প্রিয় পাইন্দং

  • Home
  • প্রিয় পাইন্দং

প্রিয় পাইন্দং প্রয়োজনে ফোন দিন 01819157649

শ্বেতকুয়ার এই দ্বীনি মাহফিলে সবার দাওয়াত...
27/12/2024

শ্বেতকুয়ার এই দ্বীনি মাহফিলে সবার দাওয়াত...

আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য  বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাইন্দং ইউনিয়ন শাখার সেটআপ (কমিটি গঠন) সম্পন্ন। নতুন সেশনে সভাপতি...
25/12/2024

আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাইন্দং ইউনিয়ন শাখার সেটআপ (কমিটি গঠন) সম্পন্ন।
নতুন সেশনে সভাপতি মনোনীত হয়েছেন মোঃ এরশাদ উল্লাহ। এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রমজান আলী।

পাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠে একটি কর্মী সম্মেলনের কমিটি গঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সূরা ও কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক রফিকুল ইসলাম, উত্তর জেলা অফিস বিভাগের দায়িত্বশীল এজহারুল ইসলাম, ফটিকছড়ি থানা আমীর জনাব নাজিম উদ্দীন ইমু, থানা নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গনী, ফটিকছড়ি থানা জামায়াতের সাবেক আমীর মাষ্টার নাজিম উদ্দীন সিকদার, থানা সেক্রেটারি ইউছুপ বিন সিরাজ ও ফটিকছড়ি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজি বেলাল, পাইন্দং ইউনিয়ন জামায়াতের সদ্য সাবেক সভাপতি নবীর হোসেন মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের এলাকার সাবেক ও বর্তমান নেতা কর্মী, শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।

২৫ জন বিশিষ্ট এই কমিটির বাকিকমিটির ২বছরের জন্যে অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তদের নাম ও দায়িত্ব...

৩- বাইতুলমাল বিভাগ: মোঃ নঈম উদ্দিন |
৪- সহকারি বাইতুলমাল বিভাগ: মোঃ জাবেদ মর্শেদ |
৫- অফিস প্রচার ও প্রকাশনা বিভাগ:-মোঃ জিয়াউল হক |
৬- তালীম তরবিয়ত -মাওলানা মোঃ আবু বক্কর |
৭- তালীম তরবিয়ত সহকারী- মাওলানা বাহার উল্যাহ |
৮- উলামা বিভাগ- মাওলানা কুরবান আলী |
৯- উলামা বিভাগ সহকারী- হাফেজ মাওলানা মাসুম|
১০- মসজিদ মিশন বিভাগ- মাওলানা শামসুল আলম |
১১- মসজিদ মিশন বিভাগ সহকারী- মাওলানা মোঃ বেলাল উদ্দিন |
১২- আদর্শ শিক্ষক ফেডারশন- মাওলানা মোঃ হারুন।
১৩- আদর্শ শিক্ষক ফেডারেশন- সহকারী | মাওলানা মোঃ আমান উল্যাহ |
১৪- আদর্শ শিক্ষক ফেডারেশন সহকারী- মাস্টার নূরুল আবছার |
১৫- শ্রমিক কল্যাণ ফেডারেশন- মোঃ আনোয়ারুল আজিম সদস্য |
১৬- শ্রমিক কল্যাণ ফেডারেশন সহকারী - মোঃ রহিম উদ্দিন
১৭- পেশাজীবী বিভাগ- মাওলানা মোঃ ওবায়দুল আকবর |
১৮- পেশাজীবী বিভাগ সহকারী- মোঃ জাবেরুল করিম |
২৯- মানবসম্পদ ও পরিকল্পনা বিভাগ- মোঃ শহীদুর রহমান |
২০- সাংগঠনিকঃ
২১-তালীমুল কোরআন- মাওলানা ইমরান হোসাইন |
২২- শিল্প বাণিজ্য বিভাগ- মোঃ হাসানুল মুস্তাফা |
২৩-শিল্প বাণিজ্য বিভাগ সহকারী- মোঃ সাইফ উদ্দিন |
২৪- সমাজ কল্যাণ বিভাগ- মোঃ আবু তৈয়ব।
২৫- সাংস্কৃতিক বিভাগ - মোঃ আরফাত বিন ইউসুফ |
২৬- যুব ও ক্রীড়া বিভাগ- মোঃ ইলিয়াস হোসাইন শাকিল |

সবাইকে প্রিয় পাইন্দং পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

25/12/2024

উত্তর পাইন্দং আমতল থেকে কিছুক্ষণ আগে একটি গরু হারিয়ে গেছে। কেউ দেখে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ রইলো...
01894139048

25/12/2024

পাইন্দং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন থেকে সরাসরি।

আপনার সন্তান বা নিজের দক্ষতা অর্জনের জন্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন পাইন্দংয়েই...পাইন্দংয়ে কম্পিউটার প্রশিক্ষ...
24/12/2024

আপনার সন্তান বা নিজের দক্ষতা অর্জনের জন্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন পাইন্দংয়েই...

পাইন্দংয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ি যুব উন্নয়ন একাডেমি...

কম্পিউটার, সেলাই কাজ শিখতে ইচ্ছুক নিচে নাম্বারের যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠান এ যে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রযোজ্য
-------ছয় মাস মেয়াদি------
1. Computer Office Application
2. Internet browsing
3. Adobe PhotoShop
4. Computer basic
5. Hardware & Software
যে কোন প্রয়োজনেঃ 01893932404
অথবা যোগাযোগ করুন

পাইন্দংয়ের গর্বের ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক আবুল বাশার স্যারের লেখাটি পড়ে আসেন সু...
22/12/2024

পাইন্দংয়ের গর্বের ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক আবুল বাশার স্যারের লেখাটি পড়ে আসেন সুযোগ থাকলে...

কোটি কোটি তরুণের বুকে কিসের বাজনা বাজে ? আর ঐ বাজনার মূলে কি আছে?
বৈষম্যহীন সমাজ ব্যাবস্থার মূলে যে পাঁচটি স্তম্ভ রয়েছে সেগুলো হলো : সমতা, স্বাধীনতা, মৈত্রী, ন্যায়-বিচার আর সর্বোপরি সততা। আর এই সমাজ-ব্যবস্থার মূল কাঠামো গড়ে ওঠে অকৃত্রিম বন্ধুতা, উদার সহিষ্ণুতা, অবিচল ধৈর্য্য, মানবিক ও সামাজিক নয়াপরায়ণতা আর নিরন্তর ত্যাগের উপর ভিত্ত্বি করে। কোনোদেশে, কোনো যুগে বা কালে এরূপঃ সমাজবাবস্থা মূল্য ছাড়া পাওয়া যায়নি । বস্তুত: কিনতে হয়েছে সর্বোচ্চ মূল্য দিয়ে - এই মূল্যটি হলো অকাতরে প্রাণ বিসর্জন দেয়া। আমরাও জুলাই অভ্যুত্থানে অকাতরে সর্বোচ্চ মূল্য দিয়েছি। জুলাই'২৪-এ ছাত্র-জনতা দৃঢ়-প্রতিজ্ঞায় একটি মাত্র শপথ নিয়েছিলেন তা হলো- হয় 'মুক্তি' নয়তো 'মৃত্যু' - ফলে পুরো জুলাই মাস তাঁরা ঠিকমতো একবেলা খেতে পারেননি, ঘুমাতে পারেননি, মা-বাবা, ভাই-বোনের সাথে এক টেবিলে একবেলা নাস্তা করার সৌভাগ্য হয়নি, অনেকে অন্ধকার গুমঘর থেকে আর কখনো ফিরেই আসবেন না, শহীদগণের রক্তে রাজপথ এখনো দগদগে লাল - সর্বোপরি, তাঁদের অজানা সংখ্যক সহপাঠীর লাশ হয়তো কালো কঙ্কাল হয়ে এখনো পড়ে আছে কোনো অজানা গ্যাস -চেম্বারে অথবা হাসপাতালে কাতরাচ্ছেন ভয়ানক যন্ত্রনায় I তাঁরা আবার পুরো অগাস্ট মাস রাস্তা ঝাড়ু দিয়েছেন, চোখের পানি আর রং মিশিয়ে দেয়ালে দেয়ালে হারানো বন্ধুদের গ্রাফিতি এঁখেছেন, অনিয়ন্ত্রিত ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, ড্রোন উড়িয়া ডাকাত ধরেছেন, বাজার মূল্য তদারকি করেছেন, মন্দির -মসজিদ-প্যাগোডা- গির্জা পাহারা দিয়েছেন। এরপর জীবন বাজি রেখে তাঁরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে আর দেশ-বিদেশের ষড়যন্ত্র রুখে দিতে বার বার রাস্তায় নেমেছেন। সবশেষে জঙ্গি ইস্কনের ষড়যন্ত্রের বলি হয়ে আবার প্রাণ দিয়েছেন।
এখনো তাঁরা আহত সহপাঠীর মা-বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, চাঁদা তুলে তাঁদের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, শহীদ হওয়া সহপাঠীদের মা-বাবার কোলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন- তাঁদের সম্মিলিত কান্নার আওয়াজে সৃষ্টিকর্তার আরশ কাঁপে কিন্তু নতুন ক্ষমতালোভী ষড়যন্ত্রকারী পাষাণরা নির্বিকার। আজ বিজয়ের উল্লাসে তারা উম্মত্ত, অন্ধ - ক্ষমতার সিংহাসনে যেতে আর তর সইছেনা । অথচ সে বিজয় তারা ছিনিয়ে আনেনি, এনেছেন সায়ীদ, মুগ্ধ'রা। আমি মনে-প্রাণে ঘৃণা করি এসব দল, ব্যাক্তি, ও কুচক্রীকে এবং মনে-প্রাণে বিশ্বাস করি তারাও পরাজিত হবে কোটি তরুণের পবিত্র আহবানে।
তথাকথিত উন্নয়ন ও গণতন্ত্রের লেবাসে বিগত ৫০ বছরে বিভিন্ন দল বিভিন্ন মোড়কে দিনে দিনে এদেশে যে ভয়াবহ স্বৈরতন্ত্রের জন্ম দেয় তার নিষ্টুর শাসন, শোষণ, বঞ্চনা, নির্যাতন,আক্রমণ, বৈষম্য ও জুলুমের বরাবরই রক্ষাকবচ ছিল ওইসব স্বৈরাচারের সৃষ্ট এই দেশেরই একদল নিকৃষ্ট অলিগার্কিরা। তারা দেশের অত্যন্ত ক্ষুদ্র একটি সুবিধাভুগী শ্রেণী যাদের হাতে শুধু অর্থনৈতিক নয়; সকল ক্ষমতা যেমন: রাজনৈতিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, গণমাধ্যম, সামরিক, ধর্মীয়, কর্পোরেট ইত্যাদি কুক্ষিগত ছিল। বিগত স্বৈরাচারের আমলে এই ধারা চূড়ান্ত রূপ লাভ করে। স্বাধীনতার পর থেকেই এ দেশের মানুষ বেশ কয়েকটা ছাতার নিচে মাথা গুঁজেছিলো, কিন্তু কোনো নিশ্চিত আশ্রয় পায়নি বরং হজম করেছে ঐ অলিগার্কিদের সামষ্টিক বৈষম্য আর দুঃশাসন। সেরকম এক দাম্বিক অলিগার্ক শাসকের নাগপাশ থেকে মুক্তির জন্য জুলাইয়ে কোটি কোটি তরুণ ও শ্রমিক-জনতা রাজপথে নেমেছিল, হাজারো তরুণ অকাতরে বিলিয়ে দিলো তাঁদের প্রাণ, বিনিময়ে তাঁরা চেয়েছিলো শুধু একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা। এই তরুণরা নির্লোভ, নির্ভীক, নিরন্ন, নিরস্ত্র,সরল ও সাদামনের। সত্যি বলতে কি তাঁরা রাজনীতি ও ক্ষমতার মারপ্যাঁচ ও খুঁটচাল বোঝেনা, পাত্তা দেয়না ধেয়ে আসা সহস্র বুলেটকে। তাঁরা বোঝে শুধু একটা পরিচ্ছন্ন ও অনাবিল রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থা যেখানে মুক্তবিহঙ্গের মতো তাঁরা বিচরণ করতে পারবেন। তাই অন্ধ-ক্ষমতালোভী ষড়যন্ত্রকারীদের প্রতি বিনীত অনুরোধ - অনুগ্রহ করে, কোটি কোটি তরুণদের নার্ভ, পালস, মন ও হৃদয়ের গভীরে পৌঁছার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন সেখানে কিসের বাজনা বাজে?
আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, আপনাদের পরাজয় অনিবার্য; আবারো বলছি, জয়ী হতে চাইলে অনুগ্রহ করে তরুণদের নার্ভ, পালস, মন ও হৃদয়ের গভীরে পৌঁছার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন সেখানে কিসের বাজনা বাজে? সেই বাজনায় দেখবেন এক অনিয়ন্ত্রিত কিন্তু বাস্তব স্বপ্নগুচ্ছ - যে স্বপ্ন আপনি জীবনেও কল্পনা করতে পারেননি। ক্ষমতার সিংহাসন নয়, আগে তাঁদের সেই স্বপ্নগুচ্ছকে ধারণ করার চেষ্টা করুন, মনে-প্রাণে নিজেকে পরিবর্তন করুন, নিজে আলোকিত হয়ে উঠুন, নিজের দল বা গুষ্টিকে আলোকিত করে তুলুন, তারপর স্বপ্ন-সারথি হয়ে এই কোটি কোটি স্বপ্নবাজদের পাশে থাকুন, বেশি এগিয়ে যাবার চেষ্টা করলে হোঁচট খাবেন, নিশ্চিত। কোনো চাতুরী, ষড়যন্ত্র বা অপকৌশলের চেষ্টা করলে ধূলিসাৎ হয়ে যাবেন। হাজারো সায়ীদ, মুগ্ধ, তরু, শান্ত'দের আমরা এখনই ভুলে গেলেও ঐ তরুণরা তাঁদেরকে হৃদয়ে গেঁথে রেঁখেছেন সযত্নে এবং সেখানে তাঁরা অমর, অক্ষয় ও অম্লান থাকবে প্রজন্মের পর প্রজন্মে।
ওহে উম্মত্ত জনতা! হাজারো শহীদদের এখনই ভুলে গেলে! শুধু এক ইয়ামিনের অর্ধমৃত শরীরটাকে ঢাকা জেলা ১৪ নম্বর পুলিশ ভ্যানের ছাদের প্রায় ১৪ ফুট উপর থেকে ছুঁড়ে ফেলার নৃশংস দৃশ্য এখনো কোটি কোটি চোখে প্লাবন ডাকে। সেই ভিডিও যে দেখেছে সে এখনো ঠিকমতো ঘুমাতে পারেনা। মুগ্ধ! তাঁর কথা কি বলবো! পানি বা পানির বোতলে দেখলে এখনো শরীর ও কণ্ঠ থরথর করে কাঁপে লক্ষ লক্ষ মা-বাবা ও কোটি কোটি সহপাঠীর। এক ঢোঁক পানি গলা দিয়ে নামাতে গেলে সহস্র সমুদ্র পানি চোখ দিয়ে বেরিয়ে যায়। রোজা রাখা ইয়ামিনের পবিত্র নিথর দেহটা সামান্য একটু নড়ে উঠে তরুণদের বলে গেছেন 'আমি গেলাম তোমরা হার মানিওনা'। বিশ্বাস করুন, তাঁরা কক্ষনো হার মানেনি, মানবেও না। আবু সায়ীদের মতো বুক চিতিয়ে আছে হাজারো আবু সায়ীদ। উদয়ের পথের বাণী তাঁদের জানা, ওঁরা এখন কোটি কোটি যাঁরা নিঃশেষে প্রাণ দান করার জন্য প্রস্তুত। কারণ, তাঁরা আগামী ফাগুনের আগেই কয়েক হাজারগুন হয়ে গেছেন।
আমার জীবনে প্রথম যখন লজিং টিউশন আসে তখন আমি নবম শ্রেণীর ছাত্র। সেই সময় থেকে আজ (চবি'র অধ্যাপক) পর্যন্ত আমি গভীরভাবে সংশ্লিষ্ট আছি এই স্বপ্নবাজদের সাথে প্রতিদিন, প্রতিনিয়ত। আমি তাঁদের প্রতিটি রক্তকণা পড়তে পারি। তাই আপনাদের বলছি, এই রক্তকণার প্রতিটি ফাঁকে ফাঁকে অসংখ্য ও অদম্য স্বপ্নের বাজনা বাজে।সেই স্বপ্নগুলোকে ধারণ করার চেষ্টা করুন। জেনে রাখুন, ঐ স্বপ্নগুলোর অনুরণন শেষ হয় একটা গন্তব্যে আর তা হলো: একটা বৈষম্যমুক্ত, শোষণমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ- যেখানে আর কখনো আবু সায়ীদ ও মুগ্ধদের মায়ের বুক খালি হবেনা বরং বাংলার প্রতিটি মা আস্বস্ত থাকবেন যে দিনশেষে তাঁর সন্তান ঘরে ফিরে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো দলীয় গুন্ডাদের বিচরণ থাকবেনা বরং থাকবে মেধাবীদের দৃপ্ত পদচারণা, দেশ - বিদেশের বিভিন্ন খাতে তাঁদের থাকবে ন্যায্য হিস্যা বা অধিকার আর উজ্জ্বল অবদান, কেও বিচারহীনতায় দিনাতিপাত করবেনা বরং সর্বত্রই থাকবে সুবিচার ও সুশাসন, কেও জবাবদিহিতার উর্ধ্বে নয় বরং সবাই থাকবে স্বচ্ছ জবাবদিহিতার বেড়ার ভিতরে, মানবতার গানে মুখরিত থাকবে এই সমাজের প্রতিটি প্রাণ আর প্রতিটি কোণা, যে গানের মূর্ছনায় সবাই ভুলে যাবে সমস্ত হিংসা, বিদ্বেষ, ঘৃণা আর দৈন্যতা। আর এই লক্ষ্য অর্জন করতে লাগবেনা কোনো বিদেশী রাষ্ট্রের আর্থিক অনুদান বা আই.এম.এফ এর বিলিয়ন ডলার লোন, শুধু দরকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক ঐক্য। এই সামগ্রিক ঐক্য আসতে পারে শুধুমাত্র ছোট্ট একটা পরিবর্তনের মাধ্যমে আর তা হলো 'বিশ্বাস' যার মূলে থাকবে - অকৃত্রিম সততা, উদার সহিষ্ণুতা, অবিচল ধৈর্য্য, মানবিক ও সামাজিক নয়াপরায়ণতা আর নিরন্তর ত্যাগের মাধ্যমে এক সৃষ্টিকর্তার সন্তুষ্টির নিমিত্তে সবকিছুর আরাধনা - যাতে বিব্রত রয়েছে সুনিশ্চিত সফলতা; তাতে শুধু একটা দেশ না, সমগ্র মানব জাতির জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে । নতুবা, বিশাল বিনিময়ে পাওয়া আজকের এমন একটা পবিত্র অর্জন বা সুযোগ বা অপর্চুনিটি নিমিষেই মিলিয়ে যেতে পারে শুধু সামান্য উন্মত্ততা, অহংকার, অসহিষ্ণুতা, অমানবিকতা ও অসতর্কতার জন্য।
পুনশ্চ: বাংলাভাষা আমার অকৃত্রিম অহংকার কিন্তু পেশাগত কারণে গত ২০/২২বছর ধরে বাংলার চর্চা কম- তাই বানান, বাক্য ও কাঠামোতে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। একেতো দেশের বাইরে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে ওঠা আর পিএইচডি থিসিস নিয়ে ভীষণ ব্যস্ততা; তাসত্ত্বেও আমার কিছু নাছোড়-বান্ধা তরুণ ছাত্রদের প্রোগ্রাম মিস করায় তাদের উদ্দেশ্যে আমার বক্তব্যের একাংশ এখানে তুলে ধরলাম । ধন্যবাদ সবাইকে।।

আবুল বশর
অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে পাইন্দংয়ের দুই প্রতিযোগি শহীদুর রহমান ও এনাম শিকদার জয়ী হয়েছেন...অভিনন্দন তা...
21/12/2024

বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে পাইন্দংয়ের দুই প্রতিযোগি শহীদুর রহমান ও এনাম শিকদার জয়ী হয়েছেন...

অভিনন্দন তাদের প্রতি...

পাইন্দং পুরাতন আশ্রয়ন প্রকল্পে নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্ভোদন...বিশ্ব দাতা সংস্থা ওয়ামি (ওয়ার্ড এসেম্বলী অফ মুসলিম ...
20/12/2024

পাইন্দং পুরাতন আশ্রয়ন প্রকল্পে নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্ভোদন...

বিশ্ব দাতা সংস্থা ওয়ামি (ওয়ার্ড এসেম্বলী অফ মুসলিম ইউথ) ও আল মানাহিলের যৌথ উদ্যোগে এই কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামি কর্মকর্তা শেখ ছালাম (সৌদি আরব)।
আল-মানাহিলের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির। ও অন্যান্য কর্মকর্তা।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছরওয়ার হোসেন স্বপন। জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানার সাবেক আমীর মাষ্টার নাজিম উদ্দীন শিকদার। ইউনিয়ন বিএনপি আহবায়ক আবু আজম তালুকদার। পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি নবীর হোসেন মাসুদ। সমাজ সেবক ফোরকানুল আমিন, জাকির হোসেন, ছরওয়ার তালুকদার, সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম। মাওলানা মনির আহমদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এরশাদ উল্লাহ, আনোয়ার মেম্বার, জামায়াত নেতা শাকিল আদনান, সাইফুল করিম, তানজিন উদ্দিন, আইউব অভি, মামুন, মাহিন উদ্দিন প্রমুখ...

16/12/2024

দক্ষিণ পাইন্দং ইসলামি রিসার্চ সেন্টারে আজকের মাহফিল উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আজান প্রতিযোগিতায় এক ক্ষুদে শিক্ষার্থীর আজান...

পাইন্দং উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে আজ বিজয় দিবস উপলক্ষে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি। বিজয় দিবস উপলক্ষে ফুল দিতে ...
15/12/2024

পাইন্দং উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে আজ বিজয় দিবস উপলক্ষে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি। বিজয় দিবস উপলক্ষে ফুল দিতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝে অসন্তোষ লক্ষ্য করা যায়...

ওমান প্রবাসী সমাজসেবক আলহাজ্ব শফিউল আলমের সৌজন্যে  ফটিকছড়িতে বন্যা পরবর্তী পূর্নবাসন এর অংশ হিসাবে গৃহ দিবালে সহযোগিতা।
14/12/2024

ওমান প্রবাসী সমাজসেবক আলহাজ্ব শফিউল আলমের সৌজন্যে ফটিকছড়িতে বন্যা পরবর্তী পূর্নবাসন এর অংশ হিসাবে গৃহ দিবালে সহযোগিতা।

দক্ষিণ পাইন্দং ছোট মৌলবী বাড়ি নিবাসী, এলাকার প্রবীণ মুরুব্বি জনাব আহম্মদ কবির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইল...
12/12/2024

দক্ষিণ পাইন্দং ছোট মৌলবী বাড়ি নিবাসী, এলাকার প্রবীণ মুরুব্বি জনাব আহম্মদ কবির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...

আজ সকাল ১১টার সময় বায়তুচ্ছালাত জামে মসজিদ (নতুন মসজিদ) প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

পাইন্দং ইউনিয়ন পরিষদে ১বছর বয়সী বাচ্চাদের বিনামূল্যে জন্ম নিবন্ধন করা হচ্ছে। আগামী ৩০ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।...
12/12/2024

পাইন্দং ইউনিয়ন পরিষদে ১বছর বয়সী বাচ্চাদের বিনামূল্যে জন্ম নিবন্ধন করা হচ্ছে। আগামী ৩০ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।

তাই সময় নষ্ট না করে আপনার সোনামণির অতি প্রয়োজনীয় কাগজটি করে নিন। সতর্কতার সাথে নির্ভুল ভাবেই করুন...

হাইদচকিয়া স্কুলের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে আজ...তার চাচাতো ভাইয়ের ফেজবুক পোস্ট "আমার  চাচাতো বোন আজ সকাল ৯ টায় হাইদচকি...
11/12/2024

হাইদচকিয়া স্কুলের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে আজ...

তার চাচাতো ভাইয়ের ফেজবুক পোস্ট "আমার চাচাতো বোন আজ সকাল ৯ টায় হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এ ক্লাস ৮ এর পরিক্ষা দিতে যাওয়ার সময় যেকোনভাবে অপহরণের শিকার হয়েছে! এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি! সকলে খোজে পেতে সহযোগিতা করুন"
নাম - নিহা
শ্রেণি _ ৮ম
হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়..
যোগাযোগ +8801819706903
শেয়ার করে ছড়িয়ে দিন।।

আসন্ন ফটিকছড়ি বিবিরহাট বাজারের বণিক কল্যাণ সমিতির নির্বাচনে পাইন্দং থেকে প্রার্থী হয়েছেন সকলের পরিচিতি শিকদার ফ্যাশনের এ...
11/12/2024

আসন্ন ফটিকছড়ি বিবিরহাট বাজারের বণিক কল্যাণ সমিতির নির্বাচনে পাইন্দং থেকে প্রার্থী হয়েছেন সকলের পরিচিতি শিকদার ফ্যাশনের এনাম শিকদার ভাই ও মক্কা ফিডের শহীদুর রহমান ভাই। তাদের জন্যে পাইন্দংবাসীর পক্ষ থেকে শুভকামনা...

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ির থানা সভাপতি মনোনীত হয়েছেন গাজী মোহাম্মদ বেলাল...জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের বা...
09/12/2024

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ির থানা সভাপতি মনোনীত হয়েছেন গাজী মোহাম্মদ বেলাল...

জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা সভাপতি মনোনীত হয়েছেন তিনি। জনাব গাজী বেলাল এর আগে এই সংগঠনের সেক্রেটারির দায়িত্বশীল ছিলেন।

গত সরকারের আমলে ৬টি মামলার আসামি করা হয় তাকে। ৭মাস ১৭দিন তিনি কারাভোগ করেন।

জনাব গাজী বেলাল পাইন্দং ইউনিয়নের হাইচকিয়া গ্রামের হাড়িচাঁন বাড়ির মরহুম হাজি আব্দুল ছামাদের সন্তান। তিনি দীর্ঘদিন পাইন্দং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

07/12/2024

গরু চুরি হয়েছে আজ রাতে...

আজ রাত আনুমানিক দুইটা থেকে তিনটার সময় উত্তর পাইন্দং, হাজী চুন্নু মিয়ার বাড়ির, জনাব তৌহিদুল আলম এর দুইটা গরু (গাভী+বাছুর) নিয়ে যায়, গরুর গায়ের রং লাল বাদামি কালার, দয়া করে কেও দেখে থাকলে বা সন্ধান দিলে উপযুক্ত সম্মান করা হবে।
+880 1892-950497

Address


Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পাইন্দং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় পাইন্দং:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share