08/08/2016
বিভিন্ন দেশের উৎপাদিত কৃষি দ্রব্যের নাম
১. গম। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত,
যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি।
২. চাউল। উৎপাদিত দেশসমূহঃ থাইল্যান্ড, ইন্দোনেশিযা, বার্মা,
বাংলাদেশ, পাকিস্তান ভারত ইত্যাদি।
৩. বার্লি। উৎপাদিত দেশসমূহঃ কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স,
যুক্তরাষ্ট্র ইত্যাদি।
৪. ভুট্টা। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চায়না,
ব্রাজিল ইত্যাদি।
৫. জোয়ার। উৎপাদিত দেশসমূহঃ ভারত, চীন।
৬. রাই। উৎপাদিত দেশসমূহঃ পোল্যান্ড, জার্মানি, উত্তর মধ্য
ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ইত্যাদি।
৭. সয়াবিন। উৎপাদিত দেশসমূহঃ চীন যুক্তরাষ্ট্র।
৮. সরিষা। উৎপাদিত দেশসমূহঃ ভারত, বাংলাদেশ।
৯. নারিকেল তৈল। উৎপাদিত দেশসমূহঃ শ্রীলংকা, ইন্দোনেশিয়া,
ফিলিপাইন,বাংলাদেশ, ভারত।
১০. পাম ওয়েল। উৎপাদিত দেশসমূহঃ নাইজেরিযা, মালয়েশিয়া,
ইন্দোনেশিয়া, কলম্বিয়া, থাইল্যান্ড, অইভেরি কোষ্ট।
১১. ওলিভ ওয়েল। উৎপাদিত দেশসমূহঃ ইতালি, স্পেন, গ্রীস।
১২. ইক্ষু। উৎপাদিত দেশসমূহঃ কিউবা, ব্রাজিল, ভারত।
১৩. সুগার বিট। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, পশ্চিম
জার্মানি, জাপান।
১৪. চা। উৎপাদিত দেশসমূহঃ ভারত, চীন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া,
জাপান, বাংলাদেশ।
১৫. কফি। উৎপাদিত দেশসমূহঃ ব্রাজিল, কলম্বিয়া, এঙ্গোলা,
ইন্দোনেশিয়া, ভারত।
১৬. কোকো। উৎপাদিত দেশসমূহঃ ঘানা, নাইজেরিয়া, ব্রাজিল,
আইভেরি কোষ্ট।
১৭. তামাক। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, কিউবা,
সোভিয়েত ইউনিযন।
১৮. রাবার। উৎপাদিত দেশসমূহঃ মালয়েশিয়া, সিঙ্গাপুর,
ইন্দোনেশিয়া।
১৯. পাট। উৎপাদিত দেশসমূহঃ ভারত, বাংলাদেশ, ব্রাজিল।
২০. তুলা। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত,
ব্রাজিল, পাকিস্তান, মিশর।