Gram TV

Gram TV Assalamualaikum, Welcome to our official page managed by some enthusiast and energetic young guy.

06/12/2024

বাংলাদেশের অর্থনীতি টিকে আছে তিন শ্রেণির উপর।
১. কৃষকের শ্রম
২. কৃষক কন্যার গার্মেন্টসে শ্রম
৩. কৃষক পুত্রের প্রবাসে শ্রম।

04/12/2024

৫ই অগাস্ট এর পর আমরা ক্রিকেট নামক আফিম ও সেলিব্রেটি
গসিপ থেকেও বের হয়ে আসছি।

02/12/2024

বাংলাদেশের সিমান্তে আমরা কেচি নিয়ে দাঁড়িয়ে থাকব। ঢুকলেই সুন্নতে খাৎনা।

19/11/2024

ছাত্ররা ভুল করলে ভুলের সমালোচনার সাথে সাথে আমরা ছাত্রদের সাথেই আছি।
আগামী দিনের যেকোনো আন্দোলন সংগ্রামের ডাক আসলে আমরা নিজেদের স্বার্থের দিকে তাকাবো না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল হিস্যা ভুলে আবারও একই কাতারে দাঁড়াবো। অতএব, সাধু সাবধান।
লাউড & ক্লিয়ার

19/11/2024

আমাদের কোন রাজনৈতিক দল নাই! আসিফ নাহিদরাই আমাদের রাজনৈতিক দল! কোন রাজনৈতিক দল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে নাই! আসিফ নাহিদরা করছে! যেকোন অবস্থায় ওদের পাশে থাকবো

10/11/2024

আজকের মুনতাহার খু%নী মার্জিয়ার একজনও সমর্থক আপনি খুঁজে পাবেন? বাংলাদেশে এমন কেউ আছে যে তাকে ঘৃণা জানায়নি? অথচ রিয়া গোপ, আহাদ, তাহমিদদের খু%নীর সমর্থক আছে হাজারে হাজারে। মানুষ ঘৃণা করার আগেও স্বার্থ দেখে নেয়।

07/11/2024

মিরসরাই মহামায়ায় ঘুরতে এসে কিশোরী গণধর্ষণের শিকার।

31/10/2024
ডুয়াল ফ্লাশিং বাটন এখন প্রায় সব বাথরুমে দেখা যায়। এই বাটনগুলি শুধু ফ্লাশ করার জন্যই নয়, বরং পানির ব্যবহার কমানোর জন্...
28/10/2024

ডুয়াল ফ্লাশিং বাটন এখন প্রায় সব বাথরুমে দেখা যায়। এই বাটনগুলি শুধু ফ্লাশ করার জন্যই নয়, বরং পানির ব্যবহার কমানোর জন্য তৈরি। এখানে দুটি ফ্লাশ অপশন থাকে- একটি বড় বাটন যা ৬-৯ লিটার পানি ব্যবহার করে কঠিন বর্জ্য ফ্লাশ করে এবং একটি ছোট বাটন যা ৩-৪.৫ লিটার পানি ব্যবহার করে তরল বর্জ্য ফ্লাশ করে। সঠিক বাটনটি ব্যবহার করলে একটি পরিবার বছরে প্রায় ২০,০০০ লিটার পানি সাশ্রয় করতে পারে, যা পানির বিল কমাতেও সাহায্য করে!

চবি সোহরাওয়ার্দী হলের ডাইনিং-এ ছাত্রদের সাথে খেলেন প্রো-ভিসি, প্রক্টর, প্রভোস্ট। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যে এমন উদ...
26/10/2024

চবি সোহরাওয়ার্দী হলের ডাইনিং-এ ছাত্রদের সাথে খেলেন প্রো-ভিসি, প্রক্টর, প্রভোস্ট। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যে এমন উদ্যোগ নিবেন। ডাইনিং খাবারের মান কেমন তা বুঝানোর জন্য।

উত্তর দিন...
25/10/2024

উত্তর দিন...

24/10/2024

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন চলছে...

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার
19/10/2024

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

18/10/2024

কমিউনিকেশন স্কিল নাই দেখে নিজেকে ইন্ট্রোভার্ট বলে চালিয়ে দেবেন না।

18/10/2024

পুরুষ কেবল মানসিক শান্তি চায়। ওটা পেলে মানসিক সেগস চায়৷ এরপরে শারীরিক সেগস চায়। ২০০০ জনের বৈরাত চায়, যৌতুকে ব্রুমব্রুম হুন্ডা আর কইলজা ঠান্ডা করার জন্য ফিরিজ চায়। সাথে রমজানে ইফতার চায়, রোজার ঈদে পুরা গুষ্টির জন্য জামাকাপড় চায়, কুরবানির ঈদে দুইডা খাসি চায়। ৫০/৫০ ইনকাম চায়, ১০০/০ দায়িত্ব চায়। বন্ধুদের সাথে ক্লাবে গিয়া পাওড়ি করতে চায়, আবার ঘরে আইসা পদ্দানশীল বউ দেইখা চক্ষু শীতল করতে চায়। পুরুষ বছরে বছরে বাচ্চা নিতে চায়, কিন্তু সকালে অফিস আছে বলে বউ বাচ্চার কান্দন থিকা বাঁচতে অন্য রুমে গিয়া ঘুমাইতেও চায়।
পুরুষের ভালোবাসা খুবই সুন্দর।
নিতে নিতে সবটা নিয়া যাবে, এরপর যখন নেয়ার মতো কিছু থাকবেনা, তখন বলবে "যে ইস্ত্রি স্বামীর দ্বিতীয় বিয়েতে অনুমতি দেয়না তার ঈমান নেই। ঈমানহীনা ইস্তিরির সাথে আমি সংসার করবোনা। আসসালামু আলাইকুম। বিদায়।"
পুরুষ যা চায়, ওটা পাওয়ার সাথে সাথেই পুরুষ অন্য কিছু চায়।

 #মিরসরাই_ক্যাফে_দুর্বৃত্তদের_হামলা !!ব্যাপক ভাংচুর !!
18/10/2024

#মিরসরাই_ক্যাফে_দুর্বৃত্তদের_হামলা !!

ব্যাপক ভাংচুর !!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gram TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gram TV:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share