AXON TECH

AXON TECH Hi ! We are marketing agency for the modern age. We can professionally promote a "page"
(1)

⚡ ৫০% পর্যন্ত  ডিস্কাউন্টে ডিজাইন প্যাকেজ , সাশ্রয় হবে ১৬৩০/- টাকা।  এই সুযোগ সীমিত সময়ের জন্য।🤩ম্যাসেজ দিন আমাদের পেজে ...
14/03/2024

⚡ ৫০% পর্যন্ত ডিস্কাউন্টে ডিজাইন প্যাকেজ , সাশ্রয় হবে ১৬৩০/- টাকা। এই সুযোগ সীমিত সময়ের জন্য।

🤩ম্যাসেজ দিন আমাদের পেজে - https://m.me/axontech.bd/
🤩সরাসরি কল করুন এই নাম্বারেঃ 01323-581998

ফেসবুক পেজ ভিউ, রিচ এবং ইম্প্রেশন কি?পেজ ভিউ হল অডিয়্যান্সরা একটি পেজের প্রোফাইল কতবার দেখেছে, এর মধ্যে যারা ফেসবুকে লগ ...
05/03/2024

ফেসবুক পেজ ভিউ, রিচ এবং ইম্প্রেশন কি?

পেজ ভিউ হল অডিয়্যান্সরা একটি পেজের প্রোফাইল কতবার দেখেছে, এর মধ্যে যারা ফেসবুকে লগ ইন করেছেন এবং যারা করেননি তারা উভয়ই অন্তর্ভুক্ত।
আপনার পেজ থেকে বা পেজ সম্পর্কিত কোন বিষয়বস্তু দেখেছে এমন লোকেদের সংখ্যা হল রিচ৷ । যা অনুমানিক মেট্রিক সংখ্যা।
আপনার পেজ থেকে বা আপনার পেজের কোন বিষয়বস্তু একজন ব্যক্তির স্ক্রিনে কতবার প্রবেশ করেছে তা হল ইম্প্রেশন।

ফেসবুক অ্যাডভারটাইজিং এবং আপনার পেজের জন্য যেকোনো ধরণের ডিজাইন সার্ভিসের জন্য
🤩ম্যাসেজ দিন আমাদের পেজে - https://m.me/axontech.bd/
🤩সরাসরি কল করুন এই নাম্বারেঃ 01323-581998

আপনি যদি জুতা বিক্রি করেন, আপনার অডিয়েন্স সাইজ অনেক বেশী হবে কারন সব বয়সের এবং নারী - পুরুষ সবাই জুতা ব্যবহার করে থাকেন।...
03/03/2024

আপনি যদি জুতা বিক্রি করেন, আপনার অডিয়েন্স সাইজ অনেক বেশী হবে কারন সব বয়সের এবং নারী - পুরুষ সবাই জুতা ব্যবহার করে থাকেন।

কিন্তু আপনি যদি শুধুমাত্র Running Shoes বিক্রি করেন, তাহলে আপনার অডিয়েন্স অনেক কমে আসবে। কারন সবাই Running Shoes ব্যবহার করেন না।

আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে পাওয়ার পূর্বে কিছু ব্যাপার আপনাকে জেনে নিতে হবে।

- আপনি কি কোনো প্রোডাক্ট অথবা ব্যবসা নিয়ে ভালো জানেন ?
- তাহলে কাস্টমার চাহিদা কেমন তা নিয়ে সেসবের উপর ধারণা থাকা লাগবে।
- আপনার প্রোডাক্ট অথবা ব্যবসায়ের সোর্সিং কিভাবে করবেন, এবং পণ্যের মান যাঁচাই করে নিতে হবে।

আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে অনেক একক ব্যক্তির সমন্বয়ে ঘটিত যাদের নিৰ্দিষ্ট ( যে প্রোডাক্ট / সার্ভিস আপনি দিচ্ছেন ) কিছুতে চাহিদা রয়েছে , এবং সেটি তাঁরা হন্য হয়ে খুঁজছেন। আপনি যদি তাদের সেই চাহিদা পূর্ণ অথবা সমাধান দিতে পারেন, তখন তারাই খুব আগ্রহ দেখাবে এবং আপনার প্রোডাক্ট / সার্ভিস নিয়ে নিবেন।

আপনি যে প্রোডাক্ট / সার্ভিস দিচ্ছেন সেসব নিয়ে যত বেশি বিস্তারিত কন্টেন্ট শেয়ার করবেন আপনার অডিয়েন্স ততোই আপনাকে বিশ্বাস করবেন বিশেষ করে যেসব ব্যাপারগুলো আপনার অডিয়েন্স এর কাছে অজানা অথবা সমস্যা ফেস করছেন।

Do you follow these techniques for your online business?- Social proof is the evidence that your services are trustworth...
29/02/2024

Do you follow these techniques for your online business?

- Social proof is the evidence that your services are trustworthy and valuable. Office address, website, and excellent client review are examples of social proof.

- Be sure to approach networking with the attitude." How can I help others? " rather than" What's in it for me?"

- Content helps build relationships and attract more customers.

- Go through your old customer contact regularly, and reach out to them with a special offer.

- Call two to three times that do not respond to messages.

আজকের ডিজিটাল যুগে, একটি বিশ্বস্ত এবং হাইলি এনগেইজড কাস্টমার বেজ তৈরি করার জন্য প্রচলিত মার্কেটিং পদ্ধতি যথেষ্ট নয়।কম খ...
27/02/2024

আজকের ডিজিটাল যুগে, একটি বিশ্বস্ত এবং হাইলি এনগেইজড কাস্টমার বেজ তৈরি করার জন্য প্রচলিত মার্কেটিং পদ্ধতি যথেষ্ট নয়।

কম খরচে আরও বেশি ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য এবং বিনিয়োগের উপর আরও ভাল রিটার্ন (ROI) জেনারেট করতে এবং আপনার ব্র্যান্ডের ম্যাসেজটি টার্গেটেড অডিয়্যান্সের নিকট পৌছানোর অন্যতম মাধ্যম হলো সোস্যাল মিডিয়া মার্কেটিং।

অন্য যেকোনো মার্কেটিং কৌশলের চেয়ে বেশি, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে এবং সেলস লিডকে আকৃষ্ট করতে লোভনীয় অফার প্রদান করে এবং তাদের প্রকৃত কাস্টমার হিসেবে রূপান্তর করে।

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন কি?

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বা পেইড সোশ্যাল মিডিয়া কনভার্শন রেট বাড়ানোর জন্য সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর ডিজিটাল মার্কেটিং পদ্ধতিগুলির মধ্যে একটি। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন Facebook, LinkedIn, Instagram, Pinterest, Twitter এবং TikTok-এ পেইড সোশ্যাল অ্যাড বা স্পনসর করা বিষয়বস্তু প্রদর্শন করা এবং জনসংখ্যার আকার, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, জাতি, পেশা এবং অন্যান্য বিষয়বস্তু বিবেচনা করে কাস্টমার টার্গেটে করা হয়।

অন্যদের চেয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে কিছু স্মার্ট এবং সহজ ফেসবুক মার্কেটিং আইডিয়া।১. স্পেসিফিক অডিয়েন্স এবং এরিয়া টার্...
25/02/2024

অন্যদের চেয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে কিছু স্মার্ট এবং সহজ ফেসবুক মার্কেটিং আইডিয়া।

১. স্পেসিফিক অডিয়েন্স এবং এরিয়া টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন রান করুন।
২. শর্ট ভিডিও তৈরী করে পোস্ট করুন।
৩. প্রাণীদের ফটো দিন যারা মানুষের মতো আচরণ করে অথবা বাচ্চাদের ছবি পোস্ট করুন যারা বড়দের মতো আচরণ করে যা সহজেই মানুষকে দেখতে আকৃষ্ট করে।
৪. শুধুমাত্র আপনার বেস্ট কন্টেন্টগুলো প্রমোট করুন।
৫. বিভিন্ন উৎসব, প্রোগ্রামে সিম্পল কন্টেস্ট আয়োজন এর মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়।
৬. পুরাতন কাস্টমার অথবা ১/২টি প্রোডাক্ট এর অধিক কেনাকাটায় ডিসকাউন্ট অফার দিতে পারেন।
৭. আপনার বিজনেস অথবা কর্মীদের মজার মজার কাজের ছবি শেয়ার করুন।
৮. ফেসবুক ইমোজি ব্যবহার করুন।
৯. আপনার বিজনেসের প্রোডাক্ট কোয়ালিটি চেক, প্যাকেজিং, ডেলিভারী সিস্টেম এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করে থাকেন, সেসব গল্পের মতো করে শেয়ার করুন।
১০. না জানিয়েই সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিন। ভিডিও অথবা লিখিত বার্তা নিয়ে সেই স্টোরিটি শেয়ার করুন।

AXON TECH পরিবারের এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলী।
20/02/2024

AXON TECH পরিবারের এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলী।

ফেসবুক পেজগুলো ব্যবসা, ব্র্যান্ড, সংস্থা এবং পাবলিক ব্যক্তিত্বদের তাদের স্টোরিগুলো শেয়ার করার জন্য এবং লোকেদের সাথে যোগ...
20/02/2024

ফেসবুক পেজগুলো ব্যবসা, ব্র্যান্ড, সংস্থা এবং পাবলিক ব্যক্তিত্বদের তাদের স্টোরিগুলো শেয়ার করার জন্য এবং লোকেদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করে। ফেসবুক প্রোফাইলের মতো, পেজগুলোকে স্টোরি, ইভেন্টস এবং আরও অনেক কিছু দিয়ে কাস্টমাইজ করা যেতে পারে। যারা পেজগুলোকে লাইক বা ফলো করে তারা নিউজ ফিডে আপডেট পেতে পারেন।

কয়েকটি সহজ ধাপে ফেসবুক পেজ তৈরি করতে নিচের লিংকে যান।
facebook.com/pages/create
১। প্রয়োজনীয় তথ্য পূরণ করতে প্রথমে, একটি ইউনিক ও প্রফেশনাল ব্যবসার নাম নির্বাচন করুন।
ক্যাটাগরি সেকশনের অধীনে সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি নির্বাচন করুন যা আপনার ব্যবসাকে সর্বোত্তমভাবে বর্ণনা করে।ডেস্ক্রিপশন বক্সে শুধুমাত্র প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যা আপনার টার্গেটেড গ্রাহকদের সাথে অনুরণিত হয়।
Create Page-এ ক্লিক করুন।

২। ফেসবুক বিজনেস পেজ তৈরি হওয়ার পরবর্তী ধাপ হলো আপনার লোগো এবং কভার ফটো আপলোড করা। ডানদিকে, ডেস্কটপ এবং মোবাইল প্রিভিউ এর মাধ্যমে আপনি পেজ এর সামগ্রিক চিত্র দেখতে পারবেন।
ব্যবসার বিবরণ ও সকল প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করুন যাতে পেজ ভিজিটরদের সহায়তা করে আপনার ফেসবুক বিজনেস পেজটি নেভিগেট করতে।

৩। আপনার ফেসবুক পেজ-এ বাটন যোগ করুন। আপনার ব্যবসার প্রকারের উপর নির্ভর করে, কোন কল-টু-অ্যাকশন (CTA) বাটন আপনার কোম্পানির জন্য উপযুক্ত ।
উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ক্লোথিং স্টোরের মালিক হন যে রেডিমেড গার্মেন্টস সেল করেন, আপনি "Shop Now/View Shop" বাটন বেছে নিতে পারেন, তারপর অর্ডার প্লেসমেন্টের জন্য আপনার কোম্পানির ওয়েবসাইট লিংক দিন।

৪। সর্বশেষে, আপনার ফেসবুক বিজনেস পেজ লাইক ও ফলো করার জন্য আপনার ফেসবুক বন্ধুদের ইনভাইট দিন। তারপরে, আপনি আপনার প্রথম ফেসবুক পোস্ট তৈরি এবং ব্র্যান্ডের মার্কেটিং শুরু করতে পারেন।

Do you want to be liked or trusted ?
18/02/2024

Do you want to be liked or trusted ?

🔰 প্রফেশনাল ফেসবুক বিজনেস পেইজ সেটআপ সর্বোচ্চ ৪০% ডিসকাউন্ট !✅ রেগুলার প্যাকেজ :পূর্বমূল্য - ১৫০০/-বর্তমান মূল্য - ১০০০/...
15/02/2024

🔰 প্রফেশনাল ফেসবুক বিজনেস পেইজ সেটআপ সর্বোচ্চ ৪০% ডিসকাউন্ট !

✅ রেগুলার প্যাকেজ :
পূর্বমূল্য - ১৫০০/-
বর্তমান মূল্য - ১০০০/-
১৭ টি সেকশন নির্ভর পেইজ সেটআপ এন্ড অপ্টিমাইজেশন।

✅ স্ট্যান্ডার্ড প্যাকেজ :
পূর্বমূল্য - ২০০০/-
বর্তমান মূল্য - ১৫০০/-
১৭ টি সেকশন নির্ভর পেইজ সেটআপ এন্ড অপ্টিমাইজেশন
ক্রিয়েটিভ কভার ডিজাইন।

✅ প্রিমিয়াম প্যাকেজ:
পূর্বমূল্য - ৫০০০/-
বর্তমান মূল্য - ৩০০০/-
১৭ টি সেকশন নির্ভর পেইজ সেটআপ এন্ড অপ্টিমাইজেশন এবং লোগো ও কভার ডিজাইন।

সার্ভিসটি নিতে নিচে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন।

🤩ম্যাসেজ দিন আমাদের পেজে - https://m.me/axontech.bd/
🤩সরাসরি কল করুন এই নাম্বারেঃ 01323-581998

প্রায় অর্ধশত বছর আগে মহীনের ঘোড়াগুলি অবাক বিস্ময়ে বলেছিল পৃথিবী ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের মাঝে ড্রয়িং রুমে রা...
13/02/2024

প্রায় অর্ধশত বছর আগে মহীনের ঘোড়াগুলি অবাক বিস্ময়ে বলেছিল পৃথিবী ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের মাঝে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সে বন্দী। তবে সময়ের ফেরে পৃথিবী বোকা বাক্সের সীমানা ছাড়িয়ে এখন নিদারুণ স্মার্ট এক ছোট খাট বাক্সে গড়েছে নিজের বসতি।

ইন্টারনেটের বিপ্লবে পৃথিবী অনেকেটাই হাতের মুঠোয় চলে এসেছে, ফলে মুঠো খুললেই দেখা মেলে প্রয়োজনীয় সকল তথ্যের। এই ব্যাপারটি যতটা স্বস্তিকর শুনতে এর বৈপরীত্য ঠিক ততটাই ভয়ানক। ফলে হাতের মুঠোয় যে তথ্য পাওয়া যায় না তার অস্তিত্ব ততটাই প্রশ্নবিদ্ধ। ব্যাপারটা অনেকেটাই প্রাচীন ইংরেজি প্রবাদ ”Out of Sight, Out of Mind”-এর প্রতিনিধিত্ব করে।

আধুনিক ব্যবসায়ের জগতে ইন্টারনেটের বিপ্লব যেমন উন্মোচিত করেছে নতুন দ্বিগন্তের, ঠিক তেমনি বুনেছে মরণজাল-ও। প্রতিযোগিতামূলক ব্যবসায়ের এই সময়ে অনলাইনে যে ব্যবসায়কে খুজে পাওয়া যায়না, কাস্টমারের কাছে তার অস্তিত্ব নেই বললেই চলে। তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইন্টারনেটের কোণে ঘর সাজানো প্রতিটি ব্যবসায়ের জন্য অত্যাবশ্যক এখন।

ফেসবুক ইন্টারনেটের এমনই একটি কোণ যেখানে রয়েছে অগণিত বাসিন্দা। প্রায় ২.৭০ বিলিয়ন মানুষের নিত্য আনাগোনা ফেসবুকে। মার্কেটিং-এর প্রাচীন প্রবাদ “মানুষ যেখানে মার্কেটিং সেখানে” কথার উপর ভিত্তি করে বলাই যায় সম্ভাব্য কাস্টমার খুজে পাবার সব থেকে সহজ এবং অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম নিঃসন্দেহে ফেসবুক। তাইতো দিন দিন নামী-দামী ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোটখাটো অনেক ব্যবসায়ই ফেসবুককে ব্যবহার করছে কাস্টমারের সাথে সম্পর্ক গড়ার মাধ্যম হিসেবে। কিন্তু অনেকেই যেখানে দাপিয়ে বেরাচ্ছে ফেসবুক মার্কেটিং-এর জোড়ে ঠিক সেখানেই পিছিয়েও পড়ছে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান।

এখানে কারো পৌষ মাস এবং কারো সর্বনাশের পিছনের কারন একটাই।

সঠিক স্ট্র্যাটেজির অভাব।

আমরা অনেকেই ফেসবুক মার্কেটিং বলতে একটি পেইজ খুলে কিছু লাইক পাওয়া/কেনা এবং বুস্টকে বুঝে থাকি। যা আসলে অত্যন্ত সংক্ষিপ্ত ধারণা।

তবে বৃহৎ ধারণা কোনটি?

বৃহৎ ধারণা হলো এই প্লাটফর্মটি এতটাই স্বয়ং সম্পূর্ণ যে কোনো ওয়েবসাইট ছাড়া কেবল ফেসবুক ব্যবহার করেও ডিজিটাল মার্কেটিং-এর অধিকাংশ সুবিধা লাভ করা সম্ভব। আপনি ব্র্যান্ড, পন্য কিংবা সেবামূলক যে ধরনের ব্যবসায় পরিচালনা করে থাকেন না কেন আপনার প্রাথমিক ডিজিটাল স্টোরফ্রন্ট হিসেবে অনায়েসেই ব্যবহার করতে পারবেন ফেসবুককে এবং আশার কথা হচ্ছে আপনি ই-কমার্স সাইটের মত এখানেও প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন অথবা সেবা ভিত্তিক ব্যবসায় হয়ে থাকলে তাও অনায়েসেই তুলে ধরতে পারবেন নির্দিষ্ট কাস্টমারের কাছে।

আপনার কাস্টমারকে নিয়ে গড়ে তুলতে পারবেন নিজস্ব কমিউনিটি। এছাড়াও ফেসবুক ব্যবহারে আপনি জানতে পারবেন রিয়েল টাইম কাস্টমার ইনসাইট যা আপনাকে সাহায্য করবে আপনার চূড়ান্ত মার্কেটিং গোল (কাস্টমার সন্তুষ্টি) অর্জন করতে।

তবে এই সবই সম্ভব হবে যখন আপনি ফেসবুক মার্কেটিং-এর গোল্ডেন রুল মেনে চলবেন।

গোল্ডেন রুল কি?

গোল্ডেন রুল হচ্ছে ফেসবুক মার্কেটিং-এ সাফল্য অর্জন করতে নিচের এই নিয়মগুলো মাথায় নিয়ে কাজ করা।

১। প্রোফেশনালি অপ্টিমাইজড পেইজ ব্যবহার করাঃ

আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি আমাদের ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম হিসেবে তবে ব্যবসায়ের ক্ষেত্রে এই মাধ্যমকে অবশ্যই প্রফেশনালি তুলে ধরতে হবে। পার্সনাল প্রোফাইল নয় বরং ব্যবসায়িক উদ্দেশ্যে একটি পেইজ খুলতে হবে। প্রফেশনালি ফেসবুক পেইজ খোলার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন:

- ব্যবসায়ের উদ্দেশ্য ও ধরণ অনুযায়ী পেইজ ক্যাটাগরি সিলেকশন
- প্রতিষ্ঠানের সাথে মিল রেখে নাম - লোগো সম্বলিত প্রোফাইল ছবি
- এবাউট সেকশনের সকল অপশন যথাযথ তথ্যের সাহায্য পুর্ণ করা
- ডেস্ক্রিপশনে সংক্ষেপে ব্যবসায়ের যথাযথ বিবরন এর কোনো একটি বাদ রেখে পেইজ খোলা বিফলতার বীজ বোনার মতই।

২। কন্টেন্ট ক্যালেন্ডারের ব্যবহারঃ

কথায় আছে “Fail to plan is like planning to fail”। সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ সাফল্য পেতে হলে বিনা পরিকল্পনায় এগোনোই যাবে না। একেবারে রুল অব থাম্ব হিসেবে ধরে নিতে পারেন এটাকে।

কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্ল্যান করবেন? কন্টেন্ট প্ল্যানিং ব্যাপারটা অনেকটা সুষম মিলের মত, সুস্বাস্থ্যের জন্য যেমন আহারে সকল উপাদান-ই পরিমিত পরিমাণে রাখতে হয় তেমনি সফল ফেসবুক মার্কেটিং-এর জন্যও ক্যাম্পেইনে প্রায় সকল ধরনের কন্টেন্টের সংমিশ্রণ থাকতে হবে। মাসের শুরুতে বসে একটি প্লান করে ফেলুন এই মাসে কাস্টমারের সাথে কোন কোন বিষয়গুলো নিয়ে কিভাবে যোগাযোগ করবেন, বিশেষ কোনো দিবস আছে কিনা থাকলে তা নিয়ে কন্টেন্ট প্লান করুন।

প্ল্যানিং-এর সময় কন্টেন্টের ধরন যেমন কন্টেন্ট কি লিখিত হবে নাকি ভিডিও নাকি ছবি কিংবা এনিমেশন তা নির্ধারন করে ফেলুন। প্ল্যানটি একটি এক্সেল শিটে তুলে কোন দিন কোন সময়ে কোন কন্টেন্ট প্রকাশ করবেন তা একটি ক্যালেন্ডারে সাজিয়ে ফেলুন। প্ল্যান অনুযায়ী কন্টেন্ট বানিয়ে তা ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিত প্রকাশ করুন।

৩। ভ্যালু এড করুনঃ

কন্টেন্ট প্ল্যানিং-এর সময় মাথায় রাখতে হবে কন্টেন্ট যেন ব্যালেন্সড হয়। কেবল সেলিং কন্টেন্ট নয় বরং সেলিং কন্টেন্টের পাশাপাশি ইনফরমেশনাল, এন্টারটেইনিং, রেলেভেন্ট নিউজ-ও শেয়ার করতে হবে। মনে রাখতে হবে কন্টেন্ট যেন অডিয়েন্সের লাইফে ভ্যালু এড করতে পারে। পরিসংখ্যান বলে, কেবল সেলিং পোষ্ট অডিয়েন্সকে বিরক্ত করে তাছাড়া আপনার অডিয়েন্স এবং আপনার মাঝে কেবল কেনা-বেচা ছাড়াও সম্পর্ক তৈরী করতে না পারলে, কাল
প্রতিযোগীর পন্য একটু ভালো দেখলেই সে আপনাকে ছেড়ে তার কাছে চলে যাবে চোখের পলকেই। তাই অডিয়েন্সের গেইনের কথা মাথায় রেখে কন্টেন্ট তৈরী করুন, সম্পর্ক মজবৃত করুন।

৩। পেইড এবং অর্গানিক প্রোমোশনের সংমিশ্রণঃ

কেবল কাড়ি কাড়ি টাকা বুস্টের পেছনে খরচ করলেই যেমন সেল পাওয়া যায় না তেমনি কেবল অগানিক উপায়েও টার্গেটেড ওডিয়েন্স রিচ করা সম্ভব হয়না। সেল ব্যালান্সে রাখতে হলে প্ল্যান করে
পেইড এবং অর্গানিক উপায়ে কন্টেন্ট প্রমোট করতে হবে। ফেসবুক অ্যালগরিদম অনুযায়ী একটি কন্টেন্ট অর্গানিক উপায়ে তার মোট অডিয়েন্সের সর্বোচ্চ ২% মানুষের কাছে পৌছে, তাও নানাবিধ শর্ত সাপেক্ষে। তবে সব শর্ত যেখানে যেয়ে মিলায়
তা হলো অর্গানিক রিচ বৃদ্ধির জন্য এঙ্গেজিং কন্টেন্ট। এঙ্গেজিং কন্টেন্ট পোষ্ট করতে হবে নিয়মিত, তা হতে পারে ইনফরমেশনাল, এন্টারটেইনিং, রেলেভেন্ট নিউজ।

তবে সময়ের সাথে সাথে ফেসবুকে অর্গানিক রিচ কমে যাওয়ায় সেলের জন্য পেইড প্রমোশন একমাত্র অবলম্বন হয়ে উঠছে।

পেইড প্রমোশন থেকে সর্বোচ্চ ফলাফল পেতে একটি লিকপ্রুফ ফানেল তৈরি করে প্রমোশন করতে পারেন।

৪। ইম্প্রোভাইজেশনঃ

ডিজিটাল মার্কেটিং-এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে সবসময়ই রিয়েল টাইম ওডিয়েন্স ইনসাইট পাওয়া যায়। তাই সহজেই কোন স্ট্র্যাটেজি কাজ করছে এবং কোন স্ট্র্যাটেজি কাজ করছে না তা আমলে নিয়ে দ্রুতই স্ট্র্যাটেজি পরিবর্তন করা যায়।

ফেসবুক মার্কেটিং-এ সাফল্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্টেন্ট পাব্লিশ করার পর তার সাফল্য দেখতে নিয়মিত অডিয়েন্স ইনসাইট চেক করুন, পোস্টের এঙ্গেজমেন্ট রেট বিবেচনা করে পরবর্তী মার্কেটিং স্র্যাটেজি প্ল্যান করুন।

৫। অডিয়েন্সকে শুনুন, বুঝুনঃ

মানুষ স্বভাবতই এটেনশন পেতে ভালোবাসে, আপনার অডিয়েন্স-ও এর উর্ধ্বে নয়।

অডিয়েন্সের কমেন্ট, মেসেজের নিয়মিত রিপ্লাই করুন। তাদের কাছ থেকে মতামত গ্রহন করুন, আপনার ব্র্যান্ডকে তাদের খুব কাছে নিয়ে যান এবং তারা আপনার ব্ল্যান্তকে যেভাবে চায় সেভাবেই নিজেকে তুলে ধরুন। নিয়মিত যোগাযোগই পারে আপনার ব্র্যান্ড এবং টার্গেটেড কাস্টমারের মধ্যে একটি মানবীয় সম্পর্ক স্থাপন করতে।

সর্বোপরি আপনার সকল কাজ একটি নিদিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করতে পারলে সাফল্য আসবেই, তবে এর বিপরীতে বিফলতাও ফাঁকি দিবে না। তাই ধৈর্যের সাথে নিয়মিত পোষ্ট করে, কাস্টমারের সাথে যোগাযোগ রেখে ব্যবসায় পরিচালনা করুন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

ফেসবুক মার্কেটিং রিলেটেড যেকোনো সাহায্যের জন্য ম্যাসেজ দিন আমাদের পেজে 🙂

২০২৪ সালে আপনার অনালাইন ব্যবসার জন্য কেন আরো বেশী কন্টেট দরকার ? আসুন, ২ জন বন্ধুর গল্পের মাধ্যমে অনলাইন ব্যবসার জন্য কন...
11/02/2024

২০২৪ সালে আপনার অনালাইন ব্যবসার জন্য কেন আরো বেশী কন্টেট দরকার ? আসুন, ২ জন বন্ধুর গল্পের মাধ্যমে অনলাইন ব্যবসার জন্য কন্টেন্ট এর প্রয়োজনীয়তা জেনে নেই।

📌 ধরুন আপনার দুইজন বন্ধু রয়েছে। বন্ধু ০১ এবং বন্ধু ০২।

প্রথম বন্ধুর সাথে আপনার প্রতিদিন , প্রতি সপ্তাহে দেখা হয়। অন্যদিকে দ্বিতীয় বন্ধুর সাথে বছরে ১ বার দেখা হয়। আপনি দুইজনের মধ্যে এখন কাকে বেশি জানবেন, পছন্দ এবং বিশ্বাস করবেন ? অবশ্যই প্রথম বন্ধুকেই বেছে নিবেন কারন তার সাথে প্রতিদিন আপনার দেখা হয়ে থাকে। অন্যদিকে দ্বিতীয় বন্ধুর কথা বলতে গেলে আপনি ভুলেই থাকবেন। সে আড়ালেই থেকে যাবে।

ঠিক একইভাবে অনালাইন ব্যবসাকে অডিয়েন্স এর কাছে সবসময় ধারাবাহিক ভাবে এঙ্গেজ রাখার জন্য, প্রোডাক্ট এর ব্যবহারবিধি এবং ইত্যাদি বিষয় নিয়ে জানানোর জন্য কন্টেন্ট এর প্রয়োজনীয়তা অপরিহার্য। যত বেশী কন্টেন্ট মানে তত বেশি অডিয়েন্স এর সামনে আসা, যেটি খুব দ্রুত বিশ্বাস স্থাপন করে থাকে।

⚡অনলাইন ব্যবসা পরিচালনায় প্রতিদিনের ঝামেলা থেকে রেহাই পেতে মাসিক চুক্তিতে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিস নিয়ে নিশ্চি...
08/02/2024

⚡অনলাইন ব্যবসা পরিচালনায় প্রতিদিনের ঝামেলা থেকে রেহাই পেতে মাসিক চুক্তিতে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিস নিয়ে নিশ্চিন্তে থাকুন।

🤩ম্যাসেজ দিন আমাদের পেজে - https://m.me/axontech.bd/
🤩সরাসরি কল করুন এই নাম্বারেঃ 01323-581998

ফেসবুকে প্রতিদিন অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করছেন প্রায় লাখো উদ্যোক্তা! তবে মন মতো রেজাল্ট পাচ্ছে না বেশিরভাগই। 🥺কারণ কি❓সর্ব...
06/02/2024

ফেসবুকে প্রতিদিন অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করছেন প্রায় লাখো উদ্যোক্তা! তবে মন মতো রেজাল্ট পাচ্ছে না বেশিরভাগই। 🥺

কারণ কি❓

সর্বোচ্চ সম্ভাব্য কারণ হচ্ছে সঠিক স্ট্র্যাটেজির অভাব! 🤔

"পেজ খুলে, যেন তেন ভাবে প্রোডাক্টের ছবি পোস্ট করে চালু করে দিলাম বুস্ট আর দিন শেষে আশায় থাকলাম কত অর্ডার আসে সেটা গুণতে।"

দুঃখের বিষয় হচ্ছে ওই দিন আর নেই। এখন ফেসবুকের কনটেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম আগের থেকে অনেক অ্যাডভান্সড। আপনার পেজের কন্টেন্ট, ডিজাইনের সাথে অ্যাডের টার্গেট অডিয়েন্সের মিল না থাকলে আপনার পোস্টটি শুধু ইম্প্রেশন নিয়ে আসবে, কিন্তু মিলবেনা আপনার কাঙ্ক্ষিত লিড কিংবা সেল।

তাই এক্সপার্ট অ্যাডভারটাইজারদের সহায়তা নিয়ে প্রমোট করুন আপনার স্বপ্নের বিজনেস পেজকে। তাতে আপনার ব্যবসায়ের গ্রোথ এবং ব্র্যান্ডিং একই সাথে বাড়বে, ইনশাআল্লাহ্‌। 💯🔥

🤩ম্যাসেজ দিন আমাদের পেজে - https://m.me/axontech.bd/
🤩সরাসরি কল করুন এই নাম্বারেঃ 01323-581998

⚡ অনলাইন ব্যবসা পরিচালনায় প্রতিদিনের ঝামেলা থেকে রেহাই পেতে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এর সকল সমাধান নিয়ে নিশ্চিন্তে থাক...
03/02/2024

⚡ অনলাইন ব্যবসা পরিচালনায় প্রতিদিনের ঝামেলা থেকে রেহাই পেতে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এর সকল সমাধান নিয়ে নিশ্চিন্তে থাকুন।

🤩ম্যাসেজ দিন আমাদের পেজে - https://m.me/axontech.bd/
🤩সরাসরি কল করুন এই নাম্বারেঃ 01323-581998

Address

Mirpur/12

Alerts

Be the first to know and let us send you an email when AXON TECH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AXON TECH:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share