শেষ কথা

  • Home
  • শেষ কথা

শেষ কথা নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের পাশে থাকবেন
(1)

11/09/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Indrajit Barman, আৰব আলী, Màlàmɓø Màlàmɓø

08/09/2024

Md. Mostakim It’s nill It's Okay_It’s Mint - The Burmese IB Technology Hredoy Info Zone Deshi Reaction RZ Frases De Ariel Camacho Fr Father Emmanuel Aseu Prayer Ministries

07/09/2024

😭একমাত্র ছেলে তার মাকে প্রথম বারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো।

তার বউ ফোন করে বলছে:- তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার মা কে ভালোভাবে বুঝিয়ে এসো,

পূজো-পার্বন এমনকি তোমার জন্মদিনেও তোমার মা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায়। আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউ এর কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল।

সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ মা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো।

সে মনে মনে ভাবলো মা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো? কে জানে হয়তো বা! তারপর অপেক্ষা করতে লাগলো।

কিছুক্ষন পর মা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না!

বলছি যে একটু আগে আপনি মায়ের সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত, সত্যিই কি তাই?অনাথ আশ্রমের মালিক হেঁসে বললেন হ্যাঁ।

ওনাকে আমি প্রায় ৪০ বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন।

তবে মনের দিক থেকে আপনার মা একজন বড় মনের মানুষ। ছেলে বললো আমি তো সেটাই জানতে চাইছি। মা কে কিভাবে চিনলেন?

বৃদ্ধ মালিক বললেন,,,,

৪০ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে ৪০ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে।

এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইলো না। ৪০ বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি।

ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে তার মায়ের কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো।

বৃদ্ধ মার পা ধরে বলতে লাগলো আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি।

২ দিনের ভালোবাসার জন্য ৪০ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুন দৃশ্য দেখে মাও কেঁদে ফেললেন।

তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে। আমি তো তোকে মাফ করেই দিয়েছি।

এবার ছেলেটি কান্না থামিয়ে মাকে সেই বৃদ্ধাশ্রম থেকে

07/09/2024

একটি অপ্রমাণিত ও ভিত্তিহীন প্রচলিত ভুল, যার কোনো প্রমাণ হাদিসে আসেনি।

ফেইসবুকে অনেক মানুষ প্রতিনিয়ত একটা পোষ্ট করে থাকে যে "৪০ জন দোয়া করলে বা আমিন বললে নাকি দোয়া কবুল হয়! সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই সমস্যায় আছি "

বাস্তবেই এমন স্ট্যাটাসে ফেসবুক ভরপুর। ফেসবুকে উক্ত হাদিস তুলে ধরে কেউ বিয়ের জন্য, কেউ মনের মানুষকে পাওয়ার জন্য, কেউ পরীক্ষায় পাসের জন্য…এভাবে একেকজন একেক উদ্দেশ্যে দুআ চাচ্ছে। আর জনগণ কমেন্ট অপশন ‘আমিন’ এর জোয়ারে ভাসিয়ে দিচ্ছে!
অথচ এটা একটা ভ্রান্ত কথা। এমন কোনও হাদিস নেই যে, চল্লিশ জন ব্যক্তি কোনও দুআয় ‘আমিন’ বললে তা কবুল হয়ে যাবে। তাহলে তো আমাদের দেশের বড় বড় ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দুআ মাহফিল এবং মসজিদে নামাজের পরে সম্মিলিত দুআয় যত মানুষ শরিক হয় তাদের কোন দুআই বাদ যেত না; সবই কবুল হয়ে যেতো।

আসলে এখানে যারা পোষ্ট করছেন তারা দুই ক্যাটাগরিতে বিভক্ত হয়ে থাকে।

১/ না জেনেই এমন একটা ভুল বিশ্বাস নিয়ে পোষ্ট
করছে, কিন্তু তিনি বাস্তবেই সমস্যায় আছেন।

২/ লাইক, কমেন্ট ও শেয়ার এর আশায় এমন
পোষ্ট করে থাকে, যা একটি ঘৃণিত কাজ।

এখানে মূল বিষয় হলো যেই বিষয় নিয়ে হাদিসে কোনো কিছু নেই তা বিশ্বাস করাও এক প্রকার বোকামি ও সুন্নতের খেলাপ। আপনি পোষ্টের মাধ্যমে দোয়া চাইতেই পারেন এতে খারাপ কিছু নেই, তবে ৪০ জন দোয়া করলে কবুল হবে এটা বিশ্বাস করেই ভুল করছেন।

দোয়া কবুলের সম্পূর্ণ বিষয় এবং ইচ্ছা পুরোপুরি ভাবেই নির্ভর করছে আল্লাহ তায়ালার উপর।
একটা মজলিসে কারো দোয়া যদি আল্লাহ তায়ালা পছন্দ না করেন সেখানে ৪০ জন থাকুক আর ৪০০ জন থাকুক কোনো লাভ নেই।
আর যদি ১০ জনের মধ্যে একজনের দোয়া পছন্দ হয় তাহলে তার দোয়ার সাথে সবার টাই কবুল করে নেন।

সুতরাং এখানে সংখ্যা টা মূল বিষয় নয় বরং আল্লাহর ইচ্ছা এবং পছন্দ হওয়াটাই মূল বিষয়।

আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক।

✍🏻___আশিকুর রহমান আশিক

04/12/2023

সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা রইলো। ❤️❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share