Md Faruk Hossen ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ

  • Home
  • Md Faruk Hossen ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ

Md Faruk Hossen ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ Freelancer�
Enterpreneur�
Digital Marketer� Hello, Me MD FARUK HOSSEN. And I am an experienced, dedicated, and hard-working freelancer. excel etc.

I have been working for 3 years in another marketplace. Your satisfaction is my first goal. I believe that quality work and communication is the key to success. I have impressive expertise in my working areas. I will Provide you with Social media Marketing, B2B Lead Generation, Web Research, Linkedin Lead Generation, Data Entry, Email Finding, email or prospect list building, MS office. Client Sat

isfaction is my main objective. So you will get the best service and support. I'm available anytime as you need.

Freelancer দের ১০ টি বৈশিষ্টঃ🥰১। সবকিছুর চাইতে Buyer Work বেশিগুরুত্বপূর্ণ মনে করেন ।২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠেসকাল ১...
26/06/2022

Freelancer দের ১০ টি বৈশিষ্টঃ🥰

১। সবকিছুর চাইতে Buyer Work বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন ।
২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠে
সকাল ১১-০১টায়।
৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy
Happiness"
৪। এরা বাঘের মত একটানা 8-12 ঘন্টা
পিসির সামনে বসে থাকতে
পারবে।
৫। এরা খাবার ব্যতিত থাকতে
পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট
থাকতে পারবে না।
৬। কাজ করার সময় যদি এদেরকে কফি
দেওয়া হয় কফি কখন যে শরবত হয়ে
যায় এরা নিজেরাও জানে না।
৭। এরা সাধারনত শান্ত প্রকৃতির হয়।
৮। এদের মোবাইলে কখনোই চার্জ
থাকে না।
৯। এরা যখন কোন কাজ করে তখন যদি
এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে
পারে না।
১০। যে কোন উপলক্ষ যে কোন বিশেষ
দিন সব দিনেই এরা কাজ করে

©️ collected :

কারো সফলতা তার চেষ্টার উপরে নির্ভর করে 😊😊Pic:collected
23/06/2022

কারো সফলতা তার চেষ্টার উপরে নির্ভর করে 😊😊

Pic:collected

31/05/2022

বউ যখন অতিরিক্ত সাংসারিক 🥴🥴
আর বর যখন ফ্রিল্যান্সার 🥱🥱
বাকিটা ইতিহাস 😃✌️😎

29/05/2022

শুভ জন্মদিন Lal Roni ভাই Founder & CEO 'ওল্ড মাস্তান।

05/05/2022

আমার প্রিয় জামালপুর জেলা |
Jamalpur District
জামালপুর, বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলে অবস্থিত এবং নকশী কাঁথা ও নকশী চাদরের জন্য বিখ্যাত একটি জেলা। এ জেলাটি ময়মনসিংহ বিভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল (রহ.) নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ২০০ জন অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয়, শাহ জামাল-এর নামানুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর।
এ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়, কুড়িগ্রাম জেলা, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা অবস্থিত।
১৯৭১ সালে ১০ ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের ২০ তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে জামালপুর জেলা ভেঙ্গে শেরপুর জেলা গঠন করা হয়।
কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম এবং গম উৎপাদিত হয়। ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা যমুনা সার কারখানা এ জেলাতেই অবস্থিত।
জামালপুর জেলা ৭টি উপজেলা, ৭টি থানা, ৮টি পৌরসভা ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার সংসদীয় আসন ১৩৮ থেকে ১৪২ পর্যন্ত।
জামালপুর জেলায় মোট ৭টি উপজেলাগুলো হল:
ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী
জামালপুরের নকশী কাঁথা ও নকশী চাদর এখনো সারা দেশে সমাদৃত। এখানে তৈরি নকশিকাঁথা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। দারিদ্র্য বিমোচনেও এ জেলার শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

জামালপুর জেলার আরো বিভিন্ন জিনিসের দেশজোড়া খ্যাতি রয়েছে। তার মধ্যে ইসলামপুরের কাঁসার বাসন ও গুড়, মেলান্দহের উন্নতমানের তামাক ও তৈল, দেওয়ানগঞ্জের আখ ও চিনি, সরিষাবাড়ীর পাট ও সার, মাদারগঞ্জের মাছ, দুধ ও ঘি, বকশীগঞ্জের নকশীকাথা, চিনা মাটি, কাঁচ বালি, নুড়ি পাথর, বাঁশ ও বেতের আসবাবপত্র, জামদানি শিল্প এবং জামালপুর সদর উপজেলার আনারস, পান, বুড়িমার মিষ্টি ও আজমেরীর জিলাপী, সর ভাজা, ছানার পায়েস, ছানার মিষ্টি ইত্যাদি।
এ জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছেঃ
শেখ হাসিনা মেডিকেল কলেজ
জামালপুর জেলা স্কুল
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সরকারি আশেক মাহমুদ কলেজ
এ উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেনঃ
মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম - মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে-ফোর্স'-এর সর্বাধিনায়ক
হারুন হাবীব, প্রখ্যাত সাংবাদিক,সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা, ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত
আব্দুল কাইয়ুম বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি
নজরুল ইসলাম খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য
সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী
মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান- অবিভক্ত বাংলার আইনসভার সদস্য
আব্দুস সালাম তালুকদার - সাবেক বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান
মেজর জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান- বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও চিফ অব ডিফেন্স স্টাফ
রাশেদ মোশাররফ- সাবেক ভুমি প্রাতিমন্ত্রী
আবুল কালাম আজাদ - সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী
রেজাউল করিম হীরা- সাবেক ভূমি মন্ত্রী
মির্জা আজম - সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,সাবেক প্রতিমন্ত্রী,সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ
আশরাফ উদ দৌল্লাহ পালোয়ান (সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি)
মুরাদ হাসান- তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ফরিদুল হক খান-ধর্ম প্রতিমন্ত্রী
আনোয়ারুল কবির তালুকদার- সাবেক মেজর জেনারেল এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
মাওলানা নুরুল ইসলাম- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী়
আব্দুস সাত্তার- সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
আতিউর রহমান - অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
এ এস এম আব্দুল হালিম-সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
আব্দুল কাইয়ুম - সাবেক পুলিশ মহা পরিদর্শক(আইজিপি)
আবুল কালাম আজাদ- প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক
আব্দুল ওয়াহহাব মিঞা-সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
মোখলেছুর রহমান পান্না-সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।
মাহবুবুর রহমান রিপন-অতিরিক্ত আইজিপি(ভারপ্রাপ্ত),বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ
মির্জা হোসাইন হায়দার- বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারক
মোঃ-জহুরুল হক- দুদক কমিশনার ও সাবেক বিটিআরসি চেয়ারম্যান
হাসান হাফিজুর রহমান - প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক, এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত
আমানুল্লাহ কবীর - বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের সাবেক পরিচালক
আনোয়ার হোসেন - নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত অভিনেতা
নজরুল ইসলাম বাবু- বিখ্যাত গীতিকার ও শিল্পী;
আমজাদ হোসেন - বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার;
মেহের আফরোজ শাওন- অভিনেত্রী
ওস্তাদ ফজলুল হক- ঠুমরী গানের জন্য উপমহাদেশে বিখ্যাত
প্রফেসর ডাঃএ বি এম আব্দুল্লাহ,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও খ্যাতনামা একুশে পদক প্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ

চিত্তাকর্ষক স্থান
হযরত শাহ জামাল -এর মাজার
হযরত শাহ কামাল -এর মাজার
হযরত মাওলানা শাহ সূফি সৈয়দ সাইফুল মালেক (রঃ) -এর মাজার
আল মসজিদ্দু আসছালাম ও নহরে রব্বানী দিঘি
শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী
গারো পাহাড় লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র
ধানুয়া কামালপুর স্থলবন্দর
দয়াময়ী মন্দির
যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি
তরফদার খামারবাড়ী
লাউচাপড়া পাহাড়ি অরণ্য
গান্ধী আশ্রম
যমুনা সিটি পার্ক
উন্নয়ন সংঘ চাইল্ড সিটি
সরিষাবাড়ী সোলার প্ল্যান্ট
ডেফলা ব্রীজ
ইসলামপুর কাসা শিল্প
মালঞ্চ মসজিদ
পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ
নরপাড়া দুর্গ
মুক্তিযুদ্ধে জামালপুর ১১ নং সেক্টর
মধুটিলা ইকোপার্ক
এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছেঃ দৈনিক জামালপুর, দৈনিক আজকের জামাালপুর ইত্যাদি।
এ জেলা নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে জানান কমেন্টে আর শেয়ার করে ছড়িয়ে দিন জামালপুর জেলাকে।
collected:

Presentation: MD Ujjol Hossen
Videographics: Foysal Alom
Direction: Siddique Mohsin Patwary

আর মাত্র একটা দিন একটু কষ্ট কর😆😆
01/05/2022

আর মাত্র একটা দিন একটু কষ্ট কর😆😆

26/04/2022

পিছনে টেনে ধরা লোকের অভাব নেই। মনবল রেখে সামনে আগাতে পারলে সফলতা আসবেই। পিছুটানকে মোটিভেশনে পরিবর্তন করতে হবে।

Video Collected.

23/04/2022

#ফ্রিল্যান্সিং নিয়ে বাঙালির কমন প্রশ্ন ❓🙂

1:- ভাই ফ্রিল্যান্সিং করে কত টাকা কামাইছেন..?
2:-প্রতিদিন কি হাজার টাকা উপরে পান.?
3:- ভাই আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো?
4:- ভাই টাকা টা কি প্রতিদিন দিবে.?
5:- ভাই আমাকে ফ্রি শিখাবেন.?
6:- আমি আগে কাজ করব তারপর আপনার কোর্স ফি দিবো।
7:- ভাই আমার কাছে কোর্সের টাকা নেই কিন্তু আপনি আমাকে শিখান আপনাকে টাকা দিবো
8:- অনেকে তো আছে কোর্স না করেই ফ্রিল্যান্সিং করতে চায়।

যারা এই প্রশ্ন গুলো করেন তাদের বলি 🙂

ফ্রিল্যান্সিং টাকে আপনারা হাতের মোয়া ভাবেন?

বুজিনা ভাই আপনারা আগে কাজ সম্পর্কে জানেন না বুজেন না আগেই আসেন ইনকাম এর প্রশ্ন করতে🙂
একটা প্রতিষ্ঠান হাজার হাজার টাকা দিয়ে টিচার রাখে কোর্স করানো জন্য আর তারা আপনাকে ফ্রি শিখাবে.?
বাঙালিরা সব কিছু ফ্রিতে পেতে চায় যার জন্য দেশের এই অবস্থা. 🙂💔

ফ্রিল্যান্সিং করতে চান বেশ ভালো কথা আপনাকে আগে টার্গেট রাখতে হবে যেকোনো একটা আইটি প্রতিষ্ঠান থেকে ৩-৪ মাসের কোর্স সেটা আপনাকে করতে হবে । কোর্স করলেই যে খুব বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে যাবেন সেটাও না,
কোর্স শেষে যারা মনোযোগ সহকারে ক্লাস গুলো করেছিলো যাদের ইচ্ছে শক্তি ভালো, কাজের আগ্রহ আছে তারাই কেবল আগাতে পারে,,,,

প্রথম আপনি ছোট ছোট কিছু কাজ পাবেন সেগুলো থেকে খুবই অল্প কিছু ইনকাম হবে এর পর আস্তে আস্তে আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়বে তারপর আপনি ভালো ভালো কাজ পেতে শুরু করবেন আপনার ইনকাম টা শুরু হবে,
এতো ইজি না ভাই যে আসলেই আপনার জন্য টাকা নিয়ে মানুষ বসে থাকবে৷
বাসায় বসে যেহেতু ইনকাম করতে চান সেহেতু খুবই মনোযোগ ধৈর্য সহকারে
কোর্স করুন।
কাজ গুলো ভালোভাবে শিখুন তারপর ইনকাম এর কথা ভাববেন।
ধন্যবাদ সবাইকে ☺

✍️নতুনদের জন্য ফাইভার টিপস 💯💥▶️ প্রথমেই আসি ফাইবার প্রোফাইল নিয়ে। ফাইবার প্রোফাইল তার নামেই খুলবেন যার ভোটার আইডি বা পাস...
07/04/2022

✍️নতুনদের জন্য ফাইভার টিপস 💯💥
▶️ প্রথমেই আসি ফাইবার প্রোফাইল নিয়ে। ফাইবার প্রোফাইল তার নামেই খুলবেন যার ভোটার আইডি বা পাসপোর্ট আছে। কারন যেকোন সময় ভ্যারিফিকেশনে পড়তে পারেন।
▶️ ফাইবারে যদি আপনি লং টাইম কাজ করার জন্য আসেন তাহলে ফাইবারে কোন দুই নাম্বারি করা যাবে না। ফাইবারে গিগ যেহেতু একটা প্রোডাক্টের মত। প্রোডাক্ট যত আকর্ষনীয় করে তুলবেন তত সেল হবে। ফাইবারে গিগের ইমেজ বা ড্রেসক্রিপশন কখনই কারও কপি করা যাবে না। হ্যা আপনি অন্যদের দেখে আইডিয়া নিতে পারেন তাই বলে কপি করতে পারবেন না। নাছাড়া অনেকদূর এগিয়ে যাওয়ার পর একদিন দেখবেন আপনার গিগ রিমুভ।
▶️ ফাইবারে অনেক ক্যাটাগরির গিগ রিমুভ করে দিয়েছে যেগুলা অবৈধ কাজের মধ্যে পড়ে যেমন ইউটিউব লাইক,সাবস্ক্রাইব, রিভিউ ইত্যাদি। তাই অবশ্যই ইউনিক বিষয়ে গিগ খুলবেন নাছাড়া অনেকদূর যাওয়ার পর দেখবেন একদিন গিগ রিমুভ।
▶️ গ্রুপে অনেক পোস্ট দেখি যে আমি ইংরেজী ভালো পারি না কিন্তু কাজ পারি তাহলে কি আমি ফাইবারে কাজ করতে পারব? উত্তরটা আপনার কাছেই আছে। সাপোস আপনি কাজ পারেন আপনার কাছে একজন জার্মান ক্লায়েন্ট আসছে তার সাথে যদি জার্মান ভাষায় কথা বলতে না পারেন তাহলে আপনি তার থেকে কাজ বুঝে নেবেন কিভাবে আর করবেন কিভাবে। তেমনি ইংলিশ বিষয়টাও সেম। কাজ করার ক্ষেত্রে কমুনিকেশন রাখাটা খুব জরুরী আপনি কাজ না বুঝে নিতে না পারলে কাজ কখনই করতে পারবেন না। আর ইংলিশ বোঝার জন্য একবার একে একবার ওকে নক দিতে তো পারেন না। আর গুগল ট্রান্সলেট কখনই ১০০% রাইট আউটপুট দেয় না। সুতরাং ইংরেজি শিখার প্ল্যানিং করুন।
🙏পোস্টটি ভালো লাগলে শেয়ার করুণ।🙏

অবশ্যই সরকারী চাকরী ভাল । পুরো দেশ পরিচালনার কঠিন কাজের দায়িত্ব মাথায় নিয়ে জনগণকে প্রতিনিয়ত ভাল রাখার জন্য তাঁরা তাদের জ...
22/03/2022

অবশ্যই সরকারী চাকরী ভাল । পুরো দেশ পরিচালনার কঠিন কাজের দায়িত্ব মাথায় নিয়ে জনগণকে প্রতিনিয়ত ভাল রাখার জন্য তাঁরা তাদের জীবন-যৌবনকে উৎসর্গ করেন ।

আমরা সরকারী বেসরকারী যেই প্রতিষ্ঠানে কাজ করি না কেন বা যে ব্যবসাই করিনা কেন তার মূল্য লক্ষ্য মানুষকে সেবা দেয়া । মানুষকে সেবা দেয়ার উদ্দেশ্যে আপনি যাই করেন না কেন তাই হালাল ।

কেউ যদি এইভাবে ভাবে যে আমি অমুক পজিশনে সরকারী চাকরী করব কারণ ঐ চাকরীটা করলে আমি অনেক বেশী মানুষের সেবা করার সুযোগ পাব । ঐ পজিশনে থেকে আমি আমার মেধা, সততা ও পরিশ্রম দিয়ে মানুষের মঙ্গলের জন্য কাজ করব । এই নিয়তে যারা চাকরী করবে তাদের বেতনটাই পরিপূর্ণ হালাল হবে ।

পক্ষান্তরে কেউ যদি চিন্তা করে আমি শুধু বেতন, বোনাস, পেনশন ও ক্ষমতা পাওয়ার জন্য সরকারী চাকরী করব । আমাদের মনে হয় তার বেতনের টাকাটা পুরোপুরে হালাল হবে না । এইভাবে শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে কোন মানুষ যদি চাকরী বা ব্যবসা করে সে ভয়ংকর । টাকার জন্য যে কোন অন্যায়, অবৈধ, ক্ষতিকর কাজ করতে তার হাত কাঁপবে না ।

সরকারী-বেসরকারী চাকরী, ব্যবসা বা ফ্রিল্যান্সিং যাই করেন না কেন মূল লক্ষ্য হওয়া উচিত মানুষকে সেবা দেয়া ।

---------------------------------------

যদি আপনি আসলেই চান মানুষের সেবা করতে এবং সম্পূর্ণ সৎভাবে, ১০০% হালালভাবে অনেক বেশী টাকা উপার্জন করতে তাহলে ফ্রিল্যান্সিং বেষ্ট । কারণ সরকারী চাকরী করলে আপনি যে পরিমাণ মানুষকে সেবা দিতে পারবেন, ফ্রিল্যান্সিং করলে তার চাইতে অনেক বেশীগুণ মানুষের জন্য কাজ করতে পারবেন । ফ্রিল্যান্সিং করলে আপনি কাজ করছেন প্রথমত বাংলাদেশে রেমিটেন্স আনতে এবং দ্বিতীয়ত কোটি কোটি তরুন যুবককে পথ দেখাতে ।

----------------------------------------------

প্রথমত আপনি নিজে নিজে ফ্রিল্যান্সিং কাজ করবেন । ৩/৪ মাস পর যখন অনেক বেশী অর্ডার পাবেন তখন অবশ্যই আপনাকে ১০/১২ জনকে চাকরী দিতে হবে । আপনার মাধ্যমে অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরী হবে । পাশাপাশি আপনি যা জানেন তা দিয়ে ভিডিও তৈরী করে ইউটিউবে দিতে পারেন । লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে, আপনার দেখানো পথে হেঁটে সফল হবে, লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড হবে, সেই মনুষ সহ তার পরিবার আজীবন আপনার জন্য দেয়া করবে । মনে এত বেশী প্রশান্তি পাবেন যা আপনি শত কোটি টাকার মধ্যেও পাবেন না ।

----------------------------------------------

এইভাবে একজন ফ্রিল্যান্সার লাখ লাখ মানুষকে এবং দেশকে সেবা দিতে পারে । যারা সৎভাবে, আন্তরিকভাবে এবং মানুষকে সেবা দেয়ার জন্যই সরকারী চাকরী করেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি সরকারী চাকরীর চাইতে ফ্রিল্যান্সিং এ মানবসেবার সুযোগ বেশী ।

----------------------------------------------

ফ্রিল্যান্সিং এ বাড়তি সুবিধা যেটা সরকারী চাকরীতে নেই:

১. দিনে বা রাতে যখন খুশী, যতক্ষণ খুশী কাজ করার স্বাধীনতা । শহর বা গ্রাম, ঘরে কিংবা বাইরে যেখানে ইচ্ছা সেখানে বসেই কাজ করা যবে ।

২. প্রতি মাসেই সেলারী ডাবল হয়

৩. গ্রীণ কার্ড নিয়ে ইউরোপ - আমেরিকায় স্থায়ী হওয়ার সুযোগ

৪. এখানে কোন বেকার সমস্যা নাই । সারা পৃথিবী ব্যাপী লক্ষ লক্ষ কোম্পানী ।

৫. ভাল কাজ জানলে দ্রূত প্রমোশন এবং জব সুইচ সুযোগ ।

তাহলে সবাই সরকারী চাকরীর পেছনে না ছুটে ফ্রিল্যান্সিং শুরু করছে না কেন ?

কারণ সরকারী চাকরী করতে শুধুমাত্র এডুকেশন থাকলেই চলে কোন স্কীল লাগে না । অর্থাৎ যে কেউ শুধুমাত্র পড়শুনা শেষ করেই যে কোন বাস্তব কাজের প্রশিক্ষণ না নিয়েই সরকারী চাকরীতে জয়েন করতে পারে ।

কিন্তু ফ্রিল্যান্সিং এ লাগবে এডুকেশন + স্কীল । কেউ শুধুমাত্র পড়াশুনা শেষ করে সর্টিফিকেট সাবমিট করলেই ফ্রিল্যান্সিং জব পাবে না । তাকে একদম গোড়া থেকেই কম্পিউটার সংক্রান্ত কাজগুলো খুব ভালভাবে প্রফেশনাল লেভেলে শিখতে হবে । যে যত ভাল কাজ শিখতে পারবে, যত বেশী স্কিলফুলি কাজ করতে পারবে তার ইনকাম তত বেশী ।

সুতরাং শুধুমাত্র অনার্স মাষ্টার্স কম্পিলিট করলেই আপনি সরকারী চাকরীতে এপ্লাই করার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং জব এ এপ্লাই করার জন্য আপনার একমাত্র যোগ্যতার মাপকাঠি হল প্র্যাকটিক্যাল কাজ জানা । এখানে বায়ার কখনো আপনার এডুকেশনাল সর্টিফিকেট দেখতে চাইবে না । আপনি কি গ্রাজুয়েশন কম্পিলিট করেছেন নাকি এখনো স্টূডেন্ট তা ম্যাটার করে না । কিন্তু কথা হল যে যত বেশী শিক্ষিত তার কোয়ালিটি কাজ প্রোভাই করার এবং প্রবলেম সলভিং ক্ষমতা বেশী থাকে তাই তারা বিদেশী কোম্পানীতে মিড লেভেল হায়ার পজিশন হোল্ড করতে পারে এবং স্বাভাবিকভাবেই বেশী ইনকাম হয় । মনে রাখতে হবে ফ্রিল্যান্সিং একটি চ্যালেঞ্জিং প্রফেশন । সফল হওয়ার জন্য দরকার টোটাল ডেডিকেশন এন্ড কনসেট্রেশন । মনে রাখতে হবে ফ্রিল্যান্সিং মানেই ইনকাম না, ফ্রিল্যান্সিং মানে বিদেশী কোম্পানীতে খুব গুরুত্বপূর্ণ পদে কাজ করা ।

এবার সিদ্ধান্ত আপনার । ধন্যবাদ ।

Collected:

শীর্ষ ৫টি কারণ যার জন্য আপনার Fiverr অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে:
12/03/2022

শীর্ষ ৫টি কারণ যার জন্য আপনার Fiverr অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে:

আসসালামু-আলাইকুম.আজ কথা বলবো গিগ মার্কেটিং, কথিত গিগ ফেভারিট এক্সচেঞ্জ, ক্লিক করে গিগ এর ইম্প্রেশন বৃদ্ধিকরণ বা এটা কি ক...
10/03/2022

আসসালামু-আলাইকুম.
আজ কথা বলবো গিগ মার্কেটিং, কথিত গিগ ফেভারিট এক্সচেঞ্জ, ক্লিক করে গিগ এর ইম্প্রেশন বৃদ্ধিকরণ বা এটা কি কোনো কাজের নাকি মুল্যহীন!!

প্রথমতো আগে পুড়ো পোষ্ট পরবেন, তারপর মন্তব্য করবেন এবং আমি তেমন কোনো বড় মাপের ফ্রিল্যান্সার নই এবং আমি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দাবিও করি না সো আমার ক্ষুদ্র জ্ঞান যৌক্তিক ব্যাখ্যা এবং অভিজ্ঞার আলোকে আজকের আলোচনা টা করবো।

অকে এবার আমাদের মূল আলোচনায় আশা যাক,
আমরা প্রায় সময় দেখি আমাদের গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ গুলোতে আমরা অনেকেই গিগ লিংক শেয়ার করে গিগ এর ইম্প্রেশন তথা ক্লিক, ফেভারিট এক্সচেঞ্জ করি।
কেনো করি? কারনটা স্বাভাবিক, যেভাবেই হোক আমাদের মস্তিষ্ক এর ভেতরে কেউ ঢুকিয়ে দিয়েছে এটা করলে আপনার গিগ র‍্যাংক করবে এবং অর্ডার পাবার সম্ভাবনা বেড়ে যাবে।
আসলেই কি এটা হয়?
এখন যদি বলি না, ভূল! তাহলেও একদল আমাকে দোষারোপ করবে আবার যদি বলি এটা সঠিক তাহলে অনেকেই ভূলের মধ্যেই থেকে যাবো।
তবে এটা ১০০% ভূল আবার ১০০% সঠিক।

এবার ভাবছেন কি বললাম আমি। তাই না?
জ্বি, এটা ১০০% সঠিক যদি সেটা সঠিক ভাবে সঠিক জায়গায় করা যায়। আর এটা আবার ১০০ ভূল কারন আমরা প্রায় ৯০% ভূল জায়গায় বা ভূল ভাবে প্রয়োগ করি।

অকে প্রথমত আমরা আলোচনা করি এটা ভূল কেনো এবং এটার কারনে কি কি সমস্যা হতে পারে।
প্রথমতো এটা ভূল কারন আমরা ভূল জায়গায় প্র‍য়োগ করি। কিভাবে?
আচ্ছা আপনি যেই গ্রুপ গুলোতে আপনার গিগ লিংক শেয়ার করে ক্লিক, ফেভারিট নিচ্ছেন সেই গ্রুপ গুলো কোন দেশের? জ্বি ৯০% বাংলাদেশের।

সো যারা আপনার গিগ এ ক্লিক করছে, ফেভারিট দিচ্ছে তাদের মধ্যে ৯৮% কিন্তু আপনারই মতো সেলার। সো তাদের আপনার সার্ভিস কেনার সম্ভাবনা ৯৯% নেই বললেই চলে।

আচ্ছা এখন আপনারা বলবেন ভাই সেলস না পাই ইম্প্রেশন, ক্লিক, ফেভারিট বাড়তেছে সো এটা মার্কেটপ্লেসে আমার গিগ র‍্যাংক করতে হেল্প করবে সো তখন আমার সেল পাবার সম্ভাবনা বাড়বে।

জ্বি এটাও ভূল। কিভাবে?
অকে বলছি, একটা গিগ এ ক্লিক,ফেভারিট বায়াররা কেনো করে? লাইক আপনার সার্ভিস তারা নিতে চায় বা আপনার সার্ভিস নিবে বলে আপনার গিগ টা ফেভারিট করে সেভ করে রাখলো যাতে আপনাকে সহজে খুজে পায় এবং আপনার সার্ভিস সে নিতে পারে।
এখন ভাই ফাইভারকে কে আপনার এতোই অজ্ঞ মনে হয়? যে তারা বুঝতে পারবে না ক্লিক, ফেভারিট গুলো কোন দেশ বা কোন ধরনের প্রোফাইল থেকে আসতেছে?
অকে ধরে নিলাম বুঝতে পারবে না, কিন্তু একবার ভাবুন তো যেই গিগ এর ১০,০০০ ইম্প্রেশন, ৫,০০০ ক্লিক, ৭,০০০ ফেভারিট কিন্তু অর্ডার এবং কনভারসেশন নাই।

মানে টা কি বুঝতে পারছেন? যখন ফাইভার দেখবে আপনাত গিগ এর এই অবস্থা কিন্তু কোনো অর্ডার নাই তখন তারা ধরেই নিবে আপনি স্পামিং করতেছেন সো আপনার গিগ র‍্যাংক তো দূরের কথা উলটো ডাউন করার সম্ভাবনা বেশি।

আর এর কারনে কি কি ক্ষতি পারে-
-অনেক হেল্পিং ভালো ভালো বড় গ্রুপ গুলোতে এই স্পামিং করার কারনে ব্লক খাবেন। যেটা আমরাও করি।
-কিছু অসাধু চক্র আপনার গিগ নিয়ে আপনাকে ফাঁদে ফেলবে।
- আপনার আশেপাশে শত্রু থাককে এই গিগলিংক এর দ্বারা আপনার প্রোফাইলের ক্ষতি করার চেষ্টা করবে।
-এতো কষ্ট করে করা গিগ নিমিষেই কপি হয়ে যাবে
ইত্যাদি ইত্যাদি।

তাহলে এখন বলবেন ভাই ফাইভার তো নিজেই বলে সোশ্যাল মিডিয়াতে গিগ লিংক শেয়ার করতে, আর আপনি বলেন করা যাবে না।

ভাই আমি কিন্তু আগেও বলছি জ্বি যাবে, তো সেটা সঠিক নিয়মে সঠিক উপায়ে।

আপনি আপনার সার্ভিস গিগ শেয়ার করেন, বাইরের দেশের গ্রুপ গুলোতে যেখান থেকে আপনার সেলস পাবার সম্ভাবনা আছে।

আপনার সার্ভিস রিলেটেড বাইরের দেশে যেমন- USA, UK ভিক্তিক নানা গ্রুপ বা Agency এর পেইজ, প্রোফাইল,গ্রুপ/কমিউনিটি আছে তাদের রুলস মেন্টেইন করে আপনার গিগ লিংক শেয়ার করুন এতে আপনার সেলস পাবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
আপনি আপনার গিগ নিয়ে "টার্গেটেড অডিয়েন্স" অনুয়ায়ী মার্কেটিং করেন জেনুইন সেলস, ইম্প্রেশন, ক্লিক পাবেন।
আলহামদুলিল্লাহ্‌ আপনার গিগ ও র‍্যাংক করবে।

আজ এ পর্যন্তই, ভূল ত্রুটি হুলে কমেন্টে সংশোধনমুলক মন্তব্য করুন।

ধন্যবাদ
Collected

 #ফ্রিল্যান্সিং_অধিক_অর্থ_উপার্জনের_একমাত্র_মাধ্যম বর্তমান সময়ে বাংলাদেশ মুক্তপেশা তথা ফ্রিল্যান্সিং বিষয়টি খুব জনপ্রি...
07/03/2022

#ফ্রিল্যান্সিং_অধিক_অর্থ_উপার্জনের_একমাত্র_মাধ্যম

বর্তমান সময়ে বাংলাদেশ মুক্তপেশা তথা ফ্রিল্যান্সিং বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠছে। একটি মানসম্মত জীবিকা নির্বাহের জন্য বিশাল বেকার জনগোষ্ঠীর বেশিরভাগই ঝুঁকে পড়ছে এই পেশার দিকে। কিন্তু সঠিক গাইডলাইন কিংবা শেখার সীমিত সুযোগের অভাবে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।অনেকেই কাজ শেখার পরেও কোন কাজ পাচ্ছে না, ফলে হতাশায় ভুগছে। প্রান্তিক জনগোষ্ঠীর বেশিরভাগ কর্মী দক্ষ না হওয়ার কারণে এই পেশায় অবদান রাখতে পারছে না। দেশের যুব সমাজ যাতে সঠিকভাবে দক্ষ হয়ে নিজেদের উপার্জনের মাধ্যমে নিজ পরিবার তথা সমগ্র দেশের কল্যাণে এগিয়ে আসতে পারে একমাত্র ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার আর তার জন্য আপনার প্রয়োজন শুধু কাজ করার মন মানসিকতা এবং ধৈর্য ।
ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিস্তারিত জানতে কিংবা গাইডলাইন পেতে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো..

 #ফ্রীল্যান্সিংয়ে_সফল_হওয়ার_চারটি_উপায় ফাইভারে কাজ করার পাশাপাশি ৪ টা  জিনিস নিশ্চিত করুন,  নাহলে ফ্রিল্যান্সিং এ কখন...
06/03/2022

#ফ্রীল্যান্সিংয়ে_সফল_হওয়ার_চারটি_উপায়

ফাইভারে কাজ করার পাশাপাশি ৪ টা জিনিস নিশ্চিত করুন, নাহলে ফ্রিল্যান্সিং এ কখনো স্ট্যাবল ইনকাম হবেনা

(১) ফিক্সড ক্লায়েন্ট বেইজ তৈরি করুন, কোন ক্লায়েন্টের সাথে দুইটা কাজ করার পর তার সাথে ফ্রেন্ডলি হোন, তার কাছে তার সম্পর্কে জানতে চান, বেশি কাজ করালে আপনি ডিসকাউন্টে কাজ করতে রাজি আছে জানান। তাকে অন্যদের রেফার করতে বলুন। অবশ্যই এই জন্য যেকোন ক্লায়েন্ট প্রথম কাজ ১০০% বেশি এফোর্ট দিন। তাকে ওভার ডেলিভার করেন যাতে সে ১০০% খুশি হয়।
(২) কাজের পাশাপাশি আপনার স্কিল রিলেটেড #মার্কেটিং প্রোগ্রাম খুজুন। সুযোগ বুঝে সেগুলো ইউজ করুন। যেকোন কিছু করার আগে সেটা নিয়ে রিসার্চ করুন। আমি আমার স্কিল রিলেটেড #এফিলিয়েট মার্কেটিং করি চাইলে আপনিও করতে পারেন আপনার মতো ।
(৩) ফেইসবুকে আপনার স্কিল রিলেটেড গ্রুপে একটিভ থাকুন। অন্যদের হেল্প করুন। কমিউনিটি তে হেল্পফুল পোস্ট দিন। এ ও সময় দিন। পাশাপাশি আপনি যা জানেন সেটা ইউটিউবে শেয়ার করুন। আমার এখন নিয়মিত ইউটিউব থেকে মাসে ক্লায়েন্ট আসে।
(৪) অবসর পেলেই নিজের স্কিল আপগ্রেড করুন। নিজেকে আপনার ফিল্ডে এক্সপার্ট হতে হলে যা জানা দরকার সেটা প্ল্যান করে কাজ শিখুন। এপ্লাই করুন। বই পড়ুন, জানুন এবং নিজেকে একজন এর মাইন্ডসেট গড়ে তুলুন যাতে ভবিষ্যতে টিম লিড করতে পারেন।

হতাশায় সফলতা আসে না সফলতা আসে ধৈর্যে✌✌
05/03/2022

হতাশায় সফলতা আসে না সফলতা আসে ধৈর্যে✌✌

28/02/2022

ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ?

পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র কিংবা প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মূলত এই বেকারত্ব সমস্যার সৃষ্টি। এমন হাজারো স্নাতক বেকার রয়েছে যাদের স্কিল ভিত্তিক দক্ষতা না থাকায় চাকরি হচ্ছে না। কাজেই ফ্রিল্যান্সিং করে আপনি ছাত্রজীবনেই আপনার স্কিল ভিত্তিক দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ার পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন।

ধরে নিন, আপনার আইটি বিষয়ে আগ্রহ রয়েছে কিংবা ওয়েব নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ওয়েব অথবা আইটি বিষয়ক কোর্স করে নিজেকে ক্যারিয়ার জগতের এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কেননা, মুক্তপেশা কোর্স শুধু আপনাকে টাকা উপার্জনের কৌশলই শেখাবে না। আপনাকে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে যথেষ্ট অভিজ্ঞ করে তুলবে। আপনার জ্ঞানের সীমাকে প্রসারিত করবে। আপনার কমিউনিকেশন স্কিল, আইটি নলেজ, ওয়েব মার্কেটিং, মার্কেটিং স্ট্রাটেজি, রাইটিং স্কিলকে দ্বিগুণ করে তুলবে।

22/02/2022

নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং হচ্ছে উপার্জনের সর্বসেরা মাধ্যম😊✌✌

21/02/2022

- অমর ২১ শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 🙂❤️

- সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি 🖤🥀

 #আত্ম_কর্মসংস্থানের_আরো_একটি_উৎস_ফ্রিল্যান্সিংনিজের কাজ নিজে করার নাম হচ্ছে আত্মকর্মসংস্থান। সেটা আপনার চাকরী, ব্যবসা ব...
05/02/2022

#আত্ম_কর্মসংস্থানের_আরো_একটি_উৎস_ফ্রিল্যান্সিং

নিজের কাজ নিজে করার নাম হচ্ছে আত্মকর্মসংস্থান। সেটা আপনার চাকরী, ব্যবসা বা বৈধ যে কোন পেশা হতে পারে। তিনটি জিনিসের সমন্বয় হলেই আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। তা হচ্ছে ইউজার, কম্পিউটার ও ইন্টারনেট। মনে রাখবেন, ”নিজের কাজ নিজে করিতে লজ্জা নাই।” সুতরাং ফ্রিল্যান্সিং কথাটা শুনে আঁতকে উঠার কিছু নেই, মোটামুটিভাবে আপনার কম্পিউটারে হাতে কড়ি থাকলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। শুধু দরকার হবে ধৈর্য্য ও ইচ্ছাশক্তি।

“পথ চলতে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু বন্ধুত্ব আশা করা যায় দু’এক জনের কাজ থেকে।” ঠিক অনুরূপ ফ্রিল্যান্সিং-এ অনেক সাইট আছে, আপনি সব সাইটে কাজ করতে পারবেন না। যেহেতু সময় এখানে ফ্যাক্টর। যে কোন দু’একটা সাইটে আপনি কাজ করতে পারবেন যাতে আপনার উপার্জন ভাল হয় সেভাবে।

১৯৯৮ সালে একটা মার্কেটপ্লেস এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর যাত্রা। ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার দুইটি পক্ষ থাকে। যখন ইচ্ছা তখন কাজ করলেই হলো। ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে নির্দিষ্ট সময় নির্ধারণ করে কাজ দেয় আর ফ্রিল্যান্সার তার নির্ধারিত সময়ে কাজ শেষ করে তার প্রাপ্য বুঝে নেই। ধরাবাধা কোন অফিস টাইম না থাকায় ব্যাপারটা বেশ জনপ্রিয়তা পেল। তাই আমরা বেকার সমস্যা কে দূর করতে ফ্রিল্যান্সিংয়ে কর্মসংস্থান গড়ে তুলতে পারি ।


🎯বতর্মান সরকার ফ্রিল্যান্সিং কে শুধুমাত্র একটি লাভজনক  পেশায় নয়  একটি সম্মানজনক পেশা হিসেবেও দেখছেন  এটিই তার উৎকৃষ্ট ...
31/01/2022

🎯বতর্মান সরকার ফ্রিল্যান্সিং কে শুধুমাত্র একটি লাভজনক পেশায় নয় একটি সম্মানজনক পেশা হিসেবেও দেখছেন এটিই তার উৎকৃষ্ট প্রতিফলন।

👉✍নিম্ন লিখিত ৫৫টি মার্কেটপ্লেসে কাজ করলে পাওয়া যাবে ৪% প্রণোদনা। 🎯 যেখানে অন্যান্য কাজে ট্যাক্স এবং ভ্যাট কাটা হয় কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য এক্সট্রা ৪% প্রণোদনা 🤗🤗
এখনো কি চাকরির পিছনে ছুটবেন নাকি ফ্রিল্যান্সিংয়ে যাত্রা শুরু করবেন?
যাই হোক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে😊

আর কেউ যদি ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক থাকেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে শুরু করতে পারছেন না তারা ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব



 #কিভাবে_বুঝবেন_আপনি_আসলেই_একটা_বলদ 🐴। যখন নিজেকে অন্যের সমালোচনায় ব্যস্ত রাখবেন 😊 আর নিজেকে সক্রেটিস ভেবে অন্যকে উপদেশ...
27/01/2022

#কিভাবে_বুঝবেন_আপনি_আসলেই_একটা_বলদ 🐴
। যখন নিজেকে অন্যের সমালোচনায় ব্যস্ত রাখবেন 😊 আর নিজেকে সক্রেটিস ভেবে অন্যকে উপদেশ দেওয়া শুরু করবেন😍 আর কিভাবে বুঝবেন আপনি জ্ঞানী 🤵 যখন আপনি নিজের সমালোচনা নিজেই করবেন এবং জ্ঞান অর্জনের জন্য সকল ধরনের মানুষের কাছে সাহায্য নিতে যাবেন।

 #উচ্চশিক্ষিত_বেকারত্বের_শীর্ষে_বাংলাদেশ-পড়ালেখা শেষ করে সবারই আশা থাকে একটি ভাল ক্যারিয়ার গড়ার। ছোটবেলা থেকেই বাবা-মা স...
27/01/2022

#উচ্চশিক্ষিত_বেকারত্বের_শীর্ষে_বাংলাদেশ
-
পড়ালেখা শেষ করে সবারই আশা থাকে একটি ভাল ক্যারিয়ার গড়ার। ছোটবেলা থেকেই বাবা-মা স্বপ্ন দেখেন তাদের সন্তান পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবে। ভাল একটি ক্যারিয়ার বলতে আমরা বুঝি ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিসিএস ক্যাডার হওয়া অথবা, ব্যাংকার কিংবা কোন মাল্টি-ন্যাশনাল কোন কোম্পানির উচ্চপদে চাকুরি করা। আমরাও আশায় দিন গুনি কবে আমার পড়াশোনা শেষ হবে আর বাবা-মা’র স্বপ্ন পূরণ হবে। কিন্তু পড়াশোনা শেষ করে যখন আমরা শ্রমবাজারে প্রবেশ করি তখনই কেবল প্রকৃত বাস্তবতা আমরা উপলব্ধি করি।

প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করেন, যার উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত। কিন্তু তাঁদের সবাই চাকরি পান না। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা চাকরিপ্রার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা তাঁদের চাহিদামতো কাজ পাচ্ছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই বেকার, যেখানে ভারতে ৩৩ শতাংশ, পাকিস্তানে ২৮ শতাংশ, নেপালে ২০ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭ দশমিক ৮ শতাংশ বেকার রয়েছেন। সে ক্ষেত্রে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। আর সমস্যাটি কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়। অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তাঁদের চাকরির বাজারও ভালো নয়।

স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি পেলেও দেশে ভালো চাকরির নিশ্চয়তা নেই। উচ্চশিক্ষায় দুর্দান্ত ফল অর্জনকারীদের মধ্যে ২ থেকে সাড়ে ৩৪ শতাংশ বেকার। আবার যারা চাকরি পান, তাদের ৭৫ শতাংশেরই বেতন চল্লিশ হাজার টাকার নিচে।

উচ্চশিক্ষিত মেধাবীদের চাকরি, বেতন ও বেকারত্বের এ হতাশাজনক চিত্র উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায়। ওই গবেষণায় দেখানো হয়েছে, শিক্ষিতদের (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী) এক-তৃতীয়াংশই বেকার। তাদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার বেশি অর্থাৎ যাদের পেছনে দেশ ও পরিবার বেশি অর্থ ব্যয় করেছে, তারাই বেশি বেকার। এ কেমন কথা?

মেধাবীদের মধ্যে বেকারত্ব বেশি। কি এর কারণ? বিআইডিএসের গবেষণা অনুযায়ী, সার্বিকভাবে শিক্ষিতদের মধ্যে ৩৩ শতাংশের বেশি বেকার। আর এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যারা প্রথম শ্রেণি পেয়েছে, তাদের মধ্যে বেকারত্ব ১৯ থেকে সাড়ে ৩৪ শতাংশ। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিপ্রাপ্তদের মধ্যে ৩৪ দশমিক ৪ শতাংশই বেকার। স্নাতক পর্যায়ে এমন মেধাবীদের বেকারত্বের হার প্রায় ২৮ শতাংশ।

গবেষণায় দেখা যায়, মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সম্পূর্ণ বেকার ৩৩ দশমিক ৩২ শতাংশ। এদের ৪৭ দশমিক ৭ শতাংশ সার্বক্ষণিক এবং ১৮ দশমিক ১ শতাংশ পার্টটাইম বা খণ্ডকালীন কাজে নিয়োজিত বেকার। স্নাতক ও স্নাতকোত্তর পাস করা যুবকদের মধ্যে বেকারত্বের হার ১১ দশমিক ২ শতাংশ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই হার ১৪ দশমিক ৯ শতাংশ।

এ ভয়াবহ অবস্থা নিরসনে চাকরি নির্ভরতা পরিহার করে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

  পেশাজীবীদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এটি অন্যতম ওয়েবসাইট ।  ফেসবুক বা টুইটারের ...
26/01/2022

পেশাজীবীদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এটি অন্যতম ওয়েবসাইট ।
ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে।

*আপনি চাকরি অথবা ব্যবসা করছেন কিংবা করার যদি সম্ভাবনা/পরিকল্পনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার LinkedIn প্রোফাইল থাকা উচিত। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার প্রোফাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ।



আলহামদুলিল্লাহ😊😊 ধন্যবাদ Future-IT Institute
18/01/2022

আলহামদুলিল্লাহ😊😊

ধন্যবাদ Future-IT Institute

ঘরে বসে আয়💰করুন ফ্রিল্যান্সিং আমাদের জানা একটি শব্দ হলেও বর্তমান সময়ে এর চাহিদা ব্যপক আকারে বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের...
18/01/2022

ঘরে বসে আয়💰করুন

ফ্রিল্যান্সিং আমাদের জানা একটি শব্দ হলেও বর্তমান সময়ে এর চাহিদা ব্যপক আকারে বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের মহামারীর এই সময়ে আমরা অনেকেই চাকরি হারিয়েছি। আবার যাদের চাকরী আছে, তাদের অনেকেরই কমেছে বেতন। আর ঠিক এজন্যই আর্থিক স্বচ্ছলতা আনার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এর প্রয়োজন ও চাহিদা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পেয়েছে।

কেন করবেন ঘরে বসে ফ্রিল্যান্সিং?

আমরা খুব ভালো করেই জানি শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত হওয়া সত্বেও আমাদের দেশের মেধাবী তরুণরা দিনের পর দিন বেকার ঘুরে বেড়ায়। যারা টুকিটাকি টিউশন বা প্রাইভেট পড়িয়ে হাতখরচ চালাতো, চলমান করোনা পরিস্থিতীতে তাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বেশ বড় একটা অংশ তাদের টিউশন হারিয়েছে। আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দেশের বিশাল একটি জনগোষ্ঠী হন্যে হয়ে আয়ের উৎস খুঁজছে। কিন্তু প্রায় সকল প্রতিষ্ঠানই করোনাকালীন সময়ে বন্ধ থাকায় তা আর সম্ভব হয়ে উঠছে না।

আর এমন পরিস্থিতিতে আপনার ঘরে বসে ইনকামের সুযোগ তৈরি করে দিতে পারে কেবল ফ্রিল্যান্সিং এর দক্ষতা। ঘরে বসে ফ্রিল্যান্সিং করে যে আপনি কেবল নিজের স্বচ্ছলতা আনতে পারেন তাই নয়, পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারেন।

09/01/2022

পড়ালেখা কিংবা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখুন

নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করুন।

08/01/2022

কখনো পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়৷
যারা চিন্তা করেন বসে থেকে বিলনিয়ার হয়ে যাব সম্পূর্নভাবে তা ভূল।
🤨🤨🤨🤨🤨
তাই পরিশ্রম করতে হবে। 💖

আসসালামু আলাইকুম!ফিউচার আইটি  (Future IT) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।🥀আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারবো ফ্রিল্য...
07/12/2021

আসসালামু আলাইকুম!
ফিউচার আইটি (Future IT) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।🥀

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারবো ফ্রিল্যান্সিং কি আমাদের জন্য ক্যারিয়ার হতে পারে কিনা?

আমি প্রথমে বলবো যে অবশ্যই ফ্রিল্যান্সিং আপনার জন্য ক্যারিয়ার হতে পারে!

কারণ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং খাতে মোটামুটি ভাল অবস্থানে আছে বাংলাদেশ। দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে কোটি ডলারের। হিসেব অনুযায়ী বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৭ লাখের ও অধিক।

বছরে ৯ হাজার কোটি টাকার উপর ফ্রিল্যান্সিং থেকে আয় করে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা।
*সোর্স--সময় টিভি

ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ন বিষয় জড়িত, আর সেটা হল স্মার্ট ওয়ার্ক। বর্তমান সময়ে দ্রুত এবং স্মার্টলি কাজ করার বিকল্প কিছু নাই। আপনাকে যেমন দ্রুত আগাতে হবে তেমনি স্মার্টলি কাজও করতে হবে চারদিকে খেয়াল রেখে, অন্যথায় প্রতিযোগীতায় টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে।

তাই সঠিক সিদ্বান্ত নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে নিজের ক্যারিয়ার গঠন করতে পারেন।

ধন্যবাদ! ❣️

04/11/2021

ভালোবাসার প্রতিষ্ঠান😊

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আইটি প্রশিক্ষণ কেন্দ্র! Future IT Institute এ গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং...
07/10/2021

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আইটি প্রশিক্ষণ কেন্দ্র! Future IT Institute এ গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, বেসিক কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে।

উন্নত ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান তরুণ সমাজকে দক্ষ করে, বেকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, বাংলাদেশ সরকারের পাশাপাশি, সফলতার সাথে কাজ করে যাচ্ছে
Future IT Institute 🖥️

বিঃদ্রঃ
১/৫০% ডিসকাউন্ট
২/ কোর্স চলাকালীন সময়ে ইনকামের সুযোগ
৩/ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
৪/ লাইফটাইম সাপোর্ট
তাই আজই আপনার আসন নিশ্চিত করুন। নিজের ক্যারিয়ার নিজেই গড়ুুন।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন। 01777684836

ইসলামী নারী উদ্যোক্তা! ইসলাম নারীকে ইজ্জত ও আবরু রক্ষার্থে সলজ্জ ও শালীন জীবন যাপন করতে বলেছে। তবে বর্তমান বিশ্বব্যবস্থা...
26/09/2021

ইসলামী নারী উদ্যোক্তা!

ইসলাম নারীকে ইজ্জত ও আবরু রক্ষার্থে সলজ্জ ও শালীন জীবন যাপন করতে বলেছে। তবে বর্তমান বিশ্বব্যবস্থায় ইসলামের বিধান মেনে অনেক নারীর পক্ষেই অফিস-আদালতে কাজ করা কঠিন। তবে হ্যাঁ, পৃথক কর্মসংস্থান থাকলে সেটি ভিন্ন। তাই বলে থেমে নেই মুসলিম নারীরা। ঘরে বসেও পেশাগত জীবনে সাফল্য ছিনিয়ে আনছে তাদের অনেকে। আধুনিক তথ্য-প্রযুক্তি তাদের এমন সুযোগ করে দিচ্ছে। বিকল্প পেশা হিসেবে তারা ফ্রিল্যান্সিং, হস্ত ও কুটির শিল্পসহ ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পোদ্যোগকে বেছে নিচ্ছে। অনলাইন মার্কেটিংয়ের সুবাদে তারা ঘরে বসে পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। আধুনিক প্রযুক্তির সহযোগিতায় ঘরে বসেই পর্যবেক্ষণ করতে পারছে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান। মুসলিম অর্থনীতিবিদদের দাবি, ফ্রিল্যান্সিং হতে পারে মুসলিম নারীদের বিকল্প কর্মসংস্থান। ক্রমবিকাশমান এই কর্মক্ষেত্রে মুসলিম নারীরা নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে স্থান করে নিতে পারে পর্দার বিধান মান্য করেও।

Freelance Life💪💪
13/07/2021

Freelance Life💪💪

Address

SOBILAPUR, KAHETPARA, MELANDAHA

2010

Alerts

Be the first to know and let us send you an email when Md Faruk Hossen ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Faruk Hossen ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share