Sheikh Mujib of Bengal

  • Home
  • Sheikh Mujib of Bengal

Sheikh Mujib of Bengal media

27/09/2023
সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।
14/06/2023

সাত কোটি বাঙ্গালির
ভালোবাসার কাঙ্গাল আমি।
আমি সব হারাতে পারি,
কিন্তু বাংলাদেশের মানুষের
ভালোবাসা হারাতে পারব না।

প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা...
06/06/2023

প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই।
প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু,
যে ভালোবাসা ও সম্মান দেশবাসী
আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।

বাংলাদেশের মানুষ 25 মার্চ কালো রাত কে কখনোই ভুলতে পারবেনা। ওই রাতে শহীদ হওয়া সবার আত্মার মাগফেরাত কামনা করছি।
25/03/2023

বাংলাদেশের মানুষ 25 মার্চ কালো রাত কে
কখনোই ভুলতে পারবেনা। ওই রাতে শহীদ
হওয়া সবার আত্মার মাগফেরাত কামনা করছি।

30/10/2022
30/10/2022

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ
Follow and Connect with Bangladesh Awami League on Social Media

👉 page - fb.com/awamileague.1949
👉 Facebook Group - fb.com/groups/awamileague.1949group/

🟡Twitter - twitter.com/albd1971
🔴YouTube Channel - youtube.com/user/myalbd
Instagram- Instagram.com/albd1949

#️⃣Telegram Channel - t.me/albd1949
#️⃣Telegram Group - t.me/albdcomms
—————————
🌐 Visit Website - albd.org

📧 Email - [email protected]
& [email protected]

30/10/2022

ইতিহাসের
শেষ দিনটি পর্যন্ত
স্বাধীন বাংলার পতাকা
সমুন্নত থাকবে
- বঙ্গবন্ধু

২১ ফেব্রুয়ারি ১৯৭৩, দৈনিক ইত্তেফাক

শুভ জন্মদিন প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
28/09/2022

শুভ জন্মদিন প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

24/09/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্কট ও বিরোধ নিরসনে সংলাপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে অস্ত্র...

04/07/2022

ভেজাল ইউনূস.

04/07/2022

Padma Bridge

16/06/2022

Joy Bangla

07/06/2022

আমার নেত্রী আমার অহংকার

21/04/2022

৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ সমৃদ্ধ বাংলাদেশের রুপরেখা
---
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার কমে হবে ১৫.৬%। ২০২০ সালে দারিদ্র্যের হার ছিল ২০.৫%।

10/04/2022
10/04/2022

বাংলাদেশ আওয়ামী লীগের টেলিগ্রাম চ্যানেল Subscribe করুন।
Link - https://t.me/albd1949

28/02/2022
25/01/2022

২৫ জানুয়ারি, ১৯৫২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে বন্দী শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করলেন আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি আতাউর রহমান খানসহ বেশ কয়েকজন ছাত্রনেতা।

#বঙ্গবন্ধুপ্রতিদিন

24/01/2022

স্বাধিকার আন্দোলনের মাইলফলক
৬৯’-এর গণঅভ্যুত্থান
এর ঐতিহাসিক দিনগুলি

- ৪ জানুয়ারিঃ ৬ দফার ভিত্তিতে ছাত্রলীগের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং ১১ দফা দাবি পেশ করে ছাত্রসমাজ।

- ১১ দফা দাবিঃ ছাত্রসমাজের বিভিন্ন দাবিদাওয়ার মধ্যে প্রধান দাবী ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের মুক্তি। এর ভিত্তিতেই সংগঠিত হয় ৬৯'-এর গণঅভ্যুত্থান

- ১৭-১৯ জানুয়ারিঃ ছাত্রনেতারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিলে ১৪৪ ধারা জারি করে গভর্নর মোনেম খান। ডাকসু ভিপি তোফায়েল আহমেদের ডাকে ছাত্ররা রাজপথে নেমে আসে। পুলিশ কাদানে গ্যাস টিয়ার শেল মেরে প্রতিহত করার চেষ্টা করে

- ২০ জানুয়ারিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। মিছিলে পুলিশ গুলি চালালে নিহত হয় ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ)

- ২১, ২২, ২৩ জানুয়ারিঃ শহীদ আসাদের জন্য শোক পালন করা হয়

- ২৪ জানুয়ারিঃ সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে সর্বস্তরের জনগণ। মিছিলে পুলিশের গুলিবর্ষণে কিশোর মতিউর রহমান ও রুস্তম শহীদ হন। প্রতিবাদে সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনগণ তৎকালীন দৈনিক পাকিস্তান ও পাকিস্তান অবজারভার অফিসে আগুন লাগিয়ে দেয়। ঢাকার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

- ১৫ ফেব্রুয়ারিঃ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক বন্দি অবস্থায় ঢাকা ক্যান্টনমেন্টে নিহত হন

- ১৮ ফেব্রুয়ারিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা নিহত হন। সান্ধ্য আইন উপেক্ষা করে রাজপথে নেমে আসে জনগণ

- ২২ ফেব্রুয়ারিঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় আইয়ুব খানের সরকার। শেখ মুজিবুর রহমানসহ ৩৪ আসামীকে মুক্তি দিতে বাধ্য হয়

- ২৩ ফেব্রুয়ারিঃ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ


24/01/2022
24/01/2022

আগরতলা ষড়যন্ত্র মামলা ও গণঅভ্যুত্থান

ছয় দফার গণজাগরণে ভীত হয়ে পড়ে পশ্চিম পাকিস্তানিরা। মূলত বঙ্গবন্ধুর অসম সাহসী নেতৃত্ব ও গগনচুম্বি জনপ্রিয়তায় ভীত হয়ে, তাকে জেলে ঢোকায় পাকিস্তানের সামরিক সরকার। কিন্তু জাতীয় মুক্তির যে বীজমন্ত্র তিনি রোপণ করেছিলেন, তা ততদিনে শাখা-প্রশাখায় ছড়িয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়ে। তাই বঙ্গবন্ধুর শারীরিক অনুপুস্থিতি কখনোই তার আদর্শিক মতাদর্শ বিনির্মাণে বাধা হতে পারেনি। বঙ্গবন্ধু জেলে যাওয়ার পরও আন্দোলন চলতে থাকে। ছয় দফাকে কেন্দ্র করেই স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে ওঠে পুরো জাতি।

এরকম এক পরিস্থিতিতে, ১৯৬৮ সালের শুরুতে বঙ্গবন্ধুর নামে দায়ের করা হয় 'রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য' নামের একটি মামলা (আগরতলা ষড়যন্ত্র মামলা)। জেলে থাকা অবস্থাতেই, ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি, নতুন করে এই রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। অভিযোগে বলা হয়, 'শেখ মুজিবুর রহমান ও অন্যান্যরা পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন'। সোজা কথায় বলতে গেলে, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য বাঙালি সেনা-নৌ-বিমান বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে বঙ্গবন্ধু যে ধারাবাহিক যোগাযোগ অব্যাহত রেখেছিলেন, সেটাকেই অপরাধ হিসেবে গণ্য করে বঙ্গবন্ধুসহ ৩৫ জন ব্যক্তির নামে এই মামলা দায়ের করে সামরিক সরকার। এসময় দেশজুড়ে মানুষ স্লোগান দিতে থাকে 'জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।' বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসঙ্গে একাকার হয়ে যেতে থাকে বাঙালির মানসপটে।

পরবর্তীতে প্রবল জনরোষের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ও স্বঘোষিত ফিল্ডমার্শাল আইয়ুব খান। সেদিনই কারাগার থেকে মুক্তি পান বাঙালির আশা-আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীকে পরিণত হওয়া শেখ মুজিবুর রহমান। পরের দিন ২৩ ফেব্রুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জনসভায় 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় তাকে। একটি স্বাধীন-স্বতন্ত্র বঙ্গভূমি তথা বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য সেদিনই বঙ্গবন্ধুকে সর্বোচ্চ নেতা মেনে প্রকাশ্যে উল্লাস করে সাত কোটি বাঙালি। এই গণ-আন্দোলনের পথ ধরেই ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খানের পতন হয় এবং ক্ষমতায় আসেন জেনারেল ইয়াহিয়া খান। অন্যদিকে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে একচ্ছত্র হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরো পড়ুনঃ https://albd.org/bn/articles/news/36659

#আওয়ামীলীগ
#আগরতলাষড়যন্ত্রমামলা
#গণঅভ্যুত্থান
#বাংলাদেশ

16/12/2021
16/12/2021

Wishing you victory

19/10/2021

Address


Telephone

+8801911646554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Mujib of Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share