে।ইমান ভংগের মোলিক কারন দুইটি।
১)শিরকে লিপ্ত হওয়া।-->শিরকে আকবর
২)কুফুরিতে লিপ্ত হওয়া। -->কুফরে আকবর।

--ঈমান ভংগের এই দুইটাকে আবার বিশ্লেষণ করলে কয়েকটি কারণ পাওয়া যায় তার মধ্যে পনেরো হলো এই।
১)শিরকিতে লিপ্ত হওয়া।
২)কুফরিতে লিপ্ত হওয়া।
৩)রিদ্দা পাওয়া যাওয়া অর্থাৎ ধর্মান্তরিত হওয়া।
৪)ধর্ম নিরপেক্ষ হওয়া।
৫)ক্ষেত্র বিশেষে ইসলাম মানা আর ক্ষেত্র বিশেষে ইসলামকে না মানা।
৬)আল্লাহর রাসুল(সাঃ)কে গালি দেওয়া বা আল্লাহর হুকুমের মৌলিক কোন বিষয়কে নিয়ে ঠাট্টা করা।
৭)আল্লাহ ব্যাতিত অন্য কারো কাছে চাওয়া(দোয়া করা)।
৮)আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটাকে অবৈধ করা।
আর যেটাকে অবৈধ করেছেন সেটাকে বৈধ করা।
৯)আল্লাহর বিপরিতে আইন বানানো অর্থাৎ কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোন আইন দ্বারা সমাজ-রাষ্ট্র পরিচালনা করা।
১০)মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা।
১১)আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম তৈরি করা।
১২)কাফেরদের কে কাফের মনে না করা।
১৩)নবীজির জীবন ব্যাবস্থা ব্যাতিত অন্য কারো জীবন ব্যবস্থাকে শ্রেষ্ঠ মনে করা।
১৪)এমন জাদু করা যেটা সুস্পষ্ট কুফরি।
১৫)শরিয়তের উপরে কাউকে প্রাধান্য দেওয়া।

~কারো মাঝে যদি বর্নিত পনেরোটির একটিও পাওয়া যায় তাহলে তার ক্ষতি হবে দশটা।এর মধ্যে পাঁচটা দুনিয়াতে আর পাঁচটা আখেরাতে।

--দুনিয়ার পাঁচ ক্ষতি তথা।
১)ইমান ভেংগে যাবে।
২)পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে।
৩)মুসলিমদের অভিভাবকত্ত হারিয়ে ফেলবে।
৪)মেরাজ থেকে বঞ্চিত হবে।
৫)স্ত্রী তালাক হয়ে যাবে।

--আখিরাতে ক্ষতি পাঁচটি তথা।
১)মৃত্যুর পরে গোসল দেওয়ানো হবে না।
২)মৃত্যুর পরে দাফন-কাফন করানো হবে না।
৩)মুসলমানদের গোরস্থানে তাকে দাফন-কাফন করা হবে না।
৪)কাফের মুসরিকদের সাথে হাসর-নাশর হবে।
৫)চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে।

--রসুল(সঃ)এর হাদিস থেকে আমরা যা পাই

عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ الله ﷺ، قَالَ: «بَادِرُوا بِالأعْمَال فتناً كَقِطَعِ اللَّيْلِ المُظْلِمِ، يُصْبحُ الرَّجُلُ مُؤْمِناً وَيُمْسِي كَافِراً، وَيُمْسِي مُؤمِناً ويُصبحُ كَافِراً، يَبيعُ دِينَهُ بعَرَضٍ مِنَ الدُّنيا». رواه مسلم

--আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অন্ধকার রাতের টুকরোসমূহের মত (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত করে ফেল। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে। নিজের দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে।

____(মুসলিম:-১১৮, তিরমিযি:-২১৯৫, )_____

--সুতরাং ইমান ভংগের এই সংক্ষিপ্ত কারন গুলোর কোন একটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে জাহান্নামের লাকরি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।আল্লাহ আমাদের কে হেফাজত করুক,পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যু বরণ করার ত্বাওফিক দান করুক।(আমিন)ওমা ত্বাওফীকি ইল্লা বিল্ললাহ।

🎙

27/04/2024

আমা‌কে এ‌রি‌য়ে চলা স্মার্ট বন্ধুর চে‌য়ে আমা‌কে স্মরণ করা বোকা কামলা মানুষ গু‌লোই উত্তম ‌

21/02/2024

Nephew(ভা‌তিজা)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Alom Khan Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share