MRshopbuy.com

  • Home
  • MRshopbuy.com

MRshopbuy.com Our products are of very good quality

14/03/2023
Category:Home & living2 in 1 Go potthiProduct:2 in 1 Go potthi৳ 700.00Perfect size for little bottomsSplatter shield min...
07/02/2021

Category:Home & living
2 in 1 Go potthi
Product:2 in 1 Go potthi
৳ 700.00
Perfect size for little bottoms
Splatter shield minimizes mess
Opens quickly and easy
For standalone potty, legs lock in place at a safe height for toddler
For potty seat, legs fold out and non-slip grips stabilize the potty on any type of toilet
Includes travel bag for fold-up, compact storage
50 lb. weight capacity
Standalone potty measures 10″ L x 9.5″ W x 6.25″ H
Potty seat measures 10″ L x 15″ W x 3.5″ H
Smooth surface is easy to clean
Call:01705266117.01580534722

07/02/2021
Category: Home/Kitchen & Dining৳ 200.00Product Type: Non-Stick Fry PanDimension: 26cm100% Brand New ProductDurable and L...
07/02/2021

Category: Home/Kitchen & Dining
৳ 200.00
Product Type: Non-Stick Fry Pan
Dimension: 26cm
100% Brand New Product
Durable and Long Lasting
Standard and Smart Design
Call:01705266117

04/02/2021
04/02/2021
12/09/2019

এস এস সি ২০১৮,২০১৯
জে এস সি ২০১৭,২০১৮
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১৮/০৯/২০১৯,বৃহস্পতিবার বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সকলের উপস্থিতি একান্ত কাম্য।

20/08/2016

1. বিশ্বে সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন করে=
ডেনমার্ক.
-
2 বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া
নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন।
-
3. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।
-
4. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র
পরিচালক কে?
উ. এ জে মিন্টু।
-
5 বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২
নটিক্যাল মাইল।
-
6 বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর
–এ এন এম হামিদুল্লাহ।
-
7 বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা
হাঁটতে পারে না!
-
8 সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
-
9. ইরান প্রথমপারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।
-
10. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া
ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।
-
11দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে –
জনতা ব্যাংক।
-
12 পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?
উ. নিকোলাস অটো,,,,

08/08/2016

বিভিন্ন দেশের উৎপাদিত কৃষি দ্রব্যের নাম
১. গম। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত,
যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি।
২. চাউল। উৎপাদিত দেশসমূহঃ থাইল্যান্ড, ইন্দোনেশিযা, বার্মা,
বাংলাদেশ, পাকিস্তান ভারত ইত্যাদি।
৩. বার্লি। উৎপাদিত দেশসমূহঃ কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স,
যুক্তরাষ্ট্র ইত্যাদি।
৪. ভুট্টা। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চায়না,
ব্রাজিল ইত্যাদি।
৫. জোয়ার। উৎপাদিত দেশসমূহঃ ভারত, চীন।
৬. রাই। উৎপাদিত দেশসমূহঃ পোল্যান্ড, জার্মানি, উত্তর মধ্য
ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ইত্যাদি।
৭. সয়াবিন। উৎপাদিত দেশসমূহঃ চীন যুক্তরাষ্ট্র।
৮. সরিষা। উৎপাদিত দেশসমূহঃ ভারত, বাংলাদেশ।
৯. নারিকেল তৈল। উৎপাদিত দেশসমূহঃ শ্রীলংকা, ইন্দোনেশিয়া,
ফিলিপাইন,বাংলাদেশ, ভারত।
১০. পাম ওয়েল। উৎপাদিত দেশসমূহঃ নাইজেরিযা, মালয়েশিয়া,
ইন্দোনেশিয়া, কলম্বিয়া, থাইল্যান্ড, অইভেরি কোষ্ট।
১১. ওলিভ ওয়েল। উৎপাদিত দেশসমূহঃ ইতালি, স্পেন, গ্রীস।
১২. ইক্ষু। উৎপাদিত দেশসমূহঃ কিউবা, ব্রাজিল, ভারত।
১৩. সুগার বিট। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, পশ্চিম
জার্মানি, জাপান।
১৪. চা। উৎপাদিত দেশসমূহঃ ভারত, চীন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া,
জাপান, বাংলাদেশ।
১৫. কফি। উৎপাদিত দেশসমূহঃ ব্রাজিল, কলম্বিয়া, এঙ্গোলা,
ইন্দোনেশিয়া, ভারত।
১৬. কোকো। উৎপাদিত দেশসমূহঃ ঘানা, নাইজেরিয়া, ব্রাজিল,
আইভেরি কোষ্ট।
১৭. তামাক। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, কিউবা,
সোভিয়েত ইউনিযন।
১৮. রাবার। উৎপাদিত দেশসমূহঃ মালয়েশিয়া, সিঙ্গাপুর,
ইন্দোনেশিয়া।
১৯. পাট। উৎপাদিত দেশসমূহঃ ভারত, বাংলাদেশ, ব্রাজিল।
২০. তুলা। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত,
ব্রাজিল, পাকিস্তান, মিশর।

06/08/2016

বিখ্যাত কবি -সাহিত্যিকদের জন্ম-মৃত্যু সাল সমূহঃ-
→ রবীন্দ্রনাথ ঠাকুর - (১৮৬১-১৯৪১)
→ মীর মশাররফ হোসেন - (১৮৪৭-১৯১২)
→ কাজী নজরুল ইসলাম - (১৮৯৯-১৯৭৬)
→ জীবনানন্দ দাস - (১৮৯৯-১৯৫৪)
→ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (১৮৭৬-১৯৩৮)
→ মানিক বন্দোপাধ্যায় - (১৯০৮-১৯৫৬)
→ সৈয়দ ওয়ালীউল্লাহ - (১৯২২-১৯৭১)
→ আখতারুজ্জামান ইলিয়াস - (১৯৪৩-১৯৯৭)
→ শওকত উসমান - (১৯১৭-১৯৯৮)
→ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - (১৮২০-১৮৯১)
→ মাইকেল মধু সুদন দত্ত - (১৮২৪-১৮৭৩)
→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - (১৮৩৮-১৮৯৪)
→ জসীমউদ্দীন - (১৯০৩-১৯৭৬)
→ হুমায়ূন আহমেদ - (১৯৪৮-২০১২)
→ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন - (১৮৮০-১৯৩২)
→ শামসুর রহমান - (১৯২৯-২০০৬)
→ তারাশঙ্কর রায় - (১৮৯৮-১৯৭১)
→ দীনবন্ধু মিত্র - (১৮৩৯ - ১৮৭০)
→ কায়কোবাদ - ( ১৮৫৭ - ১৯৫১)
→ ড. মোহাম্মদ শহীদুল্লাহ ( ১৮৮৫ - ১৯৬৯)
→ প্রমথ চৌধুরী - (১৮৬৮ -১৯৪৬)
→ গোলাম মোস্তফা - ( ১৮৯৭ - ১৯৬৪)
→ সুফিয়া কামাল - ( ১৯১১- ১৯৯৯)
→ সৈয়দ আলী আহসান - ( ১৯২২ - ২০০২)
→ জহির রায়হান - ( ১৯৩৫ - ১৯৭২)
→ আল মাহমুদ - ( ১৯৩৬ - বর্তমান)
★★ভালো লাগলে ধন্যবাদ জানাবেন★★

06/08/2016

বাংলাদেশের একমাত্রঃ
-
☆ বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ—
মহেশখালী।
-
☆ বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন
কেন্দ্র — কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র (রাঙ্গামাটি)।
-
☆ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ — সেন্টমার্টিন।
-
☆ বাংলাদেশের একমাত্র মানসিক ব্যাধি
হাসপাতাল— পাবনা।
-
☆ বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ
কারখানা— গাজীপুর।
-
☆ বাংলাদেশের একমাত্র সশস্ত্র বাহিনী
স্টাফ কলেজ — মিরপুর।
-
☆ বাংলাদেশের একমাত্র তৈল শোধানাগার —
ইস্টার্ণ রিফাইনারী লিঃ (চট্টগ্রাম)।
-
☆ বাংলাদেশের একমাত্র শান্তি নিবাস —
টেপাখোলা, ফরিদপুর।
-
☆ বাংলাদেশের একমাত্র ঘুর্ণিঝড় ও দুর্যোগের
পূর্বাভাস কেন্দ্র — স্পারসো (আগারগাঁও)।
-
☆ বাংলাদেশের একমাত্র রেয়ন শিল্প প্রতিষ্ঠান — কর্ণফুলী
রেয়ন মিল, রাঙ্গামাটি।
-
☆ বাংলাদেশের একমাত্র কয়লাভিত্তিক
তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র — বড় পুকুরিয়া।
-
☆ বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমী - নওয়াপাড়া, রাজশাহী।

06/08/2016

* সর্বত্র দিবারাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
* গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%,
সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম
১.২%, ও অ্যালুমিনিয়াম ০.৪%।
* মহাসাগর : ৫ টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,
ভারত মহাসাগর, দক্ষিণ বা অ্যান্টার্কটিকা মহাসাগর ও উত্তর বা
আর্কটিক মহাসাগর।
* গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
* মহাসগরের সর্বোচ্চ গভীর খাত : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা
ট্রেঞ্চ।
* গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮
ফুট বা ৬৯৪৬ মিটার।
* বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯৭৪৬০০
বর্গকিমি)।
* দীর্ঘতম নদী : নীলনদ, আফ্রিকা; দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
* উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা
৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
* বৃহত্তর হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন,(হিউরন হ্রদ, অন্টারিও;
আয়তন ১০৬৮ বর্গমাইর বা ২৭৬৬ বর্গকিমি)।
* বৃহত্তর হ্রদ : কাম্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরোপ; আয়তন
৩৭১০০০ বগ কি.মি.।
* গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রূশ ফেডারেশন; গভীরতা ৫৩১৫
ফুট বা ১৬২০ মিটার।
* মহাদেশ : ৭ টি; এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দৰিণ
আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা।
* অয়তনে বৃহত্তম মহাদেশ : এশিয়া ; ৪ কোটি ৪৫ লাখ ৭৯
হাজার বর্গ কি.মি.।
* লোক সংখ্যায় বৃহত্তম মহাদেশ : এশিয়া ; ৪১৬ কোটি ৬৮ লাখ
(২০১০ এর পরিসংখ্যান অনুযায়ী)।
* জনশূন্য মহাদেশ : অ্যান্টার্কটিকা।
* স্বাধীন দেশ : ১৯৫ টি।
* জাতিসংঘভূক্ত দেশ : ১৯২ টি।
* এলডিসিভূক্ত দেশ : ৪৮ টি।
* সর্বশেষ স্বাধীন দেশ : দক্ষিন সুদান; স্বাধীনতা লাভ করে ৯
জুলাই ২০১১।
* সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে : আফ্রিকা মহাদেশে ;
(৫৩) টি।

04/08/2016

★ ২৫৩ ডিগ্রি কোণকে কী
কোণ বলে ?
♣প্রবৃদ্ধ কোণ।
★ বৃত্তের ব্যাস তিনগুন
বৃদ্ধি পেলে ক্ষেত্রফল
বৃদ্ধি পায়
♣৯গুন।
★ একটি পঞ্চভুজের
সমষ্টি?
♣৬ সমকোণ।
★ একটি সুষম ষড়ভুজের
অন্ত:কোণগুলোর সমষ্টি
♣৭২০ ডিগ্রি।
★ কোন ত্রিভুজের
বাহুগুলোর লম্বদ্বিখন্ড
যে
বিন্দুতে ছেদ করে তাকে
বলে
♣পরিকেন্দ্র।
★ স্পর্শবিন্দুগাম
ী ব্যাসার্ধ এবং
স্পর্শকের অন্তর্ভুক্ত
কোণ
♣৯০ ডিগ্রী।
★ তিন কোণ দেওয়া
থাকলে যে সকল ত্রিভুজ
আঁকা যায় তাদের বলে
♣সদৃশ ত্রিভুজ।
★ ত্রিভুজের যে কোনো
বাহুকে উভয়দিকে
বর্ধিত
করলে উৎপন্ন বহিঃস্থ
কোণদ্বয়ের সমষ্টি
♣দুই সমকোণ অপেক্ষা
বৃহত্তম।
★ কোন ত্রিভুজের একটি
বাহু উভয় দিকে বর্ধিত
করায় উৎপন্ন বহিঃস্থ
কোণগুলি সমান হলে ,
ত্রিভুজটি
♣সমদ্বিবাহু।
★ একটি সরলরেখার
সাথে আর একটি রেখাংশ
মিলিত হয়ে যে দু,টি
সন্নিহিত কোণ উৎপন্ন
হয়
তাদের সমষ্টি
♣১৮০ ডিগ্রি।

31/07/2016

১.শ্রেষ্ঠ কবি- কাজী নজরুল ইসলাম
২.শ্রেষ্ঠ আধুনিক কবি- শামসুর রহমান
৩.শ্রেষ্ঠ ভাস্কর- শামীম শিকদার
৪.শ্রেষ্ঠ সাতারু- ব্রজেন দাস
৫.শ্রেষ্ঠ দাবারু- নিয়াজ মোর্শেদ
৬.শ্রেষ্ঠ বৈজ্ঞানিক- ড .কুদরত ই খুদা -
৭.শ্রেষ্ঠ চলচ্চিত্রকার- জহির রায়হান
৮.শ্রেষ্ঠ স্থপতি- এফ আর খান
৯. শ্রেষ্ঠ ভাষাবিদ - ড.vমুহাম্মদ শহীদুল্লাহ
১০.শ্রেষ্ঠ মহিলা কবি- সুফিয়া কামাল

30/07/2016
নতুন উচ্চতায় বাংলাদেশ: ইতিহাস সৃষ্টি করছেন ইসমাত জাহান - The Dhaka Times

বাংলাদেশের নারীরা বিশ্বের বিভিন্ন স্থানেও মর্যাদাপূর্ণ স্থান
দখল করে নিয়েছেন। যেমন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে এক
ইতিহাস সৃষ্টি করছেন ইসমাত জাহান। বিস্তারিত - http://
go.dhakatim.es/2aplmB2

মাঈনুল ইসলাম নাসিম ॥ বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন স্থানেও মর্যাদাপূর্ণ স্থান দখল করে নিয়েছেন। যেমন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে এক ইতিহাস সৃষ্টি করছেন ইসমাত জাহান। বিস্তারিত পড়ুন…

30/07/2016

সংক্ষেপে বাংলাদেশ
সরকারি নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (Peoples Republic
of Bangladesh)
সরকার পদ্ধতি- সংসদীয় গণতন্ত্র/সরকার
সংসদ- এককক্ষ বিশিষ্ট
আয়তন- ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
জনসংখ্যা- ১৬,১০,৮৩,৮০৪ (২০১২)
১৪,২৩,১৯,০০০ (প্রাথমিক জনসংখ্যা রিপোর্ট)
১৫,৭৯,০০,০০০ (অর্থনৈতিক সমীক্ষা ২০১১)
রাজধানী- ঢাকা
মুদ্রা- টাকা
মোট সীমা- ৫,১৩৮ কিলোমিটার
গড় আয়ু- ৬০(৬০.২৫) বছর (৬৭.২ বছর; অর্থনৈতিক সমীক্ষা
২০১১)
স্বাক্ষরতার হার- ৫৬.৭% (অর্থনৈতিক সমীক্ষা ২০১১)
মাথাপিছু আয়- ৮১৮ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা
২০১১)
স্থানীয় সময়- গ্রিনিচ সময়ের চেয়ে ৬ ঘণ্টা আগে (গ্রিনিচ +৬)
ধর্ম- মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য
বিভাগ- ৭টি (সর্বশেষ বিভাগ- রংপুর)
জেলা- ৬৪টি
উপজেলা- ৪৮৩টি (সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার মির্জাপুর, বর্তমান
নাম বিজয়নগর)
* ৪৮৪ তম উপজেলা কুমিল্লার ভাঙ্গুরা
থানা- ৬০৩টি
ইউনিয়ন- ৪৪৮৫টি
গ্রাম- ৮৭৩১৯টি
সিটি কর্পোরেশন- ৮টি (সর্বশেষ- নারায়ণগঞ্জ, ৭ম; কুমিল্লা,
৮ম)
সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় (থানা- তেঁতুলিয়া)
সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার (থানা- টেকনাফ)
সর্ব পশ্চিমের জেলা- চাঁপাই নবাবগঞ্জ (থানা- শিবগঞ্জ)
সর্ব পূর্বের জেলা- বান্দরবান (থানা- থানচি)
সর্ব দক্ষিণের স্থান- ছেঁড়া দ্বীপ (সেন্ট মার্টিন দ্বীপ)
আয়তনে সবচেয়ে বড় জেলা- রাঙামাটি
আয়তনে সবচেয়ে ছোট জেলা- মেহেরপুর
জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা- ঢাকা
জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা- বান্দরবান
বৃহত্তম পাহাড়- গারো পাহাড় (ময়মনসিংহ জেলায়)
উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিনডং বা বিজয় (বান্দরবান জেলায়)
বাংলাদেশের পাহাড়গুলো গঠিত- টারশিয়ারি যুগে
বাংলাদেশের উপর দিয়ে গেছে- কর্কটক্রান্তি রেখা (Tropic of
Cancer)
সোয়াচ অব নো গ্রাউন্ড- বঙ্গোপসাগরে

30/07/2016

কক্সবাজারের প্রাচীন নাম কি?
উ: পালংকি ।
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উ: সুন্দরবন।
ভারত ও বাংলাদেশ সীমানা নির্ধারণকারী নদীর নাম কি?
উ: হাড়িয়াভাংগা ।
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রটি কোথায়
অবস্থিত?
উ: চট্টগ্রাম জেলায় (হালদা নদী)।
জাতীয় স্মৃতিসৌধ'র উচ্চতা কত?
উ: ১৫০_ফুট বা ৪৫.৭২ মিটার (৭ টি ফলক রয়েছে)।
স্বোপার্জিত স্বাধীনতা -এর স্থপতি কে?
উ: শামীম শিকদার।
'হাঙ্গর নদী গ্রেনেড ' মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক
কে?
উ: চাষী_নজরুল ইসলাম।
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র -
উ: ওরা ১১ জন।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান মুসলিম দেশ হলো?
উ: সেনেগাল ।
বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে ঘোষণা করা
হয় কবে?
উ:৩ মার্চ ১৯৭১।
বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম পাঠ্যসূচিতে
অন্তর্ভুক্ত করে কোন বিশ্ববিদ্যালয়?
উ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

29/07/2016

তুমি যত ভাব দেখাবে
তুমি তত তোমার আপন
মানুষ গুলাকে হারাবে !

27/07/2016

মানব দেহের কিছু মজার
তথ্য
========================
১. একজন মানুষের রক্তের
পরিমাণ তার মোট
ওজনের ১৩ ভাগের এক
ভাগ। অর্থাৎ ৬৫ কেজি
ওজন মানুষের রক্তের
পরিমাণ হল ৫ কেজি।
২. দেহে অক্সিজেন
সরবরাহকারী লোহিত
রক্ত কণিকার পরিমাণ
২৫০০ কোটি এবং এরা ৪
মাস বাঁচে।
৩. রোগ প্রতিরোধকারী
শ্বেত রক্ত কণিকার
সংখ্যা ২৫০ কোটি এবং
এরা মাত্র ১২ ঘন্টা
বাঁচে।
৪. দেহের সব শিরাকে
পাশাপাশি সাজালে
দেড় একর জমির প্রয়োজন
হবে।
৫. একজন মানুষের
স্নায়ুতন্ত্র এত লম্বা যে
তা দিয়ে পৃথিবীকে ৭
বার পেঁচানো যাবে।
৬. কোন অনুভূতি
স্নায়ুতন্ত্রের মধ্য
দিয়ে ঘন্টায় ২০০ মাইল
বেগে প্রবাহিত হয়।
৭. দেহে ও মনে অনুভূতি
আসলে তা মস্তিষ্কে
পৌঁছতে ০.১ সেকেন্ড সময়
লাগে।
৮. একজন শিশুর জন্মের
সময় হাড় থাকে ৩৫০ টি।
৯. একজন মানুষ সারা
জীবনে ৪০ হাজার
লিটার মূত্র ত্যাগ করে।
১০. একজন মানুষের
শরীরে চামড়ার
পরিমাণ হচ্ছে ২০
বর্গফুট।
১১. একজন মানুষের
চামড়ার ওপর রয়েছে ১
কোটি লোমকূপ।
১২. মানুষের শরীরে যে
পরিমাণ চর্বি আছে তা
দিয়ে ৭ টি বড় জাতের
কেক তৈরি সম্ভব।
১৩. মানুষের শরীরে ৬৫০
টি পেশী আছে। কোন কোন
কাজে ২০০ টি পেশী
সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০
টির বেশী পেশী আছে।
হাসতে গেলে ১৫ টির
বেশী পেশী সক্রিয় হয়।
১৪. একস্থান থেকে শুরু
করে সমগ্র শরীর ঘুরে ঐ
স্থানে ফিরে আসতে
একটি রক্ত কণিকা
১,০০,০০০ কিমি পথ
অতিক্রম করে অর্থাৎ ২.৫
বার পৃথিবী অতিক্রম
করতে পারে।
১৫. আমাদের মস্তিষ্ক
প্রায় ১০,০০০ টি
বিভিন্ন গন্ধ চিনতে ও
মনে রাখতে পারে।
পেজটি ভাল লাগলে
পেজে এসে Review" তে
গিয়ে 5★ দিয়ে 50 Word
বাক্য লিখুন। Thank you.

27/07/2016

খুব সহজেই ১ সংখ্যা
দিয়ে মনে রাখুন :-----
♪ মস্তিষ্কের ওজন
→ ১. ৩৬ কেজি।
♪ পৃথিবী সূর্যের
নিকটতম স্থানে
অবস্থান করে
→১ জানুয়ারি।
♪ ঢাকা বিশ্ববিদ্যালয়
দিবস
→১ জুলাই।
♪ বাংলাদেশের কৃষি
দিবস
→১ অগ্রহায়ণ।
♪ বিশ্ব এইডস দিবস
→ ১ ডিসেম্বর।
♪ মুক্তিযোদ্ধা দিবস
→ ১ ডিসেম্বর।
♪ মুক্তিযুদ্ধে চট্রগ্রাম
ছিল
→১ নং সেক্টরে।
♪ বাংলাদেশের আয়তন
→ ১,৪৭,৫৭০
বর্গকিলোমিটার।
♪ এক মাইল সমান
→ ১. ৬১ কিলোমিটার।
♪ ড্রাইসেল ব্যাটারির
বিদ্যুৎ চলক বল
→ ১.৫ ভোল্ট।
♪ বায়োগ্যাস প্লান্টে
গোবর ও পানির অনুপাত
→ ১:২
♪ ১ কিলোগ্রাম বা ১
কেজি সমান
→ ১.০৭ সের।
♪ "WHO"এর মতে পানিতে
আর্সেনিকের সহনীয়
মাত্রার
→ ০.০১ মিলি: গ্রাম/ লিঃ
♪ মানুষের লিঙ্গ
নির্ণীয়ী ক্রোমোজের
সংখ্যা
→১ জোড়া।
♪ মানুষের
দর্শনানুভূতির
স্থায়িত্বকাল হলো
→ ০.১ সেকেন্ড।
♪ ভারত থেকে
বাংলাদেশে
আন্তর্জাতিক নদী
প্রবেশ করেছে
→ ১টি ( পদ্মা)
♪ হার্ডিঞ্জ ব্রীজের
দৈর্ঘ্য
→ ১. ৮ কিলোমিটার
♪ দক্ষিণ এশিয়ায়
শান্তিতে নোবেল
বিজয়ী
→মাদার তেরেসা
(১৯৭৯) ১ম।
♪ দেশে সরকারি
মানসিক হাসপাতাল
আছে
→ ১টি ( পাবনা)।
♪ বাংলাদেশে
মেডিক্যাল
বিশ্ববিদ্যালয় আছে
→ ১টি।
♪ নিরাপত্তা পরিষদের
সভাপতির কার্যকাল
→১ বছর।
♪ বাংলাদেশের জাতীয়
সংসদ
→১ কক্ষ বিশিষ্ট।
♪ পঞ্চগড় বাংলাদেশের
জাতীয় সংসদের

27/07/2016
চালকহীন মার্সিডিজ বাস | মাল্টিমিডিয়া | DW.COM | 26.07.2016

http://dw.com/p/1JVu9

আগামীতে ইউরোপের রাস্তায় এ ধরনের বাস দেখা যাবে৷ এমন একটি বাস যা আপনা আপনি চলবে কোনো চালক ছাড়াই৷ ছবিঘরে থাকছে চালকবিহীন বাস ও মিনিবাসের ছবি৷

27/07/2016

----------- ব্রেকিং নিউজ
----------
মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদপ্তরের মহা-
পরিচালক নিযুক্ত
হয়েছেন
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের
রসায়ন বিভাগের ছাত্র
প্রফেসর ড. এস এম
ওয়াহিদুজ্জামান ।
অভিনন্দন।

27/07/2016

=আপ-টু-ডেট=
● বর্তমানে
রাষ্ট্রপতির বেতন কত?
উত্তরঃ ১ লাখ ২০ হাজার
টাকা
-
● বর্তমানে
প্রধানমন্ত্রীর বেতন
কত?
উত্তরঃ ১ লাখ ১৫ হাজার
টাকা
-
● বর্তমানে জাতীয়
সংসদের স্পিকারের
বেতন কত?
উত্তরঃ ১ লাখ ১২ হাজার
টাকা
-
● বর্তমানে জাতীয়
সংসদের ডিপুটি
স্পিকারের বেতন কত?
উত্তরঃ ১ লাখ ৫ হাজার
টাকা
-
● বর্তমানে সংসদ
সদস্যদের বেতন কত?
উত্তরঃ ৫৫ হাজার টাকা
-

24/07/2016

১। অনুচক্রিকার প্রধান
কাজ- রক্ত তঞ্চন বা Blood
clotting করতে সাহায্য করা।
২।অনুচক্রিকাগুলোর গড়
আয়ু- ৫ থেকে ১০ দিন।
৩। মানবদেহের রক্ত
সংবহনতন্ত্রের প্রধান
অংশগুলো হল -হৃদপিণ্ড ,
ধমনি , শিরা , এবং
কৈশিক জালিকা।
৪।একটি সিস্টোল ও
ডায়াস্টোলের সমন্বয়ে
হৃদস্পন্দন সম্পন্ন হতে
সময় লাগে ০.৮ সেকেন্ড ।
৫। শ্বেত রক্তকনিকার গড়
আয়ু ১-১৫ দিন।
৬।লোহিত কনিকার
হিমোগ্লোবিন রক্তের
অম্ল-ক্ষারের সমতা
বজায় রাখার জন্য
বাফার হিসাবে কাজ
করে।
৭। বিনা শ্রান্তিতে
একজন স্বাভাবিক বয়স্ক
লোকের দৃষ্টি দূরত্ব ২৫
সেন্টিমিটার ।
৮। ক্রোমোজোমে ২ ধরনের
প্রোটিন থাকে- হিস্টোন
ও নন হিস্টোন ।
৯। একজন বয়স্ক ব্যাক্তির
মোট ক্যালরির ১০ থেকে
১৫% স্নেহ পদার্থ থেকে
আসা উচিৎ ।
১০। রক্তের rh ফ্যাক্টরের
ব্যাখ্যা দেন- কার্ল
ল্যান্ডস্টেইনার।

22/07/2016

1। কোন নদী দিয়ে
সবচেয়ে বেশি পানি
প্রবাহিত হয়?
উওর : আমাজান নদী
2।পৃথিবীর প্রাচীনতম
শহরের নাম কি?
উওর : জেরিকো
3। বিশ্বের সর্ববৃহৎ
মানবাধিকার বিষয়ক
সংস্থা
কোনটি?
উওর : অ্যামনেস্টি
ইন্টারন্যাশনাল
4।অলিম্পিকে প্রথম
স্বর্ণজয়ী মহিলা কে?
উওর : সি. কুপার
5। ক্রিকেটের জনক কে?
উওর : ডব্লিউ. জি. গ্রেস
6। দুধের রং সাদা হয় =
প্রোটিনের জন্য ।
7। পানিতে দ্রবনীয়
ভিটামিন হল
=ভিটামিন বি ।
8। রক্ত শুন্যতা দেখা দেয়
= আয়রনের
অভাবে ।
9। পীট কয়লার বৈশিষ্ট
কি?
= এটা ভেজা ও নরম ।
10। অগ্নেয়গিরিকে
প্রধানত ভাগ করা
যায়?
= ৩ ভাগে ।
11। স্তর বিদ্যার জনক কে?
= উইলিয়াম স্মিথ ।
12। সাগর গর্ভে স্তুপিকৃত
লাভা দিয়ে
সৃষ্টি হয়েছে = হাওয়াই
দীপপুঞ্জ ।
13। মিষ্টি আলু হল =
স্বেতসার জাতীয় খাদ্য ।
14। দুধে থাকে= ল্যাক্টিক
এসিড ।
25। লেবুতে বেশি থাকে
= ভিটামিন সি ।
16৷ আলো সাতটি বর্ণের
সমষ্টি এটি
প্রমাণ করেন কে?
=আইজ্যাক নিউটন
17৷ মসুরের ডালে কত ভাগ
আমিষ
থাকে?
=২৭
18৷ হীরকের ক্রান্তি
কোণ কত?
=২৪°
19৷ মাকড়শার পা কতটি?
=৮টি
20৷ আলোর গতিতে চললে
পৃথিবী হতে
চাঁদে পৌছতে কত সময়
লাগবে?
=১.২৫ সেকেন্ড(প্রায়)
21৷ সোডিয়াম
সিলিকেটের
অপর নাম কি?
=পানি কাঁচ
22৷ ভাইরাস কত সালে
আবিষ্কৃত হয়?
=১৮৯২ সালে
23৷ ধানগাছের
ক্রোমোজম
সংখ্যা কত?
=২৪টি
24। জন্ডিস হচ্ছে মূলত
=যকৃতের রোগ ।
25। রেডিও আইসোটোপ
ব্যবহ্রত হয়
=গলগন্ড রোগে |

13/07/2016

■ প্রশ্নঃ সর্বপ্রথম
মুদ্রণোপযোগী বাংলা অক্ষর
তৈরি করেন?
উত্তরঃ পঞ্চানন কর্মকার
■ প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম কে কোন প্রন্থটি উৎসর্গ করেন?
উত্তরঃ বসন্ত
■ প্রশ্নঃ রাখালী কাব্য কার
লেখা?
উত্তরঃ জসীম উদ্দীন
■ প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর
■ প্রশ্নঃ নীল লোহিত কার
ছদ্মনাম?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
■ প্রশ্নঃ মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি?
উত্তরঃ সিনেট
■ প্রশ্নঃ ক্রীতদাসের হাসি
উপন্যাসটি কার?
উত্তরঃ শওকত ওসমান
■ প্রশ্নঃ বাংলা ভাষাকে দেশের দিত্বীয় ভাষা
হিসেবে মর্যাদা দিয়েছে ?
উত্তরঃ সিয়েরা লিওন
■ প্রশ্নঃ সার্কের প্রথম শীর্ষ
সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়? উত্তরঃ ঢাকা
■ প্রশ্নঃ সঞ্চয়িতা কোন কবির
কাব্য সংকলন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর.
■ প্রশ্নঃ বাংলা মুদ্রাক্ষরের
জনক বলা হয় কাকে? উত্তরঃ চার্লস উইলকন্স

27/06/2016

⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
১। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩) প্রবর্তন করেন-
লর্ড কর্নওয়ালিস ।
২। ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন- লর্ড
কর্নওয়ালিস ।
৩। সূর্যাস্ত আইন চালু হয়- লর্ড কর্নওয়ালিশ এর আমলে ।
৪। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন- লর্ড ক্লাইভ ।
৫। দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্ত ও রাজস্ব
বোর্ড এর প্রবর্তক- ওয়ারেন হেস্টিংস ।
৬। সতীদাহ প্রথার বিলোপ (১৮২৯) করেন- লর্ড বেন্টিঙ্ক ।
৭। উপমহাদেশে বিধবা বিবাহ আইন (১৮৫৬), প্রথম রেল, ডাক ও
টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন-
লর্ড ডালহৌসি ।
৮। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর- লর্ড ক্লাইভ ।
৯। অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর- স্যার ফ্রেডরিক জন
বারোজ ।
১০। উপমহাদেশের প্রথম ভাইসরয়/বড়লাট/রাজ প্রতিনিধি- লর্ড
ক্যানিং ।
১১। উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয়/বড়লাট/রাজ প্রতিনিধি-
লর্ড মাউন্টব্যাটেন ।
১২। বঙ্গভঙ্গ (১৯০৫) করেন- লর্ড কার্জন ।
১৩। বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন- লর্ড হার্ডিঞ্জ ।
১৪। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন- শেরে-ই-বাংলা
এ কে ফজলুল হক ।
১৫। অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী ছিলেন- হোসেন শহীদ
সোহরাওয়ার্দী ।
১৬। ১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন- খাজা
নাজিম উদ্দিন ।

24/06/2016

✬ সূর্য্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীব সময় লাগে – ৩৬৫ দিন
৫ ঘন্টা ৪৭ মিনিট।
✬ পৃথিবীর উষ্ণতম স্থান – আজিজিয়া (লিবিয়া) ।
✬ গ্রীনিচ সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘন্টা আগে ।
✬ পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখা - মেরু রেখা ।
✬ দুই মেরু থেকে সমান দুরুত্বে পূর্ব-পশ্চিম পৃথিবীকে আবর্তনকারী
রেখা – নিরক্ষরেখা।
✬ ৯০ পূর্ব দ্রাঘিমা রেখাকে বলে – কর্কটক্রান্তি রেখা ।
✬ কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কুমিল্লা, মাগুরা ও ঝিনাইদহের
উপর দিয়ে গিয়েছে।
✬ আকাশের উজ্জলতম নক্ষত্রের নাম – লুব্ধক ।
✬ জোয়ার ভাটার তেজকটাল হয় – অমাবস্যায় ।
✬ জোয়ার ভাটার মরাকাটাল হয় – পূর্ণিমায় ।
✬ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে – ৮ মিনিট ২০
সেকেন্ড ।
✬ ভূ-পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশী ।
✬ গ্যালিলও একটি – কৃত্রিম উপগ্রহ ।
✬ ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে
বলে – ছায়াবৃত্ত ।
✬ সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক চাপ – ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি ।
✬ আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগরের মধ্যে অবস্থিত –
জিব্রাল্টার প্রণালী ।
✬ পৃথিবীর ভূ-পৃষ্ঠের উপর দিয়ে উত্তর-দক্ষিণ মেরুকে সংযোগকারী
রেখা – দ্রাঘিমা রেখা ।
✬ লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উরপ দিয়ে গমনকারী দ্রাঘিমা
রেখা – মূল মধ্যরেখা।
✬ মূল মধ্যরেখা হতে ১৮০ পূর্বে বা পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা
রেখা – আন্তর্জাতিক তারিখ রেখা ।
✬ নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন বিন্দুর
কৌণিক দূরত্ব হলো – অক্ষাংশ ।
✬ মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন বিন্দুর
কৌণিক দূরুত্ব হলো – দ্রাঘিমাংশ ।
✬ পৃথিবী একটি অভিগত গোলক এর পরিধি – ২৫০০০ মাইল ।
✬ বায়ু মন্ডলে সর্বাধিক পাওয়া যায় – নাইট্রোজেন ।
✬ নিরক্ষীয় অঞ্চলের পানি – উষ্ণ ও হালকা ।
✬ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় – আয়নমন্ডলে ।
✬ সূর্য্য গ্রহণে চন্দ্র থাকে - পৃথিবী ও সূর্য্যের মাঝখানে ।
✬ চন্দ্র গ্রহণে পৃথিবী থাকে – সূর্য্য ও চন্দ্রের মাঝখানে ।
✬ দ্রাঘিমার পার্থক্য ১০ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হয় – ৪
মিনিট ।
✬ পৃথিবীর শীতলতম স্থান – ভোস্টক (রাশিয়া) ।
✬ সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয় – ক্রোনোমিটারের
সাহায্যে ।
✬ ভূ-ত্বকের গভীরতা প্রায় – ১৬ কি.মি. ।
✬ মেরু রেখার উত্তর প্রন্তকে সুমেরু ও দক্ষিণ মেরুকে কুমেরু বলে ।
✬ পৃথিবীর সর্বোত্র দিন রাত সমান - ২১ মার্চ ও ২৩
সেপ্টেম্বর ।
✬ প্রাথমিক শীলা – আগ্নেয়শীলা ।
✬ মার্বেল গ্রাফাইট – রুপান্তরিত শীলা ।
✬ পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব – ৩ লক্ষ ৮৪ হাজার কি.মি. ।

22/06/2016

#মেয়েদের_বিষয়ে_কিছু আশ্চর্যজনক তথ্য"
★প্রতি ৯০ সেকেন্ডে গর্ভপাত ও সন্তান
জন্মদানের কারনে একজন মহিলা মৃত্যুবরন
করেন।
★মেয়েরা বছরে প্রায় ৩০ থেকে ৬৪ বার
কান্নাকাটি করে আর ছেলেরা ০৬
থেকে ১৭ বার কান্না করে।
★রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা
প্রায় নয় লক্ষ বেশি।
★মেয়েরা তাদের সম্পূর্ণ জীবনের প্রায়
এক বছরের মত সময় শুধুমাত্র কোন
কাপড়টি পরিধান করবে তা চিন্তা করেই
কাটিয়ে দেন।
★মেয়েরা দিনে গড়ে প্রায় ২০০০০ শব্দের
ব্যাবহার করে কথা বলার জন্য। যেখানে
ছেলেরা গড়ে মাত্র ৭০০০ শব্দ ব্যাবহার
করে।
★একটি মেয়ে প্রেমের প্রথম ৩ মাস প্রেমিক কে সবচেয়ে বেশি
ভালবেসে থাকেন।
★একজন নারীই যে একজন পুরুষের জীবন নষ্ট করতে পারে এটা
কিন্তু সত্য নয়। ছেলে 40% এবং মেয়ে ৬০% ।
★ শহরের ১৭% নারী ধূমপান করেন। পুরুষ ৮৩%।
★মাএ ৭% মেয়ে প্রেমের অভিনয় করেন।
★আমেরিকার প্রত্যেক নারী একসাথে ৩ থেকে ৪ টি পুরুষের সাথে
S*x করতে পারে।
★মেয়েরা দিনে তিন বার মিথ্যা বললে,
ছেলেরা দিনে ছয় বার মিথ্যা কথা
বলে।
★বিশ্বের সব থেকে কম বয়সে
ডিভোর্সপ্রাপ্ত নারীর বয়স ছিল মাত্র
১০ বছর।
★যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার
সমস্যা রয়েছে, তাদের বিষণ্ণতা, বদহজম
ও কাঁধে ব্যথার সমস্যাও রয়েছে।
★মহিলাদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি।
★একই সময়ে পুরুষের তুলনায় মহিলাদের
হৃদকম্পনের পরিমান বেশি ও দ্রুত। এর
কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও জানা
যায় নি।
★ছেলেদের তুলনায় মেয়েরা স্বাদ
পরীক্ষায় বেশি পারদর্শী।
★লম্বা নারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি
বেশি।
★মহিলাদের মৃত্যুর প্রধান কারন হৃদরোগ।
তাই কোন নারী যদি কখনো বলে যে তার
হার্ট নেই, তাহলে বিশ্বাস করবেন না।
★সকল মহিলারাই সুন্দর। শুধু কমতি আছে
আত্মবিশ্বাসের। তাই নিজের
আত্মবিশ্বাস বৃদ্ধি করুন।★ পৃথিবীতে মাত্র
২ শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে
করেন ও প্রকাশ করেন।
★মেয়েরা এক মিনিটে প্রায় ১৯ বার
তাদের চোখের পলক ঝাপটায়। যেখানে
ছেলেরা মাত্র ১১ বার। নিজে পরীক্ষা
করে দেখতে পারেন।
★মেয়েরা প্রচুর পরিমানে স্বপ্ন দেখে।
একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস
করলে তার কাছে বলার জন্য অনেক গল্প
পাবেন, কিন্তু একজন পুরুষকে কাল রাতের
স্বপ্নের কথা জিজ্ঞেস করলে সে বলতে
পারবে না।

21/06/2016

সংখ্যাতত্ত্বঃ ৬ দিয়ে তথ্যগুলো
মনে রাখুনঃ - © বরিশাল বিভাগে
জেলা আছে ৬টি। -
© দেশে বর্তমানে মোবাইল
অপারেটরের সংখ্যা ৬টি। -
© মুক্তিযুদ্ধের সময় রংপুর ছিল ৬ নম্বর
সেক্টরের অধীনে। -
© ব্রজেন দাস ইংলিশ চ্যানেল
পাড়ি দেন ৬ বার। -
© জাতিসংঘ গঠিত হয় ৬ টি
অঙ্গসংগঠন নিয়ে। -
© জাতিসংঘের সরকারি কাজকর্ম
চলে ৬ টি ভাষায়। -
© ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের
স্থায়ীত্বকাল ছিল ৬ দিন। -
© অস্ট্রেলিয়া ৬টি অঙ্গরাজ্য
নিয়ে গঠিত। -
© নোবেল পুরস্কার দেওয়া হয় মোট
৬ টি বিষয়ে। -
ভলিবল খেলায় প্রতি দলে
খেলোয়ার থাকে ৬ জন। -
© বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন
বর্ণ ৬ টি। -
© সমাস ৬ প্রকার
© কারক ৬ প্রকার
নিস্ক্রিয় গ্যাস ৬ টি -
© স্ববাত শ্বাসনে এক অণু গ্লুকোজ
থেকে ৬ অণু পানি পাওয়া যায়।
© সুষম খাদ্যের উপাদান ৬টি। - © এক
বর্গ ইঞ্চি সমান ৬.৪৫ বর্গ
সেন্টিমিটার। - © চাঁদে কোন
জিনিসের ওজন পৃথিবীতে সেই
জিনিসের ওজনের ৬ ভাগের ১ ভাগ।
- © মাছির পা / পিঁপড়ার পা /
তেলাপোকার পা ৬ টি। - ©
জোয়ারের ৬ ঘন্টা ১৩ মিনিট পর
ভাটার সৃষ্টি হয়। - © গ্রীনিচ মান সময়
অপেক্ষা বাংলাদেশের সময় ৬
ঘন্টা অগ্রবর্তী। - # উদ্ভিদের গৌণ
পুষ্টি উপাদান ৬ টি। - © পূর্ণাঙ্গ
ব্যাক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা
৬ লিটার। -
© কার্বনের পারমাণবিক সংখ্যা ৬।

19/06/2016

১। জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল
২। প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল
৩। রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়্যান
৪। পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন
৫। সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোৎ
৬। হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি
৭। চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা
৮। দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস
৯। ইতিহাসের জনক : হেরোডোটাস
১০। ভূগোলের জনক : ইরাটস থেনিস
১১। রাষ্ট্রবিজ্ঞানের জনক : এরিস্টটল
১২। অর্থনীতির জনক : এডাম স্মিথ
১৩। অংকের জনক : আর্কিমিডিস
১৪। বিজ্ঞানের জনক : থ্যালিস
১৫। মেডিসিনের জনক : হিপোক্রটিস
১৬। জ্যামিতির জনক : ইউক্লিড
১৭। বীজ গণিতের জনক : আল খাওয়াজমী
১৮। জীবাণু বিদ্যার জনক : লুই পাস্তুর
১৯। বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন
২০। সনেটের জনক : পের্ত্রাক
২১। সামাজিক বিবর্তনবাদের জনক : হার্বাট স্পেন্সর
২২। বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেন
২৩। শ্রেণীকরণ বিদ্যার জনক : করোলাস লিনিয়াস
২৪। শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে
২৫। ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন
২৬। বাংলা গদ্যের জনক : ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭। বাংলা কবিতার জনক : মাইকেল মধুসুদন দত্ত
২৮। সার্থক বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়
২৯। বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র
৩০। বাংলা সনেটের জনক : মাইকেল মধুসুদন দত্ত
৩১। ইংরেজী কবিতার জনক : খিউ ফ্রে চসার
৩২। মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড
৩৩। বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম
৩৪। বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন
৩৫। বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬। আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন
৩৭। আধুনিক গণতন্ত্রের জনক : জন লক
৩৮। আধুনিক অর্থনীতির জনক : পাল স্যমুয়েলসন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক : রাজার বেকন
৪০। ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র
__________________________

17/06/2016

⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
█ নিঝুম দ্বীপ কোন
নদীর মোহনায়
অবস্থিত?
Ans: মেঘনা
█ বাংলাদেশের কোন
জেলায় প্রথম
সৌরবিদ্যুৎ প্রকল্প
চালু হয়?
Ans: নরসিংদী
█ বাংলাদেশের শীতল
তম মাস
কোনটি?
Ans: জানুয়ারি
█ বাংলাদেশের সর্ব
উত্তরের
থানা কোনটি?
Ans: তেঁতুলিয়া
█ বাংলাদেশ ইক্ষু
গবেষণা কেন্দ্র
কোথায় অবস্থিত?
Ans: ঈস্বরদী
█ বরিশাল কোন নদীর
তীরে অবস্থিত?
Ans: কীর্ত্তনখোলা
█ বিশ্বের সবচেয়ে বড়
লাইব্রেরি কোনটি?
Ans: ইউনাইটেড
স্টেটস
লাইব্রেরি
█ বিবিসির সদরদপ্তর
কোথায় অবস্থিত?
Ans: লন্ডন
█ কোন রংয়ের
কাপে চা তাড়াতাড়ি
ঠান্ডা হয়?
Ans: কালো
█ সৌর জগতের
দ্রুততম গ্রহ?
Ans: বুধ
█ কলকাতা
হাইকোর্টের
প্রথম মুসলিম
বিচারপতি কে
ছিলেন?
Ans: সৈয়দ মাহমুদ।
█ ভারত উপমহাদেশের
কোন মনীষী প্রথম
প্রিভিকাউন্সিলের
সদস্য হন?
Ans: -সৈয়দ আমীর
আলী।
█ বাংলায়
চিরস্থায়ী ভূমি
ব্যবস্থা করেন
কে?
Ans: লর্ড
কর্নওয়ালিস।
█ বাংলায় চিরস্থায়ী
ভূমি ব্যবস্থা
প্রবর্তন করা হয় কত
সালে?
Ans: ১৭৯৩ সালে (২৩
মার্চ)।
█ পাঁচশালা
বন্দোবস্তের
প্রবর্তক কে?
Ans: ওয়ারেন
হেস্টিংস।
█ আদালতে ফার্সি
ভাষার
পরিবর্তে ইংরেজি
ভাষার প্রচলন শুরু হয়
কত সালে?
Ans: ১৮৩৫ সালে।
█ আদালতে ফার্সি
ভাষার
পরিবর্তে ইংরেজি
ভাষার প্রচলন
করেন কে?
Ans: লর্ড বেন্টিঙ্ক।
█ সতীদাহ প্রথা
বিলোপ সাধন
করা হয় কত সালে?
Ans: ১৮২৯।
█ কে ‘সতীদাহ’ প্রধা
বিলোপ সাধন
করেন?
Ans: লর্ড বেন্টিঙ্ক।
█ দ্বৈত শাসন ব্যবস্থা
চালু হয় কত
সালে?
Ans: ১৬৬৫ সালে
█ দ্বৈত শাসন ব্যবস্থা
বিলোপ
করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস
(১৭৭২
সালে)।
█ উপমহাদেশে কে
প্রথম
কাগজের মুদ্রা চালু
করেন?
Ans: লর্ড ক্যানিং।
█ ইস্ট ইন্ডিয়া
কোম্পানির
শাসনের অবসান ঘটে
কবে?
Ans: ১৮৫৮ সালে।
______________________________
__________

16/06/2016

বিশ্ব গ্রাম
*মারশেল
ম্যাকলুহান সর্ব
প্রথম বিশ্ব গ্রাম
ধারনা দেন|
*১৯৬২ এবং ১৯৬৪
সালে প্রকাশিত ২টি
গ্রন্হ the making of
typograpic man এবং
understanding media
বিশ্ব গ্রাম এর ধারনা
দেন|
*বিশ্বগ্রামের
উপাদান@
১.হার্ডওয়্যার
২.সফট্ওয়্যার
৩.নেটওয়ার্ক
সংযুক্ততা বা
কানেকটিভিটি
৪.ডেটা
৫.মানুষের
সক্ষমতা

16/06/2016

প্রশ্ন : গড় আয়ুতে
শীর্ষ দেশ কোনটি?
উওর : জাপান ; ৮৩.৭
বছর।
প্রশ্ন : সবচেয়ে কম
গড় আয়ুর দেশ কোনটি?
উওর : সিয়েনা লিয়ন ;
৫০.১ বছর।
প্রশ্ন : সর্বাধিক HIV
আকান্ত দেশ কোনটি?
উওর: লেসেথো ; প্রতি
হাজারে ২০.১ জন।
প্রশ্ন : সর্বাধিক
যক্ষ্মা আকান্ত দেশ
কোনটি?
উওর : লেসেথো ; প্রতি
লাখে ৮৫২ জন।
প্রশ্ন : ম্যালেরিয়ায়
আকান্তে শীর্ষ দেশ
(প্রতি হাজারে)
কোনটি?
উওর: মালি ; ৪৬০.৯
জন।
প্রশ্ন : আত্মহত্যায়
শীর্ষ দেশ কোনটি?
উওর : দক্ষিন কোরিয়া
; প্রতি লাখে ৩৬.৮ জন।
প্রশ্ন : মাতৃ মৃত্যুহারে
শীর্ষ দেশ কোনটি?
উওর : সিয়েরা ; প্রতি
লাখে ১,৩৬০ জন।.

Address


Alerts

Be the first to know and let us send you an email when MRshopbuy.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share