Md.Abu Talha

Md.Abu Talha Digital creator
(4)

07/04/2024

প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত.
যেন আজকে জীবনের শেষ দিন...

05/12/2023

প্রয়োজন এর চেয়ে অধিক গুরুত্ব দিলে,
কাচের টুকরোও নিজেকে হিরা ভাবতে শুরু করে,

28/11/2023

••
মা ছাড়া পৃথিবীটা অন্ধকার!
যাদের মা নামক জান্নাতটা বেঁচে আছো, তারাই একবার বলি

-আলহামদুলিল্লাহ 🌸❤️

23/11/2023

রাতে ঘুমিয়ে ছিল অনেক মানুষ কিন্তু সকাল দেখার সৌভাগ্য অনেকের হয়নি! এখনো পর্যন্ত বেঁচে আছি। আলহামদুলিল্লাহ।

22/11/2023

༆❝শুকরিয়া আদায় করতে শিখুন❞🥰🥰࿐
ღ🌺༆❝আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিস টাই দিবেন…🖤
༎༊❞ইনশাআল্লাহ❝༎༊

21/11/2023

❝বৃহস্পতিবার রাত দুরুদ শরীফ পাঠের রাত❞

الَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ .🌸

উচ্চারণঃ আল্লহুম্মা সল্লি আ’লা মুহা’ম্মাদিও
ওয়া আ’লা আলি মু’হাম্মাদ। 🌸

অর্থঃ হে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ করো!

Copy post

18/11/2023

༊࿐___হে নফস??
কবে ফিরবে তুমি রবের আঙিনায়।
~বেলা যে ফুরিয়ে যায়,
أَسْتَغْفِرُ اللّٰه يا ربي.

18/11/2023

মুহাম্মাদ বিন কাসিমের চেয়ে আমার বয়সটা বেশিই। আমার ঘরটা রাসূল (স) এর ঘরের চেয়ে বড়। আলী (রা) এর চেয়ে আমার ঘরে ফার্নিচার বেশি আছে। আমার গায়ের রঙটা অন্তত বিলাল (রা) এর গায়ের রঙের চেয়ে উজ্জ্বল। জুলাইবিব (রা) এর চেয়ে আমি উচ্চতায় লম্বা আছি। অথচ তাদের কারোরই বিয়ে করতে বেগ পোহাতে হয় নি।

কারণ তাদের সমাজের ভিত্তি ছিল ইমান। আর আমাদের সমাজের ভিত্তি পূজিবাদ। তাই তাদের সমাজে ইমান ও আমলের প্রতিযোগিতা হতো, আর আমাদের সমাজে অর্থ আর প্রাচুর্যের প্রতিযোগিতা হয়৷ তাদের সমাজে প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিল তাকওয়া, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য। আর আমাদের সমাজে সম্পদ, ক্যারিয়ার। আমাদের সমাজে বিয়ে হয় মূলত চামড়া আর টাকার সাথে।

ফাতিমা (রা) এর জন্য রাজা-বাদশা আর নেতাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছিল। অথচ মুহাম্মাদ (স) তাঁর কন্যা ফাতিমাকে (রা) বিয়ে দিলেন দরিদ্র আলীর (রা) কাছে, যখন আলী (রা) তাঁর স্ত্রীকে ঘরে নিয়ে লজ্জা পাচ্ছিলেন ফার্নিচারের অভাবে। আচ্ছা, আলী (রা) এর ক্যারিয়ার কী ছিল? জীবিকা নির্বাহের জন্য আলী (রা) কখনো এক বৃদ্ধার জন্য কুয়ো থেকে পানি তুলে দিতেন, বিনিময়ে পেতেন কিছু খেজুর।

এই বিষয়গুলো দ্বীনের লেবাস জড়ানো পূঁজিবাদের দ্বীনদাররা কখনোই বুঝবে না। সমাজে চোখ বুলালে যখন চোখে কেবল চারদিকে মুশরিক আর মুরতাদদের দেখা যায়, তখন এই সমাজ থেকে ইমানী সমাজব্যবস্থার আদর্শ আশা করা কৌতুকের মতো লাগে। খাদিজা (রা) মুহাম্মাদ (স)কে জাহেলিয়াতের যুগেই তো বিয়ে করেছিলেন। যাকে আমরা "আইয়ামে জাহেলিয়াহ" বলি, সেই যুগটাও আমাদের বর্তমান যুগের চেয়ে অধিক উত্তম ছিল...

©️

18/11/2023

🥚🥚🥚
ডিমের হলুদ অংশের নাম কুসুম হলে,
সাদা অংশের নাম কী?

Address

Rowhabary. Sonamukhi. Kazipur
Sirajganj
6710

Telephone

+8801706564714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Abu Talha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Abu Talha:

Videos

Share

Nearby media companies