CHOBI

CHOBI Alhamdulillah For Everything❤️
(1)

21/09/2023

🙂

30/09/2022

♠♠ পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান।

বিজ্ঞানের ভাষায়-Conservation of আনন্দ।

একজন কেউ চরম আনন্দ পেলে,অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।

—————————————————————- আজ হিমুর বিয়ে (হুমায়ূন আহমেদ)

14/12/2021

Topic: Marketing Master plan

আসসালামু আলাইকুম

গত কালের মাস্টার ক্লাসে Product life cycle নিয়ে আলোচনা হয়েছিল।যা বুঝেছি লেখার চেষ্টা করছি।

♥♥Product life cycle: যে কোন পন্যের জীবনচক্র ব্যবসায়ের মধ্যে বিপণন ও পরিচালনার সিদ্ধান্তের সাথে যুক্ত এবং সমস্ত পন্য পাঁচটি প্রাথমিক পর্যায় রয়েছে।তা হলোঃ

★★Development
★★Introduction
★★Growth
★★Maturity
★★Decline

পয়েন্ট গুলোর বিশ্লেষণ করা হলোঃ

★★★Development: পন্য বিকাশের পর্যায়টি প্রাশই "মৃত্যুর উপত্যকা" হিসেবে পরিচিত। এ পর্যায়ে ব্যয় কোন উপার্জনহীন সংগৃহীতে জমা হচ্ছে এবং কিছু পন্যের বিকাশ ও তার কার্যকারিতা পরিক্ষা করার জন্য বছরে বৃহৎ মূলধন বিনিয়োগ প্রয়োজন। কেননা যেহেতু ঝুকি বেশি ও বাইরের প্রতিষ্ঠানের উৎসগুলিও সীমিত।

বিদ্যমান সংস্থাগুলো প্রায়শই বর্তমান পন্যগুলি দ্বারা উৎপাদিত আয় থেকে গবেষণা ও বিকাশের জন্য তহবিল গঠন করে,স্ট্যাটআপ বিজনেসে এই স্টেজে সাধারণত উদ্যোক্তা তাদের নিজস্ব ব্যক্তিগত উৎস থেকে অর্থায়ন করে।

★★★ Introduction: এই স্টেইজটি মূলত পন্যের পরিচিতির স্টেইজ।এই পরিচিত পর্বটি পন্যের বাজার তৈরি ও সচেতনতা বৃদ্ধি সম্পর্কে। বিপণন ব্যয় এ পর্যায়ে বেশি,কারণ এটি সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌছানো প্রয়োজন যাতে পন্য সম্পর্কে গ্রাহকের একটি ধারণা হয়,বা পন্যটি তারা যেন চেনে।এটি এমন এক পর্যায় যেখানে বৌদ্ধিক সম্পত্তি অধিকার সুরক্ষা প্রাপ্ত হয়।

পন্য জীবনচক্রের বিকাশের পর্যায়ের সাথে যুক্ত ব্যয় পুনরুদ্ধারের জন্য পন্যের মূল্য উচ্চ হতে পারে এবং এই স্টেইজে অর্থায়ন সাধারনত বিনিয়োগকারিদের মাধ্যমে হয়।

★★★Growth: প্রবৃদ্ধি বা growth এই স্টেইজে পন্য গ্রাহকরা গ্রহন করে এবং সংস্থাগুলো বাজারের অংশীদারত্ব বাড়াতে সচেষ্ট হয়। উদ্ভাবনী পন্যের জন্য এই পর্যায়ে সীমিত প্রতিযোগিতা রয়েছে,তাই মূল্য উচ্চস্তরে থাকতে পারে।তাই উভয় পন্যের চাহিদা ও লাভ বাড়ে এবং বিপণন একটি বিস্তৃত দর্শকদের লক্ষ্য হয়।এই স্টেইজটি সাধারণত বিক্রয় উর্পাজন বৃদ্ধির মাধ্যমে হয়।

★★★Maturity: এই স্টেজটি সাধারণত এমন যেখানে কোন পন্যের ব্যবহার শেষ হয়ে গেছে, যেটি আর চলছে না। এমন অনেক পন্য আছে যা একদিন মার্কেট আউট হয়ে যায়,চলে না তার পরিবর্তে নতুন পন্যের আগমন হয়।সমস্ত পন্য একটা সময় পর মারা যায়।কিন্তু কিছু পন্য আছে কখনো চাহিদা কমে না বা হ্রাস পায় না,যুগ যুগ ধরে উক্ত পন্য গুলো তাদের তারুন্য ধরে রাখে।উক্ত পন্যগুলোর আপগ্রেটের মাধ্যমে বা প্যাকেজিং চেইঞ্জ এর মাধ্যমে। এটাইকেই ম্যাচুরিটি স্টেইজ বলে।

★★★Decline: পন্যের জীবনচক্রের হ্রাস স্টেইজটি বাজারের স্যাচুরেশন,উচ্চ প্রতিযোগিতা ও পরিবর্তিত গ্রাহকের প্রয়োজনের কারনে রাজস্ব হ্রাসের সাথে সম্পর্কিত এই পর্যায়ের সংস্থা গুলোর বেশ কয়েকটি বিকল্প রয়েছে।তারা পন্যটি বন্ধ করতে বা নতুন করে বাছাই করতে পারে।এটি এমন একটি পর্যায় যেখানে প্যাকেজিং প্রায়শই "নতুন ও উন্নত " ঘোষনা করে।

♥♥ Unique Selling Proposition (USP): এমন একটি প্রোডাক্ট যা কোন ব্যবসায়ীর কাছে নেই, একদম ভিন্নতা পূর্ন,, তাকে USP বলে। আপনার প্রোডাক্ট USP কিনা তা উপস্থাপন করেন মানুষের কাছে।অথাৎ একদম ডিফারেন্ট টাইপের পন্য গুলোকে USP বলা হয়।

ধন্যবাদ সবাইকে

Alhumdulillah SOLD❌❌
24/11/2021

Alhumdulillah

SOLD❌❌

Alhamdulillah❤️❌❌❌Sold❌❌❌
22/11/2021

Alhamdulillah❤️

❌❌❌Sold❌❌❌

ছবির নতুন অতিথি, টু পিস স্টিজ কুর্তি।খুবই আরামদায়ক এবং রিজেনেবল প্রাইজে থাকছে এই কুর্তি গুলো। 🥰
21/11/2021

ছবির নতুন অতিথি, টু পিস স্টিজ কুর্তি।খুবই আরামদায়ক এবং রিজেনেবল প্রাইজে থাকছে এই কুর্তি গুলো। 🥰

""উদ্যোক্তা V ব্যবসায়ী""♥♥উদ্যোক্তাঃ উদ্যোক্তারা শিল্পীর মত।উদ্যোক্তাদের প্রধান বৈশিষ্ট  হলো সৃজনশীল ব্যক্তিত্ত্ব। নিজের...
16/11/2021

""উদ্যোক্তা V ব্যবসায়ী""

♥♥উদ্যোক্তাঃ উদ্যোক্তারা শিল্পীর মত।উদ্যোক্তাদের প্রধান বৈশিষ্ট হলো সৃজনশীল ব্যক্তিত্ত্ব। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেই একটি ব্যবসা শুরু করে।একজন উদ্যোক্তা উদ্ভাবক এবং একটি পন্যের প্রথম চেষ্টা।

মোট কথা একজন উদ্যোক্তা নিজের চিন্তা-ধারা নিয়ে অর্থ,সময় ও শ্রম বিনিয়োগ করে থাকে।উদ্যোক্তারা সাধারণত প্রচলিত ধারনা থেকে তার উদ্যোগ শুরু করে না।

♥♥ব্যবসায়ীঃ অপরদিকে একজন ব্যবসায়ী প্রচলিত পন্যের ধারনা নিয়ে ব্যবসা শুরু করে।যেখানে নতুনত্ব সৃষ্টির কথা মাথায় থাকে না।মূলত চলমান ব্যবসা গুলোর ধারনা নিয়ে লাভজনক হওয়ার উদ্দেশ্য ব্যবসা শুরু করে।

ধন্যবাদ সবাইকে

Good Morning Beautiful!Some healthy drinks and smoothies! Cz sharing is caring! 🙂
01/08/2021

Good Morning Beautiful!

Some healthy drinks and smoothies!
Cz sharing is caring! 🙂

আসসালামু আলাইকুম খাবারে স্বাদ বাড়াতে গোল মরিচের জুড়ি মেলা ভার। খাবারের পাতেও হালকা গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে নিলে খাবারের...
23/06/2021

আসসালামু আলাইকুম

খাবারে স্বাদ বাড়াতে গোল মরিচের জুড়ি মেলা ভার। খাবারের পাতেও হালকা গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে নিলে খাবারের স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু শুধুই স্বাদ নয়। গোলমরিচে রয়েছে বিভিন্ন রকমের গুণ। ঠিক মতো খেলে উপকার পাবেন।

জেনে নিন গোল মরিচে কী কী উপকারিতা রয়েছে-

১) নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁপানি ইত্যাদি সমস্যা থাকলে গোলমরিচ ভরসা। এক কাপ গরম জলে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে শ্লেষ্মা দূর হয় সহজেই। গলা ব্যথাও কমে।

২) গোলমরিচ খেলে শরীর গরম হয়ে ঘাম বেশি হয়। ফলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন কমতে থাকে। ফলে ত্বক ভাল থাকে ও ওজনও নিয়ন্ত্রণে থাকে। তবে হাই প্রেশারের সমস্যা থাকলে এড়িয়ে যান।

৩)ত্বকের রোগ থাকলে গোলমরিচ কাজে লাগান। গোলমরিচ গুঁড়ো করে, স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বক থেকে মৃত কোষ দূর হয়। পিগমেন্টেশন ও অ্যাকনে দূর করতেও সাহায্য করে গোলমরিচ।

৪) দাঁতে ক্যাভিটি বা ব্যথা থাকলে মুখে গোলমরিচ রাখতে পারেন। ব্যথা নিরাময় করতে গোলমরিচ সাহায্য করে। গোল মরিচ ভেজানো জল দিয়ে কুলকুচি করলে মুখের ব্যাকটেরিয়াও দূর হবে।

৫) গোলমরিচ হজমে সাহায্য করে। কারণ এটি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণের মাত্রা বাড়ায়। হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো সমস্যাকে এড়ানো যায়। হজমের সমস্যা থেকে অনেক রোগ শরীরে বাসা বাঁধে। ফলে সেইগুলি এড়ানো যায়। পেটে গ্যাস হওয়া রুখতেও গোলমরিচ সাহায্য করে।

৬) গোটা মরিচের খোসা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। ফলে গোলমরিচ দিয়ে খাবার বানান। শরীরের অতিরিক্ত মেদ ঝরবে সহজেই।

ধন্যবাদ সবাইকে

18/06/2021

""E-commerce revolution""

আসসালামু আলাইকুম

♥♥বর্তমান ডিজিটাল যুগে সবকিছু উন্নত হচ্ছে।ইন্টারনেটের বহুল ব্যবহার সবজায়গায় বিরাজমান মানুষেরা কেনাকাটায় ইন্টারনেটে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে।অনলাইনে অর্ডার এবং ডেলিভারি বা স্টোর পিকআপ সরাবরাহ বদলেছে এবং উন্নত হয়েছে।ই-কমার্স এখন বিপ্লবের মত।

Brand positioning: segmentations targeting-positioning.

প্রথমে আমরা জানবো Segmentation সম্পর্কেঃ

★★★ Segmentation: একটি প্রোডাক্টকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে।So,একটি প্রোডাক্ট হতে পারে বয়সভিত্তিক।যেমন,আপনি কি প্রোডাক্টটি বয়স্ক মানুষের কাছে বিক্রি করবেন নাকি বাচ্চাদের নাকি প্রাপ্ত বয়স্কদের কাছে।অথবা Gender ভিত্তিক ও হতে পারে,যেমন ছেলেদের কাছে নাকি মেয়েদের কাছে বিক্রি করবেন। আবার হতে পারে Monthly Income Base, অথাৎ এমন কারও কাছে বিক্রি করতে চাইছেন যাদের বেতন পঞ্চাশ হাজার টাকার উপরে অথবা এমন কেউ যে বা যারা সমাজের বড় জায়গায় belong করেনা কিন্তু আপনি টার্গেট করেছেন।

আর এটাই হচ্ছেন segmentation। এই যে segmentation করা, লিংগ,বেতন,সমাজের জায়গা ভিত্তিক এটা সম্পুর্ন আপনার নিজের opinion, যে আপনি segmentation টা কিভাবে করবেন।

★★★Targeting: segmentation করা হয়ে গেলে ওখান থেকে একটি নিদিষ্ট Segmentation বেছে নিতে হবে( বয়স ভিত্তিক থেকে,লিংগ ভিত্তিক থেকে,বেতন,সমাজের জায়গা ভিত্তিক থেকে) That is Targeting.

প্রথমে segmentation এর মাধ্যমে ভাগ করে নিলেন যে ঠিক টার্গেটের (মানুষের) কাছে যেতে পারেন। Then,you have to choice. অনেকেই আছে একটি মার্কেট টার্গেট করে,সবাইকে না।এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা Expensive প্রোডাক্ট কিনতে পারবে,তাদেরকে টার্গেট করে।

তবে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা সবাইকে টার্গেট করে যেমন বাটা।সবার জন্য বাটায় প্রোডাক্ট আছে।যে কোন বয়সের যে কোন ইনকামের মানুষের জন্য। আর এটি নির্ভর করে ক্যাপাসিটির উপর।আপনি চাইলে একটি Segmentation কে টার্গেট করতে পারেন আবার চাইলে একাধিক।

★★★Positioning: এর পর আপনি ডিসাইড করে ফেলেছেন যে কোন মার্কেটের মানুষের কাছে আপনার প্রোডাক্টটি প্রোমোট করাবেন বা আপনার ব্রান্ডটিকে Positioning করাবেন,,এটাই হচ্ছে positioning.

অথাৎ সহজ ভাষায়, positioning হচ্ছে মানুষের মনে জায়গা করে নেওয়া। সেটি Promotion এর মাধ্যমে করতে পারেন এবং packaging এর মাধ্যমে ও করতে পারেন।তবে packageing খুব গুরুত্বপূর্ণ। কেন প্যাকেজিং গুরুত্বপূর্ণ, তা হলঃ

🌲যেমন, সারফেক্সেল কিছু দিন পর বাজারে এসে বলে নতুন মোড়কে এসেছে।আর কিছুই করেনি কিন্তু দেখা যায় বিক্রি বেড়ে যাচ্ছে।কারন আর্ট বা শিল্প মানুষের মনের মধ্যে সবসময় একটা place create করে।so, packageing এর মাধ্যমে আপনি আপনার পজিশনিং ব্রান্ড করতে পারেন।যদি পজিশনিং ভাল ভাবে করা যায় তাহলে অধিক সাফল্য পাওয়া যায়।

♥♥What is you objective (আপনার লক্ষ্য কি):সবার লক্ষ্য থাকে বিজনেসে সফলতা। কিন্তু ভাল পোডাক্ট ছাড়া সেই সফলতা আসে না।যেমনঃ


🌲exceeds a customer expectation :একটি ভাল প্রোডাক্ট মানে হচ্ছে কাস্টমারের Expectations কে ছাড়িয়ে যাবে।

🌲Higher Payment : অনেকেই ভাবে প্রাইস কমালে বিক্রি বেশি হয়।কিন্ত এটি শুরুতে হতে পারে।তবে একটা বেটার প্রোডাক্ট যদি আপনি দিতে পারেন তবে Higher Payment দিতে কাস্টমারের সমস্যা হয় না।এ জন্য বলা হয়ে থাকে price is not aways a king.

🌲profitability : বেশি বিক্রির দিকে তাকালে নাকি profit. অনেকেই আছে দিনে ১০০ পন্য বিক্রি করে আবার অনেকেই আছে দিনে ৫টি পন্য বিক্রি করে।তবে যে কম সেল করে সে কি লস করে?অবশ্যই না।কারন সে বেশি বিক্রি চাইনা,চাই profit. তার পন্য সবাই কিনবে বা কিনতে চাইবে এমনটা ও নয়। তবে তার পন্য কোয়ালিটিফুল, কাস্টমারের expectations এর উপরে। so কোয়ালিটিফুল পন্য বিক্রি করে সে লাভবান হচ্ছে,কারন তার টার্গেট প্রফিট বেশি বিক্রি নয়।

♥♥The Magic Bullet: এটি একটি মন্ত্র।এটি এক সাথে যদি পঞ্চাশ হাজার মানুষ ও শেখে তবুও আপনি আপনার বিজনেসটি বের করে নিয়ে আসতে পারবেন।এখানে চারটি ধাপ আছে,,সেগুলো বিশদ আলোচনা করছি।

★★★Impression:ইমপ্রেশান দুই তিন রকমের হতে পারে।আপনি যখন আপনার প্রোডাক্টির এ্যাড অনলাইনে দিলেন এবং ফেইসবুক বুস্ট করালেন।এটা করার পর দেখা গেল আমার ফেইসবুক পেইজে আপনার এ্যাডটি এসেছে,এটাই হচ্ছে impression. অথাৎ যার যার পেইজে যাচ্ছে এবং যতটুকু রিচ হচ্ছে এই প্রোমোটটাই এক একটি ইম্প্রেশান।

★★★Session:এবং উক্ত এ্যাডটি ডিটেইলস দেখতে গিয়ে যদি আমি এ্যাডটির উপরে ক্লিক করি তবে সেটা হচ্ছে session.

এখন আপনার কাছে একটি লিস্ট আসলো যে,১০০ জন লোকের কাছে এটি পৌছে গিয়েছে। এই ১০০ জন লোকের মধ্যে গেলেও Session এর মধ্যে পড়েছে কতজন, অথাৎ এ্যাডটির মধ্যে ক্লিক করে আপনার পন্যটির ভিতর ইন্টারেস্টেড হয়েছে কয়জন।

ধরেন,ইম্প্রেশান অথাৎ আপনার প্রোডাক্টটি পৌছে গেছে ১০০ জনেত মধ্যে কিন্তু session অথাৎ ক্লিক করেছে ২০ জন তাহলে আপনার প্রোডাক্টটি attractive না ও হতে পারে।হতে পারে এ্যাডটির মধ্যে কিছু৷ ভিজুয়াল চেইঞ্জ করতে হবে অথবা শব্দ চয়নে আরও বেশি সচেতন হতে হবে।

★★★Conversion: session অথাৎ ইন্টারেস্টেড এর পর এখন "সে" পেমেন্টের দিকে যাবে।তার যে চাহিদা সেটি সে টাকার মাধ্যমে কনভার্ট করবে,অথাৎ সে ক্রয় করবে।এখন এখানে আপনাকে কিভাবে ডিল করতে হবে।সে বলল এই pandamic এর মধ্যে কিভাবে পেমেন্ট করবো। আপনি বললেন বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন।

এখানে তাকে যতটা সুবিধা দেয়া যায়,সেটা করতে হবে।এবং আপনাকে পন্যের কোয়ালিটির এনশিওর করতে হবে, আপনি যদি এনশিওর করতে পারেন তাহলে সে পন্যটি কিনে ফেলবে।

★★★: Review: উপরের তিন ধাপ সম্পন্ন হলে, কাস্টমার থেকে একটি রিভিউ চাইবেন।মনে রাখবেন রিভিউ হতে পারে আপনার জন্য আর্শীবাদ আবার হতে পারে অভিশাপ ও।So,ডিপেন্ড করছে আপনি কেমন প্রোডাক্ট সার্ভিস দিচ্ছেন।

ধন্যবাদ সবাইকে

17/06/2021

""ব্রান্ডিং""

আসসালামু আলাইকুম।

♥♥ব্রান্ডিং নিয়ে কয়েকটি পোষ্ট লিখেছি ইতোমধ্যে। কিন্তু আমরা উদ্যোক্তা বা ব্যবসায়ীরা ব্রান্ডিং নিয়ে আসলে কতটা চিন্তিত! বিস্ময়কর ভাবে সত্য যে আমাদের দেশে প্রায় ৯৯% ছোট কোম্পানি ব্রান্ডিং নিয়ে তেমন চিন্তিত নয়। তবে ভিন্নতা এটায় যে যারা লং রান বিজনেস করার চিন্তা করছেন তারা কিছুটা হলেও ব্রান্ডিংয়ের গুরুত্ব বোঝেন।

♥♥ সফল এবং দক্ষ ব্যবসায়ীরা বুঝতে পারে যে ব্যবসা এবং শক্তিশালী ব্রান্ডিংয়ের একটি যোগসূত্র আছে।ব্রান্ডিং শুধুমাত্র একটি লোগো বা ব্যবসার ধরন মানুষের মাঝে পরিচিত করেনা পাশাপাশি নিজ নিজ প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আমার বা আপনার কাস্টমারদের আস্থাও তৈরি করে।

♥♥একটা কথা মাথায় রাখতে হবে সবকিছুর উপর আপনার একটা ইউনিক এবং অসাধারণ লোগো দিলেই ব্রান্ডিং হবে না।কারন ইন ফিউচার কাস্টমাররা অনেক বেশি সচেতন। তাই তাদের বুদ্ধিমত্তাকে সম্মান করতে হবে। তাদেরকে কে আপনার কোম্পানি এম্বাসেডর করুন,এক একটা কাস্টমার আপনার হয়ে কথা বলবে।

♥♥সবর্দা যখন গ্রাহকের সাথে কমোনিকেশান করবেন তখন আপনার ব্রান্ডিং বিবেচনা করবেন। অনেকেই আছে খুব ইগো ধারি।তাদের জন্য কাস্টমারকে ইপ্রেস করা বা বিজনেসে সফলতা আনা খুবই প্রতিকুল। একজন ব্যবসায়ীকে মনে রাখতে হবে যে, "আপনার গর্ব হারানো কিংবা নির্বিচার হয়ে যাওয়ার ভয় আপনার ব্রান্ডিং পজিশনিং মিশিয়ে ফেলবেন না।

কম দামে পন্য বিক্রি করে কাস্টমার কে ইমপ্রেস না করে অফার দিন।বিজ্ঞানের মাধ্যমে হারানো ব্রান্ডিং ফিরিয়ে আনা সম্ভব।

♥♥ একজন ব্যবসায়ীকে উদ্ভাবনী এবং সাহসী হতে হয়।নিজ বিশ্বাসের উপর আস্থা রাখতে হবে।বড় বড় ব্রান্ডগুলোর আমলাতন্ত্রে বড় স্তর থাকে তাই তাদের কাস্টমারদের চাহিদা চেঞ্জ হলেও তারা নমনীয় হয় না। তাদের ডিসিশন মেকাররা খুবই কঠোর থাকেন তাদের ব্রান্ড নিয়ে।

♥♥ব্রান্ডিংয়ের ফলে ছোট ছোট কোম্পানি বড় হয়।তাই ব্রান্ডিংকে গুরুত্ব দিতে হবে।উপরিউক্ত বিষয় গুলো মাথায় রেখে ব্রান্ডিং করা মন্দ নয়।অবশ্যই উইথআউট ব্রান্ডিংয়ে কখনো ব্যবসায়ে সুফল বা স্থায়িত্ব আসেনা।তাই ব্রান্ডিং ক্রিয়েট করায় গুরুত্ব দিতে হবে।

ধন্যবাদ সবাইকে।

আসসালামু আলাইকুম♥♥ প্লানিং ছাড়া ব্যবসা করা আর ভীত ছাড়া বিল্ডিং বানানো একই।পরিকল্পনা থেকে বেটার কোন কিছু হতে পারে না।আপনা...
15/06/2021

আসসালামু আলাইকুম

♥♥ প্লানিং ছাড়া ব্যবসা করা আর ভীত ছাড়া বিল্ডিং বানানো একই।পরিকল্পনা থেকে বেটার কোন কিছু হতে পারে না।আপনার প্রোডাক্টটি প্রপারলি মানুষের কাছে পৌছে দিতে না পারলে সমস্ত প্রচেষ্টা বৃথা।তার জন্য সুস্পষ্ট একটি পরিকল্পনা তৈরি করতে হবে শুরুতে।

♥♥যথাযথ পরিকল্পনা সম্পন্ন হলে কাস্টমারের প্রয়োজনটি আইডেন্টিফাই করতে হবে এবং উক্ত প্রয়োজনটাকে স্যাটিসফাই করতে হবে( অথাৎ প্রয়োজন গুলো মেটানোর জন্য যে প্রোডাক্ট নিয়ে আসছেন এবং অবশ্যই তাতে নিজের প্রফিট থাকতে হবে)।

♥♥কাস্টমার ইজ দ্যা কিং,এটা মনে রাখতে হবে।অথাৎ, উদ্যোক্তাদের নজরটি রাখতে হবে কাস্টমার কেন্দ্রীক।কাস্টমারকে কেন্দ্র করে প্রোডাক্ট নির্বাচন করতে হবে ও উক্ত প্রোডাক্ট সার্ভিস দিতে হবে।

♥♥মার্কেটিং মানে এ্যাড বা শপিং বা সেল করা নয়।মার্কেটিং মানে প্রসার।যত বেশি মানুষের কাছে যত বেশি পন্য প্রসার করা যায় সেটাই হচ্ছে মার্কেটিং।মার্কেটিং রিচার্স সর্বপ্রথমে করতে হবে। রিচার্স মানে, আমাকে অবশ্যই প্রোডাক্টের সাথে যুক্ত সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হবে,এবং কারা প্রতিদ্বন্দী তা আইডেন্টিফাই করতে হবে।এগুলো কে মার্কেট রিসার্চ বলে।

♥♥4PS And Branding:

★★Product
★★Price
★★Promotion
★★Place

বিজনেসে সাকসেস্ফুল হতে হলে এই 4PS নিয়ে ভাল ভাবে জানতে হবে ও ইনফরমেশন গ্যাদার করতে হবে ও 4PS অনুযায়ী কাজ করতে হবে এবং সে অনুযায়ী আগাতে হবে।

★★Product: বিজনেসের প্রধান হাতিয়ার হল পন্য,যা বিদ্যমান বাজারে ক্রেতার চাহিদার বিপরীতে সরাবরাহ করে।প্রোডাক্ট দুই রকমের হয়ে থাকে।
১.স্পর্শ করা যায় এমন প্রোডাক্ট যেমনঃ বাচ্চাদের খেলনা,জামা ইত্যাদি।
২.অস্পর্শ অর্থাৎ ধরা ছোয়া যায় না এমন প্রোডাক্ট যথাঃ হেয়ারকার্ট।

যে প্রোডাক্ট নিয়ে সবাই চিন্তা করছে না কিন্তু তা মানুষের প্রয়োজন উক্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে,তাতে গ্রাহকের চাহিদা বা নজর আকৃষ্ট হয়।

আপনার পন্যের যথাথত গুরুত্ব নির্ধারিত হবে না যতক্ষন পযন্ত আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারন করে সকল বিষয়ে পরিকল্পনা করবেন।বলা হয়ে থাকে পন্যের জন্য ক্রেতা নয়, ক্রেতার জন্য পন্য খুঁজুন।এবং নিজ পন্যকে বিদ্যমান বাজারে প্রাসংগিক করে তুলুন।

★★Pricing: প্রাইসিং কয়েকভাবে নির্ধারন করা যায়।যেমন; একই প্রোডাক্টের জন্য এক এক সময় এক এক প্রাইস নির্ধারন করা যেতে পারে যাকে Marketing Skimming বলে যা ডিমান্ড বুঝে চেইঞ্জ করা যেতে পারে,,psychological pricing এর মাধ্যমে প্রাইস নির্ধারন করা যেতে পারে যেমন একটি পন্যের দাম ১০০০ টাকা যা কাস্টমারের কাছে আরও এক্টু কম হলে মানান সই হতো, উক্ত পন্যটি ১ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নিধারন করে কাস্টমারের দৃষ্টি বা মন আকৃষ্ট করাকে সাইক্লোজিক্যাল প্রাইসিং বলে।

★★Promotion: প্রোমশন তথা উন্নতি নির্ভর করে আপনার পন্যের মূল বিপনন যোগাযোগ এবং এ সম্পর্কিত আরও অন্যান্য বিষয়ের উপর।

S-T-P( Segmentation-Targeting-positioning)

Segmentation হলো,আপনি প্রোডাক্টটি সেল করবেন কার কাছে?সে কি ছেলে? মেয়ে? বৃদ্ধ?টিনেজ? শিশু? তাদেরকে টার্গেট করেছেন? তাদেরকে টার্গেট করাকে সেগমেন্টেশান বলে।

Segmentation অনেক ভাবে করা যায়,যেমন Gender,Income,age,location ইত্যাদি ভিত্তি করে।কাদের কাছে সেল করবেন তাদেরকে মূলত টার্গেট করতে হবে।এবং এই টার্গেট মার্কেটের কাছে প্রোডাক্টটি Positioning করতে হবে।মানে,টার্গেট কাস্টমারের মনে নিজের প্রোডাক্টটি গেঁথে দিতে হবে আর এটাই positioning.

★★Place:গ্রাহক কোথায় গেলে আপনার পন্য পাবে অথবা কোথায় পন্য রাখলে গ্রাহক সহজ এবং সুবিধা জনক উপায়ে আপনার পন্য গ্রহন করতে পারবে তা নির্ধারন করায় হলো place.

আসসালামু আলাইকুম আসেন একটু "মাকেটিং" নিয়ে পড়াশুনা করি।ব্যবসা করতে আমরা কম বেশি সকলেই খুব আগ্রহী।তাই ব্যবসা শুরুর আগে মার...
30/05/2021

আসসালামু আলাইকুম

আসেন একটু "মাকেটিং" নিয়ে পড়াশুনা করি।

ব্যবসা করতে আমরা কম বেশি সকলেই খুব আগ্রহী।তাই ব্যবসা শুরুর আগে মার্কেটের হালচাল সম্পর্কে অবশ্যই জানতে হবে।আর মার্কেট রিসার্চ এর জন্য কয়েকটি বিষয়ে বেশ জোর দিতে হবে।তা হলোঃ

★★মার্কেটে কোন পন্যের চাহিদা শীর্ষে রয়েছে।
★★কাস্টমারের চাহিদা।
★★কাস্টমাররা ঠিক কোন কোন পন্য ই-কমার্স সাইট থেকে কেনে।
★★কাস্টমাররা এডজ্যাক্টলি কিভাবে এবং কোন মাধ্যমে পন্যগুলো ডেলিভারি নিতে পছন্দ করে।
★★টাকা পরিশোধের ক্ষেত্রে কোন মাধ্যমে তারা স্বাচ্ছন্দবোধ করে।
★★কোন পন্য কতদিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়ে থাকে।
★★ই-কমার্স সাইটে যে পন্যগুলো বিক্রি করা হয়ে থাকে এবং সে গুলো কোথা থেকে সোর্স করা হয়।
★★কোন কোন ক্ষেত্রে কাস্টমার রিফান্ড পেতে চাই।
★★মার্কেটে ই-কমার্স ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিদ্বন্দী কারা এবং তারা কোন ধরনের পন্য তাদের সাইটে বিক্রি করছে।

উপরিউক্ত বিষয় গুলো নখোদর্পনে এনে তারপর লক্ষ্য নির্ধারন করতে হবে। এবং কোন পন্য নিয়ে বিজনেস শুরু করবেন সে ক্ষেত্রে কিছু কৌশলী হওয়া প্রয়োজন। কারন বিজনেসের সফলতা নির্ভর করে সঠিক পন্য নির্ধারনের উপর।এমন পন্য নির্ধারন করতে হবে যা আপনি সহজেই এবং কম পরিবহন খরচে সংগ্রহ করতে পারবেন।

♥♥নির্ধারিত পন্যটি বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনাঃ পন্য নির্ধারন হয়ে গেলে এবার তা পরিকল্পনা জন্য ঝটপট নেমে পড়তে হবে।আপনি আপনার পন্যটি কিভাবে সকলের সামনে উপস্থাপন করবেন, ওয়েবসাইটে পন্যটির কি কি তথ্য ও ছবি শেয়ার করবেন সে গুলো ঠিক করতে হবে।সর্বোপুরি,আপনার কৌশল গুলো কিভাবে প্রয়োগ করবেন তা সম্পর্কে একটি নোট করে ফেলতে হবে।

♥♥ই-কমার্স বিজনেসের জন্য নাম নির্ধারনঃ আপনার বিজনেসটির পরিচিতির জন্য একটি নাম অবশ্যই প্রয়োজন। আপনি যে ধরনের পন্য নির্বাচন করবেন তার সাথে মিল রেখে আকর্ষনীয়, সুন্দর, সাবলীল ও শ্রুতিমধুর একটি নাম পছন্দ করতে হবে।আপনার প্রতিষ্ঠানের নাম দেখে কাস্টমাররা যেন ধারণা নিতে পারে যে, এই সাইটতিতে গেলে তারা কি ধরনের পন্য পেতে পারে।

ধন্যবাদ সবাইকে

""E-commerce revolution ""আসসালামু আলাইকুম ♥♥বর্তমান ডিজিটাল যুগে সবকিছু উন্নত হচ্ছে।ইন্টারনেটের বহুল ব্যবহার সবজায়গায় ব...
18/05/2021

""E-commerce revolution ""

আসসালামু আলাইকুম

♥♥বর্তমান ডিজিটাল যুগে সবকিছু উন্নত হচ্ছে।ইন্টারনেটের বহুল ব্যবহার সবজায়গায় বিরাজমান মানুষেরা কেনাকাটায় ইন্টারনেটে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে।অনলাইনে অর্ডার এবং ডেলিভারি বা স্টোর পিকআপ সরাবরাহ বদলেছে এবং উন্নত হয়েছে।ই-কমার্স এখন বিপ্লবের মত।

Brand positioning: segmentations targeting-positioning.

প্রথমে আমরা জানবো Segmentation সম্পর্কেঃ

★★★ Segmentation: একটি প্রোডাক্টকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে।So,একটি প্রোডাক্ট হতে পারে বয়সভিত্তিক।যেমন,আপনি কি প্রোডাক্টটি বয়স্ক মানুষের কাছে বিক্রি করবেন নাকি বাচ্চাদের নাকি প্রাপ্ত বয়স্কদের কাছে।অথবা Gender ভিত্তিক ও হতে পারে,যেমন ছেলেদের কাছে নাকি মেয়েদের কাছে বিক্রি করবেন। আবার হতে পারে Monthly Income Base, অথাৎ এমন কারও কাছে বিক্রি করতে চাইছেন যাদের বেতন পঞ্চাশ হাজার টাকার উপরে অথবা এমন কেউ যে বা যারা সমাজের বড় জায়গায় belong করেনা কিন্তু আপনি টার্গেট করেছেন।

আর এটাই হচ্ছেন segmentation। এই যে segmentation করা, লিংগ,বেতন,সমাজের জায়গা ভিত্তিক এটা সম্পুর্ন আপনার নিজের opinion, যে আপনি segmentation টা কিভাবে করবেন।

★★★Targeting: segmentation করা হয়ে গেলে ওখান থেকে একটি নিদিষ্ট Segmentation বেছে নিতে হবে( বয়স ভিত্তিক থেকে,লিংগ ভিত্তিক থেকে,বেতন,সমাজের জায়গা ভিত্তিক থেকে) That is Targeting.

প্রথমে segmentation এর মাধ্যমে ভাগ করে নিলেন যে ঠিক টার্গেটের (মানুষের) কাছে যেতে পারেন। Then,you have to choice. অনেকেই আছে একটি মার্কেট টার্গেট করে,সবাইকে না।এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা Expensive প্রোডাক্ট কিনতে পারবে,তাদেরকে টার্গেট করে।

তবে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা সবাইকে টার্গেট করে যেমন বাটা।সবার জন্য বাটায় প্রোডাক্ট আছে।যে কোন বয়সের যে কোন ইনকামের মানুষের জন্য। আর এটি নির্ভর করে ক্যাপাসিটির উপর।আপনি চাইলে একটি Segmentation কে টার্গেট করতে পারেন আবার চাইলে একাধিক।

★★★Positioning: এর পর আপনি ডিসাইড করে ফেলেছেন যে কোন মার্কেটের মানুষের কাছে আপনার প্রোডাক্টটি প্রোমোট করাবেন বা আপনার ব্রান্ডটিকে Positioning করাবেন,,এটাই হচ্ছে positioning.

অথাৎ সহজ ভাষায়, positioning হচ্ছে মানুষের মনে জায়গা করে নেওয়া। সেটি Promotion এর মাধ্যমে করতে পারেন এবং packaging এর মাধ্যমে ও করতে পারেন।তবে packageing খুব গুরুত্বপূর্ণ। কেন প্যাকেজিং গুরুত্বপূর্ণ, তা হলঃ

🌲যেমন, সারফেক্সেল কিছু দিন পর বাজারে এসে বলে নতুন মোড়কে এসেছে।আর কিছুই করেনি কিন্তু দেখা যায় বিক্রি বেড়ে যাচ্ছে।কারন আর্ট বা শিল্প মানুষের মনের মধ্যে সবসময় একটা place create করে।so, packageing এর মাধ্যমে আপনি আপনার পজিশনিং ব্রান্ড করতে পারেন।যদি পজিশনিং ভাল ভাবে করা যায় তাহলে অধিক সাফল্য পাওয়া যায়।

♥♥What is you objective (আপনার লক্ষ্য কি):সবার লক্ষ্য থাকে বিজনেসে সফলতা। কিন্তু ভাল পোডাক্ট ছাড়া সেই সফলতা আসে না।যেমনঃ


🌲exceeds a customer expectation :একটি ভাল প্রোডাক্ট মানে হচ্ছে কাস্টমারের Expectations কে ছাড়িয়ে যাবে।

🌲Higher Payment : অনেকেই ভাবে প্রাইস কমালে বিক্রি বেশি হয়।কিন্ত এটি শুরুতে হতে পারে।তবে একটা বেটার প্রোডাক্ট যদি আপনি দিতে পারেন তবে Higher Payment দিতে কাস্টমারের সমস্যা হয় না।এ জন্য বলা হয়ে থাকে price is not aways a king.

🌲profitability : বেশি বিক্রির দিকে তাকালে নাকি profit. অনেকেই আছে দিনে ১০০ পন্য বিক্রি করে আবার অনেকেই আছে দিনে ৫টি পন্য বিক্রি করে।তবে যে কম সেল করে সে কি লস করে?অবশ্যই না।কারন সে বেশি বিক্রি চাইনা,চাই profit. তার পন্য সবাই কিনবে বা কিনতে চাইবে এমনটা ও নয়। তবে তার পন্য কোয়ালিটিফুল, কাস্টমারের expectations এর উপরে। so কোয়ালিটিফুল পন্য বিক্রি করে সে লাভবান হচ্ছে,কারন তার টার্গেট প্রফিট বেশি বিক্রি নয়।

♥♥The Magic Bullet: এটি একটি মন্ত্র।এটি এক সাথে যদি পঞ্চাশ হাজার মানুষ ও শেখে তবুও আপনি আপনার বিজনেসটি বের করে নিয়ে আসতে পারবেন।এখানে চারটি ধাপ আছে,,সেগুলো বিশদ আলোচনা করছি।

★★★Impression:ইমপ্রেশান দুই তিন রকমের হতে পারে।আপনি যখন আপনার প্রোডাক্টির এ্যাড অনলাইনে দিলেন এবং ফেইসবুক বুস্ট করালেন।এটা করার পর দেখা গেল আমার ফেইসবুক পেইজে আপনার এ্যাডটি এসেছে,এটাই হচ্ছে impression. অথাৎ যার যার পেইজে যাচ্ছে এবং যতটুকু রিচ হচ্ছে এই প্রোমোটটাই এক একটি ইম্প্রেশান।

★★★Session:এবং উক্ত এ্যাডটি ডিটেইলস দেখতে গিয়ে যদি আমি এ্যাডটির উপরে ক্লিক করি তবে সেটা হচ্ছে session.

এখন আপনার কাছে একটি লিস্ট আসলো যে,১০০ জন লোকের কাছে এটি পৌছে গিয়েছে। এই ১০০ জন লোকের মধ্যে গেলেও Session এর মধ্যে পড়েছে কতজন, অথাৎ এ্যাডটির মধ্যে ক্লিক করে আপনার পন্যটির ভিতর ইন্টারেস্টেড হয়েছে কয়জন।

ধরেন,ইম্প্রেশান অথাৎ আপনার প্রোডাক্টটি পৌছে গেছে ১০০ জনেত মধ্যে কিন্তু session অথাৎ ক্লিক করেছে ২০ জন তাহলে আপনার প্রোডাক্টটি attractive না ও হতে পারে।হতে পারে এ্যাডটির মধ্যে কিছু৷ ভিজুয়াল চেইঞ্জ করতে হবে অথবা শব্দ চয়নে আরও বেশি সচেতন হতে হবে।

★★★Conversion: session অথাৎ ইন্টারেস্টেড এর পর এখন "সে" পেমেন্টের দিকে যাবে।তার যে চাহিদা সেটি সে টাকার মাধ্যমে কনভার্ট করবে,অথাৎ সে ক্রয় করবে।এখন এখানে আপনাকে কিভাবে ডিল করতে হবে।সে বলল এই pandamic এর মধ্যে কিভাবে পেমেন্ট করবো। আপনি বললেন বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন।

এখানে তাকে যতটা সুবিধা দেয়া যায়,সেটা করতে হবে।এবং আপনাকে পন্যের কোয়ালিটির এনশিওর করতে হবে, আপনি যদি এনশিওর করতে পারেন তাহলে সে পন্যটি কিনে ফেলবে।

★★★: Review: উপরের তিন ধাপ সম্পন্ন হলে, কাস্টমার থেকে একটি রিভিউ চাইবেন।মনে রাখবেন রিভিউ হতে পারে আপনার জন্য আর্শীবাদ আবার হতে পারে অভিশাপ ও।So,ডিপেন্ড করছে আপনি কেমন প্রোডাক্ট সার্ভিস দিচ্ছেন।

ধন্যবাদ সবাইকে

05/05/2021

ভবিষ্যত তাদেরই, যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাসী।"

- এলেনোর রুজভেল্ট

14/04/2021
17/03/2021

"অভ্যাস"

আসসালামু আলাইকুম।

★★★অভ্যাস এমন একটি জিনিস যা একবার গড়ে তুললে বদলানো কঠিন আর যদি পজিটিভ কোন কাজে অভ্যাস গড়ে তোলা যায় তবে তো বাজিমাত! জীবনে চলার পথে কিছু কিছু পজিটিভ অভ্যাস আমাদেরকে এমন ভাবে তৈরি করে যে আমরা যে কোন চ্যালেঞ্জের প্রতি ইতিবাচক হয়ে দাড়ায়,সাফল্যের পথটা আমাদের জন্য হয়ে ওঠে আরও স্পষ্ট।

★★★অভ্যাস আমাদের আচারণকে, কার্যক্রমকে পরোক্ষ ভাবে নয় বরং প্রতক্ষ্যভাবে নিয়ন্ত্রণ করে।আমরা যা আমাদের অভ্যাসে নিয়ে আসি তাই আমাদের বর্তমানকে নিয়ে চলে,ভবিষ্যৎ কে আজ থেকে গুছিয়ে দেয়।তাই অভ্যাসের নির্বাচনটাও হওয়া উচিৎ যথার্থ।

★★★জীবনে কিছুদিন সবথেকে খারাপ সময় পার করার পর ব্যক্তিগতভাবে একটি অভ্যাস গড়ে তুলেছি তা হল মিতব্যয়ী।কারন 'অর্থ' যার প্রয়োজনীয়তা বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের বেচেঁ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে টাকা ছাড়া এক মুহুর্ত চলা অসম্ভব। আমার অভিজ্ঞতা থেকে একটি কথায় আমি বলবো,"আমরা সমাজের মূল্য দেই আর না দেই ,সমাজ ঠিকই আমাদের মূল্য টাকার বিনিময়ে দেয়"

★★★একমাত্র অভ্যাসই পারে কাজ আর জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে।ব্যস্ততা শব্দট রেডিমেড ঠোটের উপর রাখা থাকে আমাদের।ব্যস্ত ছিলাম তাই গ্রুপে আসিনি,ব্যস্ত ছিলাম তাই পড়তে পারিনি, ইত্যাদি ইত্যাদি। তবে ব্যস্ততায় জীবন নাকি জীবন মানেই ব্যস্ততা?

★★★অনেকেই পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলে।এ দিক থেকে আমি ক্লিয়ার।শত ব্যস্ততায় ও আমি এই দুটি দিক গুলিয়ে ফেলি না তার কারন অভ্যাস।আমি আমার প্রতিটি কাজ সময় মত ফিক্সড করে রাখি ও প্রতিদিন সেই অনুযায়ী করি এবং অভ্যাস তৈরি হয়ে গিয়েছে।একঘেমেয়ী ও লাগে না।

★★★সবশেষে একটি কথায় বলবো,আমরা যা কিছু করিনা কেন সেটির অভ্যাস গড়ে তুলতে হবে।একদিন করে দশ দিন ফেলে রাখলে তা থেকে ভাল ফলাফল আশা করা যায় না,কিন্তু একবার অভ্যাস গড়ে তুলতে পারলে ব্যক্তিগত,পেশাগত, পারিবারিক সব ক্ষেত্রেই ব্যালেন্স রেখে চলা যাবে,সহজেই মানিয়ে নেয়া যাবে।

ধন্যবাদ সবাইকে

15/03/2021

আসসালামু আলাইকুম

"" মাইন্ড সেট আপ""

★★★পিচ্চিকাল থেকে শুনে আসছি,বাবা বলতেন সাবলম্বী হতে হবে।মেয়ে হয়েছো বলে বিয়ে করে সংসার করবে এটুকুর মধ্যে নিজের চিন্তাধারাকে সীমাবদ্ধ রাখবেনা।বরং তা আরও বিস্তৃত করবে।এটা শুনতে শুনতে বড় হয়েছি।যার ফলে আমার মাইন্ডসেট ও ঐভাবেই তৈরি হয়েছিল যে আমাকে সাবলম্বী হতে হবে।

★★★আর এই জন্য সেই শৈশব থেকে মাথায় সেট হয়ে আছে যে আমাকে পড়াশুনা করতে হবে ভাল করে।আমাকে সাবলম্বী হতেই হবে,নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হবে।

★★★সাবলম্বী হতে হলে যে শুধু চাকরি করতে হবে তা নয়,বিজনেসের মাধ্যমে ও সাবলম্বী হওয়া যায়।এমনও অনেক উদাহরণ আছে যে অক্সফোর্ড বা হাভার্ড থেকে পড়ে গুগলের মত প্রতিষ্ঠানে চাকরির অফার পেয়েও কেউ কেউ তা গ্রহণ না করে নিজের প্রতিষ্ঠান গড়ে তুলছে।তাদের নিজেদের নিজস্ব একটি ভিশন আছে এবং তাদের মাইন্ডসেট ও ঐ ভাবে হয়ে যায়।ঐসকল মানুষদের চিন্তাধারা বা নীতি হলো "Don't play the game.Be the game changer".

★★★" If the opportunity, doesn’t knock, build a door".যদি এমন হয় যে আপনার কাছে কোন সুযোগই নেই তাহলে নিজের মত করে একটি রাস্তা তৈরি করুন।এবং কারও উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার চেষ্টা করুন।কথায় বলে "Action is the foundation key to all success ".

★★★ব্যবসায়ে মাইন্ড এমনি এমনি তৈরি হয় না।তার জন্য অনেক শ্রম দিতে হয়।কেউ যদি মনে করে যে বেশি টাকা ইনভেস্ট করলেই বেশি লাভ হবে,তার জন্য বেশি টাকা শুরুতেই ইনভেস্ট করে যারা বিজনেস শুরু করে তাদের মত বোকা আর দুটি নেই।উইতে কত আপুরা ১০-২০ লাখ টাকা ইনকাম করছে আমি কেন পারবো না বলে বিজনেসের ব ও না বুঝে যে কোন একটি পন্য নিয়ে নেমে পড়লেন,কিন্ত তাতে ১০০% ব্যর্থ হবেন।তারা তাদের সফলতার পিছনে এক একটা দিন অক্লান্ত শ্রম বিনিয়োগ করে বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে এই পজিশনে এসেছে।

★★★বিজনেস মাইন্ডসেট ও তেমন।কারও সফকতা দেখে হুতসে আপনি ও শুরু করে দিলেন কোন কিছু রির্চাস না করে অন্ধের মত,এতে লাভ নয় বরং লস।

★★★বিজনেসে মাইন্ডসেট এমনই হবে,Be in yourself and your business ".নিজের বিজনেস এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।আত্নবিশ্বাসের কারনেই বিজনেস গড়ে ওঠে।যদি নিজেকে নিজেই বিশ্বাস না করা যায় তবে অন্যরা কিভাবে বিশ্বাস করবে এবং বিজনেসে লেনদেন করাটাও কিভাবে হবে।

★★★" create your Own luck" নিজের কপাল নিজেকেই গড়তে হবে।কেউ এসে গড়ে দেবেনা।কারও ভরসায় অপেক্ষা করাটাও ঠিক নয়।

★★★"Be a painkiller not a vitamin" বিজনেসের ক্ষেত্রে নিজেকে পেইনকিলার হতে হবে, ভিটামিনের মত সফট হলে বিজনেস চালানো সম্ভব নয়।

★★★শিখতে হবে প্রচুর।যত বেশি শেখা যাবে তত বেশি ইনকাম করা যাবে।নিজেকেই নিজে মোটিভেট করতে হবে।There is a better wat to do it,find it.এটা মনে রাখতে হবে যে এর থেকেও ভাল কিছু আছে,উত্তম পথ আছে যা নিজেকেই খুজে বের কর‍তে হবে।তাহলেই সফল হওয়া যাবে।

★★★আমরা অল্পতেই হার মেনে নিই।তাই খুব সহজেই গিভ আপ করে ফেলি।কিন্তু সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়লে বুঝা যায় কত শত পরিশ্রম বিনিয়োগ করে তারা সফল হয়েছে।তাই আমাদেরও উচিৎ যে কাজটি করবো উক্ত কাজে লেগে থাকা,মনে রাখতে হবে "Never give up".

ধন্যবাদ সবাইকে

""ডিসিপ্লিন""আসসালামু আলাইকুম ★★★"Nothing  good can be done without  discipline ". জীবনে অনেক কিছু করা যায় তবে ভাল কিছু ...
12/03/2021

""ডিসিপ্লিন""

আসসালামু আলাইকুম

★★★"Nothing good can be done without discipline ". জীবনে অনেক কিছু করা যায় তবে ভাল কিছু করতে হলে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ করতে হবে। ডিসিপ্লিনের মধ্যে দিয়েই সফলতা আসে।

★★★"what to do you want to be doing five years from now"? অথাৎ এখন থেকে পাঁচ বছর পর তুমি কি করতে চাও?যা ই করতে চাও না কেন এখন থেকে সেটা নিয়ে প্রস্তুতি নাও।

★★★ "পড়তে থাকা মন কে কখনো ক্লান্ত করে না"। সার্চ করার অভ্যাস গড়ে তুলুন,তাহলে রিডিং পড়ার প্রতি আকৃষ্টতা চলে আসবে।যত পড়া যাবে তত জ্ঞান বৃদ্ধি পাবে যা শুধু বিজনেসে নয় ব্যক্তিজীবনে ও কাজে লাগবে।

★★★ পরিশ্রম, ধৈয্য,সততা,ইচ্ছাশক্তি কোন কাজে বিনিয়োগ করলে সফলতা আসবেই।আর সফলতা! "Its really delightful "

"Learning is prefareble to wealth" অথাৎ অর্থের চেয়ে বিদ্যা শ্রেষ্ঠ। আমি অন্যদের থেকে কম কিছু নই,আমার দ্বারাই ও ভাল কিছু সম্ভব এবং আমি "Host in Himself "অথাৎ একাই একশ।

★★★বিজনেসে যেমন মুলধন বিনিয়োগ করলে তবেই মুনাফা পাওয়া যায় ঠিক তেমনই কিছু শিখতে হলে দক্ষ হতে হলে সময় আর ধৈয্য বিনিয়োগ করতে হবে তবে সাফল্য আসবে,এখানে লাভের চিন্তা মাথাতে আনলেই অতি চালাক হয়ে যেতে হবে আর অতি চালাকের গলায় দড়ি।

অর্থাৎ সবার প্রথমে ডিসিপ্লিন হতে হবে তাহলে একএক করে সব কিছু করতে পারা সহজ হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে

"Customer satisfaction"আসসালামু আলাইকুম ★★★যে কোন উদ্যোক্তা যে ব্যবসায় করুক না কেন,তা দীর্ঘমেয়াদী করে তোলার জন্য Custome...
10/03/2021

"Customer satisfaction"

আসসালামু আলাইকুম

★★★যে কোন উদ্যোক্তা যে ব্যবসায় করুক না কেন,তা দীর্ঘমেয়াদী করে তোলার জন্য Customer satisfaction অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন শেষে আপনার ব্যবসা কতটা লাভ জনক তা নির্ভর করে কাস্টমার আপনার পন্যটি কতটা ভাল ভাবে গ্রহন করেছে,কতটা স্যাটিসফাইড হয়েছে তার উপর।

★★★একজন উদ্যেক্তাকে শুধু লাভ-লস নিয়ে ভাবলে দুইদিন পর তিনদিনের মাথায় তলপিতলপা গুছিয়ে ব্যবসা থেকে সরে যাওয়া উচিৎ। লাভ-লস এর আগেও ভাবতে হবে কাস্টমারের কথা।তার জন্য প্রথমে কাস্টমারের সাথে একটি ভাল সম্পর্ক গড়ে তুলতে হবে । একজন কাস্টমার কে স্যাটিসহাইড কাস্টমারে পরিনত করাটা একটি ব্যবসায়ে সাফল্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

★★★কাস্টমার স্যাটিসফাইড হলে শুধু উক্ত কাস্টমাররাই রিপিট কাস্টমার হবে না বরং তারা আপনার পন্য প্রচারেও তাদের ভাল অবদান রাখার বেশ ভাল সম্ভাবনা সৃষ্টি করবে।

★★★একজন ক্রেতার সাথে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করাটা তার সাথে স্থায়ী সম্পর্ক ও বিশ্বস্ততা সৃষ্টির সবথেকে ভাল উপায়।এর মাধ্যমে ও ক্রেতা স্যাটিস্ফাইড হয়।একটি বিজনেসের প্রানই হচ্ছে ক্রেতারা। একটি বিজনেস টিকে থাকার পেছনে পন্য ও সেবার থেকেও মাঝে মাঝে কাস্টমার স্যাটিসফেকশান বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।সুতরাং যে ভাবেই সম্ভব, নিয়মিত,সন্তুষ্ট ও বিশ্বস্ত কাস্টমার গ্রুপ গড়ে তোলার চেষ্টা করতে হবে। Customer satisfaction একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীর ব্যবসার সফলতা টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ পন্থা।

ধন্যবাদ সবাইকে

আসসালামু আলাইকুম ♥♥ই-কমার্স সিরিজে অজস্র বিষয় অন্তর্ভুক্ত, তার মধ্যে 'বাজার গবেষণা' যুক্ত রয়েছে।আজ 'বাজার গবেষণা' নিয়ে জ...
09/03/2021

আসসালামু আলাইকুম

♥♥ই-কমার্স সিরিজে অজস্র বিষয় অন্তর্ভুক্ত, তার মধ্যে 'বাজার গবেষণা' যুক্ত রয়েছে।আজ 'বাজার গবেষণা' নিয়ে জানবো।


♥♥আপনার বাজার,প্রতিযোগি,ক্রেতা সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণের প্রকৃিয়াকেই বাজার গবেষণা বলে।সহজ করে বললে প্রতিযোগিরা কি করছে, বাজারে কি হচ্ছে তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হওয়া, ক্রেতা কি চায়,তা সাথে নিজের পন্য ও সেবার মিল রাখতে বাজার গবেষণা সাহায্য করে।

♥♥প্রতিযোগিতা মুলক বিশ্বে মানুষের অনেক চাহিদায় অপ্রকাশিত। আজ যে পন্য মানুষের চাহিদা পূরন করছে কাল সে পন্য বাজার থেকে পুরোপুরি হারিয়ে যেতে পারে। ব্যবসার সার্বিক মুনাফা ও টিকে থাকার লড়ায়ের সাথে বাজার বিশ্লেষণ করার সম্পর্ক সবচেয়ে বেশি গভীর।কে ক্রেতা কে ভোক্তা, নিজের পন্যটি কতটা চাহিদা সম্পন্ন এ সবকিছুর সাথে পর্যাপ্ত তথ্যের কার্যকরী গবেষণা জরুরী।

পন্যের জন্য বাজার গবেষণার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো:

★★★পন্য অনুযায়ী বাজার ও প্রতিযোগিকে বোঝা।
★★★আমার ক্রেতা কারা সেটি সঠিক ভাবে অনুধাবন করা।
★★★প্রতিযোগিদের তুলনায় আমার পন্য কি কি বিশেষ সুবিধা দেবে তা নির্ধারন।
★★★পন্য বাজারজাতকরণের কৌশল নির্ধারন।
★★★সার্বিক বিচার বিশ্লেষণের পর পন্যের প্রচারনা শুরু করা।

ধন্যবাদ সবাইকে

আসসালামু আলাইকুম একজন নতুন উদ্যোক্তা কিভাবে তার উদ্যোক্তা জীবন শুরু করতে পারে..(পার্ট ৩)♥♥আমার বিজনেস আইডিয়া কি টেকসই?...
08/03/2021

আসসালামু আলাইকুম

একজন নতুন উদ্যোক্তা কিভাবে তার উদ্যোক্তা জীবন শুরু করতে পারে..(পার্ট ৩)

♥♥আমার বিজনেস আইডিয়া কি টেকসই?: একবার যখন ব্যবসার ক্ষেত্র খুজে বের করতে পারবেন,এরপর আপনার কাজ হবে এই প্রশ্নের উত্তরটি খুজে বের করা।এ জন্য আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে প্রচুর পরিমানে। এর মধ্য দিয়েই আপনার পন্যের ক্রেতা ও সেবা গ্রহীতা কারা হতে যাচ্ছে,আপনার ব্যবসাটি একটি লাভজনক ব্যবসায় পরিনত হবে কি না— এমন বিষয়গুলো বুঝতে পারবেন।

আপনার প্রতিযোগিদের সম্পর্কে ভালমতো জানাশুনা থাকতে হবে।তাহলে আপনার পন্য বা সেবাটি কোন দিক দিয়ে তাদের থেকে আলাদা হতে যাচ্ছে,যার জন্য একজন ক্রেতা আপনার কাছে আসবে সেটাও বের করতে পারবেন। এজন্য দরকারে ছোটখাটো কিছু পরিক্ষাও চালাতে পারেন আপনার পন্য নিয়ে।তবে এর পিছনে খুব বেশি খরচ করার কোন মানে নেই।আপনার কাছের পরিচিতদের মাঝে আপনার পন্যটি সরবরাহ করে তাদের মতামতের ভিত্তিতেই আপনি এগিয়ে যেতে পারেন।সেই সাথে অবাধ তথ্য ভান্ডার ডিএসবি তো আছেই সেখান থেকেও পযাপ্ত জ্ঞান আহরণ করা সম্ভব।

♥♥মার্কেটে আমার যথোপযুক্ত স্থানটা ঠিক কোথায়?: খুব স্বাভাবিকভাবেই আপনার পন্যের একটি নিদিষ্টক্রেতাগোষ্ঠী আছে,যাদের দিকে লক্ষ্য রেখে আপনি ব্যবসায় নামার পরিকল্পনা নিয়েছেন।
এবার তাহলে এদিকে নজর দেয়া যাক।

★★আপনি এবং একই সাথে আপনার ব্যবসার মাঝে এমন কি আছে যা একে অনন্য করে তুলবে?

★★আপনার ব্যবসার আপনি ঠিক কোন বিষয়টি নিয়ে সকলের কাছে পরিচিত হতে চান?

এই প্রশ্ন গুলোর গ্রহণযোগ্য উত্তর খুজে বের করুন।সেগুলো নিয়ে পযাপ্ত সময় ধরে ভাবুন।এই ব্যয়িত সময়ই একদিন আপনার জন্য সোনা নিয়ে আসবে। আপনার স্থানটাকে মার্কেটে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।মানুষ তখন আগে আপনার পন্য খুজবে।দাম কত?ওটা তো পরের বিষয়!

একজন নতুন উদ্যোক্তার উদ্যোগ শুরু করার আগে এই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে এবং বিষয়গুলো সম্পর্কে দক্ষ হতে হবে তাহলে সে তার উদ্যোক্তা জীবনে ভালকিছু করতে পারবে বলে আমার মনে হয়।

ধন্যবাদ সবাইকে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when CHOBI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share