20/11/2022
#ইমারজেন্সি_পোস্ট
#মোবাইল_চুরি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উস্তাদ আবু ত্ব হা মুহাম্মাহ আদনান হাফিযাহুল্লাহ'র গতকালের ১৮ নভেম্বর ২২ টাংগাইল মির্জাপুর মাহফিল থেকে এবং আজকের ১৯ নভেম্বর ২২ গাজীপুর মাওনার মাহফিল থেকে পর পর দুই দিনের ব্যবধানে ২টি অফিশিয়াল সেল ফোন চুরি হয়েছে।
যে বা যারাই, যে উদ্দেশ্যেই এহেন অসাধু কাজটি করেছে তাদের ব্যাপারে অফিশিয়ালি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে উক্ত দুটি নম্বর থেকে উস্তাদের পক্ষ থেকে যে কোন মিথ্যাচার বা প্রতারণার স্বীকার না হওয়ার জন্য সকলের প্রতি বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে।
ইনশাআল্লাহ নম্বর সহ সেল ফোন দুটি উদ্ধার হওয়ামাত্রই অফিশিয়ালি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
চুরি হওয়া নম্বর দুটি হলঃ
01409506254
01718784935