রেডিও সাতকানিয়া-লোহাগাড়া,চট্টগ্রাম:Radio Satkania-Lohagara,Chittagong

  • Home
  • রেডিও সাতকানিয়া-লোহাগাড়া,চট্টগ্রাম:Radio Satkania-Lohagara,Chittagong

রেডিও সাতকানিয়া-লোহাগাড়া,চট্টগ্রাম:Radio Satkania-Lohagara,Chittagong প্রবাসী সহ দূর-দূরান্তের সকলকে লোহাগ?

ছাত্র আন্দোলনে সংহতি : প্রবাসীদের বিপদে ফেলতে চেয়েছিল একটি চক্রবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসমাজের পাশাপাশি যোগ দিয়ে...
09/09/2024

ছাত্র আন্দোলনে সংহতি : প্রবাসীদের বিপদে ফেলতে চেয়েছিল একটি চক্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসমাজের পাশাপাশি যোগ দিয়েছিলেন বাংলাদেশসহ সারা বিশ্বে অবস্থানরত সব শ্রেণিপেশার মানুষ। এসময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে শেখ হাসিনা সরকারের দমনপীড়নের কঠোর সমালোচনা করেন বিভিন্ন দেশের প্রবাসীরা। সরাসরি তারা ছাত্রদের পাশে দাঁড়াতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছিলেন বেশ সরব।

আন্দোলনে ছাত্রদের উৎসাহ প্রদান করতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের। সেখানে তারা ছাত্রদের ওপর অমানবিক নির্যাতন ও নির্বিচারে হত্যার প্রতিবাদ করেন। সরকারকে ছাত্রদের দাবি-দাওয়া মেনে নেওয়ারও আহ্বান জানান প্রবাসীরা। সরকার দাবি মেনে না নেওয়ায় একপর্যায়ে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেন।

ছাত্রদের সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করা প্রবাসীদের টার্গেট করে প্রবাসে থাকা আরেকটি চক্র। তারা সেই সময় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আন্দোলনে সংহতি জানানো প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দেন। এমনকি শাটডাউন কর্মসূচিতে যারা রেমিট্যান্স বন্ধ রেখেছিলেন তাদের নিয়েও গুজব ছড়ায় চক্রটি। পাশাপাশি তাদের মোবাইলে ও অনলাইনে বিভিন্ন হুমকি-ধামকি দেয় তারা। তাই শেখ হাসিনা সরকারের পতন না হলে বিপদে পড়তেন বলে মনে করছেন ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে সরকারের সমালোচনা করা কুয়েত প্রবাসীরা।

কুয়েত প্রবাসী রানা মজলিস বলেন, আমি দীর্ঘ আট বছর কুয়েতে কাজ করছি, আমি একজন তরুণ প্রবাসী হিসেবে সবসময় সব সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করি। এই আন্দোলনের শুরু থেকে আমি ছাত্রদের পক্ষে কথা বলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরি। ছাত্রদের গণহত্যার প্রতিবাদ করি তখন অনেকে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। তবুও আমি ছাত্রদের পক্ষে লিখেছি। একজন তরুণ প্রবাসী হিসেবে চাওয়া একটি স্বাধীন বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের জীবনের নিশ্চয়তা থাকবে, কোনো প্রবাসী হয়রানির শিকার হবে না।

কুয়েত প্রবাসী আমির হোসেন বলেন, আমি কুয়েতের প্রবাসীদের একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকায় অনেকের সঙ্গে পরিচয় আছে। তারা আন্দোলনে সমর্থন জানিয়ে শুরু থেকে আমাদের এই প্ল্যাটফর্মে লেখালেখির মাধ্যমে সরব ছিলেন। একপর্যায়ে যখন বাংলাদেশে ছাত্রদের নির্বিচারে হত্যা ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা রেমিট্যান্স পাঠানো বন্ধের ডাক দিই। এতে সবাই সাড়া দেন। তখন একটা কুচক্রী মহল আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া শুরু করে। দলমত পছন্দ ভিন্ন হবে এটাই স্বাভাবিক কিন্তু সেজন্য কাউকে হুমকি দেওয়ার অধিকার তাদের কে দিলো? যদি সরকার পরিবর্তন না হতো তাহলে তো আমাদের বিপদে পড়তে হতো।

আরেক প্রবাসী নুরুল আমিন বলেন, আমি একটি প্রবাসী সংগঠনের সভাপতি। আমাদের সংগঠন বিশ্বের প্রায় ৩০টি দেশের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত। আমরা সবসময় প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করি এবং বিভিন্ন সময় বাংলাদেশে দুর্যোগে মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই সাধ্যমতো। এই আন্দোলনে আমরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে একমত পোষণ করি এবং সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচারণা করি।

তিনি বলেন, এসময় আমাকে অনেকে হুমকি দেওয়া শুরু করে। এর মধ্যে একজন আমাকে কুয়েত বাংলাদেশ দূতাবাসের কর্মচারী পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দেন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নতুন সরকারের কাছে অনুরোধ থাকবে মধ্যপ্রাচ্যের সবগুলো দূতাবাসে কর্মকর্তা ও কর্মচারীরা যেন প্রবাসীদের সঙ্গে আচরণগত পরিবর্তন আনে। আমরা চাই প্রবাসে সব ধরনের রাজনীতি বন্ধ হোক এবং সাধারণ প্রবাসীরা হয়রানির শিকার না হোক।

রেমিট্যান্স যোদ্ধারা বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে পরিশ্রম করে বৈধ উপায়ে সৎভাবে উপার্জন করে বৈধ উপায়ে দেশে টাকা পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতি সচল রাখেন। আর দেশের এক শ্রেণির কিছু সংখ্যক মানুষ দুর্নীতি করে অবৈধ উপায়ে সেই টাকা বিদেশে পাচার করে বিদেশে সম্পদের মালিক হয়েছেন। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। নতুন সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের আইনের আওতায় এনে এসব সম্পদ দেশে ফিরিয়ে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে।

জাহিদ হোসেন, কুয়েত
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬

রবিউল আউয়াল উদযাপন উপলক্ষ্যে পারাবারের আয়োজনে বর্ণাঢ্য 'শানে মোস্তফা (সা.) ও কাওয়ালী জলসা'পরিবেশনায়:পান্‌জেরী শিল্পীগোষ্...
05/09/2024

রবিউল আউয়াল উদযাপন উপলক্ষ্যে পারাবারের আয়োজনে বর্ণাঢ্য 'শানে মোস্তফা (সা.) ও কাওয়ালী জলসা'

পরিবেশনায়:
পান্‌জেরী শিল্পীগোষ্ঠী
পারাবার শিল্পীগোষ্ঠী
দুর্নিবার শিল্পীগোষ্ঠী
দর্পণ শিল্পীগোষ্ঠী
এবং দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ

স্থান- সি আর বি (সিরিষ তলা)
৬ই সেপ্টেম্বর’২৪, শুক্রবার
সময়: বাদ মাগরিব

আয়োজনে: পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ চট্টগ্রাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী।ইসলামি ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল।
27/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ইসলামি ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল।

নদভী নামা •••••••••••এক প্রিয়জনের হাতে নিগৃহিত হওয়ার এক করুণ কাহিনী-----------------লিখেছেন : ড. মাওলানা আবু বকর রফিক ...
27/08/2024

নদভী নামা
•••••••••••
এক প্রিয়জনের হাতে নিগৃহিত হওয়ার এক করুণ কাহিনী
-----------------
লিখেছেন :
ড. মাওলানা আবু বকর রফিক আহমদ।
সাবেক প্রোভিসি, আইআইউসি।
---------
প্রসিদ্ধ জাহলী কবি 'ত্বারাফাহ ইবন্ আল 'আবদ্' এর একটি পঙতি আরবী ভাষায় প্রবাদরূপে পরিচিত। পঙতিটি নিম্নরূপ:
وظلم ذوي القربى أشد مضاضة
على المرء من وقع الحسام المهند.
অর্থাৎ:
প্রিয় জনের যুলুম তা তো যন্ত্রনায়,বেশি কার্যকর,
ভারতীয় তরবারির আঘাতের তুলনায়।
তারই এক তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আজ,‌যার ভুক্তভুগী আমি নিজেই।
আমারই এক প্রিয় ছাত্রের কাহিনী।যার পিতা ছিলেন আমার উস্তাদ এবং সহকর্মী।একই প্রতিষ্ঠানে আমি ছিলাম প্রিন্সিপাল আর উনি ছিলেন নাজেম (তত্ত্বাবধায়ক)। আমি যখন এক বিদেশি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম তখন ঐ ছাত্রটি একটি কওমী মাদ্রাসার চাঁদা সংগ্রাহক ছিল।
সে প্রতিবছর রামাদান মাসে ঐ দেশ সফর করত চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে।আমার সাথে তার সম্পর্কের কারণে সে সেখানে গিয়ে আমার বাসাতেই উঠতো, আমিও বিদেশের বুকে আমার এক প্রিয় ছাত্রকে কাছে পেয়ে খুবই পুলকিত বোধ করতাম।
এক পর্যায়ে আমি দেশে ফিরে এসে এক নব প্রতিষ্ঠিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যোগদান করলে সে উক্ত প্রতিষ্ঠানের প্রভাষক পদে যোগদান করে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা লাভ করলে সে জামায়াত ঘরানার জার্সি বদল করে আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করে এবং তাতে সফল হয়।
তার মনে আসল : "আমি যে ক্ষমতার সংস্পর্শ লাভ করেছি তার বহিঃপ্রকাশ ঘটানো উচিত। এর প্রথম টার্গেট হিসেবে চিহ্নিত করা হলো আমাকে।প্রশ্ন করতে পারেন কীভাবে? তাই বলছি, শুনুন।
দিবসটি ছিল ২৬ সেপ্টেম্বর ২০১১। সেদিন আমার প্রতিষ্ঠানের কাজে আমার কুয়েত যাবার কথা। আমার সফর সঙ্গী হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের আর এক সহকর্মী। নির্ধারিত সফরের একদিন আগে ঐ সহকর্মী কুয়েত থেকে আমাকে ফোন করে বলল: আমাকে একটি বিশেষ জরুরী কারণে একদিন আগে চলে আসতে হলো, আপনার টিকেট অমুকের হাতে রেখে এসেছি। আমি আপনাকে রিসিভ করার জন্য এখানকার বিমান বন্দরে উপস্থিত থাকবো।
নির্দিষ্ট তারিখে আমি বিমানের চেকিং ইন করে যখন সিকিউরিটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাই তখন আমাকে বিমানে আরোহণ করতে না দিয়ে সরাসরি নিয়ে যাওয়া হয় ডি,বি, অফিসে। সেখান থেকে পরের দিন আদালত হয়ে একেবারে কারাগারে পাঠানো হয়। কারাগারে ভি,আই,পি, স্টাটাস চেয়ে আবেদন করা হলেও তা দেয়া হয়নি। ৩৮ দিন কারাগারে অবস্থানের পর কোন অপরাধ প্রমাণিত না হওয়ায় মুক্তি লাভ করি।
আমি মনে করি আমার এ প্রিয় ছাত্র আমার প্রতি যে উপকারটা করেছ তা হচ্ছে এই, সে আমাকে চার চার জন নবীর সুন্নত আদায় করার সুযোগ করে দিয়েছে, যা অর্জন করা আমার কপালে জুটতো না।
২০১১ সালে কোন অপরাধে আমাকে জেলে যেতে হয়েছিল সে বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে একটি কারণ ধরা পড়েছে। তা হলো: ৫/৬ বছর আগে আমার এ প্রিয় ছাত্রটি একটি জঘন্য অপরাধে অভিযুক্ত হয়েছিল। অপরাধটি ছিল নৈতিক স্খলনের অভিযোগ,যার বাস্তবতা প্রমাণিত হয়েছিল।তখন আমার পরামর্শ ছিল 'তাকে চাকুরী থেকে অব্যাহতি দান'। কারণ আমার সামনে ছিলো আল্লাহর সেই নির্দেশ: "আল্লাহর দীনের বিষয়ে করুনা যেন তোমাদেরকে বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু প্রতিষ্ঠানের অন্যান্যরা এ সিদ্ধান্তে একমত না হওয়ায় ও অব্যাহতি পেয়েছিল। যারা সেদিন তার প্রতি দয়াপরবশ হয়েছিল তাদেরকে এ লোকটি প্রথম সুযোগেই বিতাড়িত করে তাদের প্রতিষ্ঠান দখল করেছিল।
ক্ষমতার সংস্পর্শে আসার উদ্যেশ্য অব্যাহত প্রচেষ্টার এক পর্যায়ে আমার এ প্রিয় ছাত্রটি সফল হয়, এবং চুনতির এক সন্তান যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এক গুরুত্বপূর্ণ পদবীর অধিকারী ছিল তাকে ধরে একটি সংসদ সদস্য পদ বাগিয়ে নিলে যারা দীর্ঘদিন ধরে এ পদটি অর্জনের লক্ষ্যে রাজনীতি করছিল তারা এ সিদ্ধান্তটি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি। তাই তারা এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালো ভিন্নভাবে। সংসদ সদস্যপদ লাভ করার পর সর্বপ্রথম ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটালো একটি বিশাল ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি করার আদেশ দানের মাধ্যমে। যেদিন আমার এ প্রিয় ছাত্রটি প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনে যোগদান করে সেদিন তার বিরোধী রাজনৈতিক কর্মীরা যারা তার কারণে সংসদ সদস্য পদ হতে বঞ্চিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিল যে এ সংসদ সদস্যকে জুতার মালা পরিয়ে বরণের উদ্যোগ নেয়া হবে। যেমন পরিকল্পনা তেমন কর্ম। নবনির্বাচিত (?) এ সংসদ সদস্য স্টেজে উঠার সাথে সাথেই বাহিরে অবস্থানরত একটি গোষ্ঠীর মাধ্যমে তার প্রতি শত শত জোড়া জুতা নিক্ষেপ করে তাকে সংবর্ধিত করা হল। কিন্তু কপাল খারাপ আমাদের মত ২০০/২৫০ নিরপরাধ মানুষের। যারা আমার এ প্রিয় ছাত্রটিকে চরমভাবে বেইজ্জত করল তাদের কেশাগ্র ছুঁইতে না পেরে আমি সহ আড়াইশ নির্দোষ নিরপরাধ মানুষকে আসামি করে তাদের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা রুজু করা হলো। এদের মধ্যে এমন লোকও রয়েছে যারা জীবনে কোনদিন এ অঞ্চলে পদার্পণ করেনি। আপনারা হয়ত ভাবছেন এত নিরপরাধ লোকদেরকে এ মিথ্যা মামলায় জড়ানোর কারণ কী ছিল? এর কারণ আমি বলছি, শুনুন। বিগত দশ-বার বছরে যারা কোনদিন তার সাথে কোনোরূপ অসৌজন্যমূলক আচরণ করেছিল তাদেরকেই এ মামলার আসামি করা হয়েছিল।এর বাইরে রয়েছে চুনতির নাম না জানা শতাধিক নিরীহ মানুষ, বিগত দশ বছর ধরে যাদের আহাজারিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
প্রশ্ন করতে পারেন আপনার কী অপরাধ? এর উত্তর হলো: আমার অপরাধ ছিল অনেক বড় এবং আমাকে শায়েস্তা করার জন্য এর চাইতে উত্তম কোনো পথ তার হাতে আসেনি।
২০১২ সালে আমি উক্ত প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত উপাচার্য হিসেবে কর্মরত ছিলাম। এ সময়কালে আমার এ প্রিয় ছাত্রটি প্রফেসর পদের জন্য আবেদন করে। প্রফেসর পদে উন্নীত হওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই PhD ডিগ্রি অর্জন করতে হয়, তদুপরি কমপক্ষে ৭টি নির্দিষ্ট মানের প্রবন্ধ প্রকাশ করতে হয়। সে দাবি করল তার ডক্টরেট ডিগ্রি অর্জন করা হয়েছে। যখন তাকে এর সপক্ষে ডকুমেন্ট প্রদর্শন করতে বলা হলো তখন সে তা পেশ করতে ব্যর্থ হলো। যখন তাকে বলা হলো : তুমি ডক্টরেট থিসিস জমা দাও, সে তা জমা দিতে অস্বীকৃতি জানালো। তাছাড়া সে যে প্রবন্ধগুলো জমা দিয়ছিল এর অধিকাংশই নিজের প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত গ্রন্থ। এর বাইরে দুটি প্রবন্ধও এর অন্তর্ভুক্ত ছিল। নিরপেক্ষ নিরীক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এ প্রবন্ধগুলো বাইরের একটি বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্যের কাছে পাঠানো হলে তিনি নিরীক্ষা প্রতিবেদনের সাথে কুয়েত হতে প্রকাশিত একটি সংস্থার একটি পুস্তিকা সাথে প্রেরণ করে দেখিয়ে দিলেন যে পূর্ববর্তী সময়ে প্রকাশিত উক্ত প্রবন্ধটি আবেদনকারী হুবহু নিজের নামে প্রকাশ করেছে।
এহেন পরিস্থিতিতে তাকে প্রফেসর পদে প্রমোশন দেয়ার কোনই সুযোগ ছিল না। আমরা নিশ্চিত ভাবে জানতাম যে সে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে PhD রং জন্য রেজিস্ট্রেশন করালেও সে কখনও এক নাগাড়ে এক সপ্তাহের জন্যও সেখানে অবস্থান করেনি।
তাকে প্রফেসর পদে প্রমোশন না দিয়ে যে অপরাধটি আমি সংঘঠিত করেছিলাম তার প্রতিশোধ নেয়া হলো সে সংসদ সদস্য পদ লাভ করার প্রথম সুযোগেই। শুধু তাই নয়, ২০১৬ সালে আমি যখন আমার অসুস্থ মেয়েকে দেখার জন্য অস্ট্রেলিয়া গমন করলাম তখন আমার নামে এ প্রিয় ছাত্রটি একটি লিফলেট বিতরণ করেছিল এ মর্মে যে " অমুক যুদ্ধাপরাধীর বেহাই (অর্থাৎ আমার ছেলের শ্বশুর জনাব মুজাহিদ ভাই) অমুক ব্যক্তিটি দেশের বাইরে গিয়ে এ দেশের ভাবমূর্তি বিনষ্ট করে বেড়াচ্ছে, দেশে ফেরার পথে বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে"। (তার বক্তব্যের প্রমাণ স্বরূপ মালয়েশিয়ায় বাংলাদেশী ছাত্রদের এক সমাবেশে বক্তব্যরত আমার এক ছবিও তার ভাগ্নের মাধ্যমে সংগ্রহ করে উপর্যুক্ত মন্তব্য সংযোজন করে গোয়েন্দা দপ্তরে পাঠিয়ে দেয়া হয়)। তার এ ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আমাকে ২০১৬-২০২০পর্যন্ত দীর্ঘ চার বছর বিদেশে কাটাতে হয়েছিল।।এর বাইরেও আমার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রুজু করা হয়েছিল এগুলোর একটি ছিল বিস্ফোরক দ্রব্য বহন মামলা। ৫ই আগস্ট ২০২৪ তথা হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত এ মামলাগুলো সচল ছিল এবং চুড়ান্ত রায়ের পর কারাগারে গমনই ছিল এর অবধারিত পরিনতি।
আলহামদুলিল্লাহ সম্প্রতি সংঘঠিত ছাত্র-জনতার মহা বিপ্লব আমাদেরকে যেমন স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি দিয়েছে তদ্রূপ এসব মিথ্যা মামলা থেকেও অব্যাহতি দান করেছে।
হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, এখন আপনার এ ছাত্রের প্রতি আপনার অবস্থান কী হবে? এর উত্তরে আমি বলবো:
"আমার এ প্রিয়জন আমার প্রতি যে আচরণ করেছিল আমিও অনুরূপ ভাবে এর প্রতিকার চেয়ে আদালতের স্মরণাপন্ন হতে পারি এবং মান- হানির মামলা করে বড় অঙ্কের অর্থ দাবি করতে পারি"। কারণ শারী'আহ আমাকে এর অনুমতি দিয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এ ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে ক্ষমার নীতি অবলম্বন। আমি যদি প্রতিকার চাই, আল্লাহ বলবেন: তুমি তো তোমার প্রাপ্য দুনিয়াতেই উসুল করে নিয়েছো, এখন তোমার আর কোন দাবি অবশিষ্ট নেই। যদি ক্ষমা করে দেই তা হচ্ছে আল্লাহর পছন্দ। আল্লাহ বলেন "والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين" তাছাড়া আল্লাহর রসূলের নির্দেশ হচ্ছে: "صل من قطعك واعف عمن ظلمك وأحسن الى من أساء إليك" অর্থাৎ:যে তোমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তার সাথে সম্পর্ক যুক্ত কর, যে তোমার প্রতি অন্যায় আচরণ করেছে তুমি তাকে ক্ষমা করে দাও এবং যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তার প্রতি সদাচরণ কর"। আমি চাই আল্লাহর কাছে এর পুরষ্কার পেতে, দুনিয়াতে নয়।
উপরুল্লিখিত আমার প্রত্যেকটি কথা বাস্তব সত্য, তাই কেউ চাইলে এ বার্তাটি তার কাছে অথবা তার ঘনিষ্ঠজনদের কাছে শেয়ার করে দিতে পারেন।
ছবি : ড. মাওলানা আবু বকর রফিক আহমদ ও তাঁর সম্ভ্রান্ত পাঁচ সহোদর।

আমাদের লোহাগাড়ার গর্ব একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি চুনতির ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভিসি কলাউজানের ড. মোহাম্মদ...
27/08/2024

আমাদের লোহাগাড়ার গর্ব একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি চুনতির ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভিসি কলাউজানের ড. মোহাম্মদ ইসমাইল।

আশাকরি অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের এবং এলাকার সম্মান রক্ষা করবেন।

অভিনন্দন ও শুভকামনা।

23/08/2024

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা,
জেলা পুলিশ, নোয়াখালী
+8801320111898
জেলা পুলিশ, লক্ষ্মীপুর
+8801320112898
জেলা পুলিশ, ফেনী
+8801320113898
জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া
+880 1320-115898
জেলা পুলিশ, কুমিল্লা
+880 1320-114898
জেলা পুলিশ, চাঁদপুর
+880 13 2011 6898
জেলা পুলিশ, রাঙ্গামাটি
+8801320109898
জেলা পুলিশ, বান্দরবান
+8801320110898
জেলা পুলিশ, খাগড়াছড়ি
+8801320110398
জেলা পুলিশ, চট্টগ্রাম
+8801320108398
জেলা পুলিশ, কক্সবাজার
+8801320109398
জেলা পুলিশ, মৌলভীবাজার
+880 1320-120698
জেলা পুলিশ, হবিগঞ্জ
+880 1320-119698
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

ভাবা যায় মানুষ কে কিভাবে গল্প শুনিয়েছেন, বুঝিয়েছেন। আর কি কি লুকিয়েছিলেন 🙄ইতিহাস লুকিয়ে ফেলা হয়েছিল ১৯৭৪দুর্ভিক্ষ 😢এত ...
17/08/2024

ভাবা যায় মানুষ কে কিভাবে গল্প শুনিয়েছেন, বুঝিয়েছেন। আর কি কি লুকিয়েছিলেন 🙄
ইতিহাস লুকিয়ে ফেলা হয়েছিল ১৯৭৪দুর্ভিক্ষ 😢
এত বড় সত্য ঘটনা গোপনে রাখা হয়েছিল জানতাম না 💔আর সেই সময় উনি ছেলের বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে,সোনার মুকুট পরিয়ে,,,, ভাবা জায়
যত জানতেছি টাস্কি খাচ্ছি😬😱
“১৯৭৪ সালের দুর্ভিক্ষে সারা রাত চালের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল লোকজন।
সকালে যখন চাল দেওয়া শুরু হলো খুব আশায় ছিল সবাই যে অনেকদিন পর ভাত খাবে।
সর্বশেষ যে চাল পেয়েছে তার একদম পেছনের জন যখন শুনছে চাল শেষ আপনারা চলে যান সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং মৃত্যু বরণ করে।”
ঠিক সেই ৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে মুজিবপুত্রের বিয়ে হয়েছিলো মহা ধুমধামের মধ্য দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে।🙂

আলহামদুলিল্লাহ সম্মানিত প্রবাসীগণের জন্য বহুল প্রতিক্ষিত জরুরী সেবা বুথ। আগামীকাল সকাল ১১টায় শুভ উদ্ধোধন, ইনশাআল্লাহ! স্...
17/08/2024

আলহামদুলিল্লাহ সম্মানিত প্রবাসীগণের জন্য বহুল প্রতিক্ষিত জরুরী সেবা বুথ। আগামীকাল সকাল ১১টায় শুভ উদ্ধোধন, ইনশাআল্লাহ!
স্থান: গেইট নং: ৩, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম।
Alhaj Shamsul Hoque Foundation এর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ!

11/08/2024

এবার রেমিটেন্সে রেকর্ড
৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ডলারেরও বেশি
প্রবাসীরা কথা দিয়ে কথা রাখে কিন্তু দিন শেষে সবাই
ভুলে যায়।

06/08/2024

"সেনাবাহিনীর দায়িত্ব--
লোহাগাড়া-মেজর সাঈদ-০১৭৫২-৬২৬২৭৭
সাতকানিয়া-মেজর আমান-০১৭৬৯-১০২৩৭২

05/08/2024

গত বছর এই মাসে সকলের নয়নের মনি, কুরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করে সবাইকে কাঁদিয়েছিল।
আল্লাহ এই মাসেই তাদেরকে লাঞ্ছিত করে সবার মুখে হাসি এনে দিলো।
এটাই আল্লাহর ফায়সালা ।

05/08/2024

রেমিট্যান্স যোদ্ধারা পরিবার থেকে বিচ্ছিন্ন।
পুনরায় ইন্টারনেট সংযোগ বন্ধ, রেমিট্যান্স প্রেরণে বাঁধা,শুধু ক্ষমতার লালসায় দেশ অচল?

মার্চ টু ঢাকা।( আগামীকাল ৫ আগস্ট) প্রিয় বীর চট্টলাবাসী, আমরা যারা ঢাকায় যেতে পারবো না,আমরা সন্ত্রাসীদের রুখে দিতে এবং খু...
04/08/2024

মার্চ টু ঢাকা।( আগামীকাল ৫ আগস্ট)
প্রিয় বীর চট্টলাবাসী,
আমরা যারা ঢাকায় যেতে পারবো না,আমরা সন্ত্রাসীদের রুখে দিতে এবং খু*নি হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবো।
সময় : সকাল ১১ টা ( ৩৬ জুলাই অর্থাৎ ৫ ই আগস্ট)
জমায়েত : ঐতিহাসিক লালদিঘি ময়দান ( চট্টগ্রামের প্রত্যেকটা পয়েন্ট থেকে ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে সবাই যোগ দেবেন)
যদি কেউ হাম*লা করে পাল্টা জবাব এবং হিসেবে নিকেশ বুঝিয়ে দেবেন।
দফা এক, দাবি এক,
স্বৈরাচারের পদত্যাগ। ✊
খান তালাত মাহমুদ রাফি
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,চট্টগ্রাম।

04/08/2024

যারা নামাজ পড়েন না, পড়া শুরু করেন। যারা দোয়া করেন না,করা শুরু করেন। যে কখনো তাহাজ্জুদ পড়েন নাই,পড়েন।
যার থেকে বিজয় আসে, তার কাছে সাহায্য না চাইলে কে আছে আমাদের সাহায্যকারী?
কে কখন মরে যাচ্ছে ঠিক নাই,আজকে স্ট্যাটাস দিয়েছি...কালকে বাচবো নাকি নিশ্চয়তা নাই। তাই তারে অবহেলা কইরেন না।

04/08/2024

পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সবাইকে ঢাকা আসতে বলুন

03/08/2024

খোলা দরজা দিয়ে আপনি বেরিয়ে গেলেই তো সমধান হয়ে যায়।

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আছরের নামাজ পড়ছেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা...
03/08/2024

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আছরের নামাজ পড়ছেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when রেডিও সাতকানিয়া-লোহাগাড়া,চট্টগ্রাম:Radio Satkania-Lohagara,Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share